প্রথম পর্বঃ ভগবানের নৃসিংহ অবতার এবং শুকরের জ্বর
দ্বিতীয় পর্বঃ শুকরের জ্বর এবং আমাদের অন্তর্গত যোদ্ধারা
[বিধিবদ্ধতাহীন সতর্কীকরণঃ আগের দুটি পর্ব না পড়লে এই পর্বটি ঠিকমতো বুঝতে পারবেন না। ]
বলছিলাম স্পেশাল ফোর্সের কথা। মনে নেই? সেই যে বলেছি আমাদের শরীরে থাকে দুই ধরনের যোদ্ধা। একধরণের যারা "সদাপ্রস্তুত"। আরেক ধরণের যারা "স্পেশাল ফোর্স"। স্পেশাল ফোর্স আবার দুই ধরণের। একধরণের যাদের বলে B cells, আমি বলি বল্টু। আরেক ধরণের যাদের বলে T cells, আমি বলি টাল্টু। শুরু করি টাল্টুদের দিয়ে,
টাল্টুরা এমনিতে সংখ্যায় থাকে কম। কম মানে মে-লা- কম। এরা আবার বিভিন্ন জাতি-বর্ণে বিভক্ত (আগেই বলেছি স্পেশাল ফোর্স বর্ণবাদী)। এদের বর্ণ আর জাত যাই বলুন তা নির্ধারিত হয় তাদের হাত দেখে। মানে ভিন্ন ভিন্ন টাল্টুদের থাকে ভিন্ন ভিন্ন হাত। যে টাল্টুর হাতে দুই আঙ্গুল, তার পক্ষে শত্রুর কান ধরতে সুবিধা। সে তাই কান ওয়ালা শত্রু খুঁজতে থাকে। সেরকম কাউরে পাইলেই একবারে কচ্ছপের কামড় দিয়ে ধরে!
ঠিক তেমনি যে টাল্টুর হাতের আঙুলগুলো সাপের মতো, সে খোঁজে চিকন কোমরওয়ালা শত্রু। সেইটাই তার ধরতে সুবিধে। যার হাতের আঙুল বড়শীর মতো, সে খোঁজে কোন শত্রুর মাছের মতো ঠোঁট। আর যার হাতখানি ছাতার হাতলের মতো সে খুঁজে বেড়ায় কার ঘাড়খানি সরু। এইভাবে নানারকম হাতওয়ালা টাল্টুদের লক্ষ্য থাকে ভিন্নরকম শত্রু।
সমস্যা হচ্ছে টাল্টুরা বাংলাদেশ পুলিশের মতো। মানে তারা গতিতে শম্ভুক। অবশ্য সে কেবল প্রথম পর্যায়ে। শত্রু সাধারণত এক সঙ্গে অনেকগুলো অনুপ্রবেশ করে আমাদের শরীরে। আর অনুপ্রবেশ করেই ক্ষ্যান্ত দেয় না, বাচ্চাও দেয় হাজারে হাজার। যাই হোক, শত্রু ঢুকলেই আমাদের সদাপ্রস্তুত বাহিনী ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। সদা প্রস্তুত বাহিনীর মধ্যে গিলেখাদকরা সবচাইতে কারিৎকর্মা। গিলেখাদকদের কথা আগেই বলেছি, যারা শত্রু গিলে খায়। গিলেখাদকরা আবার টাল্টুদেরও সাহায্য করে। তারা শত্রু তো গিলে খায়ই, সেই সঙ্গে দেখে শত্রুর বিশেষ বৈশিষ্ঠ্যটি কি। মানে তার কান আছে, সে কোমরওয়ালা, তার মাছের মতো ঠোঁট নাকি তার চিকন ঘাড়। এরকম হাজারো বৈশিষ্ঠ্যের যেটিই সে খুঁজে পাক ওই অংশটুকু কেটে সে তার শরীরের বাইরে ঝুলিয়ে রাখে। কেবল ওই বিশেষ অংশটুকু বাদে শত্রুর বাকি অংশ সে হজম করে ফেলে। ধরি, কোন এক শত্রুর চিকন ঘাড়। যাকে গিলে খাদক ধরে হজম করে ফেলেছে, আর তার ঘাড়খানি কেবল কেটে ঝুলিয়ে রেখেছে তার শরীরের বাইরে। এখন যে টাল্টুর হাতখানি ছাতার হাতলের মতো সে যখনই গিলেখাদকের শরীরে ঝোলানো চিকন ঘাড়খানি দেখবে তখনই শুরু হবে তার তরিৎ যুদ্ধায়োজন। কারণ সে ভাবে (চাই সত্যি থাকুক আর না থাকুক) গিলেখাদক একটাকে হজম করলেও এই শত্রুরা সমুলে নিপাত যায়নি। আর তাই সে খুব দ্রুত বাচ্চা দিতে থাকে। ফলে দু'একদিনেই বিশেষ এই টাল্টুদের সংখ্যা দাঁড়ায় লাখে লাখ। এবার তারা দুভাগে ভাগ হয়। একভাগ যায় যুদ্ধে শত্রুনিধন করতে। আর আরেকভাগ থাকে রিজার্ভ ফোর্স হিসেবে। (রিজার্ভ ফোর্সের এই ব্যপারটি মনে রাখুন, পরে এই প্রসঙ্গে আসছি)। গিলে খাদকদের মতো করে টাল্টুদের সংকেত দেয় ভাইরাস আক্রান্ত কোষও। ভাইরাসের নিয়ন্ত্রনে থেকেও সে এইটুকু করতে ভুল করেনা। অনেকটা ডাকাতের বন্দুকের সামনে হাত তুলে দাঁড়িয়ে থেকেও, পা দিয়ে এলার্মের বোতামটি টিপে দেয়ার মতো। আক্রান্ত কোষটি দুটি কাজ করে, একটি হচ্ছে সে টাল্টুদের সংকেত দেয়। এটি একবারেই গিলেখাদকেদের মতো করে। মানে সে তার শরীরে শত্রুর কোন ছেঁড়া জামাকাপড় বা অন্য কোন কিছু ঝুলিয়ে রাখে। আর সে আরেকটি সংকেত দেয়, যাতে তার পাশের কোষগুলি সাবধান হরে পারে যে, শত্রু নাকের ডগায় আছে।
টাল্টুরা শত্রু মারে নানা কায়দায়। একপ্রকার আছে যারা শত্রুর কাছে গিয়ে বিষ ছিটায়। সে বিষ বড় ভয়ঙ্কর। তার ধাক্কা সামলাতে পারে এমন শত্রু নেই। কেবল শত্রু নয়। ভাইরাসের কথা বলেছিলাম না? ভাইরাস যেসব কোষে ঘাঁটি গাড়ে সেসব কোষও বিষ ছিটিয়ে নষ্ট করে টাল্টুরা। আরেক ধরনের টাল্টু আছে যারা বিশেষ সংকেত দিতে পারে। সেই সংকেত এমনিতে দুর্বোধ্য, কিন্তু আমি তার বাংলা অনুবাদ জানি। বাংলায় সে সংকেতের মানেঃ "হে মহান দেশপ্রেমিক গিলেখাদক প্রজাতি। আপনার সারা দেশ থেকে মার্চ করে দ্রুত এই অঞ্চলে রিপোর্ট করুন। এইখানে বিশেষ ধরণের শত্রুর আক্রমন ঘটিত হইয়াছে। রিপোর্টিং: সংকেত দানকারী টাল্টুগন।" এই সংকেত পাওয়া মাত্র সারা শরীর থেকে গিলেখাদকরা ছুটে আসে। আর টাল্টুদের সঙ্গে তাল মিলিয়ে শুরু করে শত্রু নিধন। শেষ যে ধরণের টাল্টুর কথা বলব তারা সংকেত দেয় বল্টুদের (B cells)। বল্টুরা এই সংকেত পেয়ে কি করে তা বলছি এবার।
বল্টুরা (B cells) অনেকটা টাল্টুদের মতোই। তাদেরও থাকে টাল্টুদের মতো বিশেষ ধরনের হাত। তাদের হাতের গুণাবলিও টাল্টুদের হাতের মতোই। তারা সংকেত পায় কোত্থেকে তা তো বললাম। বিশেষ ধরণের টাল্টুরা তাদের সংকেত দেয়। অবশ্য কেবল এই নয়। অনেক ক্ষেত্রেই বল্টুরা সরাসরি শত্রু চিনতে পারে। আর চিনতে পারা মাত্রই তাদেরও শুরু হয় গণহারে বাচ্চা দেয়া। আবারও বলে রাখি আগত শত্রুর শরীরের বিশেষ অংশের সঙ্গে যে বিশেষ বল্টুর হাত মিলে যায় কেবল তারাই বাড়তে শুরু করে এই প্রক্রিয়ায়। যাই হোক, লাখে হাজারে বৃদ্ধি পেয়ে বল্টুরাও টাল্টুদের মতো দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ যায় যুদ্ধে। আর আরেক ভাগ থেকে যায় রিজার্ভ ফোর্স হিসেবে। বল্টুদের একটি বিশেষ ক্ষেত্রে টাল্টুদের সঙ্গে পার্থক্য আছে। সেটি হল, যেসব বল্টু যুদ্ধে যায় তারা কেউ সরাসরি শত্রু মারতে পারেনা। তারা তাদের হাতগুলি যুদ্ধক্ষেত্রে ছেড়ে দেয়। আপনারা বল্টুদের এই হাতগুলোর নাম শুনে থাকবেন। এগুলোকে বলে এন্টিবডি।
যুদ্ধরত বল্টুরা অনবরত বিশেষ ধরণের হাত বানাতেই থাকে আর ছাড়তে থাকে। এই হাতগুলি (এন্টিবডি) গিয়ে লেগে যায় শত্রুর গায়ে। এর ফলে বেশ কিছু মজার ঘটনা ঘটে। এক এক করে বলি,
প্রথমতঃ বল্টুর হাত, মানে এন্টিবডি শত্রুর গায়ে লেগে গেলে গিলেখাদকদের বিশেষ সুবিধা হয়। যে গিলেখাদকটি সাধারণত একশ শত্রু খেতে পারে, শত্রুর গয়ে এন্টিবডি লাগানো থাকলে সে খেতে পারে এক লাখ । বুঝুন তাহলে কতদ্রুত কমে আসে শত্রুসংখ্যা!
দ্বিতীয়তঃ এন্টিবডিগুলো গিয়ে লেগে যায় শত্রুর বিশেষ হাতের সঙ্গে। ফলে শত্রুর হাতের আর কোন ক্ষতি করার ক্ষমতা থাকে না। মানে শত্রু হয়ে যায় অথর্ব।
আর তৃতীয়তঃ কিছু শত্রু আছে বিশেষ ধরনে বিষ ছড়ায় আমাদের কোষগুলিকে মারার জন্য, এন্টিবডি সেইসব বিষ নির্বিষ করে ফেলতে পারে। অনেকটা ওঝার সাপের বিষ ঝাড়ার মতো ।
রিজার্ভ ফোর্স নিয়ে আরো কিছু প্যাচাল পাড়ব বলেছিলাম । সে বিষয়ে আসি এবার। একবার যখন শত্রু ঢোকে শরীরে তখন টাল্টু বল্টুদের প্রস্তুতি নিতে বেশ সময় লেগে যায়। এই সময় সাধারণত তিন দিন থেকে এক সপ্তাহ। তাদের সংখ্যা এমনিতে থাকে একেবারেই নগন্য। তাই যুদ্ধের আগে নতুন সৈন্য রিক্রুট করতে হয়। আর সবার আগে তাদের সংকেত পাওয়ার ব্যপারটি আছে। সংকেত না পেলে তারা জানবে কিভাবে যে শত্রু এসেছে! এদের প্রস্তুতি নিতে সময় লাগে দেখেই ডাক্তাররা সাধারণ জ্বর-জারি হলে বলেন তিন দিন অপেক্ষা করতে । যাই হেপক বল্টুরা একবার সংকেত পেয়ে প্রস্তুত হতে পারলে তো বললামই, যে, তাদের একাংশ থেকে যায় রিজার্ভ ফোর্স হিসাবে। এই রিজাভ ফোর্স অত্যন্ত ভাল একটি যোদ্ধার দল। কারণ তারা শত্রু নিধনের পরও বহুদিন (সময়টা নির্ভর করে রিজাভ ফোর্সের ধরণের উপর। কেউ থাকে দশ বছর, আবার কেউ থাকে আজীবন) থেকে যায় শরীরে। সুতরাং পরেরবার একই শত্রু আক্রমন করলে আর নো চিন্তা বগল বাজাও । কারণ এবার আর টাল্টু বল্টুরা তৈরী হতে সময় নিচ্ছে না। তারা এবার যাবে ডাইরেক্ট একশনে। বলে রাখি, টাল্টু বল্টুরাই আমাদের আসল যোদ্ধা। ওরা না থাকলে আমরা সাধারণ সর্দি কাশিতেও মরব। আমাদের শরীরে যেসব জীবানু এমনিতে লক্ষী ছেলে হয়ে বসবাস করে তারাও আমাদের শত্রু হয়ে উঠবে টাল্টু বল্টুরা না থাকলে। ব্যপারটা ঠিক রাজা বাদশাহদের মতো, রাজারা সাধারণত ঘি মাংস খেয়ে ভুঁড়ি বাধিয়ে রাজ্যের সবচাইতে নিষ্কর্মা ব্যক্তি হয়ে থাকেন। তাই প্রহরীরা না থাকলে রানীর আয়াটিও রাজাকে ঝাঁটাপেটা করতে একবিন্দু ডরায় না।
আমাদের যুদ্ধ প্রস্তুতিঃ
আমরা মানে মানুষেরা বিশেষ বুদ্ধিমান প্রাণি (মাইক্রোবায়োলজিতে না পড়লে আমি সত্যি এই কথাটি বিশ্বাস করতাম না )। কারও কোন রোগ হলে আমরা সবার আগে খুঁজে বের করি রোগটির জন্য দায়ী কে। শত্রু খুঁজে পেলেই খুঁজে বের করি তার বিশেষ গুণটি। মানে সেই শত্রু কানওয়ালা, তার চিকন কোমর, সরু ঘাড় নাকি তার মাছের মতো ঠোঁট। এবার আমরা শত্রুকে বিশেষ ব্যবস্থায় খাবার দেই, তাদের বংশ বাড়াই। আর শেষমেশ শত্রুর সেই বিশেষ অঙ্গটি কেটে নেই। ধরি সেটি তার কান। এবার লক্ষ শত্রুর কান কেটে আমরা ঢুকিয়ে দেই আমাদের শরীরে। টাল্টু বল্টুরা তো চেনে কেবল শত্রুর সেই বিশেষ অঙ্গই। সুতরাং তারা ভাবে শত্রু এসছে, প্রস্তুত হতে হবে। তারা প্রস্তুত হয়। কেবল শত্রুর কাটা কানতো আর রোগ বাধাতে পারেনা, তাই টালটু বল্টুরাও কেবল প্রস্তুত হবার সংকেতটি পায়। তাদের যুদ্ধে যেতে হয়না। তারা থেকে যায় রিজার্ভ ফোর্স হিসেবে। শরীরে কোন শত্রুর বিরুদ্ধে পুর্বে থেকেই প্রস্তুত স্পেশাল ফোর্স থাকলে সেই শত্রু আর আমাদের কাঁচকলাটিও করতে পারেনা।
কেবল শত্রুর কানের কথাটি বলেছি বোঝার সুবিধার্থে। সবসময় কান বা বিশেষ অঙ্গ নয়, কখনো কখনো আস্ত শত্রুকেই শরীরে ঢোকানো হয় টাল্টু-বল্টুদের প্রস্তুত করে রাখার জন্য। তবে তার আগে শত্রুদের হয় অক্ষত রেখে মেরে ফেলা হয়, নয়ত আধমরা করে ফেলা হয় যাতে তারা সংকেত দিতে পারলেও রোগ না বাধাতে পারে।
শত্রুর কাটা কান, অথবা মরা বা আধমরা শত্রুর এই প্রিপারেশনটিকে বলে ভ্যাকসিন। মনে হয় নাম শুনেছেন
একটা দুঃখের কথা বলে শেষ করব আজ। এইডসের নাম শুনেছেন নিশ্চয়ই। এইডসের বাংলা মানে করলে দাঁড়ায়, দীর্ঘমেয়াদী রোগ-প্রতিরোধ-ক্ষমতাহীনতার লক্ষণসমুহ। এইডসের জন্য দায়ী ভাইরাসটির নাম এইচআইভি (এটি দেখতে 'মে' ফুলের মতো!)। তার পুরো নামের বাংলা করলে দাঁড়ায়, মানুষের রোগ-প্রতিরোধ-ক্ষমতাহীনকারী ভাইরাস। এই ভাইরাসটি সরাসরি টাল্টুদের (T cells) আক্রমন করে। তারা টাল্টুদের শরীরে বাসা বেঁধে তাদের নিয়ন্ত্রন নিয়ে নেয়। তাদের কলকব্জা ব্যবহার করে বানায় নিজের বংশধর। যতো শত্রুর কথা বলেছি তাদের কেউই আমাদের অন্তর্গত যোদ্ধাদের আক্রমন করেনা। তারা আক্রমন করে আমাদের কোষগুলিকে, যোদ্ধারা আমাদের কোষগুলিকে বাঁচায়। যখন যোদ্ধারাই আক্রান্ত হয় তখন আমরা নিতান্ত অসহায় হয়ে যাই। যোদ্ধাদের বাঁচানোর জন্য কোন যোদ্ধা আমাদের নেই! আর যখন আমাদের যোদ্ধারাই মারা যেতে থাকে তখন আমাদের ক্ষমতা থাকে না এমনকি দুর্বলতম শত্রুটির বিরুদ্ধেও লড়াই করার। ফলাফল তো সবার জানা। কেবল এইডস হলে মানুষ মরবে না। কিন্তু যার এইডস হয়েছে সে সামান্য কাশিতেও মারা যাবে। বর্ষার প্রথম জলে মনের উল্লাসে ভিজে যদি সে সামান্য জ্বরও বাধায়, তার সেই জ্বর আর কখনো সারবে না...
[মনে হচ্ছে এই পর্বটি বেশ খটমট হয়ে গেল। ধোলাই খাব নাকি !!!]
মন্তব্য
একেবারে গল্প ফেঁদে ইমিউনোলজি শেখানো!! এর আগে একজনই কেবল এভাবে ইকোনোমিক্স শিখিয়েছিল, সে আমাদের সুবিনয় মুস্তফি।
_______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
টাল্টিবাল্টি ভালোই দেখালেন।
__________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
চালিয়ে যান, সাথেই আছি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
টাল্টুদের আক্রমণ করে এইচআইভি, তাহলে বল্টুরা কি সাহায্যে আসতে পারে না? নাকি তারাও মারা যায়?
বাইরে থেকে টাল্টু সাপ্লাই দেওয়া যায় না রুগীকে যখন টাল্টুকাউন্ট কমে যায়? নাকি শরীর নেয় না বাইরের টাল্টু?
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
বল্টুরা কিন্তু ভাইরাস মারতে পারে না (ভাইরাস থাকে কোষের ভেতরে)। আর সবচাইতে বড় কথা টাল্টুদের সংকেত না পেলে বল্টুরা প্রায় নিষ্কর্মা (এই লাইনটা মিস করেছেন বোধহয় )।
বাইরে থেকেটি টাল্টু সাপ্লাই দিয়ে পারা যায় না। পুরো ব্যাখ্যাটি লম্বা হয়ে যাবে, সেটি আরেক দিন দেই। আজকে শুধু বলে রাখি যে, আমাদের ক্ষমতা এখনো এতদুর পৌঁছেনি।
__________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হুমম! তারপরেও আমরা কত অসহায়!
অনেকের প্রায়ই সর্দিকাশি লেগেই থাকে, শরীর ম্যাজম্যাজ; টাল্টু-বল্টুরা কী এসময়ে সাধক শঙ্কুর সাথে আড্ডা মারে?
কে বলছে আড্ডা মারে ! মারে তো টাঙ্কি ! সাধক শঙ্কুর কনিষ্ঠ কন্যাটি বড়ই সৌন্দর্য হওয়ায় ওরা যোগ ব্যায়াম শিখিবার নামে সাধকের কাছে যায়।
আসলে কার কত বেশি সর্দি কাশি হবে সেটা নির্ভর করে তার অন্তর্গত যোদ্ধারা কতখানি সবল বা দুর্বল তার উপর। তার দৈনন্দিন কর্মকান্ড (hygiene) কিরকম তার উপরেও নির্ভর করে তার রোগ বালাই কতখানি হবে। এই দুটি ব্যপারেরই প্রমাণ আপনি আপনার চারপাশেই দেখবেন।
__________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
___________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
___________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
সুযোগ পেলে এই ভিডিওটা দেখবেন। ব্যাকটিরিয়ার যোগাযোগপদ্ধতির ওপর বনি ব্যাসলার এর একটি অসাধারণ বক্তৃতা। আমি মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছি।
এইটা আমি কালকেই দেখেছি, সচলায়তনের জন্য এই সপ্তাহে এটা আমার বাংলায় অনুবাদ করার কথা। খটমট হয়ে না যায় আবার ... এটাই সমস্যা।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
আমার সংকোচই লাগছে বলতে, কিন্তু বক্তৃতাটা দেখতে দেখতে আর শুনতে শুনতে ... আই ওয়াজ সেকশুয়ালি অ্যারাউজড! বনি ব্যাসলার আমাকে একটা সমস্যাতেই ফেলে দিলেন ।
আমি এখনো দেখিনি। দেখব। দেখব ???!!!!
___________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
- হিমুর বক্তব্য শুনে ভিডিওটা দেখলাম। আমি বুঝলাম না, হিমু কি ব্যাকটেরিয়ার সঙ্গে 'দুষ্টুকাজ' করতে চাইলি? যাব্বাড়া, এইটা হলে ক্যাম্নে কী!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
একসপ্তাহ অপেক্ষা করতে নিতান্ত কষ্ট হবে। আজকেই অনুবাদ করেন প্লিজ...
___________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
টাল্টু-বাল্টু পড়ে ভালো লাগল। কাজের পোস্ট। স্কুলে পাঠ্যবই যারা লেখে, তারা এ এপ্রোচটা নিলে অনেক কাজে আসত। আরেকটা কথা, পর্বগুলোর খটোমটো শিরোনাম দেখে কিন্তু আপনার পোস্টে ঢুকছিলাম না (তাও শেষমেষ চেখে দেখতে ঢুকলাম) , একটু টাল্টু-বাল্টু টাইপ (বা সাধারণ) শিরোনাম হলে অনেক পাঠক পেতেন
পরামর্শটি মনে থাকবে। আগে ভেবে দেখিনি
এটার নাম মনেহয় টাল্টু-বল্টু সমাচার হলে ভাল হত, না?
___________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
- আরে, এই মিয়াতো আমারে ক্ষুদ্রজীববিদ্যা শিখায়া ফেললো রে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুক্কুরবারে কেলাস্ টেস নিমু...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কী অদ্ভুত সুন্দর করে বোঝালেন শরীরের জটিল কলকব্জার কথা। কত অজানা!! ধন্যবাদ দেবার ভাষা নেই।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
নতুন মন্তব্য করুন