আইসিএসএফ এবং যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে ঘিরে অপপ্রচারের মাত্রা এই সময়ে অনেক বেশি বেড়েছে। যুদ্ধাপরাধের বিচারবিরোধীরা মরিয়া হয়ে ন্যায়-অন্যায় সকল পথে বিচার বানচালের জন্য চেষ্টা করছে। স্বাধীনতাবিরোধীদের অপপ্রচারে ভুলে অনেক সাধারণ মানুষও বিভ্রান্ত হচ্ছেন। অনেকের মাঝেই নতুন করে অনেক প্রশ্ন-কৌতূহল তৈরি হচ্ছে। আইসিএসএফ এবং যুদ্ধাপরাধের বিচারকে ঘিরে সাম্প্রতিক তৈরি হওয়া এমন সব প্রশ্নের জবাব দেয়া হচ্ছে এই ব্লগে। এখানে আপনার কৌতূহলের জবাব না থাকলে মন্তব্য অংশে তা জানাতে পারেন। মন্তব্যে পাঠকের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব মূল লেখায় যুক্ত করে দেয়া হবে।
------------------------------------------------------------------------------------------
আইসিএসএফ কী? কারা এর সদস্য?
আইসিএসএফ হচ্ছে 'ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্রাটেজি ফোরাম'।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার পর্যবেক্ষণ, গবেষণা, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ এবং সংরক্ষণ, দেশীয়-আন্তর্জাতিক সকল প্রচার মাধ্যমে ইতিবাচক প্রচারণা, দেশীয়-আন্তর্জাতিক অপপ্রচারের জবাব দেয়া, জনমত তৈরি, প্রশ্ন-কৌতূহলের জবাব দেয়া, আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান স্পষ্ট করা ইত্যাদি অনেকগুলো প্রয়োজনের তাগিদে সারা বিশ্বের তিন ডজনেরও বেশি দেশে ছড়িয়ে থাকা ছাত্র, শিক্ষক, চাকুরিজীবী, আইনজীবী, গবেষক, বিশেষজ্ঞরা মিলে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্রাটেজি ফোরাম (আইসিএসএফ) নামের সংগঠনটি তৈরি করেন।
আইসিএসএফ-এর মালিক বা হর্তাকর্তা কারা?
আইসিএসএফ স্বেচ্ছাসেবকদের সংগঠন। সদস্যরাই এই সংগঠনটির কার্যক্রম চালিয়ে নেন। আলাদা করে সভাপতি, প্রেসিডেন্ট অথবা ওরকম কোনো পদ এই সংগঠনে নেই।
বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করার এরা কে?
আইসিএসএফ বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। কোনোভাবেই আইন ভঙ্গ না হয় তা নিশ্চিত করে আইসিএসএফ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াকে সব রকমের সহযোগিতা করে। আইন ভঙ্গ না করে অপরাধের বিচার প্রক্রিয়ায় সমর্থন দেয়া এবং সহযোগিতা করা বাংলাদেশের সকল নাগরিকের দ্বায়িত্ব। আইসিএসএফ সদস্যরা স্বদেশের সেই দায়ই পূরণ করার চেষ্টা করেন।
আইসিএসএফ না থাকলে কী হতো?
বাংলাদেশের কলঙ্ক মুছে ফেলতে সচেষ্ট নাগরিকেরা না থাকলে যা হতো, তা-ই। বাংলাদেশের স্বজনহারা মানুষ এবং আইসিএসএফ আলাদা কিছু নয়। বাংলাদেশের মানুষেরা যাঁরা নানাভাবে নানা পর্যায়ে যুদ্ধাপরাধের বিচারের পক্ষে কাজ করছেন তাঁদের একাংশের সাংগঠনিক রূপই হচ্ছে আইসিএসএফ। যুদ্ধাপরাধের বিচারের পক্ষের মানুষ বাংলাদেশের সবাই। আইসিএসএফ না থাকলে কেবল এইসব মানুষদের একাংশের একটি সাংগঠনিক সমন্বয় থাকতো না।
আইসিএসএফ তৈরির প্রয়োজন হলো কেন?
এই প্রশ্নটির জবাব অনেক বিস্তারিত। সংক্ষেপে দেয়া চেষ্টা করা যেতে পারে।
প্রথমত, স্বজন হত্যার বিচারের পর্যবেক্ষণ করা এবং সেই বিচারে সহযোগিতা করা বাংলাদেশের সকল মানুষের দায়। আইসিএসএফ সেই দায় পূরণ করতে চেষ্টা করে।
দ্বিতীয়ত, আমাদের স্বদেশ দরিদ্র। সেই সঙ্গে স্বদেশের সামনে রয়েছে নানান রাজনৈতিক এবং কূটনৈতিক প্রতিবন্ধকতা। এসব এড়িয়ে গিয়েও, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি) যুদ্ধাপরাধের বিচার করছে সেই ট্রাইবুনালের নানা সীমাবদ্ধতা রয়েছে। আইসিটি'র সীমাবদ্ধতার এই তালিকা দীর্ঘ, সংক্ষেপে একটুখানি বলা যেতে পারে। আইসিটি'র নিজস্ব কোনো ওয়েবসাইট নেই। আন্তর্জাতিক অঙ্গনের একজন সাধারণ মানুষ উইকিপিডিয়ার যে নিবন্ধ থেকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধের বিচার সম্পর্কে প্রাথমিক ধারণাটি পেতে পারতেন সেই তথ্যকে বিতর্কিত করতে দিনরাত কাজ করে যুদ্ধাপরাধীদের ভাড়াটে টেকি গোষ্ঠী। এই গোষ্ঠী ২৪ ঘণ্টা নিবেদিত এবং সক্রিয় (এরা কেবল আইসিটি নয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট সকল নিবন্ধ ভুল আর মিথ্য তথ্যে ভরিয়ে রাখতে দিনরাত কাজ করে)! উইকিপিডিয়ায় সেইসব নিবন্ধ দিনরাত তথ্য আর তথ্যসূত্র যোগান দিয়ে ঠিক রাখার কেউ নেই! আইসিটি'র নেই কোন 'মিডিয়া সেল'। বিচারে আগ্রহী মানুষের হাজারো প্রশ্নের জবাব দেয়ার কেউ নেই! যুদ্ধাপরাধী গোষ্ঠীর ছড়ানো হাজারো বিভ্রান্তির জবাব দেয়ার কেউ নেই! বিচারক-আইনজীবী-সমন্বয়ক-সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগের গ্রহণযোগ্য এবং নিরাপদ মাধ্যম নেই! যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার উপর সরকারের মনিটরিং দুর্বল! এরকম স্পর্শকাতর একটি বিচার, যেটির বিরুদ্ধে হাজারো মিথ্যে প্রচারণা, যেই বিচার হচ্ছে একটি নতুন আইনে, সেই বিচারের বিচারকদের সহায়তার জন্য কোনো গবেষক নেই! বিচার প্রক্রিয়ার তথ্য-ইতিহাস সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই!
আন্তর্জাতিক অপরাধের বিচারে যে শক্ত লোকবল এবং অর্থ সংস্থানের প্রয়োজন হয় তা আইসিটি'র নেই। অন্যান্য আন্তর্জাতিক অপরাধ বিচারের সঙ্গে তুলনা করলে এই বিষয়টি খানিকটা বোঝা যাবে। সিয়েরা লিওনের আন্তর্জাতিক অপরাধের ট্রায়ালে খরচ হয়েছে এখন পর্যন্ত ১৪৯ মিলিয়ন ডলার, কম্বোডিয়ায় আন্তর্জাতিক অপরাধের ট্রায়ালে এই পর্যন্ত লেগেছে ১৭০ মিলিয়ন ডলার, ইয়োগোস্লাভিয়া ট্রায়ালে খরচ হয়েছে ৩০৬ মিলিয়ন ডলার আর রুয়ান্ডা ট্রায়ালে লেগেছে অন্তত ৬১৫ মিলিয়ন ডলার। এইসব দেশগুলোর তুলনায় বাংলাদেশের যুদ্ধাপরাধীরা সংগঠিত, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং অভূতপূর্ব লোকবল আর অর্থসম্পদের মালিক। অথচ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বাৎসরিক বাজেট ১.৫ মিলিয়ন ডলারেরও কম!
এই শেষ নয়!
মুক্তিযুদ্ধ পরবর্তী ৪০ বছরে নানাভাবে যুদ্ধাপরাধের প্রমাণ মুছে ফেলা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এমনিতেই নষ্ট হয়েছে কত প্রমাণ, কমে গেছে প্রত্যক্ষদর্শীর সংখ্যা। যুদ্ধাপরাধীর বিচার ঠেকাতে জামায়াত দেশে বিদেশে নিয়ত সহস্র কোটি টাকা খরচ করছে। তাদের রয়েছে ভাড়া করা একাধিক আন্তর্জাতিক আইনি সহায়তাকারী সংস্থা যারা যুদ্ধাপরাধীদের আইনি সহায়তা দেয়, আন্তর্জাতিক মহলে মিথ্যে প্রচারণা চালায়, আন্তর্জাতিক চাপ তৈরি করে, আন্তর্জাতিক মহলের সামনে বিচার প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা তৈরি করে। এদের রয়েছে কোটি টাকার আমেরিকান লবিং ফার্ম যারা আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে কাজ করে। এদের রয়েছে আন্তর্জাতিক জনসংযোগ সংস্থা সারা বিশ্বে যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে প্রচারণা চালায়। (যেসব ব্যক্তি বাংলাদেশ কোন মহাদেশে তা বলতে পারবে না, এই মাটির ৩০ লক্ষ সন্তানের লাশ থেকে চোখ ফিরিয়ে তাদের আচমকা মানবদরদী হয়ে জামায়াতের পক্ষে বক্তব্য দেয়ার কারণ আসলে মানবপ্রেম নয়। এসব জামায়াতের ভাড়া করা আন্তর্জাতিক প্রচারণা ফার্মের অ্যাক্টিভিটি)। জামায়াতের পোষা ব্লগার, সাংবাদিক, কলামিস্ট আর বুদ্ধিজীবী দেশের ভেতরে-বাইরে প্রচারণা চালায় প্রতিনিয়ত। জামায়াত-শিবিরের সহস্র ভাড়াটে কর্মী অনলাইনে-অফলাইনে প্রতিটি মুহূর্তে যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে কাজ করে! আপনি চোখ মেললেই আশেপাশে এইসব তেলাপোকাদের দেখবেন!
যুদ্ধাপরাধের বিচারের এই উদ্যোগের সামনে এত এত প্রতিবন্ধকতা জেনেই আইসিএসএফ তৈরি হয়। আইসিএসএফ যুদ্ধাপরাধের বিচারে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং গবেষণার কাজ করে, যুদ্ধাপরাধের বিচারে সবরকমের আইনি সহায়তা করে, এ সম্পর্কিত তথ্য-ইতিহাস রক্ষা করে, জাতীয়-আন্তর্জাতিক মহলে সকল মাধ্যমে অপপ্রচারের জবাব দেয়, ইতিবাচক প্রচারণা চালায়, বিচারের পক্ষে জাতীয়-আন্তর্জাতিক সকল অঙ্গনে জনমত তৈরি করে, সাধারণের প্রশ্নের জবাব দেয়, আইনের/বিচারের জটিল বিষয়গুলো ব্যাখ্যা করে, সমমনাদের একাত্ম করে, যুদ্ধাপরাধের বিচার বন্ধ করার অথবা পিছিয়ে দেয়ার জন্য সকল স্ট্র্যাটেজির মোকাবেলা করে। আইসিএএসএফ যুদ্ধাপরাধের বিচার এগিয়ে নিতে প্রয়োজনীয় সকল ক্ষেত্রে সক্রিয়।
ড. আহমেদ জিয়াউদ্দিন বিচারকের সঙ্গে কথা বলেছেন কেন?
মাননীয় বিচারপতি নিজামুল হক এবং আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথনের দুটি ক্ষেত্র রয়েছে। একটি একেবারেই ব্যক্তিগত আলাপন। অন্যটিও তাঁদের ব্যক্তিগত কথোপকথন হলেও সেই কথোপকথনের বিষয় আন্তর্জাতিক অপরাধের বিচার। ড. আহমেদ জিয়াউদ্দিন আন্তর্জাতিক অপরাধের বিচার সম্পর্কে তাঁর জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়ে যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালকে সহায়তা করেন। ড. আহমেদ জিয়াউদ্দিন একা নন, আইসিএসএফ এর সকল সদস্য নানাভাবে তাঁদের গবেষণা দিয়ে আন্তর্জাতিক অপরাধের বিচারে সহায়তা করেন। এই সাহায্য কোনো ব্যক্তিকে সহায়তা নয়। এটি একটি প্রতিষ্ঠানকে সহায়তা, বিচারের পুরো প্রক্রিয়াকে সহায়তা।
এটা তো অন্যায়! বিচারক কেন তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলবেন?
এটা একেবারেই অন্যায় কিছু নয়। মাননীয় বিচারপতি এবং ড. আহমেদ জিয়াউদ্দিন কেউই আইন ভঙ্গ করেন নি। যুদ্ধাপরাধের বিচারের আইনটি একটি নতুন আইন। এই বিচারটিও স্পর্শকাতর, বিশেষত বাংলাদেশের প্রেক্ষাপটে। বিচারকার্যে এই দেশের সকল মানুষের সহায়তা সেইজন্যেই প্রয়োজন। যে যেভাবে পারেন, যাঁর যেভাবে সক্ষমতা রয়েছে সেভাবেই তিনি এই বিচারকে সহায়তা করবেন। বিচারের পাশে থাকবেন। তবে অবশ্যই কোন আইন না ভেঙে। আর তাছাড়া আন্তর্জাতিক অপরাধের বিশেষজ্ঞদের কাছ থেকে মাননীয় বিচারপতির পরামর্শ নেয়ার বিষয়টি কোন লুকোনো বিষয় নয়। এটি সবার জানা একটি বিষয়।
এতগুলো ইমেইল! এত লম্বা স্কাইপ কথোপকথন! কী সর্বনাশ!
সর্বনাশের কিছু নেই। অনেক ইমেইল এবং লম্বা কথোপকথন বিষয়টিকে আলাদা করে বাড়িয়ে বলাটা আসলে অপপ্রচারেরই একটি কৌশল।
উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। যদি কেউ তারামন বিবি'র একশো চিঠি চুরি করে আর সেই চিঠিগুলো ব্যবহার করে অপপ্রচার করতে চায় তাহলে সে কী বলবে? সে সবার আগে বলবে, "আরে তারামন বিবির তো একশো চিঠি রয়েছে আমার কাছে! একগাদা পৃষ্ঠা একেকটা চিঠিতে!" চোরের ভাবখানা এমন যেন, তারামন বিবি তাঁর একশো চিঠিতে কারো নামে কুৎসা লিখে বেড়িয়েছেন। অথচ হয়তো তিনি তাঁর কোন আপনজনকে বাংলাদেশের কথা লিখে, মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা লিখে ওই চিঠিগুলো পাঠিয়েছেন।
যে চুরি করেছে এবং যে অপপ্রচার করতে চায় সে হয়তো সমস্ত চিঠি থেকে একটি লাইন বের করবে এমন, "তারপর আমি স্থির চোখে বন্দুকের ট্রিগার চেপে ধরি..."। বাস্তবে হয়তো এই লাইনটি যুদ্ধের সময়ের। মুক্তিযুদ্ধে তারামন বিবি'র সাহসিকতার বর্ণনা। কিন্তু আলাদা করে শুনলে মনে হতে পারে তারামন বিবি হয়তো কাউকে গুলি করে খুন করেছিলেন আর সেসময় তাঁর চোখ একটুও কাঁপেনি! চোর ঠিক এই বিভ্রান্তি তৈরি করতেই আলাদা করে এই লাইনটি উল্লেখ করবে।
অনেকগুলো চিঠির কারণে সাধারণের কেউই ওই সবগুলো চিঠি পড়ে দেখবেন না। তাঁরা চিঠির কোন অংশটি সত্য আর কোন অংশটি বদলে ফেলা হয়েছে তা খুঁজে দেখবেন না। মাননীয় বিচারপতি এবং ড. আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথনের বিষয়টিও এখানে তেমনভাবে প্রচার করা হয়েছে। আসলে তাঁদের কথোপকথনে তাঁরা কোনভাবেই আইন ভঙ্গ করেন নি। বরং তাঁদের কথায় প্রমাণ হয়েছে যে সকল চাপ উপেক্ষা করে তাঁরা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি পূর্ণাঙ্গ এবং নিশ্ছিদ্র বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে আগ্রহী।
বিচারের রায় নাকি লিখে দিয়েছেন ড. আহমেদ জিয়াউদ্দিন?
মজার বিষয় হচ্ছে বিচারের রায় লিখে দেয়ার এই প্রচারণার পরেও তথ্য যারা চুরি করেছে তারা সেই রায়ের কপিটি প্রকাশ করেনি। না করার কারণ হচ্ছে এরকম কোনো রায় লেখা হয়নি। ড. আহমেদ জিয়াউদ্দিন কেবল বিচারের বিভিন্ন পর্যায়ের আইনি কাঠামো তৈরিতে সহায়তা করেছেন। সেটাই বিশেষজ্ঞ পরামর্শকের কাজ।
আরেকটি বিষয় জেনে রাখা ভালো। বিচারক রায় লেখার কাজটি বিচার শেষ হওয়ার আগেই শুরু করতে পারেন। "বিচার শেষ হওয়ার আগেই রায় লেখা হচ্ছে!" এরকম প্রচারণা শুনলে তাই ঘাবড়ে যাবেন না। কারণ একটি বিচারের রায়ে অনেক বিষয় বিস্তরিত লেখা থাকতে পারে। একটি রায় কয়েকশো পাতারও হতে পারে। সেই রায়ের একটি অংশে কেবল বিচার কার্যের বিবরণী, ইতিহাস ইত্যাদি লেখা থাকতে পারে। যুদ্ধাপরাধের বিচারের রায়ের প্রথম অংশে হয়তো মুক্তিযুদ্ধ এবং সংশ্লিষ্ট বিষয়ে কথা উল্লেখ থাকবে। একটি রচনার যেমন ভূমিকা লেখা হয়, সেরকম। এই কথাগুলো লিখতে বিচারকের বিচার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। সেজন্য, বিচারের রায় লেখা 'শুরু করতে' বিচারের শেষ পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। রায় লিখে 'শেষ করতে' বিচারের শেষ পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন।
বিচারপতি কেন পদত্যাগ করলেন?
বিচারপতি নিজামুল হক তাঁর পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে উল্লেখ করেছেন। সেইজন্য তাঁর পদত্যাগের কারণ ব্যক্তিগত ছাড়া আর কিছু বলা যাবে না।
কিন্তু যদি কেউ মনে করে, তিনি ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথনের তথ্য চুরি এবং প্রকাশের পর এই ঘটনার টানাপোড়েনে পদত্যাগ করেছেন তাহলে বরং মাননীয় বিচারপতি শ্রদ্ধার যোগ্য হবেন। আইনগত কোনো কারণ না থাকলেও তিনি কেবল যাতে এই বিচার প্রক্রিয়া কোনভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য পদত্যাগ করেছেন।
ড. আহমেদ জিয়াউদ্দিন এই প্রসঙ্গে কিছু বলছেন না কেন?
এটি একটি বিচারাধীন বিষয় (এবং একটা ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে)। বিচারাধীন বিষয়ে মিডিয়াতে কথা বলা সমীচীন নয় বলেই ড. আহমেদ জিয়াউদ্দিন এই বিষয়ে মন্তব্য করছেন না। তবে খানিকটা কাছাকাছি প্রসঙ্গে তাঁর লেখা পড়া যাবে এখানে: ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধতা জরুরী, বিভেদ নয়।
সরকার রায় তাড়াতাড়ি পাওয়ার জন্য বিচারককে তাগাদা দেয়ার মাধ্যমে বিচারপ্রক্রিয়াকে অবৈধভাবে প্রভাবিত করেছে বা করার চেষ্টা করেছে। এতে বিচার নিরপেক্ষতা হারিয়েছে সুতরাং পুনর্বিচার প্রয়োজন!
এখানে কি এমন কোনো কথা রয়েছে যেটি প্রমাণ করে যে সরকার পক্ষ থেকে বিচারকের উপর অনুচিত/বেআইনি চাপ প্রয়োগ করা হচ্ছে? বস্তুত বিচার বিভাগের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। তবে অবশ্যই বিচার দ্রুত শেষ করতে সরকার পক্ষের 'তাগাদা' দেয়ার বিষয়টি সঠিক। একজন জনপ্রতিনিধি যে এই বিচার দ্রুত শেষ হোক সেটি চান তাও সঠিক। যারা তাগাদা দেয়ার অভিযোগ তুলছেন তারা ভুলে যাচ্ছেন, জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে জনগন যেটা চায় সেটা বাস্তবায়ন করা। যুদ্ধাপরাধের বিচার জনগনের চাওয়া, জনগনকে এই বিচারের প্রতিশ্রুতি দিয়েই এই সরকার ক্ষমতায় এসেছে। সুতরাং জনপ্রতিনিধিরা এই বিচার দ্রুত শেষ হোক তা চাইবেন সেটিই স্বাভাবিক এবং তেমনটিই হওয়া উচিত।
এবং লক্ষ্য করুন, সরকারের কেউ চাইছে বিচার দ্রুত হোক, তারপরও কিন্তু বিচারক সেই 'চাপ'টি গ্রহণ করছেন না। বিচারক এবং বিশেষজ্ঞ দুজনেরই প্রচেষ্টা হচ্ছে সরকারের তাগাদা এড়িয়ে সময় নিয়ে হলেও বিচার যেন নিয়মমতো হয়, একটি শক্ত এবং স্পষ্ট কাঠামো যেন তার থাকে, বিচারের রায় যেন নিশ্ছিদ্র হয়, সর্বমহলে গ্রহণযোগ্য হয়।
বিচারপতির পদত্যাগে তো বিচার বাতিল হয়ে গেল!
একেবারেই না। যিনি এরকম কথা বলবেন তিনি বাংলাদেশের আইন সম্পর্কে জানেন না। যদি কেউ বলেন বাংলাদেশের আইনানুযায়ী বিচার বাতিল হয়ে যাবে তাহলে তিনি মিথ্যা বলছেন। কারণ, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) অ্যাক্ট ১৯৭৩ এর সেকশন ৬(৬) এ বলা আছে: "A Tribunal shall not, merely by reason of any change in its membership or the absence of any member thereof from any sitting, be bound to recall and re-hear any witness who has already given any evidence and may act on the evidence already given or produced before it."
এর ভাবার্থ হচ্ছে, ট্রাইবুনালের কোনো বিচারপতির পরিবর্তন হয়ে থাকলে কেবলমাত্র সেজন্য ট্রাইবুনাল বিচারকার্য নতুন করে শুরু করতে (যেমন আবার সাক্ষ্য গ্রহণ) বাধ্য নয়। ট্রাইবুনাল নতুন বিচারপতিকে/বিচারপতিদের নিয়ে তার কার্যক্রম ইতোমধ্যেই যতটুকু এগিয়েছে সেখান থেকে অব্যাহত রাখতে পারবে।
------------------------------------------------------------------------------------------
প্রিয় পাঠক, জামায়াত শিবির তাদের বিদেশি প্রভুদের অঢেল টাকা আর সেই টাকা দিয়ে কেনা লোকবল নিয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে মরিয়া হয়ে সক্রিয়। তারা ন্যায়-অন্যায় যেকোনো পথে আমাদের স্বজনহত্যার বিচার বানচাল করে তাদের খুনি নেতাদের রক্ষা করতে চায়। এই সময়ে আপনার নিরবতাও জামায়াতের পক্ষে যাবে। যুদ্ধাপরাধের বিচারের পক্ষে আপনার একটি বাক্য, একটি শব্দও এই যুদ্ধে সামিল হওয়ার অস্ত্র। এই মাটিকে আমরা কলঙ্কমুক্ত করবই। আপনি, আমি, আমরা সবাই। আপনি আমাদেরই একজন। কথা বলুন সুহৃদ। মাতৃদায় এড়িয়ে গিয়ে কে কবে মানুষ হয়েছে?
তথ্য কৃতজ্ঞতা: আইসিএসএফ।
ব্যক্তিগত ব্লগে প্রকাশিত।
মন্তব্য
এ লেখার বিষয়গুলো জানি, তবে সাম্প্রদায়িক ছাগু ও তাদের দ্বারা কনফিউজড মানুষগুলো এখনো জানে না, তাই এ সংক্রান্ত লেখাগুলো আরও বেশী করে প্রচার পাওয়া জরুরি। বিশেষ করে এক ক্রান্তিলগ্নে দাড়িয়ে জাতি। রাজাকার-পাইক্কা-জামাত তাদের সর্বশক্তি নিয়োগ করেছে ইতিহাসের ন্যায্যতম এক বিচারকে রুখে দেয়ার জন্য। দেশের সকল দেশপ্রেমিক জনতাকে তাই এক জোট হতে হবে দেশ-বিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী এই অপশক্তিকে প্রতিহত করতে, ওদের বিষদাঁত যদি ভেঙ্গে দেয়া যায়, তাহলে ওরা আর উঠে দাঁড়াতে পারবে না। আর ওদের অপচেষ্টা সফল হলে দেশের ইতিহাসই বদলে দিতে পারে ওরা।
অথচ তাদের কথা চুরি করার কাজকে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের 'চিরস্মরণীয়' এবং 'অকুতোভয়' এক কাজ হিসেবে আখ্যায়িত করেছেন নব্য রাজাকার আসিফ নজরুল। উনি সাংবাদিক সমাজকে এ বলে হুমকিও দিয়েছেন যে, যদি তারা মাহমুদুরের রহমানের উপর নির্যাতনের (তার ভাষায়) বিরুদ্ধে সোচ্চার না হয়, তাহলে পরবর্তী সরকারের (মানে, বিএনপি-জামাতের সরকার) নির্যাতন ভোগের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।
আমার প্রশ্ন, রাজাকারদের তো বিচার হবে। হচ্ছে। স্কাইপে চোরদেরও বিচার হচ্ছে। তাহলে আসিফ নজরুলের মত বুদ্ধি-বেশ্যাদের বিচার হবে না কেন??? ওদের মত নব্যপশুদের আর কতকাল দেখতে হবে টিভির পর্দায়???
লেখাটি শেয়ার করা মানেই ট্রাইব্যুনালকে একটু হলেও সহযোগিতা করা।
মওদুদ কতবড় উন্মাদ সে আজকে বলে যদিও আইনে নাই তবু নতুন করে বিচারকার্য শুরু করতে হবে! মামাবাড়ির আবদার পাইছে!!
লেখাটির জন্য কৃতজ্ঞতা
_____________________
Give Her Freedom!
মৌদুদ আওয়ামী লীগে কবে যোগ দিবে সেই অপেক্ষায় আছি ...
অজ্ঞাতবাস
আগামীবার আবার আম্লীগ আসবে এবং মৌদুদও যোগ দিবে ধরে নেওয়া যায়..........
_____________________
Give Her Freedom!
অথচ দেখো এই মৌদুধের মতো লোকগুলোই আমাদের রাজনীতিতে সবসময় শক্ত পজিশনে বহাল থাকে। একজন আইনজ্ঞ হিসেবে মৌদুধের এইসব উক্তি যুদ্ধাপরাধীদের বিচার বিরোধীদের সাহস শক্তি যোগায়। এইসব ফাউলামির জন্যে তার কন্ডেমড হওয়া উচিত কিন্তু সুমন চৌধুরীর মন্তব্যও আমলযোগ্য।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ফখার মত মৌদুধরেও হাজতে ভরা রাখা দরকার, এট লিস্ট বিচারকার্য সম্পাদন হোয়া পর্যন্ত! (তথাকথিত বাকশালী মন্তব্যের জন্য দুঃখিত!)
_____________________
Give Her Freedom!
সে কোন দলে যায় নি- এন এস এফ, আওয়ামী লীগ, বি এন পি, জাতীয় পার্টি-
আজব একটা লোক, মানসিক ভাবে চরম অসুস্থ। ব্যাটার খায়েশ মনে হয় দেশের প্রধানমন্ত্রী হওয়া।
facebook
সে তো ২৭শে মার্চ, ১৯৮৮ থেকে ১২ই অগাস্ট, ১৯৮৯ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। এরপর ৬ই ডিসেম্বর, ১৯৯০ পর্যন্ত দেশের ভাইস-প্রেসিডেন্ট পর্যন্ত ছিল। তার শুধু দেশের প্রেসিডেন্ট হওয়া বাকি আছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
নির্ঝর অলয়
______________________________________
পথই আমার পথের আড়াল
খুবই গুরুত্বপূর্ণ লেখা ।
facebook
শেয়ার দিলাম
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
গোছানো, যৌক্তিক আর সহজ ভাবে লেখা।
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।
এই বিচার আমাদের জাতির কলঙ্কমুক্তির জন্যে যত দ্রুত সম্ভব বাস্তাবায়ন করা প্রয়োজন ।
তবে এক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী এবং এমপি দের উচিত যত্রতত্র যথেচ্ছ মন্তব্য করা থেকে এবং সবকিছুর সাথেই এই বিচার বানচালের যোগসূত্র খুঁজে বের থেকে বিরত থাকা । তাদের এধরণের মন্তব্য বিচারপ্রক্রিয়ার জন্যে কোনভাবেই শুভ নয় । বিচারপ্রক্রিয়ার পক্ষে জাতীয় ও আন্তর্জাতিক জনমত তৈরিসহ অনান্য কার্যসম্পাদনের জন্য নির্বাচিত এমপিদের মধ্য থেকেই একটি সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে কিংবা আলাদা মন্ত্রণালয় অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কেও দায়িত্ব দেয়া যেতে পারে । আইসিএসএফকে এই বিষয়ে সম্ভব হলে দৃষ্টিপাত করতে অনুরোধ করছি ।
যাযাবর হীরা
দারুণ! এবং তারও-চেয়ে-বড় কথা হচ্ছে জরুরি একটি লেখা! ঘটনা প্রথম জানবার পর আমি কিছুটা ভড়কে গিয়েছিলাম। কিন্তু পুরো কথোপকথন পড়বার পর মনে হলো, এ-নিয়ে বাড়াবাড়ি নিতান্তই হাস্যকর! ব্যক্তিগত কিছু আলাপন (যেখানে সহকর্মীদের বিষয়ে আপত্তিকর কথাবার্তাও আছে, কিন্তু এটা কি নিতান্তই প্রত্যাশিত নয়? ব্যক্তিগত আলাপনে কি আমরা কেবলই সবার প্রশংসা বা ফরম্যাল আলাপ করি?) আর প্রধানত ট্রাইব্যুনালকে বিতর্কের ঊর্ধ্বে রাখার নিরন্তর প্রয়াস পরিস্কার। অতএব, এটি প্রকাশের মধ্য দিয়ে বরং বিচার-বিরোধী অপশক্তির দীনতাই (যা নিঃসন্দেহে শাস্তিযোগ্য) প্রকাশিত হয়েছে। যেহেতু, স্কাইপ কথোপকথনে বিচারপ্রক্রিয়ার ব্যাঘাত বা একপেশে জাতীয় কিছু ঘটেনি, অতএব তাদের (হ্যাকার/আমার দেশে/জামাতীদের) ভাষায় 'জনস্বার্থে প্রকাশিত'ও নয় কোনোভাবেই, অতএব এই এদের বিধিমোতাবেক বিচার বাঞ্ছনীয়। এ-বিষয়টা এই-লেখায় বাদ পড়ে গেছে; আন্তর্জাতিক উদাহরণসহ ব্যক্তিগত তথ্য হ্যাক করার অপরাধের বিচার বিষয়েও লিখলে ভালো হতো।
যাহোক, গুরুত্বপূর্ণ লেখাটির জন্য লেখকের প্রতি কৃতজ্ঞতা।
আনু-আল হক
অনুমতি-ব্যতিরেকেই শেয়ার দিলাম
গুড জব। সাধারণ জনগনের সক্রিয় অংশগ্রহন ছাড়া গোটা বিচারপ্রক্রিয়া ঠিক ভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এই সময়ে চুপচাপ বসে থাকার লাভ শেষ পর্যন্ত যুদ্ধাপরাধীদের ঘরেই যাবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অসাধারণ। লেখাটার জন্য ধন্যবাদ। -রু
চমৎকার গোছানো আর সহজ ভাষায় লেখা।
সেটাই। আর কিছু করতে না পারুক অন্তত "আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই " এবং কেন চাই এ মতটা জোর গলায় সর্বত্র বলে বেড়ানোর সাহস থাকাটা প্রতিটা বাঙ্গালীর এখন অবশ্য কর্তব্য ।
চমৎকার পোস্ট!
এ প্রসঙ্গে একটা ছাগু প্রচারণার উপযুক্ত উত্তর জানতে চাচ্ছি। বিচারকের কথোপকথনের বিবরণের সূত্র ধরে এরা বলতে চাচ্ছে সরকার রায় তাড়াতাড়ি পাওয়ার জন্য বিচারককে তাগাদা দেয়ার মাধ্যমে বিচার-প্রক্রিয়াকে অবৈধভাবে প্রভাবিত করেছে বা করার চেষ্টা করেছে এবং নিরপেক্ষতা হারিয়েছে। সূতরাং পূনর্বিচার প্রয়োজন, ইত্যাদি। এর জবাব কি?
একটা উত্তর অবশ্য শুনেছি, তবে নিশ্চিত না। সেটা হল - এই মামলায় রাষ্ট্র/সরকারই তো বাদী। সুতরাং সে একটা পক্ষ তো বটেই। আর বাদী-পক্ষের নিরপেক্ষতার কোন প্রশ্নই উঠে না। আর বাদীপক্ষ রায় তাড়াতাড়ি চাইতেই পারে - এটা তার ন্যায়প্রার্থনার বৈধ অঙ্গ। কারন Justice delayed, justice denied। এই প্রার্থনা মঞ্জুর করা না-করা আর নিরপেক্ষতার দায়িত্ব আদালতের, বাদী সরকারের না। আর ঐ কথোপকথনে আদালত বা বিচারক অ-নিরপেক্ষ ভাবে কিছু করেছেন বা কোন অবৈধ আবদার আমলে নিয়েছেন বলে দেখা যায় না। বাদীর কাজ বাদী করেছে, সেজন্যে আদালত/বিচারক দায়ী না।
- এই উত্তরটা ঠিক আছে?
****************************************
সরকার রায় তাড়াতাড়ি পাওয়ার জন্য বিচারককে তাগাদা দেয়ার মাধ্যমে বিচার-প্রক্রিয়াকে অবৈধভাবে প্রভাবিত করেছে বা করার চেষ্টা করেছে। এতে বিচার নিরপেক্ষতা হারিয়েছে সূতরাং পূনর্বিচার প্রয়োজন!
এখানে কি এমন কোন কথা রয়েছে যেটি প্রমাণ করে যে সরকার পক্ষ থেকে বিচারকের উপর অনুচিত/বেআইনি চাপ প্রয়োগ করা হচ্ছে? বস্তুত বিচার বিভাগের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। তবে অবশ্যই বিচার দ্রুত শেষ করতে সরকার পক্ষের 'তাগাদা' দেয়ার বিষয়টি সঠিক। একজন জনপ্রতিনিধি যে এই বিচার দ্রুত শেষ হোক সেটি চান তাও সঠিক। যারা তাগাদা দেয়ার অভিযোগ তুলছেন তারা ভুলে যাচ্ছেন, জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে জনগন যেটা চায় সেটা বাস্তবায়ন করা। যুদ্ধাপরাধের বিচার জনগনের চাওয়া, জনগনকে এই বিচারের প্রতিশ্রুতি দিয়েই এই সরকার ক্ষমতায় এসেছে। সুতরাং জনপ্রতিনিধিরা এই বিচার দ্রুত শেষ হোক তা চাইবেন সেটিই স্বাভাবিক এবং তেমনটিই হওয়া উচিত।
এবং লক্ষ্য করুন, সরকারের কেউ চাইছে বিচার দ্রুত হোক, তারপরও কিন্তু বিচারক সেই 'চাপ'টি গ্রহন করছেন না। বিচারক এবং বিশেষজ্ঞ দুজনেরই প্রচেষ্টা হচ্ছে সরকারের তাগাদা এড়িয়ে সময় নিয়ে হলেও বিচার যেন নিয়মমত হয়, একটি শক্ত এবং স্পষ্ট কাঠামো যেন তার থাকে, বিচারের রায় যেন ছিদ্রমুক্ত হয়, সর্বমহলে গ্রহনযোগ্য হয়।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অনার্য-আর্য সব সঙ্গীতের চেয়ে শ্রেষ্ঠ আপনার এই তথ্যবহুল কথকতা।
যুদ্ধাপরাধী ও তাদের জারজ সন্তানেরা যেসব ভিত্তিহীন প্রচার চালায় তার মূলগুলো হলঃ
১। দেশে কোন যুদ্ধাপরাধী নেই, কারণ যুদ্ধ হয়েছিল ভারত-পাকিস্তানের মধ্যে। (লক্ষ্য করুন, বাংলাদেশ নামটিও তারা স্বীকার করতে চান না!)
২। বঙ্গবন্ধু সবাইকে ক্ষমা করে গেছেন। ( বঙ্গবন্ধু দালাল আইনে গ্রেপ্তার সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন নি। হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের অভিযোগে সাধারণ ক্ষমার পরও ১১হাজার দালাল গ্রেপ্তার ছিল। তন্মধ্যে সাকার বাপ ফকা জেলেই পটল তোলে। বাকী ১০৯৯৯ জন এখন কে কোথায়?)
৩। দেশে যুদ্ধাপরাধীদের বিচারের চেয়েও বড় বড় সমস্যা আছে। এটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে।
আসলেই কি তাই? সত্যিই কি দেশে যুদ্ধাপরাধের বিচারের চেয়ে বড় সমস্যা আছে? মানবতার বিরুদ্ধে মানবেতিহাসের জঘন্যতম অন্যায়ের বিচার আমরা করতে পারিনি। বৈশ্বিক গ্রামে আমরা মুখ দেখাবো কি করে?
নির্ঝর অলয়
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন