আজ বনে বনে লাগে........মনে তার রঙ জাগে

অম্লান অভি এর ছবি
লিখেছেন অম্লান অভি [অতিথি] (তারিখ: বুধ, ১১/০৩/২০০৯ - ১০:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমরা সংস্কৃতির নানা রঙ উপভোগ করি এই বাংলাদেশে। কেউ কেউ পাশ কাটিয়ে যাই। কেউবা ব্যাক ডেটেড উচ্চারণ করি। তবে ধর্মীয় আর সামাজিক অনেক অনুষ্ঠানই আমাদের মননের প্রকাশমানতার জন্য।
গত রাত পার হয়েছে ১২ই রবিউল আউয়াল। আমার পৈত্রিক ভিটার চারিদিক থেকে কানে এসেছে মাইকের আওয়াজ। সেখানে হযরত মুহাম্মদ (সা:) স্মরণ করে ওয়াজ আর জিকির করা হয়েছে। রাত ভোর ঘুমে জাগরণে শুনতে শুনতে দিন শুরু করলাম।
আজ বাসন্তী পূর্ণিমা, দোল পূর্ণিমা, হোলি আর রঙ খেলা।
একটা সময় ছিল যখন মানুষ আবির রঙে মাতিয়ে তুলতো এই দিন। আজ বিশ্ববাণিজ্য এখানে হাত বাড়িয়েছে। তাই সেই ফাগ রঙ এখন কেমিক্যাল ঘরনায় চলে গেছে। কপালে আবীর ছুঁয়ে ছোটদের হাতে মিষ্টি আর বড়দের পায়ে আবীরের দেয়ার রেওয়াজ এখন। সার্বজনীনতায় শুণতা হয়েছে।
মায়ের হাতের খাগরাই আর পাতাজল পান। তারপর ঘিভাত দিয়ে সকাল শুরু করলাম। সাথে বাদাম আর পাপড় ভাজা। হোলির আবীর ছুঁয়েছি কপালে। মাকে সাথে নিয়ে যাব আশ্রমে। প্রণাম করব তাঁর রাতুল চরণে স্মরণে নিয়ে- 'মেরো না মর না, পার তো মরণকে অবলুপ্ত করব।'
একান্তে নিবিড় হব কোন এক বনে, নয় মনে! হয়তো তখন কপালে থাকবে না কোন চিহ্ন। তবে আজকের এই রঙময় বাসন্তী দিনে হে আমার পরম বন্ধু যারা পরানে পরান রাখে তাদের জানাই আবীরিয় শুভেচ্ছা।


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

দোলের শুভ কামনা অভি দা।

অপ্রিয় এর ছবি

একটা সময় ছিল যখন মানুষ আবির রঙে মাতিয়ে তুলতো এই দিন

হ্যাঁ, আমরা এক বিদেশী ধর্মকে বরণ করতে গিয়ে আক্মার, নিজের মায়ের, মাটির সংস্কৃতিকে বিসর্জন দিয়েছি। এতটা প্রয়োজন ছিল না। এটাই ছিল আমাদের কার্নিভ্যাল...

ধর্মগুলোকে পাশ কাটিয়ে আবার এই খাঁটি বাঙালী উত্সব আনন্দগুলোকে ফিরিয়ে আনা যায় না? ধর্মের নামে যে মরুভূমীর সংস্কৃতি আমাদের গ্রাস করেছে, আজকালকার মানুষগুলোকে তা রুক্ষ শুষ্ক করে দিচ্ছে। অমাদের প্রকৃত সংস্কৃতি ও উত্সবগুলো উপভোগ করতে পারলে পশ্চিমা সংস্কৃতি আমাদের এতটা কোনঠাঁসা করতে পারত না।

আপনাকেও আবীরিয় শুভেচ্ছা...

+++++++++++++++++++++++++++++
ঈশ্বরে বিশ্বাস নেই এই পাপীর, তবে বিশ্বাস করি এই আমি বিশ্বাসীদেরই প্রার্থনার ফসল

+++++++++++++++++++++++++++++
ঈশ্বরে বিশ্বাস নেই এই পাপীর, তবে বিশ্বাস করি এই আমি বিশ্বাসীদেরই প্রার্থনার ফসল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুমম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দেবোত্তম দাশ এর ছবি

হ্যাপী হোলী
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

জুলফিকার কবিরাজ এর ছবি

ধন্যবাদ অভি,
লেখাটি যুগেরদাবী বহন করছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।