এই লেখা গুলো কিভাবে সচল মডুরা উন্মুক্ত করল (Sorry, but your quota for blog has been exceeded. Please try again in ২৪ ঘন্টা.)-
http://www.sachalayatan.com/guest_writer/19955 তারিখ: শনি, ২২/১১/০৮ ০১:৪১
http://www.sachalayatan.com/guest_writer/19952 তারিখ: শনি, ২২/১১/০৮ ০২:২৩
http://www.sachalayatan.com/guest_writer/19957 তারিখ: শনি ২২/১১/০৮ ০৭:৩৩
http://www.sachalayatan.com/guest_writer/19951 তারিখ: শুক্র, ২০০৮-১১-২১ ২২:১২
http://www.sachalayatan.com/guest_writer/19947 তারিখ: শুক্র, ২০০৮-১১-২১ ১৭:৪০
http://www.sachalayatan.com/guest_writer/19942 তারিখ: শুক্র, ২০০৮-১১-২১ ০৮:১৯
আজ সকালে ব্লগে এসে সত্যি বলতে, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাইনা এবং পারবোও না (অভিমান নিহিত ভালোবাসার এক টিঠি) এক মন খারাপ করা লেখা পড়লাম। অনুভূতি নাড়ান প্রেমালাপ মাত্র। কিন্তু তারপর দেখি সেই ছদ্মনামী লেখকের একের পর এক লেখা। আমার জানা ছিল এবং সেই জানাতেই সচলায়তনে স্ব প্রণোদিত ভাবে যাদের পরিচয় করিয়ে দিয়েছি তাদের বলেছি এখানে দিনে একটা পোষ্ট দেয়া যায়। কারণ তাদের কেউ কেউ সামওয়ার... সদস্যও। আমরা যেমন উবৃন্টুকে পরিচয় করাই উইন্ডোজ দিয়ে। সচলায়তনের ভালো মন্দ পরিচয় করিয়ে দিতে হয় সচলমান অন্যকে অবলম্বন করে। কিন্তু এটা কি হলো...........
তবে কি ভাব এই বার উঠে গেল Sorry, but your quota for blog has been exceeded. Please try again in ২৪ ঘন্টা.
উন্মুক্ততা ভালোবাসি কিন্তু শৃঙ্খলিত জীবন চর্চায় শ্রদ্ধা রাখি তাই ‘সচলায়তন’ শব্দটির একটি নিজস্বতা উপভোগ করি। সবই যদি বিরিয়ানি হয় তবে খিচুড়ি আর সাদা ভাতের স্বাদ যে উবে যাবে জীবন থেকে।!। তাই বৈশিষ্ট্যে অটুট থাক ‘সচলায়তন’। আর কারু দুখের সহমর্মী হতে তাকে নিয়ম লঙ্ঘনের উন্মুক্ততার সুযোগ দেয়ার চেয়ে তার জন্য ষ্টিকি পোষ্টের ব্যবস্থা করা হোক।
আমার বক্তব্য লেখকে নিয়ে নয় বরং সচলায়তনে উন্যাসিকতা নিয়ে। আর হ্যাঁ যিনি উক্ত পোষ্ট গুলোতে পোষ্ট দিয়েছেন তিনি একজন স্ব নাম ধন্য গীতিকার। আবারও বলছি পোষ্ট দাতাকে নয় বরং সিস্টেম এর হত ছাড়া নিয়ম জানতেই এই আস্ফালন মাত্র।
মন্তব্য
ভাই অম্লান অভি,
আপনি হয়তো জানেন না, যে "অতিথি লেখক" অ্যাকাউন্টটি উন্মুক্ত। একই সাথে একশো লোক এটি ব্যবহার করতে পারেন। এ কারণেই এর কোটা একজন ইনডিভিজুয়াল অতিথির চেয়ে অনেক বেশি। ব্যাপারটা এতখানিই সিম্পল।
আপনার অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে মডারেটরের খোঁচ ধরার জন্যে আপনি হাত ধুয়ে লেগেছেন। আপনার মনে কোন সংশয় বা প্রশ্ন থাকলে আপনি কনট্যাক্ট অ্যাট সচলায়তন ডট কমে একটা ছোট মেইল করলেই তো ব্যাখ্যা পেয়ে যেতেন।
যা বুঝতে পারছি, আপনি ঝাল ঝাড়ার পন্থা বেছে নিয়েছেন। ভাই, ঐ পন্থা কেউ বেছে নিলে তাঁকে নিবৃত্ত করার অনুরোধ করা ছাড়া তেমন কিছু করার থাকে না। তারপরও যদি চোখ গরম করেন, শুধুমুধু কিছু তিতা কথা বিনিময় হবে।
বারবার বলি, আবারও বলি, সমস্যা বা সংশয়ে যোগাযোগ করুন। পোস্ট করে ঝাড়ি দেবেন না। উল্টা ঝাড়ি শুনতে হতে পারে তাহলে।
এই ধরনের পোস্টের পুনরাবৃত্তি না হোক, সেই শুভকামনায় শেষ করি।
হাঁটুপানির জলদস্যু
পোস্টের সংখ্যা নিয়ে নিয়মটি হচ্ছে:
যেকোন সময় ১ম পাতায় ২টির বেশী পোস্ট দৃশ্যমান হওয়া (বেশী পোস্ট করলে সব পোস্টকে ১ম পাতায় দেখানো থেকে বিরত থাকুন) [১]
তাছাড়া অতিথি হিসেবে যারা আছেন (নামের পাশে [অতিথি] লেখা) তারা ২৪ ঘন্টায় ১টা এবং লেখকেরা ২৪ ঘন্টায় ৩টা লেখা প্রকাশ করতে পারবেন। "অতিথি লেখক" একাউন্টটির কোটা ২৪ ঘন্টায় ১০টা লেখা - যাতে একাধিক অতিথি এই একাউন্টটি ব্যবহার করতে পারেন।
আপনার কোন সন্দেহ থাকলে সরাসরি জিজ্ঞেস করবেন। পোস্ট দিয়ে রাগ দেখানোর কি মানে বুঝলাম না!
[১] http://www.sachalayatan.com/sachalayatan/17756
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
@ হিমু ভাই আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে বিচ্ছিন্ন যখন ঘটনা উত্তর আর প্রতি-উত্তর তো বিচ্ছিন্ন হতেই পারে? একটু ভাবুন!
@ আমার রাগ যদি বুঝে হয় তবে তা রাগ আর না বুঝে হলে রাগ কি অনুরাগ, আপনি এত সহজে বুঝলেন কিভাবে?
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
নতুন মন্তব্য করুন