ফতোয়া

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: বুধ, ১০/০৭/২০১৩ - ৭:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঝরঝর কলকল শুনে খাই টাসকি
নারী দেখে হুজুরের ঝরে পড়ে রস কি?
টনটন ঠনঠন "আল্লামা' ইস্পাত
রাস্তায় নারী দেখে, আল্লামা কুপোকাত!

কড়কড় চড়চড় ফড়ফড় ফড়ছে
ইমানের ধাক্কায় জাঙ্গিয়া ছিঁড়ছে
কুলকুল খরস্রোতা সবকুল ছাপিয়ে
হুজুরের পায়জামা দিল হায় ভাসিয়ে!

হায় হায় একী হলো! গেলো বুঝি ইজ্জত
পথেঘাটে চলা দায়! শফী করে ঘোঁতঘোঁত
চুড়ান্ত ক্ষেপে গিয়ে চেপে ধরে দণ্ড
লিখে দিল ফত-ওয়া সে নতুন এক খণ্ড

"নারী হলো তেঁতুলের চাইতেও দুষ্ট
পথেঘাটে দেখা গেলে পায়জামা নষ্ট
তাই সব "মহিলা'রা চলে এসো লাইনে
জেনে রাখো লেখা আছে ইস্লামী আইনে

শুনে রাখো ভয়াবহ অন্যায় অন্যায়
নারীদের বের হওয়া ঘর ছেড়ে রাস্তায়
নারী যেনো বিলকুল ঘরে থাকে বসিয়া
কর্ম শিকেয় তুলে, পড়ালেখা ভুলিয়া

নয়মাস পরপর দেয় যেন বাচ্চা
ছয়-সাত মাসে হলে বরং আরো আচ্ছা।
আর যেনো পুরুষেরা বিয়ে করে গন্ডায়
সারাদিন ঘোরে যেন, তেল মেখে ডান্ডায়

তাতে সব ঠিক থাকে, হয় সব রক্ষা
দুনিয়া ও আখেরাত সব ফকফক্কা
এতে কোনো ভুল নেই, এই আমি বললাম
আমি হই শফী, আমি হেফাজতে ইসলাম'!


মন্তব্য

সত্যপীর এর ছবি

কড়কড় চড়চড় ফড়ফড় ফড়ছে
ইমানের ধাক্কায় জাঙ্গিয়া ছিঁড়ছে

গড়াগড়ি দিয়া হাসি হাততালি

..................................................................
#Banshibir.

আয়নামতি এর ছবি

হো হো হো চ্রম!

চিরল চিরল তেঁতুলপাতা,
তেঁতুল বড় টক্
নারী দেখলেই শফী ব্যাটার
পেমের জাগে শখ খাইছে

মাহে রমজান শুরু হতে যাচ্ছে, রমজানের পবিত্রতা রক্ষায় শফী এখন ভাবছে ইস্লামি অনুষ্ঠানের
আড়ালে এমন কিছু অনুষ্ঠান করা যায় কিনা। তাতে রথ দেখা আর কলা বেচা দুটোই হলো
http://youtu.be/RVJSDe6xDkk

অতিথি লেখক এর ছবি

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি
- একলহমা

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

এই নিয়ে আরও ছড়া লিখলে কি মেটা ব্লগিং হবে?? নাইলে আমিও তেতুল পাতায় ল্যাকপো চোখ টিপি

অন্যকেউ এর ছবি

হো হো হো হো হো হো

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

অন্যকেউ এর ছবি

চুড়ান্ত ক্ষেপে গিয়ে চেপে ধরে দণ্ড
লিখে দিল ফত-ওয়া সে নতুন এক খণ্ড...

মার্ডালা-ইমো চাই! মার্ডালা! মার্ডালা!

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

অনার্য সঙ্গীত এর ছবি

এই প্রসঙ্গে ছড়া লেখার সঙ্গে মেটাব্লগিংয়ের কোনো সম্পর্ক নাই। মনের আনন্দে ছড়া লিখেন। এই নিয়ে হাজারখানেক ছড়া লেখা হোক হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাক্ষী সত্যানন্দ এর ছবি

দেঁতো হাসি

ফয়সাল ইজা এর ছবি

হো হো হো খাইছে অ্যাঁ

অতিথি লেখক এর ছবি

একটু আগে হিমুর কবিতা পড়ে হাসতে হাসতে মারা যাচ্ছিলাম এখন আপনারটা পড়ে হাসি বন্ধ হয় খাবি খেলাম কস্কি মমিন!
ইসরাত

মহুয়া  এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুরু গুরু

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

"চুড়ান্ত ক্ষেপে গিয়ে চেপে ধরে দন্ড"
চুড়ান্ত লেখা।

জোশ----

ত্রিমাত্রিক কবি এর ছবি

হো হো হো

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সবজান্তা এর ছবি
কৌস্তুভ এর ছবি

অচলীল!

(ইজ্জত-ঘোঁতঘোঁত এখানে অন্ত্যমিলটা ঠিকমত হল না যে)

অনার্য সঙ্গীত এর ছবি

চেপে ধরে ছড়া লিখলে যা হয়! সচলের ছড়াবাজরা সব মারা গেছে, এখন আমরা আমরা কাজ চালাচ্ছি। দ্রুত ওই সময় আর কিছু পাচ্ছিলাম না হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

কল্যাণ এর ছবি

গুরু গুরু

_______________
আমার নামের মধ্যে ১৩

রায়হান আবীর এর ছবি

গুল্লি

স্যাম এর ছবি

ওরে এ এ এ এ এ এ এ এ এ... ফতোয়া অব দ্যা মিলেনিয়াম!! গড়াগড়ি দিয়া হাসি শয়তানী হাসি দেঁতো হাসি গুল্লি উত্তম জাঝা!

এতে কোনো ভুল নেই, এই আমি বললাম
কপ্টার শফী আমি, হেফাজতে ইসলাম

কল্যাণ এর ছবি

আম্নেরা এলা কি শুরু কইচ্চেন, সবাই লাইনে আসুন চিন্তিত

_______________
আমার নামের মধ্যে ১৩

রাত-প্রহরী এর ছবি

বাপরে, কি লিখেছেন ওস্তাদ?
আপনি জটিল জিনিস ওস্তাদ।
এক্কেবারে ফাট্টাফাটি গড়াগড়ি দিয়া হাসি

তানিম এহসান এর ছবি

জটিল! গুল্লি গুল্লি

এতে কোনো ভুল নেই, এই আমি বললাম
আমি হই শফী, আমি হেফাজতে ইসলাম'! দেঁতো হাসি

লটরপটর69 এর ছবি

দাড়ি নিয়ে হাঁড়িমুখো কে যেন এক বুইড়া,
ধর্মের ফেরি করে কপ্টারে চইড়া
ভাবে যেন আল্লাহর খাস এক বান্দা
মাথা নেড়ে ভান করে নাই তার ধান্দা
লালাময় মুখে তার অশ্লীল শব্দ
বেহেশ্ তি সুখে করে নারীদের জব্দ
তেঁতুল হিসেবে ভাবে জগতের নারীদের
লালাপাতে ভুলে যায় মা ও মেয়েদের
ফতোয়ার উস্তাদ বৃদ্ধ এ লালাবান
পেসিডেন হতে পারে বাঙ্গালী সাবধাণ!!

অনার্য সঙ্গীত এর ছবি

দারুণ। ঠিকঠাক করে, একটু বাড়িয়ে প্রকাশের জন্য দিতে পারেন কিন্তু (যেহেতু এটা মন্তব্যে দিয়ে ফেলেছেন)।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

এইডা কি? কি শুরু হইলো? হিমু ভাইর পর আপনেও?
স্বয়ম

দুষ্ট বালিকা এর ছবি

খাইসেরে!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শিশিরকণা এর ছবি

লালার চোটে তো দেশে বন্যা শুরু হয়ে গেল। জব্বর হইছে! চলুক

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

চরম উদাস এর ছবি

তেঁতুল লালার বন্যায় ভেসে যাবে অন্যায়।
আজকে দেখি সচলায়তন তেঁতুল আর লালাময় হয়ে গেছে খাইছে

ফাহিম হাসান এর ছবি

কুলকুল খরস্রোতা সবকুল ছাপিয়ে
হুজুরের পায়জামা দিল হায় ভাসিয়ে!

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

তারেক অণু এর ছবি

পুরাই মুমিন্টাম ছড়া ! উত্তম জাঝা!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুল্লি

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি এবং তেতুল হুজুরকে তো পুরাই গুল্লি করে দিলেন।
দুর্দান্ত।

মাসুদ সজীব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।