উষ্ণতাতে ছেঁয়ে আছে স্মৃতির চাদর
আমাকে যারা ঘিরে রাখে তাদের মন্থর দিন অথবা রাতে
আলিঙ্গনে আর পরশে তাদের মধ্যে...........
অন্য রকম এক পরম প্রাপ্তি শুদ্ধ আত্মার
আমাকে তুমি তোমার কাছে বরণ করে নাও
স্মৃতি চারী হতে হতে উষ্ণতাকামী আর তারপর......
আসুন যুথ বদ্ধ হই-
এমন আহ্বান শুনেছিলাম শীতের রাতে
প্রকাশ্য ময়দানে আমরা একে অপরের গলবন্ধনী হয়েছিলাম
আমাদের স্থুল কায় মিলন
চিরদিন দূরে রেখে দিয়েছে দূরে অনেক দূরে
তাই উষ্ণতার হাতছানী বারংবার.........
সার্সিতে বৃষ্টি ভেজা পায়রা দেখে
মিলনের ব্যকুলতায় আমরা উদ্গ্রীব হই
মিলন ব্যর্থতায় জন্ম নেয় আগামীর সকাল.......
অঝর ধারা আমাদের ক্ষত ধুতে আসে বার বার
কিন্তু সেই ক্ষত থেকে পচনের রোগ হয় হয় গ্যাংরিন
ম্যান্ডোলীনে আর ভায়োলীনে সূর তোলে চাতকী পাখি......
আমাদের মনে মনে মাততে থাকে মাতাল হাওয়া
হয়তো কোন এক রাতে বাজবে আবার উষ্ণতার সূর-
'আজি বরিষণ মূখরিত শ্রাবণ রাতি......'
মন্তব্য