এশিয়া কাপের বাংলাদেশ পাকিস্তানের আজকের খেলা নিয়ে গজগজ করছিলাম। সাহস করে কিছু লিখতে পারছিলাম না।
কিন্তু এবার সাহস করা যায় খানিকটা।
খেলা একা দেখলে মজা অর্ধেক নষ্ট। তাই আসেন চিল্লাচিল্লি করি
মন্তব্যের ঘরে গালাগালি-গলাগলি-চিল্লাচিল্লি হোক! সচলে সে সবসময়ই হয়ে আসছে!
টিভিতে চোখ রেখে কীবোর্ডে ঝাঁপিয়ে পড়ুন। সর্বশেষ আপডেট ২০০/৭ (৪৪ ওভার শেষে)!
বলে রাখা ভালো, যারা দেখতে পারেন নি, পাকিস্তান ব্যাট করছে। ১৩৫ রানে কোনো উইকেট পড়েনি! ৩০০+ হবে ভাবছিলাম!
তারপর ১/১৩৫, ২/১৬০. ৩/১৬৯, ৪/১৭৫, ৫/১৯২, ৬/১৯৩, ৭/১৯৮
শুরু হোক কাউমাউ
মন্তব্য
বলো - জয় বাংলা!
ফাডায়হালা!
বালের গুল!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হ।
পাকির বাচচাগুলারে হারাইতে পারলে নাচবো
মাশরাফি ডেপথ্ বোলিং এখনও শিখতে পারল না
সব গুলায় গেলো! ২৬২/৮, ৫০ ওভার!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আজকে জিতুম ...খালি ২ টা পার্টনারশীপ লাগবো। তবে বাংলাদেশের ক্যাচিংটা কোন দিনই শতভাগ হইল না।
আমার মন্তব্য করে কোন লাভ নেই। মডারেশান যাচাই বাছাই হয়ে আসতে আসতে সেই স্কুর আর থাকবে না। কি সমস্যা কবে যে একটা একাউন্ট পাব?
তোমারে আস্তা একবাটি জিবানুর মাঝে চুবামু আমি।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আঁই কিচ্চি!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আবার জিগায় কি কইচ্চি। এই পোস্ট দেয়ার আগের আর পরের অবস্থাটা দেখলেইতো বুঝা যায় কুফাটা কে লাগাইছে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
পিটাআআআ! আমার সুনারা!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ফাকি-গো কোপাস না বাবারা।
ডাকঘর | ছবিঘর
খেলা দেখার উপায় কী?
আমি দেখছি এখানে: http://embed.cricket-365.info/
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
মাশরাফিরে নিয়ে কী করা?
নীড়পাতা.কম ব্লগকুঠি
মাশরাফির জায়গায় মাহমুদউল্লাহরে দিয়া করাইলে ১৫-২০ রান কম হইত। মাশরাফি ডেপথ্ বোলিং-এ কোনদিনই তেমন কার্যকর ছিলনা। হয় ফুলটস না হয় লেংথ বোলিং।
সে রেগুলার শেষ দিকদিয়া গিয়া অনেকগুলা রান উপহার দিয়া আসে।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আমার মতামত ডেপথ্-এ মাশরাফিকে বোলিং না দেয়া।
ফিডা রে ফিডা
ইজি থাকতে হবে।
২৬২ অনেক রান।
অজ্ঞাতবাস
হ
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
গুল রে চিবায়া খায়ালাইতে মঞ্চায়!!
আইজকা ধরায়ে দিমু
আফ্রিদির অস্থানে কুস্থানে টিপি দিতি মঞ্চায়
ডাকঘর | ছবিঘর
ডাইরিয়া লাগছে। যথারীতি।
বাংলাদেশেরর খেলা দেখা মানে একই ভুলের পুনরাবৃত্তি। ম্যাচ টেম্পেরামেন্টটা কবে আসবে??? কবে??
আরেকটা পড়লে আর খেলা দেখার কিছু নাই!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এখনো টাইম আছে। তামিমের সেঞ্চুরি আর সাকিবের হাফ সেঞ্চুরি লাগপে।
সাকিব ব্যাটিংয়ে থাকলেই খালি ২ রান দেখা যায়। দলে এই রকম ডাবলস নেয়া প্লেয়ার নাই।
তামিম-সাকিবই ভরসা!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
সবশেষ!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
তামিম গেল গা। গেম ইজ ওভার ফর আস।
আম্পায়ার একটা ফাউল
আম্পায়াররা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়।
আমি এখনো আশাবাদী
সবাই ঘুমাইছে নাকি? এইদিকে তো খেলা ভালোই চলতেছে।। ব্যাটিং পাওয়ার প্লে ভালো হচ্ছে
জিততেছি, ইনশাল্লাহ।
এই অবস্থা থেকে না জেতাই হতাশাজনক হবে। অবশ্য আমাদের অতীত রেকর্ডও হতাশাজনকই। দেখা যাক/ সাকিব-নাসির আছে, মাশরাফি আছে, আর আমরা তো আছিই
বাংলাদেশের ইতিহাসে "হেসেখেলে জেতা" বলে কোন কথা নাই। টেনশনে পেটের ভাত্র চাউল হওয়ার জোগাড়!!নাসির লেগে থাক, সাকিবরে খালি একটু সঙ্গ দে বাপ...সত সঙ্গে লোহা ভাসে!!......
মাশরাফি রান করে পুষিয়ে দিতে হবে
মাত্র নাসির আউট হইলো। উহহো।
৩৯ বলে ৩৯ রান দরকার।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
জিতুম মনে হইতাছে
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
উফফফ........ মাশরাফিরে না নামায়া রাজ্জাকরে নামায়া কি লাভ হইলো?
ধুরর........ রাজ্জাক আউট।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
আজ থেকে ঠিক একটা বছর আগে
বিশ্বকাপে চট্টগ্রামে অনন্য এক ম্যাচে
বাঘের থাবায় সরষে দেখে সিংহ চাখে হার-
আজ কি আবার অমন হবে?
স্বাধীনতার মার্চে এসে
মিরপুরে বাঘ বাঘের বেশে
পাকিস্তানের লজ্জা বাঁচায়
সাধ্য আছে কার?! :-D
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
উফফফফ................মাশরাফিও আউট........................।
দিস ইজ বুলশিট।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
মেজাজ চরম বিলা।
সফিউল এলবিডব্লিউ হইছে মাত্র।
২৩৫/৯। :(
আরো ২৮ দরকার।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
মাশরাফির জন্য খেলাটা হারলাম
১৬ বলে ২২ রান দরকার। লাস্ট উইকেট।
টেনশনে পেটের ভাত চাউল হইতাছে........
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
হেরে গেলাম তো।
সবাই হিরো হইতে চাইলে তো আর হয় না!
আমি শুধুই গোঁয়ারের মতো বিশ্বাস করে যাই!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
২৪১ রানে অল আউট।
দিজ ইজ আন একসেপ্টেবেল।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
জিতা খেলা হারলাম।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
২২৩ রান করতে গেল ৫ উইকেট।
পরের ১৮ রান করতে গেল শেষ পাঁচ উইকেট।
জাস্ট বুলশিট।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
এক ভুল বারবার যারা করে তাদেরকে নিয়ে আশাহত হওয়া ছাড়া কিছু করার নাই। ইন্ডিয়া আর শ্রীলংকার সাথে কোন সুযোগ নাই কারণ পাকিস্তান থেকে ওই দুইটা টিম অনেক শক্তিশালি
মাশরাফি আর গুল মিলা খেলাটা হারায়ে দিল। একভুল আর কতবার করবে?? কতবার??
সাকিব আল হাসানের জন্য রেস্পেক্ট!
_________________
[খোমাখাতা]
খেলা দেখিনি, শুনতে পেয়েছিলাম হেরে গেছে, সবারই এক কথা ‘মাশরাফি হারায়ে দিছে’। এইখানে এই রানিং কমেন্ট্রি পড়লাম, আগেও সচলে ক্রিকেট নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, অছ্যুৎ বলাই ভাই দেখেছি বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক ব্লগ লিখেছেন।
এইরকম স্বার্থ সর্বস্ব ম্যানেজম্যান্ট দিয়ে আর কি আশা করতে পারি আমরা? সব ব্যবসায়ী’র দল এসে আসন গেড়ে বসেছে, ক্রিকেট খেলাটাকেও আর রেহাই দিলোনা এরা। ক্রিকেট এর ক্রিকেটীয় মৃত্যু ঘটানোর জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একাই দায়ী, তার পিছু হাঁটতে গিয়ে বাংলাদেশ এবার পাকিস্তানের বেলাতেও দরাজদিল। সবাই মিলে এই খাতির জমানো ব্যবসায় খেলোয়াড়েরাও এখন পণ্য। দলগত কমিটমেন্ট বলে কিছু নেই, প্রফেশনালিজম নেই, প্যাশন বলে কিছু নেই -- খেলা দেখাই ছেড়ে দিয়েছি।
এই স্বাধীনতার মাসে নাভিশ্বাস উঠে যাওয়া মানুষের একটা আনন্দের মিছিলে, উৎসবে যোগ দিতে পারলে খুব ভালো লাগতো
পাকিদের সাথে জেতা ম্যাচ হেরে গিয়েছিল, কিন্তু আজ ঠিকই ভারতের বিপক্ষে বাংলাদেশ গর্জে উঠল।
সাব্বাশ বাংলাদেশ!
এখন শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিততে পারলে তো আমরা আশাতীত খুশি হব। দেখা যাক, কি হয় !
[অফটপিক: ভাইয়া, আপনাকে জিমেইলে একটা মেইল দিয়েছি আজকে। সুযোগ পেলে চেক করে দেখবেন।]
আবরার, আপনার মন্তব্যটা দেরিতে দেখলাম। জবাব দিতে তাই দেরি হল। আপনার কোনো ইমেইল আমি পাইনি।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
Thanks
http://goo.gl/tfeKBm
নতুন মন্তব্য করুন