শাহবাগের বিস্রস্ত শব্দাবলী

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: সোম, ১১/০২/২০১৩ - ৪:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক মুহূর্ত সময় নাই! আজকে যতক্ষণ বাধ্য হয়ে বাইরে ছিলাম ততক্ষণ হঠাৎ হঠাৎ শব্দগুলো মাথায় আসছিল। যে কয়টা মনে আছে, দিয়ে দিলাম। পরে আরো মনে পড়লে যোগ করব। বিপ্লব দীর্ঘজীবী হোক।

১.
মরছি হেসে বলতে যে
লাকি আক্তার হাঁকলে শ্লোগান
যায় শিবিরের প্যান্ট ভিজে

২.
সবকথার এক শেষ কথা
ধড় ফেলে দাও পাকিস্তানে,
রাজাকারের চাই মাথা।

৩.
সত্য কথা শোন নুরু
ধর্ম মানে শান্তি হলে
জামাত মানেই সব ধর্মের শত্রু

৪.
জানিস নাকি এই কথা?
শ্লোগান শুনে প্রিজন সেলে
ভেজাচ্ছে কে লেপ কাঁথা?

৫.
শ্লোগান ছোটে দিগ্বিদিক
শিবির ছোটে বাথরুমে আর
আঁধার দেখে চতুর্দিক!

৬.
জয় বাংলা


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

একটাই দাবি ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই।
জয়বাংলা শ্লোগানে প্রকম্পিত করুন
রাজাকারের হৃদয় আত্মা।
একাত্তরের হাতয়ার গর্জে উঠুক আরেকবার।
জযবাংলা।

তুহিন সরকার।

নীড় সন্ধানী এর ছবি

এবার নতুন কিছু শ্লোগান এসেছে। সবগুলো সংগ্রহ করে রাখা দরকার।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

দুষ্ট বালিকা এর ছবি

আমরা যে স্লোগান গুলো দেই সেগুলোর লিস্ট আছে আমার কাছে! দিয়ে দিবোনে!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্যাম এর ছবি

চোখ এড়িয়ে গিয়েছিল - দারুন। আরো যোগ হোক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।