• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

পুরোনো লেখা ০২: ছোট বাক্স

অমিত এর ছবি
লিখেছেন অমিত (তারিখ: বুধ, ২৪/০৩/২০১০ - ১:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমরা আসলে কোন সময়ে বাস করি ?
আমরা কি অতীতকে পিছনে ফেলে, বর্তমানের উপর নির্ভর করে সামনের দিকে তাকাতে পারি ?
নাকি অন্তহীন একটা ট্রেনের এক একটা কামরায় আমরা প্লাটফর্মে দাড়ানো মানুষেরা টপাটপ উঠে পরি, আর সেই কামরাতেই পরে থাকি বাকি জীবন ?
ট্রেন্ড সেট হয় কিভাবে ?
এক একটা মানুষ, এক এক বয়সী মানুষ কিভাবে একটা প্যাটার্নে আটকে যায় ?
৭০ এর দশকে জন্ম নেওয়া কোন একজনের কথা ধরা যাক। ধরা যাক গান নিয়ে তার পছন্দের কথা। সে বড় হল সব ক্লাসিক রক গানগুলা শুনে। একই সাথে চলল ওয়েস্টার্ন , ইন্ডিয়ান ক্ল্যাসিকাল, রবীন্দ্র এবং সমসাময়িক বাংলা গান, মানে যেগুলাকে জীবনমুখী (!!!) বলা হয়। বিটলস, ফ্লয়েড, জেপলিন, জিএনআর থেকে শেষ পর্যন্ত পার্ল জ্যাম এ এসে থেমে গেল। এরপর নতুন গান এবড়োখেবড়ো যা শোনা হয়, রেকর্ড কিন্তু বাজতে থাকে পুরোনোটাই।
এই যে আটকে পরা এটা হয় কিভাবে ?
পোশাক/ ফ্যাশন / স্টাইল, যাই হোক না কেন, সেখানেও একই কথা। আমি কখনই ৭০ এর দশকের সেই হাতির কানের মত কলারওয়ালা শার্ট বা ফানেল শেপের প্যান্ট পড়ে যেমন স্বস্তিবোধ করব না, ঠিক সেভাবেই স্কিন টাইট টি আর গলায় মালা পরেও স্বাভাবিক হতে পারব না। হার্ডরক শুনে বড় হওয়া আমি সাধারণ টি সার্ট আর ক্ষয়ে যাওয়া জিনস প্যান্ট
পরেই নিজ সময়ে আটকে থাকতে পারব।
এইযে আমরা একটা পছন্দের মধ্যে আটকে যাচ্ছি, একটা প্যাটার্নে ফেলে দাওয়া যাচ্ছে এটা হয় কিভাবে ?
১৫ বছর আগে মাথায় চিন্তা থাকত বিকালে কখন খেলব। এরপর সেরকম ভাবে না আসলেও কিছুটা আসল পড়া, চোথা,হায়ার স্টাডিস। এখন চিন্তা গাড়ি, ক্রেডিট স্কোর, ইনভেসমেন্ট, নেটওয়ার্কিং। আমি খুব সহজেই এখন ভাবতে পারি আর ১০ বছর পর কি ভাবতে পারি।
এভাবে ২০, ৩০, ৪০ ....তারপর ?
সেরকমভাবে চিন্তা করলে কি এটা খুব সহজেই বলা যায় না যে আসলে প্রত্যেক মানুষ / মানুষের জীবন ইউনিক না ? প্রত্যেক মানুষই আসলে পিট সীগারের লিটল বক্স!!!


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ফ্রন্টপেজে এতিমের মত একটা গান ঝুলে আছে কেন সেইটা অনুসন্ধান করতে এসে এই পোস্টগুলি পেয়ে গেলাম :D
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অমিত এর ছবি

হ আর বইলেন না। ইস্নিপসে আসলে উইজেট পাচ্ছিলাম না, তাই ভাবলাম পোস্টের সংগে যোগ করি। এরকম ভূতের মত ফ্রন্টপেজের মাথায় বসে থাকবে এটা বুঝতে পারি নি :-)

জি.এম.তানিম এর ছবি

অঞ্জনের রঙ পেনসিল অ্যালবামে প্রথম এই গানটার কথা শুনি, ওই অ্যালবামে এটার একটা অনুবাদও ছিল। অনেক ধন্যবাদ গানটি পোস্ট করার জন্যে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সিরাত এর ছবি

লেখার অনুভূতিগুলা খুব রেলেভ্যান্ট লাগলো। প্রতিটা মানুষ একটা চলন্ত ইতিহাস!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।