দূরপাল্লার বাসে চড়লে যেসব মুসিবত হতে পারে,
আমরা সেসব পার হয়ে এসেছি।
আমরা এখন আর দূরপাল্লার বাসে চড়ি না।
আকাশ ও মেঘের ফসল জানালার কাঁচে আর অবাক হয় না।
স্বল্পায়ু ফুসফুসে এখন কেবল স্বল্পদৈর্ঘ্যের ছবি চলে।
গুণে গুণে অর্থনীতি, সামাজিক ব্যবসা, তোমার সাথে।
ভেজাল বাটখারায় সততার দাঁড়িপাল্লা অপ্রস্তুত হয়।
চলে পারস্পরিক নিপুণ পুতুলকথা, সর্বমঙ্গল্যে।
আর ব্যাকগ্রাউন্ড স্কোরে প্রথার গান, দূর আলাপনে।
ঝুপ ঝুপ কুয়াশায়, দেখে নাও ডিজেল, সামান, চশমার গাঢ় অস্বস্তি,
খোলসের মুখ আর রূহের ব্যঞ্জন।
দু-হাত দূরের অপরিচয়।
বার বার চিনে নিতে হয়।
পুরনো টিকিট রেখে দিতে হয়।
মাঝে মাঝে ভাঁজ খুলে, পুনরায় পরিচয়।
ফসিলের অঘ্রাণ।
দূরপাল্লার ঝুঁকি, আমি রাজি।
ছুটি তোমার, স্বল্পমাত্রার ঘুমের ওষুধের রাত।
শুভরাত।
মন্তব্য
এই কবিতাটি একটু দূরের মনে হলো, আগেরগুলো কাছাকাছি ছিলো... হয়তো আবার পড়তে হবে।
গরম গরম কবিতায় গরম গরম কমেন্ট দিয়ে গেলাম।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
দূরের মনে হইল? ঠিক আছে।
গরম গরম কমেন্টের জন্য ধন্যবাদ
আসলেই হয়তো। মন খারাপ হয় এমন ভাবলে, ভয় ভয় করে।
আরেকটা সুন্দর কবিতা।
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
উদ্ধৃত অংশটুক দিয়েই পুরো একটা কবিতা হয়ে যায়।
খুব সুন্দর।
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
এতো কন্ট্রাডিকশন কেন?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
কবিতার ভেতরে? একটু ডিটেইলে বলবেন, পাণ্ডবদা?
প্রথমবার পড়ার সময় "দূরপাল্লার ঝুঁকি, আমি রাজি" এই লাইনটাকে বেশ কন্ট্রাডিকটরি মনে হচ্ছিল - সেজন্যই বিশেষত বলেছিলাম। আরো তিনবার পড়লাম, এখন অবশ্য লাইনটা আর অমন মনে হচ্ছেনা।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
বাহ্!! সহজ শর্তে কঠিন কবিতা ! পুরোটাই ভাল লাগলো !
-গুল্লাসানোয়ার@মেইল.রু
শর্ত সহজ। মানা কঠিন।
ধন্যবাদ পড়বার জন্য
যদি ফিরাই আসতে হয়, কোনো দূরই দূর না। কবিতা যা বুঝলাম ভালো লাগল।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
বাহ, বেশ মিষ্টি লাগলো 'bonne nuit' জানানোর কায়দাখানা!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন