আমরা কি শুভেচ্ছা জানাবো না!

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: বুধ, ১৬/১২/২০০৯ - ৩:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নানা ব্যস্ততা, দুশ্চিন্তা, আলোচনা আর তর্কে বিতর্কে সময়গুলো পার হয়ে যায়। অবশ্য তা না হয়ে উপায় নেই। পুরোনো শেয়াল শকুন আর তাদের ছানাপোনারা রাত বিরেতে চিৎকার জুড়ে দেয়। বাতি নিভলেই তেলাপোকাগুলো কোটর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে। শরীরের দু'য়েকটা লোম কামড়ে ছিঁড়ে নেয় দু'য়েকটা সাহসী ছারপোকা। তাই সতর্ক থাকতেই হয়।

আমার ইচ্ছে থাকে সবসময় রোগ-জীবানুর কান্ডকারখানা নিয়ে লিখি। সেটাই একটু আধটু বুঝি। আর সবসময় দৃষ্টি পেতে থাকি আপনারা কি লেখেন তা দেখতে। শুণ্য হৃদয়ে সুধা ভরে নেই। অসার মস্তিস্কে ভরে নেই কিছু আলো। সব আপনাদের লেখা থেকে। তাই আলোচনা করেন, সমালোচনা করেন, চিৎকার করেন, গালাগালি করেন... কিছু বুঝতে না পারলে নতমুখে জিজ্ঞাসা করি। দুচারটি ডলা খেয়ে স্পষ্ট দেখতে শুরু করে ঘোলা চোখ। আমিও তর্ক বিতর্ক চিৎকার আর গালাগালিতে কন্ঠ মেলাই...

অনেক কিছুই অমান্য করা যায়না। যে দিনগুলোকে কেউ কেউ বলেছেন আনন্দের দিন সেগুলোতে তাই খুশি হতে হয়... হাসিমুখে থাকতে হয়। কিন্তু কোনদিনটিতে কেউ বলে না দিলেও আমরা উল্লাসিত হই? কোন দিনে বুকচেতিয়ে হাসিমুখে দাঁড়ানোর জন্য প্রাণ দিলেন আমাদের অগ্রজরা? আজ কি সেই মহা আনন্দের দিনটি নয় ?!

শেয়াল শকুন থাকবেই। ধোঁয়াসার কোন অবকাশ নেই। পথে পেলেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আছি। অগ্রজদের কথা মনে পড়লে যেমন কষ্ট হয়, তেমনি গর্বটাও তো বুক ভরে রাখে। আজকে আমাদের খুশির দিন। আস্তাকুঁড়ে বেঁচে থেকে চিৎকার করা পোকাগুলো নির্মূল করার সব ঝক্কি আর দুশ্চিন্তা মাথায় নিয়েও আসুন খুশি হয়ে উঠি। জিতে গেছি, এই কথাটা মনে করে হাসিটাকে আকর্ণ বিস্তৃত হতে দেই...বুকের ভেতর ভরিয়ে উপচে পড়তে দেই অহংকারের আনন্দ...

আপনাকে, তোমাকে এবং তোকে বিজয়ের শুভেচ্ছা

হুরররররররররররররেএএএএএএএএএএ...


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভেচ্ছা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য সঙ্গীত এর ছবি

শুভেচ্ছা ভাই হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তানবীরা এর ছবি

শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনার্য সঙ্গীত এর ছবি

বিজয়ের শুভেচ্ছা হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

পুতুল এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অনার্য সঙ্গীত এর ছবি

আপনাকেও বিজয়ের শুভেচ্ছা হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাইফ তাহসিন এর ছবি

শুভেচ্ছা স্বাগতম
বিজয় দিবসের আগমন
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনার্য সঙ্গীত এর ছবি

বিজয়ের গৌরব
মুছে যেতে দেবনা
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাঈদ আহমেদ এর ছবি

আজ সৃষ্টি সুখের উল্লাসে–
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে

শুভেচ্ছা সবাইকে!

-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

অনার্য সঙ্গীত এর ছবি

শুভেচ্ছা সাঈদ ভাই হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ওডিন এর ছবি

উত্তম জাঝা!

জিতে গেছি- এই কথা মনে করে হাসিটা ঠিক মতো হাসতে পারছি না- কিন্তু বুকের ভেতর অহংকারের আনন্দ একটু হলেও আছে।

বিজয়ের শুভেচ্ছা ... সব্বাইকে!
______________________________________
আসলে কি ফেরা যায়?

অনার্য সঙ্গীত এর ছবি

হাসুন ভাই.... আপনার দেশ, আপনার বিজয়, আপনার খুশি.... সেই খুশিকে একটুখানি ম্লান করতে পারলেও ঘাতকের দল হেসে উঠবে। তাদের হাসতে দিয়েন্না। বরং উল্টো অট্টহাসিতে তাদের কলজে কাঁপিয়ে দিন। আনন্দের প্রকাশের সঙ্গে সঙ্গে কীট নির্মূলের শপথে তাদের ব্যতিব্যস্ত করে তুলুন...

আপনাকেও বিজয়ের শুভেচ্ছা হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মামুন হক এর ছবি

অনেক শুভেচ্ছা সবাইকে।

অনার্য সঙ্গীত এর ছবি

আবার বিজয়ের শুভেচ্ছা মামুন্ভাই হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

স্বপ্নাহত এর ছবি

শুভেচ্ছা সঙ্গীত ভাই!

কেমন আছেন? দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

অনার্য সঙ্গীত এর ছবি

আপনাকেও বিজয়ের শুভেচ্ছা হাসি

ভাল আছি ভাই। আপনি? হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জুয়েইরিযাহ মউ এর ছবি

আজ স্বদেশের জন্মদিন হাসি
এটা একটা জন্মদিনের পোস্ট হল বটে বেহালাবাদক ভাইয়া হাসি
হুরররররররররররররেএএএএএএএএএএ.
সব্বাইকে শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা.....
বিজয়ের, স্বাধীনতার, মায়ের জন্মদিনের হাসি

-----------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অনার্য সঙ্গীত এর ছবি

দেশের জন্ম তো ২৬ শে মার্চ রে...

আজ জন্ম বিজয়ের। তাই বিজয়ের শুভেচ্ছা...

____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জুয়েইরিযাহ মউ এর ছবি

ভুলটা যে আবেগের বশে করেছি তা নজু ভাইয়ার পোস্টেই জানিয়েছি।
'জন্মদিন' শব্দটাই হয়তো ব্যবহার না করা উচিত।
বিজয় দিবস আর স্বাধীনতা দিবস- দিন দুটোর এই পরিচিতিই বোধহয় জটিলতার অবসান ঘটাবে।
অনেক ধন্যবাদ ভাইয়া হাসি

----------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

ভণ্ড_মানব এর ছবি

বিজয়ের শুভেচ্ছা ।
প্রকৃত বিজয় অর্জিত হবে যেদিন দেশে কোন যুদ্ধাপরাধীর অস্তিত্ব থাকবে না। সেদিনের অপেক্ষায়।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

অনার্য সঙ্গীত এর ছবি

আপনাকেও বিজয়ের শুভেচ্ছা হাসি

অপেক্ষা করলে তো হবেনারে ভাই। সেই দিন আনতে পথে নামতে হবে...

____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তিথীডোর এর ছবি

বিজয়ের শুভেচ্ছা! --------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনার্য সঙ্গীত এর ছবি

আপনাকেও শুভেচ্ছা হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাফি এর ছবি

বিজয়ের শুভেচ্ছা হে প্রিয় লেখক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।