চিন্তা করে দেখুন, প্রকৃতিতে চারকোনা কিছু নেই। প্রকৃতি ভাঁজ, প্যাঁচ এসব পছন্দ করে। ওরগামি জাপানের অনেক পুরানো একটা মাধ্যম। তবে এটাকে শক্তপোক্ত আর্টফর্মে দাঁড় করান আকিরা ওশিজা( Akira Yoshizawa)। সারা জীবন প্রায় পঞ্চাশ হাজার এমন কাগজের ভাস্কর্য বানিয়েছেন, কিছুই বিক্রি করেন নি। এখন একেকটা চারকোনা কাগজকে একহাজার, দুইহাজার ভাঁজ করে ভাস্কর্য তৈরি হচ্ছে। প্রতিবছর কনফারেন্স, প্রদর্শনী হচ্ছে। এম.আই.টির ইঞ্জিনিয়ারিঙের ছাত্ররা ওয়র্কশপ করছে একটা কাগজকে কতবার ভাঁজ করা সম্ভব তার লিমিট নিয়ে। আরেকদল আছেন যারা কোরিওগ্রাফার। ভাঁজ করে বানানো ভাস্কর্যের সাথে আলো, শব্দ যোগ করে অদ্ভুত এক আয়োজন সৃষ্টি করেন। আরেকদল অ্যানার্কিস্ট। এরা ভাঁজ টাজের ধার ধারছেন না। কাগজ কুঁচকে বানিয়ে ফেলছেন আশ্চর্য অবয়ব। সবশেষে আসছি ডঃ এরিকের( Erik Demaine)কথায়। ইনি মাত্র বিশ বছর বয়সে এমআইটি্র কম্পিউটার বিজ্ঞান বিভাগের ফ্যাকাল্টি হিসেবে যোগ দিয়ে রেকর্ড করেছেন। ওরগামি নিয়ে বিশাল আগ্রহ তার, পিএইচডি থিসিসও করেছেন ওরগামি নিয়ে। প্রোটিনের অণু কিভাবে ভাঁজ হয় সেই প্যাটার্ন বের করার চেষ্টায় আছেন এই ওরগামি বিদ্যা কাজে লাগিয়ে। সেটা বের করতে পারলে নানান অসুখের সূত্র বের করা সম্ভব।
ওরগামি-বিদ্যা কাজে লাগিয়ে বিশাল এক লেন্সকে ভাঁজ করে স্পেসশিপে নেয়া হয়। গাড়ি দুর্ঘটনায় চালককে বাঁচায় যে এয়ারব্যাগ সেই ভাঁজবিদ্যাও ওরগামির। একেকটা ভাস্কর্যের পেছনের ডায়াগ্রাম দেখলে ভয় লাগে, রীতিমত ভয়ংকর জ্যামিতি। অ্যানিমেশনও ব্যবহার হচ্ছে এসব কাগজ-পুতুল।
আর আমি কোত্থেকে জানলাম এসব? নাহ, কোন গবেষণাই করিনাই। স্রেফ "বিটুইন দ্য ফোল্ডস" দেখেছি। ওরগামি যদি এক আশ্চর্য হয়, তাহলে এই ডকুটা হচ্ছে আরেক আশ্চর্য। ভেনিসা গোল্ডের বানানো। এর মাঝে কান, এমি ইত্যাদি সব অ্যাওয়ার্ড পাওয়া শেষ।
আর আপনি কেন দেখবেন? আনন্দ পাবেন, মহান আনন্দ। দেখার পর মনে হবে, আরে মানুষ কতকিছু করে রে। বিফলে মূল্য ফেরত।
এখন কিছু ছবি দেখেন আর চিন্তা করেন তো একটা চারকোনা কাগজকে শুধু একবার মাত্র ভাঁজ করে আপনি কি কি বানাতে পারেন? নো কেঁচি, নো আঠা, শুধু ভাঁজ। শুরু করে দেন।
ছবি-ধার : http://origamit.scripts.mit.edu/
http://www.greenfusefilms.com/
ইনি হলেন Eric Joisel।অদ্ভুত সুন্দর কিছু কাজ আছে উনার সাইটে। দেখতে পারেন।
মন্তব্য
আপু দারুণ লাগলো। ওরিগামি নিয়ে আগেও কিছু ছবি দেখেছি। লিঙ্কগুলো শেয়ার করার জন্য ধইন্যা পাতা!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
ভাল লেগেছে জেনে খুশি হলাম
Eric Joisel লিঙ্কটা মনে হচ্ছে ভুল দিয়েছি। আবার দিলাম এখানে
http://www.ericjoisel.com/home.html
অবিশ্বাস্য!
ধন্যবাদ পড়ার জন্য। আসলেই অবিশ্বাস্য।
---------------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
চমৎকার। শুনেছিলাম ভাসা ভাসা, আজ অনেক জানলাম। লেখাটা জন্য একটা কাগজের নৌকা দিলাম!
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
আমিও ভাসা ভাসাই জানতাম, ডকুটা দেখার পর নেট
গুঁতিয়ে দেখি একী!!!!
--------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
অফিসে বসে বোর হইতেসিলাম, তাই অফিসের বেশ কয়টা এ-ফোর কাগজ দুমড়াইলাম ... ভালোই লাগল। লেখা ভালো লাগসে ...
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
দুমড়ালেন!!! আপনি তো তাহলে অ্যানার্কিস্ট
------------------------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
এত্তকিছু!!!
ভাল লাগল ।
প্রিজন ব্রেকে প্রধান চরিত্রের মৃত্যুর পর তার ভাই তার কবরে একটা অরিগামির ফুল রেখে আসে ।
বোহেমিয়ান
ধন্যবাদ পড়ার জন্য
ওরগামির ফুলের সুবিধা হল কখনো ঝরে যাবেনা, তবে ভিজে যাবে
-----------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
নারায়ণ সান্যালের এ নিয়ে একটা ভালো বই আছে, তার নামও 'অরিগামি'। ছোটোবেলায় সেখান থেকে অনেক কিছু বানাতাম, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বলছি যে ওখানে দেওয়া পদ্ধতিগুলো কার্যকরী, এবং ধাপে ধাপে এগোলে শেষে জিনিসটা ঠিকঠাক দাঁড়িয়ে যায়। আমি অবশ্য খুব কঠিন যেগুলো সে সব বানাই নি, যেমন একটা ছিলো হুইসলারের মা, একটি পেইন্টিং-এর অরিগামি রূপ।
আমি কাগজের নৌকা আর প্লেন ছাড়া কিছুই বানাতে পারিনা
হ্যাঁ, ধাপগুলো ফলো করলে জিনিসটা দাঁড়িয়ে যায়। তবে এমন অনেক ওরগামি ভাস্কর্য আছে যার দ্বিতীয় সম্ভব না।
অনেক ধন্যবাদ পড়ার জন্য
আর পাঠকদা বানান ভুল চোখে পড়লে প্লীজ বইলেন
------------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
মন ভরে গেল। মানুষ পারেও বটে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সেটাই এই মানুষই হিরোশিমা-নাগাসাকি কে মেরে ফেলে আবার এই মানুষই
কাগজের পারিজাত বানায়।
-----------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
ছবিগুলা দেখে তাব্দা!! বিটুইন দ্য ফোল্ডস এর লিঙ্কের জন্যও ধন্যবাদ। আমার একটা ভাই খুব ভালো পারতো ওরিগামি। আমারও একটা বই ছিলো, কিন্তু একটা কিচ্ছুও বানানো হয়ে উঠে নাই, আসলে বইটারই দোষ
আমিও একদম একমত, বইটারই দোষ
-------------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
চমৎকার পোষ্ট। ভাগ্যিস আজ এসেছিলাম। পছন্দের পোষ্টের সাথে যুক্ত করলাম।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
এত ভাল লেগেছে দেখে খুব খুশি হলাম। এ কয়েকদিন অনেক নাচানাচি করছিলাম ওরগামি নিয়ে, তাই সবার সাথে ভাগ করে নিলাম
পছন্দটা।
--------------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
দারুণ ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আপনি পড়েছেন এই ছেলেমানুষী লেখা!!!! খুবি খুশি হলাম।
--------------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
পোস্টে
ওরিগামি নিয়ে অনেক আগে একটা বই পড়েছিলাম.. (নামটা ভুলে গেছি)
দুয়েকটা, যা বানাতে পারি... সব এক পিস করে পাঠিয়ে দিলাম
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
বুঝে পেলাম
-----------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
পোস্টে
ওরিগামি নিয়ে অনেক আগে একটা বই পড়েছিলাম.. (নামটা ভুলে গেছি)
দুয়েকটা, যা বানাতে পারি... সব এক পিস করে পাঠিয়ে দিলাম
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
কাগজের নৌকা ভাসানো বিশেষ প্রিয় ছিল....... প্রিয়তে নিলাম লেখাটারে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
অন্নেক ধন্যবাদ। আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।
-------------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
আমি প্লেন বানাইলে জীবনেও উড়ে নাই ঠিকমতন। নৌকা বানাইলে উল্টায় যাইতো এক নিমিষেই।
কিন্তু আপনার লেখা উড়ছে। খুব ভালো লাগলো।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
প্লেন ঠিকঠাক মত ওড়ানো খুবই কঠিন কাজ। স্কুলে যার মাথায় মারতে
চাইতাম তার মাথায় না পড়ে দেখা যেত যার সাথে কথা বন্ধ তার
মাথায় গিয়ে পড়ছে। অনেক ধন্যবাদ পড়ার জন্য।
------------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
পোস্টটা অনেক পছন্দ হ'লো।
এই বিষয়ে আগ্রহ অনেক হয়েছে, যখনই যেখানেই দেখেছি। কিন্তু এমন ঘাঁটাঘাঁটি করা হয়নি, আপনার রেফারড এই ফিল্মটাও দেখা হয়নি।
তবে, দেখতে হবে বোঝা যাচ্ছে।
আর, হ্যাঁ, লিখেছেনও বেশ ভালো ক'রে।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
দেখে ফেলুন। ভাল লাগবে খুব। অনেক ধন্যবাদ পড়ার জন্য
-------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
আপু, জবর লিখিয়াছো! আমার ইউনির এক জুনিয়রের বিশাল নেশা ওরিগামি। তার আবার যা ভালো লাগে সবকিছু আমার সাথে ভাগ করে নেয়ার স্বভাব। ফলশ্রুতিতে আমার কাছে প্রায় দুই গিগা মতো ভিডিও আর ছবি মানে বানানোর তরিকা আছে। যদিও খুব বেশি চেষ্টা করিনাই আমি, আমি দেখে মুগ্ধ হতেই ভালুবাসি, করার বেলায় অলসের হদ্দ!
-------------------------
ওলো সুজন আমার ঘরে তবু আইলোনা
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলোনা!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
আমিও দূর থেকে মুগ্ধ হতেই ভালুবাসি
ভাল আছ বালিকা? পাখপাখালির ঝামেলা মিটেছে?
--------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
জটিল।
-------------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি
অরিগামি শেখার চেষ্টা করেছিলাম একবার। প্রিজন ব্রেক দেখেই ইচ্ছেটা আসে। প্রিজন ব্রেকের সেই হাঁস ছাড়াও বক আর টিউলিপ বানিয়েছিলাম। গোলাপ বানানোর অনেক চেষ্টা করেছি, অনলাইনে টিউটোরিয়াল দেখে। সুবিধা করতে পারিনি।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ধন্যবাদ পড়বার জন্য
ওরগামি আকর্ষণ করে, তবে মাথার উপর দিয়ে যায়। প্রকৃতির মধ্যেই এই রহস্যময় জিনিষটা ছড়িয়ে আছে। এমন আরেকটা ইন্টারেস্টিং জিনিষ হচ্ছে ফ্রেকটাইল।
এমন ব্যতিক্রমী একটা বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
দুঃখিত পাণ্ডবদা, আগে দেখিনি এই কমেন্ট।
প্রকৃতিতে ওরগামি ভীষণভাবে আছে। ভাঁজ় ছাড়া কোন প্রাণী, গাছ, পাহাড় নেই। রহস্য। রহস্য।
জটিল
দারুন তো... এম্বিগ্রাম নিয়ে এরকম মজা পেয়েছিলাম... ধন্যবাদ শেয়ার করার জন্য
---------------------------------------------------------
ধূসর স্বপ্ন, rupokc147 এট gmail ডট com
ভালো লেগেছে...
নতুন মন্তব্য করুন