:: এক হাতে আর তালি বাজাবনা ::

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ১২/০৮/২০০৭ - ১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আর ভাল্লাগেনা, পেছনের বেঞ্চে বসে বসে আমি ক্লান্ত।
মনোযোগহীন হয়ে থাকতে আর ভালো লাগেনা,
একদম ভাল্লাগেনা, একদম...

মিছিলের পেছনে আর কত হাটব?
এবার আমি সামনে আসতে চাই।
আর কত অন্যের তোলা সুরে গলা মেলাব?

এক হাতে তালি বাজাতে বাজাতে হাত
তার স্বতস্ফুর্ততা হারিয়েছে। সে এখন
সঙ্গি খোঁজে। এবার আমি শীতঘুমে যাব
দেখি কেউ আমার ঘুম ভাঙ্গাতে আসে কিনা


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

এবার আমি শীতঘুমে যাব
দেখি কেউ আমার ঘুম ভাঙ্গাতে আসে কিনা

ঠিকাছে

.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নজমুল আলবাব এর ছবি
আরিফ জেবতিক এর ছবি

৫ এ ৫।

অসাধারন।
তোর ইদানিংকার লেখাগুলোর মাঝে এটাই সেরা মনে হলো।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

শীত ঘুম ভাঙাতে আসতে হবে নতুন ঋতু, নতুন সূর্য। শীতে জড়োসড়ো কুয়াশার কাছে বাজি হেরে যাওয়া ধুসর সূর্য নয়, ঝা-চকচকে উজ্জ্বল হলুদ তেঁতে ওঠা রুটির মত ফোস্কা ফেলানো গরম সূর্য।
শুভেচ্ছা।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসান মোরশেদ এর ছবি

এই তো ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সৌরভ এর ছবি

হুমম।
আপনার ভিতরের আশাবাদী মানুষটা বেশ শক্তিশালী।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

হাসান মোরশেদ এর ছবি

http://www.muktadhara.net/15aug.pdf

এখান থেকে দেখে নাও ।
পিডিএফ থাকতে হবে ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বাদ পড়ে গেছিলো। পড়লাম। ভালো লেগেছে। হাততালি

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ মাননীয় পাঠক

ভুল সময়ের মর্মাহত বাউল

মাশীদ এর ছবি

আমারো বাদ পড়েছিল। ব্যস্ত ছিলাম খুব শেষ ক'টা দিন।
খুব ভাল লাগল, as usual.


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

আপন এর ছবি

ব্লগস্পটে পড়েছিলাম। ভাল লাগার কথাটা জানানো হয়নি।

নীলের সঙ্গে পথ চলা,ভুল পথে
অথবা তারপরও ভালো আছি ...

নজমুল আলবাব এর ছবি

আপন তারিকরেতো মনে হয় স্বাগত জানাতে পারিনি... ভাল লাগছে আপনাকে দেখে।

ধন্যবাদ মাশীদ

ভুল সময়ের মর্মাহত বাউল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।