অনেকেই কথায় কথায় শিশ্নের ধাক্কা দেয়
আমার এসব ভাল্লাগেনা
কারণ এইসব হারে হারাম জাদাদের ওই ধাক্কায়
-কিচ্ছু হবে না-
দুই দিন প্রতিবাদ- দিন ভর গান আর শ্লোগান
(নিজের গলিতে দাঁড়িয়ে ওই .....................)
তারপর ক্লান্ত প্রাণ যুবা অবশেষে বনলতার স্মরণাপন্ন
আর প্রতিবাদী বনলতার নুয়ে পড়া মাথা জীবনান্দের বুকে
কিচ্ছু হবেনা।
কারণ ওরা বেজন্মা নর পিশাচ রুপী মানুষ
ওদের ভয় সত্যিকারের মানুষকে
ওদের ভয় শিক্ষিত ধর্মীয় জাতি সত্তাকে
ওদের ভয় স্বদেশ ও ঐতিহ্য বিশ্বাসীকে
মৃত ওই কীটগুলো ধর্মকে বর্ম করে বাঁচতে চায়
আর নিজের প্রকৃতিকে ভুলে গিয়ে
বিবর্তনবাদকে বাদ দিয়ে
আর্য থেকে পাঠান থেকে মোঘল থেকে আরও অনেক ....
থেকে আসা জাতি সত্তা এক ঝলকে আমি আমিই করে
আশরাফুল মখলুকাত থেকে আশরাফুল মুমেনিনে এসে
নিজেই নবী অথবা পয়গম্বর হয়ে উঠে
আর আমাদের ধর্মান্ধ মন হয়ে উঠে মাতাল
তাই ধর্ম নেশায় মৌ হয়ে ফতোয়াকে লালন করি
নিজের ধর্মের অনুসংগ ভেবে।
হায় ধর্মান্ধতা হায় ঈশ্বর হায় খোদা
হায় রাসুল, হায় কৃষ্ণ, হায় বুদ্ধ......হায় মানবতা-ঐতিহ্য।
যারা আমার জন্মভূমিকে কুলষিত করে
আমার শ্রদ্ধার জায়গা থেকে সেই সব
রসুল-কৃষ্ণ-বুদ্ধ'কে টেনে নামায় নিচে
আর জাতিতে জাতিতে বিভেদের সুর তোলে
কৃষ্টি আর ঐতিহ্যকে পরাভুত করতে চায়
প্রতিবাদের শ্লোগানে নয় তাদের জন্য 'মৃত্যুই পারে মৃত্যুকে ঠেকাতে'
এমন কর্মসূচী হোক প্রতিবাদে
বিশাল মঞ্চে উঠিয়ে তাদের পায়ে দড়ি বেঁধে টানা হোক দুই প্রান্ত থেকে।
ছিনিয়ে আনা হোক সুরম্য প্রাসাদে আতিথ্যিয়তায় রক্ষিত সেই সব
ধর্মান্ধ মৌলবাদীদের যাদের সরকারী হেফাজতের রাখা আছে।
এই সব স্বয়ম্ভু নবী-পয়গম্বর-ধর্মের কান্ডারীদের
আমার শিশ্নের ধাক্কায় নয়
বরং পায়ের বৃদ্ধাঙ্গুলের ধিক্কার জানাই।
মন্তব্য
শক্তিশালী এক রচনা। আপনার সাথে আমিও ধিক্কার জানাই।
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
শ্লিশে কী?
হাঁটুপানির জলদস্যু
আমারও খুব জানতে ইচ্ছা করছে, "শ্লিশ" কী?
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
-----------------------------------
মানুষ এত বড় যে ,
আপনি যদি 'মানুষ ' শব্দটি একবার উচ্চারণ করেন
যদি অন্তর থেকে করেন উচ্চারণ
যদি বোঝেন এবং উচ্চারণ করেন ' মানুষ' -
তো আপনি কাঁদবেন!
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নতুন মন্তব্য করুন