সুন্দরী প্রসঙ্গটাই আমার প্রিয়। মানে সুন্দরী বালিকা। অবশ্য বালিকামাত্রেই সুন্দরী। তাই বৈজ্ঞানিকভাবে বললে বালিকা প্রসঙ্গটা আমার প্রিয়। ফেসবুক স্ট্যাটাসে অনেকগুলো সুন্দরীকাব্য লিখেছিলাম। ঝড়ের মতো ধুপধাপ করে লেখা। সেইসব পড়ে যথেষ্ঠ লোকে আমার ফেসবুক ফিড আনসাবস্ক্রাইব করেছে বলে ধারনা করি। তাই আপাতত আর ফেসবুকে কিছু লিখছি না। এইখানে নতুন পুরাতন মিলিয়ে গোটাকয়েক লিখে দিলাম। আপনারা তো জানেনই পৃথিবীতে দুটি বিষয় গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে বালিকা, অন্যটি হচ্ছে বালিকার বান্ধবী।
১.
বালিকা যেই সুন্দরী, সে
লইট্যা যদি রাঁধে
খোদার কসম খাইতে লাগে
ইলিশ যেন স্বাদে
২.
বালিকা যেই সুন্দরী তার
ঝরলো কানের দুল
সেইটা নিতে দেবাসুরে
লাগলো হুলুস্থুল
৩.
বালিকা যেই সুন্দরী তা
বলতে গিয়ে ভুলি
সলতে বেঁধে বোলতা ওড়ায়
জগন্নাথের ঢুলি?!
৪.
বালিকা যেই সুন্দরী তায়
স্রষ্টা হলেন বোকা
তৈরি করে নিজেই ভাবেন
সত্যি? নাকি ধোঁকা?
৫.
বালিকা যেই সুন্দরী তা
গণিত প্রতিযোগে
ভাবতে গিয়ে দুই দু'গুণে
"তিন" দিয়েছি দেগে
৬.
বালিকা যেই সুন্দরী তা
বলতে হলাম কাবু
চারটে নতুন শিখছি ভাষা
কুলাচ্ছেনা তবু
৭.
বালিকা যেই সুন্দরী তার
এমনি রূপের আলো
এক পাড়াতে থাকলে লাগে
লোডশেডিংও ভালো
৮.
বালিকা যেই সুন্দরী তার
নেই তুলনা দেশে
তার জন্যে মন্ত্রণালয়
খুলতে হলো শেষে।
৯.
বালিকা যেই সুন্দরী তা
ভাবলে উঠি ঘেমে
সকল কথা যায়না বলা
তাই রয়েছি থেমে!
১০.
বালিকা যেই সুন্দরী সে
রাস্তা দিয়ে গেলে
শ্মশানঘাটের মড়াগুলোও
পাশ ফিরে চোখ মেলে
বেশি লিখলে ফ্লাডিং হবে, তাই আজকে অ্যাদ্দুর। বালিকারা অথবা তার বান্ধবীরা উৎসাহ দিলে পরের পর্ব আসবে ;)
মন্তব্য
৭ নাম্বারটা বেশি ভালো লাগছে। আর লইট্যা কইলাম খাইতে ইলিশের চেয়ে কোন অংশে কম না।আমার প্রিয় লইট্যার ভর্তা।
লইট্যা ইলিশ ওলটপালট করে নেন প্রয়োজনে :)
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
১১.
বালিকা যেই সুন্দরী
সে অনার্যকে পেলে
ভাইয়া বলে ডাকে শুধু
হারায় অবহেলে
আমিও একটা যোগ করলাম ;)
______________________________________
পথই আমার পথের আড়াল
ঘটনা সত্য! ভাইয়া শব্দটা অভিধান থেকে মুছে ফেলা দরকার :(
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বালিকাদের জন্য ১০০ কবিতা লিখেও ফায়দা হইল না, অথচ বালকদের জন্য এর ১% পরিশ্রম করলেই আপনার একটা গতি হয়ে যেত অনার্য সঙ্গীত।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
বালকসঙ্গে দুর্গতি হয় জনাব। খুউপ খিয়াল কইরা!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বালিকামাত্রেই সুন্দরী, তবে বালকমাত্রেই সুদর্শন নয়। ইঙ্গবঙ্গকলিঙ্গে দু'বার তাকিয়ে দেখার মতো বালক আরেকটু সুলভ হলে সুবিধে হতো।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
:)) পুরাই একমত
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
আমার তাতে কোনো সুবিধা হতো না, সেইজন্য বিষয়টা নিয়ে আমি দুঃখ করতেছি না! :))
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
"সুন্দর" অনার্য সঙ্গীতে,
ছন্দের অনায্য ভঙ্গীতে,
বাক্যের মাপ দেয় হালি-তে;
ঐ দিকে মধু খায় মালী তে!
বিজ্ঞান-বাদ বুঝি তালিকায়?
বিজ্ঞান ভেসে গেল বালিকায়!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
বিজ্ঞান ভেসে গেল বালিকায়! :))
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
একখানা ভাব-গম্ভীর ব্যাপার তুলে ধরলুম! হাসাহাসি কচ্চেন কেনে গো! :O
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ভাসলো আর কই! ফাঁসলোও না :(
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বালিকার খেলাধুলোর সঙ্গে বিজ্ঞানের পলিটিক্স মেশাচ্ছিলেন বুঝি? :-?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
মজা পেলাম!
রাসিক রেজা নাহিয়েন
ধন্যবাদ
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
১২.
বালিকা যে সুন্দরী তার
হাসলে পড়ে টোল
কাজল কালো কেশ তবু
ঝাঁঝালো তার বোল
:p
এরকম একটা ছিল:
বালিকা যেই সুন্দরী তা
কেমন করে বলি
একটুখানি ধমক দিলো
খেলাম যেনো গুলি 8)
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
পাঠক হিসাবে 'রোমান্স বিষয়ক লেখায়(কিংবা যেকোনো লেখায়) প্রাপ্তবয়স্ক কাউকে সম্বোধনে বালিকা' শব্দটি ব্যবহারে তীব্র আপত্তি জানাচ্ছি। নারীর জন্য শব্দটি অপমানজনক, ডেরোগেটরি এবং পেডোফিলিক গন্ধযুক্ত। সম্বোধনের জন্য আরো অনেক শব্দ রয়েছে এবং 'বালিকা' শব্দটি বহুলব্যবহৃত ও নয়। এটা শুধু তখনই এসব লেখায় ব্যবহৃত হয় যখন কোনো একটি প্রাপ্তবয়স্ক মেয়েকে শিশুর মতন অবুঝ(!), সুন্দর(!) ইনোসেন্ট(!) বা শিশুকে মায়া করা অর্থে বোঝানো হয়। এটা রোমান্টিকতার আড়ালে চিরপুরাতন নারীবৈষম্যকেই নির্দেশ করে; কেননা কাছাকাছি শব্দটি যখন কোনো পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় (তুই এইরকম বাচ্চা ক্যান? ছেলেমানুষী করিস ক্যান? ) তখন তা ঐ ছেলের জন্য পজিটিভ অর্থে কখনোই বলা হয়না। মেয়েদের ক্ষেত্রে কেন তা ব্যতিক্রম হবে? কেনো একই শব্দ মেয়ের জন্য পজিটিভ আর ছেলের জন্য নেগেটিভ হবে। এর মানে কি এই নয় যে 'ছেলেরা বড় হবে আর মেয়েরা বালিকাসুলভই থাকবে' এটাই মেনে নেওয়া হচ্ছে এসব শব্দ ব্যবহারের অনুমোদনে?
প্রতিশব্দ হলেই তা ব্যবহার করা লেখকের অধিকার যেমন সত্য সেই সাথে শব্দটি কোন অর্থে আর কোন সমাজে ব্যবহার হয় সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরুপ বলা যায় স্বেচ্ছাসেবক অর্থে আমরা কি চাইলেই 'রাজাকার' শব্দটি ব্যবহার করাকে যুক্তিযুক্ত মনে করতে পারি?
যদি বলা হয় যে এটা প্রেমিক-প্রেমিকার একান্ত ব্যক্তিগত সম্বোধন তবে সেক্ষেত্রে অবশ্যই এটা তাদের নিজস্ব আপত্তি/অনাপত্তির ব্যাপার এবং তাতে অন্য কারোর আপত্তির প্রশ্নই ওঠেনা। কিন্তু যদি সেই ব্যক্তিগত ব্যাপারটিকে আর সবার সামনেই 'জেনেরিক'ভাবে সব মেয়েকেই সম্বোধন করে (অর্থাৎ এটি কোনো 'বিশেষ' বালিকা নয়, যেহেতু কোনো বিশেষ নাম এখানে নেই ) যদি লেখালেখি করা হয় তবে সেই যুক্তিতেও এটা আর ব্যক্তিগত থাকেনা।
লেখককে বিষয়টি বিবেচনা করতে অনুরোধ জানাই।
-মানুষ
আপনার বক্তব্য গ্রহনযোগ্য মনে হলো না। বালিকা শব্দের আড়ালে যতো ব্যাখ্যা দিয়েছেন সেসব এইখানে প্রযোজ্য বলে মনে হচ্ছে না। রোমান্টিকতায় যখন কাউকে বালিকা বলা হচ্ছে তখন যে বলছে সে-ও নিজেকে বালক ভাবছে। একজন বোকা হলে অন্যজনও বোকা হচ্ছে। বুঝতে চেষ্টা করলেই বুঝতে পারবেন।
আপনি হয়তো সুন্দরী শব্দটিতেও আপত্তি করতে পারতেন। আরো অনেক শব্দেই হয়তো আপত্তি করা যেতো। কিন্তু ওই যে, প্রসঙ্গ আর মনোভাব মাথায় রাখলে অনেক জটিলতা কমে যায়!
কিন্তু আপনি আপত্তি করতেই পারেন। পাঠক হিসেবে সেটা আপনার স্বাধীনতা :)
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
মানলাম না আপনার কথা
ইভা রহমান শুনলাম এই ছড়াগুলো নিয়ে গান গাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
উনি শুণ্ছি অনেক বড় শিল্পী! উ লা লা...
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
:))
--------------------------------------------------------------------------------
আপনি এটাকে হাস্যকর ভাবতে পারলেন! :(
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
যদিও এই বিষয় নিয়ে একপ্রস্থ মজা করা হয়ে গেছে কিন্তু বিষয়টা আবার তুলি।
বালিকাকে কেন সবসময় সুন্দর লাগতে হবে? আমরা কেন একটা গড়পড়তা মেয়েকে নিয়ে লিখিনা? সৌন্দর্য কি এতই গুরুত্বপূর্ণ যে তাকে নিয়ে দশটা ছড়া লিখে ফেলা যায়?
জানি এই ছড়াগুলো মজা করেই লেখা হয়েছে এবং ছড়াকার মানুষকে মানুষ হিসেবেই সম্মান করেন। তাই পরের পর্বে প্রত্যাশা থাকবে যেসব বালিকা সুন্দর হয়ে কিংবা না হয়েও ভালো লাগার মতো লোডশেডিং এ চারপাশ আলো করে দেয়ার মতো আরো অনেক কাজ করেন তাদের নিয়ে লিখতে।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
বালিকার প্রতি আকৃষ্ট হতে হলে তো বালিকাকে বালকের চোখে অবশ্যই সুন্দর হতে হবে। বালকের মনে মুগ্ধতা জন্মাতে হবে। এই সৌন্দর্য শারীরিক সৌন্দর্য হতে পারে, মনের সৌন্দর্য হতে পারে, চারিত্রিক দৃঢ়তার সৌন্দর্য হতে পারে, বুদ্ধির সৌন্দর্য হতে পারে, বোকামীর সৌন্দর্য হতে পারে। গড়পড়তা মেয়ে কেন সুন্দর হতে পারবেনা??
কোনো প্রেমিকের চোখে কি আর তার প্রেমিকা গড়পরতা হয়! যাকে তুমি গড়পরতা বলতে চাও তার প্রেমিকের কাছে শুনে দেখো তার সৌন্দর্য কেমন :))
সৌন্দর্য বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হওয়াটাই যৌক্তিক :)
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হ, দেড়েল কবিবুড়ার মতামত জানতে এইখানে টিপি দ্যান। (প্রথম ৭ লাইন)
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
বালিকা যেই সুন্দরী তার
এমনই ভুলো মন
অনার্যদা’ ডাকছে তারে
কোথায় সে এখন? ;)
দেবদ্যুতি
আমার ৭ নম্বর লেখাটা বেশ লাগল। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
---------------------------
ইচ্ছে মত লিখি।
http://icchemotolikhi.blogspot.in/
নতুন মন্তব্য করুন