সন্ধার অন্ধকার মিলিয়ে যেতেই নেমে আসে মিহি কুয়াশা।
রমনীর স্তনের মত জেগে উঠা জোড়া পাহাড়ের
ফাঁকে মুখ তুলে রুপালি থালা, চাঁদ বলি তারে।
কালো পিচের ওপর দিয়ে দ্রুত হেটে যায়
সন্ত্রস্ত শিয়াল, কু ডেকে উঠে অচেনা পাখি
কাটা পাহাড়ে চাঁদ আলো ফেলে,
লক লক করে উঠে নাগরিক
শকুনের লোলুপ জিহ্বা...
রাত নেমে আসে আধা গ্রাম
আধা শহর বড়গুলে, বাউল বাতাসহীন
এইসব সন্ধায় আলবাব আর আগের মত
আপ্লুত হয়না। নাটকের ঘর গুলোতো আগের মত
আর মহড়া জমেনা। এখন পাথরের হিসাব করে সবাই,
এখন সিমেন্ট আর ইটের ভালবাসা জমে উঠে, গাথুনি
শক্ত হয়। আমরা শুধু আলগা হয়ে যাই, ছড়িয়ে পড়ি।
দুরাগত তারাদের মত আমরা শুধু শুন্যতাকেই ধারন করি।
মন্তব্য
"কালো পিচের ওপর দিয়ে দ্রুত হেটে যায়
সন্ত্রস্থ শিয়াল, কু ডেকে উঠে অচেনা পাখি
...
বাউল বাতাসহীন
এইসব সন্ধায় আলবাব আর আগের মত
আপ্লুত হয়না।"
আহারে!
খুব ভাল লেগেছে আপনার কবিতা।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আহা... তীরুদা। কতদিন পর আপনাকে পেলাম।
ধন্যবাদ।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হ্যা ভাই, অনেকদিন ছিলাম না। সময় পাই কম! আর এখানে এত ভাল ভাল সব লেখক! ভয়ও পাই।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
শুন্যতাকে ধারন করার মননসম্পন্ন কিছু মানুষ আছেন বলেই হয়তো - আকাশে শুধু শকুন নয়, ডাহুকও দেখা যায়। চলতি পথের ঘাসফুল নতুন স্বপ্ন দেখায়।
জটীল।
...............................
আমার লেখাগুলো আসে স্বপ্নের মাঝে; স্বপ্ন শেষে সেগুলো হারিয়ে যায়।
আমরা শুধু আলগা হয়ে যাই, ছড়িয়ে পড়ি।
দুরাগত তারাদের মত আমরা শুধু শুন্যতাকেই ধারন করি।
...শিমুলের মতো আমারও এই লাইন দু'টিই ভাল্লাগলো।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আমরা শুধু আলগা হয়ে যাই, ছড়িয়ে পড়ি।
দীর্ঘশ্বাস তো বুকে চেপেই আছি,সেটাকে আর ছড়াও কেন কবি ?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
তার জবাব তো শামসুর রাহমানই দিয়ে গেছেন...
.... কবিবে দু:খ দিওনা।
দু:খ দিলে সেও জলে স্থলে হাওয়ায় হাওয়ায়
নীলিমায় গেঁথে দেবে দু:খের অক্ষর...
শিমুল, প্রকৃতি, ইমরুল এবং জলিল ভাইকে ধন্যবাদ।
জলিল ভাইকে কতদিন পর পেলাম। আজকে দারুন ঘটনা। দুই প্রিয় বড়ভাই কতদিন পরে আমার লেখা পড়লেন।
---------------------------------------------------------------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অসাধারণ লাগলো!
এত সুন্দর কবিতা আপনি বলেই সম্ভব
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কবি যে কোন চুলোয় যাবে?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ভাই আমি আর কি বলব। যা তা রকমের ভালো।
_____________________________
টুইটার
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
কয়েকটি লাইনেই ফুরিয়ে গেলো বিস্তৃত এক চিত্রকল্প।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
সবাইকে ধন্যবাদ।
মোরশেদ মামু : চুলায় যাব কিরে বেটা? এখনিত চুলায় নিক্ষিপ্ত।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ঠিকাছে।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
বদ্দা ঠিকাছে কৈলে, আপত্তি করে কে...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অসাধারণ!
অসাধারণ!!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
ধন্যবাদ অমিত
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আসলেই অসাধারণ।
নতুন মন্তব্য করুন