জঞ্জাল সাফের দিন পাছায় থাপড়ায়া তালিয়া বাজাই!!!

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: সোম, ১২/০৩/২০০৭ - ২:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:


এভাবেই এগিয়ে যেতে হয় সামনে। যত জঞ্জাল আছে সাফ সুতরো করে দিতে হবে। মহামান্যরা তাই বলে দিয়েছেন। জনগনও চায় পরিচ্ছন্ন স্বদেশ।

তবে তাই হোক... চার'শ থেকে চার হাজার যে কোন দুরত্বেরই হোক... সকল জঞ্জাল আমরা ঝেড়ে ফেলবই! সুকান্ত বেটাতো বলেই গেছে, পৃথিবীর জঞ্জাল সরিয়ে একে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।

এই ভাঙ্গা মন্দিরে আমারও কিছু স্মৃতি আছে,
শৈশবের সময়ে সে দিয়েছিল কিছু মমতা...

জঞ্জাল!


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

দুঃখজনক।।

বিকৃত সময়ে বিকৃত মনোভাবে
বিকৃত মানুষগুলোর রুচি
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।