প্রতিটি ভোর কুয়াশা মাখা কোমল হবে
তার কোন নিশ্চয়তা নেই। বৃষ্টি হলেই
প্রেমভাব জাগ্রত হতে হবে এমন কোন
সহি হাদিসও নেই কোথাও, কিংবা কোন
পাক কালামেও পাওয়া যায়নি এ
সংক্রান্ত কোন নির্দেশনা...
এখন সময় হয়েছে গৃহী হবার, এখন তুমি পিতা।
যতটা সময় পেছনে ফেলে এলে তার যত দেনা
আছে এবার তার শোধবোধের পালা!
মন্তব্য
বৃষ্টি হলেই প্রেমভাব নয়-- হুঁ হুঁ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
হু...হু...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অনেকদিন পর নজমুল আলবাব পাঠ।
ভালো লাগলো।
ধন্যবাদ
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
এবার আসল কথা বলি - বৃষ্টি আসলেই তো আমার মন উতলা হয়, কবিরা এটাকে হয়তো প্রেমবোধ বলে :)।
বারবার মনে হয় - এমন বাদল দিনে তারে বলা যায়। কারে বলা যায়?
শেষে অঞ্জন দত্তেই ভরসা : একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা।
কোন একদিন হয়ত আর শিমুলের মনে বৃষ্টি দেখে প্রেমবোধ বা উতলাভাব আসবেনা!
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অনেক দিন পরে। "সময়ের দেনা শোধবোধের" বিষয়টা তো মাথায় পাঁক খাচ্ছে এখন।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
হু, অনেকদিন পর।
আপনার লেখা যখন আমি পড়ছি তখন আপনি পড়ছেন আমারটা! এইটারে কি বলা যায়?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হা হা। এইটারে বলা যায়, "খুব ছোট্ট কোন ঘটনায় অনেক মন ভালো হয়ে যাওয়া"।
পৃথিবীতে সুন্দর অনেক কিছুই ঘটে আসলে, না?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আচ্ছা, গৃহী হলেই কি শোধবোধের ভাবনাগুলো জড়িয়ে ধরে? পিতা হলেই কি ক্ষুধার্ত জোছনারা রক্তে উন্মাদনা ছড়ায় না আর?
চাঁদের থেকে মায়াময় প্রিয়া অথবা নিজের শরীর থেকে জন্ম নেয়া অন্য কোন দেবশিশু কে ঘরে রেখে গৌতম কীভাবে যায় তবে বুদ্ধ হতে?
---
অনেক দিন পর নজমুল আলবাব পড়ে ভাল লাগছে।
সংসার সমালোচক: এই ভাবনাটাকি আমার নাই কিংবা সকল মানুষেরই? গৃহে থেকেওকি সবাই গৃহী হতে পারি আমরা? হিসাব কিতাবকি আমাদের আগলে ধরেনা? ধরে বলেইতো সবাই বুদ্ধ হতে পারেনা। মনের ভেতর বাউল পোষে সংসার সাজানেওয়ালাদের সংখ্যাইতো বেশি।
আমার প্রতি খেয়াল রেখেছিলেন বলে কৃতজ্ঞতা।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
বৃষ্টিকে আমি ভালবাসি না। বৃষ্টি নামের মেয়েরা আমার দুইচোখের বিষ।
আবার লিখবো হয়তো কোন দিন
দেখা যাবে সময়ে কোনটা বিষ আর কোনটা মধু।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আহ্ ভাইজান! কত্তদিন পরে!
আপনার থেকে বহুদূরের এক জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে এই আজকেই অন্য আরেক অপুকে আমিও বলছিলাম এরকমই কিছু - বৃষ্টি মানেই আর আগের মত ঠিক সেরকম প্রেমভাব নয় তো! এই যোগাযোগটাও কি তবে "খুব ছোট্ট কোন ঘটনায় অনেক মন ভালো হয়ে যাওয়া" !
যাই হোক, ভাল লাগল, as always.
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
এইসব বোধের নিয়ন্ত্রন পুরাটাই মনে হয় সময়ের হাতে। সময়ই চাঁদরে মানুষের প্রেমিকা বানায় একবার আরেকবার বানায় ঝলসানো রুটি।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
বৃষ্টি মানে আসলেই প্রেমভাব নয়...
যতটা সময় পেছনে ফেলে এলে তার যত দেনা
আছে এবার তার শোধবোধের পালা!
কী ভীষণ সত্যি কথা!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
শ্যাজাদি আছেন কেমন?
বৃষ্টি সবসময় কিন্তু প্রেমভাব জাগায়না! এইটা সত্য কথা।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সেইটাই ।
ভাল আছি নজমুল।
আপনাকে অনেকদিন দেখিনি। ফিরে এসেছেন দেখে ভালো লাগছে।
ভালো থাকুন। যেটুকু থাকা যায় আর কি ...
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
হুমম.. তাই তো।
আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
নতুন মন্তব্য করুন