ঝরঝর কলকল শুনে খাই টাসকি
নারী দেখে হুজুরের ঝরে পড়ে রস কি?
টনটন ঠনঠন "আল্লামা' ইস্পাত
রাস্তায় নারী দেখে, আল্লামা কুপোকাত!
কড়কড় চড়চড় ফড়ফড় ফড়ছে
ইমানের ধাক্কায় জাঙ্গিয়া ছিঁড়ছে
কুলকুল খরস্রোতা সবকুল ছাপিয়ে
হুজুরের পায়জামা দিল হায় ভাসিয়ে!
হায় হায় একী হলো! গেলো বুঝি ইজ্জত
পথেঘাটে চলা দায়! শফী করে ঘোঁতঘোঁত
চুড়ান্ত ক্ষেপে গিয়ে চেপে ধরে দণ্ড
লিখে দিল ফত-ওয়া সে নতুন এক খণ্ড
"নারী হলো তেঁতুলের চাইতেও দুষ্ট
পথেঘাটে দেখা গেলে পায়জামা নষ্ট
তাই সব "মহিলা'রা চলে এসো লাইনে
জেনে রাখো লেখা আছে ইস্লামী আইনে
শুনে রাখো ভয়াবহ অন্যায় অন্যায়
নারীদের বের হওয়া ঘর ছেড়ে রাস্তায়
নারী যেনো বিলকুল ঘরে থাকে বসিয়া
কর্ম শিকেয় তুলে, পড়ালেখা ভুলিয়া
নয়মাস পরপর দেয় যেন বাচ্চা
ছয়-সাত মাসে হলে বরং আরো আচ্ছা।
আর যেনো পুরুষেরা বিয়ে করে গন্ডায়
সারাদিন ঘোরে যেন, তেল মেখে ডান্ডায়
তাতে সব ঠিক থাকে, হয় সব রক্ষা
দুনিয়া ও আখেরাত সব ফকফক্কা
এতে কোনো ভুল নেই, এই আমি বললাম
আমি হই শফী, আমি হেফাজতে ইসলাম'!
মন্তব্য
..................................................................
#Banshibir.
চ্রম!
চিরল চিরল তেঁতুলপাতা,
তেঁতুল বড় টক্
নারী দেখলেই শফী ব্যাটার
পেমের জাগে শখ
মাহে রমজান শুরু হতে যাচ্ছে, রমজানের পবিত্রতা রক্ষায় শফী এখন ভাবছে ইস্লামি অনুষ্ঠানের
আড়ালে এমন কিছু অনুষ্ঠান করা যায় কিনা। তাতে রথ দেখা আর কলা বেচা দুটোই হলো
http://youtu.be/RVJSDe6xDkk
- একলহমা
এই নিয়ে আরও ছড়া লিখলে কি মেটা ব্লগিং হবে?? নাইলে আমিও তেতুল পাতায় ল্যাকপো
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
চুড়ান্ত ক্ষেপে গিয়ে চেপে ধরে দণ্ড
লিখে দিল ফত-ওয়া সে নতুন এক খণ্ড...
মার্ডালা-ইমো চাই! মার্ডালা! মার্ডালা!
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
এই প্রসঙ্গে ছড়া লেখার সঙ্গে মেটাব্লগিংয়ের কোনো সম্পর্ক নাই। মনের আনন্দে ছড়া লিখেন। এই নিয়ে হাজারখানেক ছড়া লেখা হোক
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
একটু আগে হিমুর কবিতা পড়ে হাসতে হাসতে মারা যাচ্ছিলাম এখন আপনারটা পড়ে হাসি বন্ধ হয় খাবি খেলাম
ইসরাত
"চুড়ান্ত ক্ষেপে গিয়ে চেপে ধরে দন্ড"
চুড়ান্ত লেখা।
জোশ----
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
অলমিতি বিস্তারেণ
অচলীল!
(ইজ্জত-ঘোঁতঘোঁত এখানে অন্ত্যমিলটা ঠিকমত হল না যে)
চেপে ধরে ছড়া লিখলে যা হয়! সচলের ছড়াবাজরা সব মারা গেছে, এখন আমরা আমরা কাজ চালাচ্ছি। দ্রুত ওই সময় আর কিছু পাচ্ছিলাম না
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
_______________
আমার নামের মধ্যে ১৩
ওরে এ এ এ এ এ এ এ এ এ... ফতোয়া অব দ্যা মিলেনিয়াম!!
এতে কোনো ভুল নেই, এই আমি বললাম
কপ্টার শফী আমি, হেফাজতে ইসলাম
আম্নেরা এলা কি শুরু কইচ্চেন, সবাই লাইনে আসুন
_______________
আমার নামের মধ্যে ১৩
বাপরে, কি লিখেছেন ওস্তাদ?
আপনি জটিল জিনিস ওস্তাদ।
এক্কেবারে ফাট্টাফাটি
জটিল!
এতে কোনো ভুল নেই, এই আমি বললাম
আমি হই শফী, আমি হেফাজতে ইসলাম'!
দাড়ি নিয়ে হাঁড়িমুখো কে যেন এক বুইড়া,
ধর্মের ফেরি করে কপ্টারে চইড়া
ভাবে যেন আল্লাহর খাস এক বান্দা
মাথা নেড়ে ভান করে নাই তার ধান্দা
লালাময় মুখে তার অশ্লীল শব্দ
বেহেশ্ তি সুখে করে নারীদের জব্দ
তেঁতুল হিসেবে ভাবে জগতের নারীদের
লালাপাতে ভুলে যায় মা ও মেয়েদের
ফতোয়ার উস্তাদ বৃদ্ধ এ লালাবান
পেসিডেন হতে পারে বাঙ্গালী সাবধাণ!!
দারুণ। ঠিকঠাক করে, একটু বাড়িয়ে প্রকাশের জন্য দিতে পারেন কিন্তু (যেহেতু এটা মন্তব্যে দিয়ে ফেলেছেন)।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এইডা কি? কি শুরু হইলো? হিমু ভাইর পর আপনেও?
স্বয়ম
খাইসেরে!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
লালার চোটে তো দেশে বন্যা শুরু হয়ে গেল। জব্বর হইছে!
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
তেঁতুল লালার বন্যায় ভেসে যাবে অন্যায়।
আজকে দেখি সচলায়তন তেঁতুল আর লালাময় হয়ে গেছে
কুলকুল খরস্রোতা সবকুল ছাপিয়ে
হুজুরের পায়জামা দিল হায় ভাসিয়ে!
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
পুরাই মুমিন্টাম ছড়া !
facebook
______________________________________
পথই আমার পথের আড়াল
এবং তেতুল হুজুরকে তো পুরাই করে দিলেন।
দুর্দান্ত।
মাসুদ সজীব
নতুন মন্তব্য করুন