শিমুল কই? = ইন্টারনেট ছিল না, এমন জায়গায় গেছিলো কামলাগিরির কারণে। দুয়েকবার ঢু মারার সুযোগ হইছিল।
লাস্ট কবে আসছিল? = ২৭ তারিখের আগে ২৬ তারিখ। ২৪ তারিখ। ২২ তারিখ।
ওর কি কোন সমস্যা হয়েছে। = হুমম, মাথা কাজ করে না ঠিক মতো। চোখ ঝাপসা, কী বোর্ডে টাইপ করতে অনেক সময় লাগে। নিউরনের ভীতর কী কী থাকে ওগুলো সব মারা গেছে। নতুন আইডিয়া নাই, লেখাও নাই। মরহুম ব্লগার হওয়ার পথে - - -
কার কার সাথে তার যোগাযোগ আছে? = ???
একটু খোজ দেননা ভাইয়েরা। = = = এই লাইনের কোনো জবাব নাই। এক বছরের ব্লগিং জীবনে প্রাপ্তির খেরোখাতায় এটি অন্যতম সেরা পাওয়া। এর কোনো জবাব হয় না, প্রতিদান হয় না। নিজের কাছে লজ্জা লাগছে অনুপস্থিতির কারণটা আগাম জানানো হয়নি। ভুল সময়ের মর্মাহত বাউল, একজনই হয়। শুধু একজন।
বাকী সবাইকে কৃতজ্ঞতা।
মন্তব্য
হ, নিখোঁজ মনে হয়।
দেশে গ্যাছে নাতো?
শেষ কথা হইসিলো জুন ১৫ তে।
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
গতকাল ঠিক এইরকম সময়ে তাকে লগড-ইন দেখা গেছে। একটা পোস্টে মন্তব্যও করেছে। আমিও ভাবছিলাম, ছেলেটা গেলো কোথায়?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
দুদকের মামলার ভয়ে পালাইছে।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
শিমুল কই? = ইন্টারনেট ছিল না, এমন জায়গায় গেছিলো কামলাগিরির কারণে। দুয়েকবার ঢু মারার সুযোগ হইছিল।
লাস্ট কবে আসছিল? = ২৭ তারিখের আগে ২৬ তারিখ। ২৪ তারিখ। ২২ তারিখ।
ওর কি কোন সমস্যা হয়েছে। = হুমম, মাথা কাজ করে না ঠিক মতো। চোখ ঝাপসা, কী বোর্ডে টাইপ করতে অনেক সময় লাগে। নিউরনের ভীতর কী কী থাকে ওগুলো সব মারা গেছে। নতুন আইডিয়া নাই, লেখাও নাই। মরহুম ব্লগার হওয়ার পথে - - -
কার কার সাথে তার যোগাযোগ আছে? = ???
একটু খোজ দেননা ভাইয়েরা। = = = এই লাইনের কোনো জবাব নাই। এক বছরের ব্লগিং জীবনে প্রাপ্তির খেরোখাতায় এটি অন্যতম সেরা পাওয়া। এর কোনো জবাব হয় না, প্রতিদান হয় না। নিজের কাছে লজ্জা লাগছে অনুপস্থিতির কারণটা আগাম জানানো হয়নি। ভুল সময়ের মর্মাহত বাউল, একজনই হয়। শুধু একজন।
বাকী সবাইকে কৃতজ্ঞতা।
ওই মিয়া, আমারে শেষ মেইল করছেন ১৫ই জুন।
তারপর আমি আপনারে দেখি নাই।
কই গেছিলেন?
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
সৌরভ:
কেমন আছেন? শরীর-মন ভালো? আমি আর কই যাবো। এ-ই আসা যাওয়া।
যাক, এতক্ষনে অরিন্দম...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ওই মিয়া ভাই আপনার না আমারে একখান জিনিস দেওয়ার কথা আছিলো??
গরররর...।
দৃশা
এইরে দৃশা দেখি ভুলেনাই! কিন্তু আমিযে ভুইলা গেছিলাম... ওই বাড়িতে না ঢোকার ফল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
এতো কিছু বুঝি না......আমি বইয়া আছি...সুরও রেডি মাগার কথা নাই...এইবার কবে দিবেন কন।
দৃশা
নতুন মন্তব্য করুন