নুপুরের নিক্কণ বাদলের ধারা
চারিদিকে ক্ষুধা তবু মন দিশেহারা
প্রকৃতি ও পরিনতি যায় যেখানে
মন তবু নেচে উঠে অন্য মনে॥
সমাধিতে বিবেকের পঁচা লাশ শোয়া
মাঝ পথে প্রাণ পায় স্বস্তির ছোঁয়া
গরমেতে বাসে ঘাম
কানে বাজে ষ্টপেজের নাম।
মানবিক হাত গুলো পাশবিক আর
বিবেকের বলিদানে সুচারু কুঠার
চারিদিকে স্বপ্নীল বিলবোর্ড গুলো
ক্ষুধা তবু ফিরে দেখে চেতনার মুলো।
মন্তব্য
বাহ্ !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন