(এই ধরণের লেখাগুলো হবে অনেকটা নোট টাইপের। টুকরো টুকরো চিন্তা ভাবনা,একেকটা স্বয়ংসম্পূর্ণ ছবি হতে পারে, আবার সবগুলো মিলে একটা ছবি হতে পারে। আবার কিছু নাও হতে পারে। )
বই পড়া হয় না....টাইম ম্যানেজমেন্ট নাকি চিন্তাশক্তির অবক্ষয় ??
পেছনের দিকে যতদূর মনে পড়ে, তারমধ্যে ১-১/২ বছর বাদে মোটামুটি পুরাটাতেই ছিলাম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছায়ায়। একধরণের লেইড ব্যাক চিন্তাধারা গত ২৯ বছরের ট্রেনিং এর ফল। ইচ্ছা মত পড়াশোনা করেছি, চিন্তা করতে পেরেছি। মানিয়ে নিতে সমস্যা হয় নি। নিজের "যুক্তি, ভাবনা, আবেগ"- কে একই ট্র্যাকে রাখতে পেরেছি।
এখন কেমন ডিরেইলড অবষ্থা।
বই জমে আছে ৬-৭ টা। পড়া হচ্ছে না।
মেশিনের মত কখনো কাজ করা যায় না। মেকালিজমের ভিতরে ঢুকতে হয়, নিজেকে ইভলব হতে হয় এবং একই সংগে সেই মেকানিজমটাকেও উন্ণত করতে হয়। ব্যাকগ্রাউন্ড ইন্জিনিয়ারিং আর এখন কাজ প্রজেক্ট ম্যানেজমেন্ট। সারাদিন বুঝতে চেষ্টা করি প্রসেসটাকে,ধরেই নেই এতে ভুল আছে। নাহলে নিজে কাজ শিখতে পারি, কিন্তু সেটাকে ফ্ললেস করা আমার দ্বারা হবে না।
এভাবেই কাটে দিন।
দিনের শেষে বাড়ি ফিরে যখন জ্যাক কেরুয়াক এর "অন দ্যা রোড" বইটা হাতে নেই, তখন আর পড়তে পারি না।
নিজের সংগে নিজেকে মেলাতে পারি না। মেলাতে পারি না। মেলাতে পারি না।
এভাবেই কাটবে দিন ?
মন্তব্য
যেই কারণে কাজের ইভল্ভ হতে এনার্জি দিচ্ছেন, সেই কারণের অভাবেই মনে হয়।
কনভেনিয়েন্স ইজ দ্য মাস্টার অফ পেরিউজাল। মোবাইলে, ল্যাপটপে বই নিয়ে ঘুরাফেরা করতে থাকেন, হয়ে যাবে। এনগেজমেন্টটা হচ্ছে না আর কি।
নতুন মন্তব্য করুন