শুনশান চুপচাপ নেই কোনো শব্দ
কতদিন হয়ে গেল আকতার স্তব্ধ
শব্দের ভাঁজে ভাঁজে বারুদের হুঙ্কার
বহুদিন হয়ে গেল, শুনিনা তো, আকতার
সরষেতে রাজ করে ভূত সব হরষে
আর কতো ঘুম ঝুম নাকে দিয়ে সরষে
শুরু হোক আরবার, হেঁইও বলে জোরসে
ঝটকায় ঝেড়ে ফেলে কলমের মরচে
ছড়া আর শব্দের যুদ্ধের বাজুনি
হৃদয়ের ছন্দের শপথের সাজুনি
রাজাকার, ছাগু, কাগু ও বেয়াড়া জলপাই
বুঝে যাক সস্তায় আর কোনো ছাড় নাই
আকতার জেগে আছে, আছে তার ছন্দ
একুশে আইন এই বাংলায় বন্ধ!
শুভ জন্মদিন আকতার ভাই।
[পুনশ্চ: ফেসবুকে শুভেচ্ছা জানাতে গিয়ে হঠাৎ উদয় হওয়া লাইনগুলো কী ভেবে সচলায়তনে দিয়ে দিলাম। এটাকে ছড়া বলার অপচেষ্টা কোনোভাবেই করছিনা। এটি জন্মদিনের নির্জলা শুভেচ্ছা। এবং অবশ্যই সব "আকতার" এর বদলে "আকতার ভাই" পড়তে হবে। ]
মন্তব্য
আকতার ভাইকে জন্মদিনের শুভেচ্ছা! ছড়া কিন্তু ভালো হযেছে
ছড়া অতীব সুন্দর, প্রায় গুরু মারা বিদ্যা বলা চলে। হেপি বাড্ডে আকতার ভাই।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
আকতার ভাইয়ের রিপ্লেসমেন্ট হওয়ার চেষ্টা মনে হচ্ছে
শুভেচ্ছা। চমৎকার হয়েছে।
আকতার ভাইকে শুভ জন্মদিন
ছড়া ভালো হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
একাধারে অনুজীব বিশেষজ্ঞ, বিজ্ঞান লেখক, বেহালা বাদক, দাবাড়ু...
এখন থিকা আবার ছড়াকার ...ওরে এত প্রতিভা রাখিস কোথা বাছা !!!
ছড়া জটিলান্তিস হইছে।
শুভ জন্মদিন আকতার ভাই।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
মুগ্ধতায় দুলতে দুলতে পড়লাম।
এই মাত্রাফেরই বোধকরি অবশ্যম্ভাবী ছিল। এ কারণেই ঐ জায়গায় এসে ঠিক হেঁইও বলার ঝোঁকটা এসে যাচ্ছে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
শুভ জন্মদিন আকতার ভাই
অনার্য, ছড়াটা 'অনায্য'রকমের ভাল হইসে---!!!
শুভ জন্মদিন।
গল্প/কবিতা/ছড়ার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ধরনটা ভালো লাগছে খুব।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
এত জীবাণু ঘাঁটার পরও কারো কাব্য প্রতিভা বেঁচে থাকতে পারে দেখে অবাক না হয়ে পারলাম না । ছড়া ভালো হয়েছে তা বলাই বাহুল্য ।
শুভ জন্মদিন আকতার ভাই।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
হা হা হা... শুভ জন্মদিন আকতার ভাই।
শুভ জন্মদিন।
জনমদিন কি হার্দিক শুভকামনায়েঁ
দারুণ ছড়া!! জন্মদিনের শুভ কামনা যথাস্থানে পৌছে যাক!!
ফেসবুকে যা কৈলাম, এইখানে তো আর কওয়া যাবে না। কিন্তু বুইঝা নিয়েন আরকি!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবাইকে অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা।
অনার্য সঙ্গীতের ছড়া প্রতিভা দেখে সত্যি চমকালাম।
ধন্যবাদ রতন!
শুভ জন্মদিন আকতার ভাই
রতনদা জম্মন দেশে গিয়ে দেখি আপনার হাত খুলে গেছে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
নতুন মন্তব্য করুন