বোদলেয়ারে বিশ্বাস নাই, ব্যাটা ভণ্ড প্রতারক
আমাদের চোখে আশ্চর্য মেঘদল গুঁজে দিয়ে
বেকুব মরণের ওপারে চলে গেছে চুপচাপ।
আমরা কতিপয় অসহায় সংহার তার
বিস্ফারিত চোখে খুঁজি ফাঁকা নীলাকাশ,
তাকিয়ে থাকতে থাকতে আমাদের আকাশ
নীল থেকে ক্রমশ ধূসর হয়;
এবং আমাদের অমনোযোগে
চামড়ায় রেখাপাত,
প্রবল বাতের টান পূর্ণিমায়,
আর গিঁটের অশক্ত কাঁপন জমতে থাকে।
আমরা বেখেয়ালী তবুও আকাশেই মেলি চোখ
নিষ্পলক চাহনি পিঁচুটি জমে ঢেকে যায়
তারপরে আমরা ক্লান্ত হয়ে ঘাড় নামিয়ে আনি।
ঠিক তখনই চতুর শার্দুলের মতোন
উঁচু আকাশের রিখ্টার কাঁটা দুলে ওঠে
আমাদের হেঁট মাথায় ছায়া ফেলে
উড়ে যায় বোদলেয়ারের প্রিয় মেঘদল।
মন্তব্য
দারুন লাগলো আন্দালীব ভাই ,
পাঁচ তারা...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হৈ, নামের বানান ঠিক কর ব্যাটা! নাইলে মাইদ্দিমু!
পাঁচ তারার ওজনে তো কুঁজা হয়ে গেলাম!
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com
সব্বোনাশ !
এই ভুল ক্যামনে করলাম ! কিন্তু মুশকিল হইলো আমার তো কমেন্ট এডিট অপশন ক্লোজ হয়ে গেছে এই কমেন্টে, দেরি করে ফেলসি।
যাউকগা মাফ কইরা দিয়েন...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
জট্টিল !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ খেকশিয়াল।
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com
ভাল্লাগল। বিশেষ করে শিরোনাম আর ছবিটা অনেক সুন্দর।
ধন্যবাদ আপনাকেও অতন্দ্র।
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com
সবই বুঝলাম... শুধু দেলোয়ার মাস্টারের মেঘের কবিতার সাথে ক্লোন ওয়ার্সের মেঘ বাদে।
ছবি দেয়াটা আসলেই একটু শিশুতোষ। তবে সচলে প্রথম কবিতার পোস্ট, ভাবলাম একটু রাঙিয়ে দিই (এমনিতেই হোলি'র রঙের আমেজ চলছে!)।
ক্লোন ওয়ার্সের নাকি মেঘের ছবিটা! খেয়াল করি নাই। আমার মাথায় অপার্থিব সৌন্দর্যের মেঘের ছবি ঘুরছিল। ক্লোন ওয়ার্সের মেঘ তো বানানো মেঘ, কাছাকাছি হয়েছে তাহলে। হাহাহা।
তবে বোদলেয়ার-কে দেলোয়ার মাস্টার বানানোর অভিশাপ লাগবে! "ক্লেদ পাবি, কুসুম পাবি না!"
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com
উহু, ছবি না থাকলে ভাল লাগতো না। আমার তো ব্যান্ডউইডথের ঝামেলা নাই। যত খুশি ছবি দে!
নতুন এপিসোডগুলোর শুধু অ্যানিমেশনটাই ভাল ছিল। বাদবাকি সব এত্ত বাজে। তবে হ্যাঁ, মুভি থিয়েটারে স্টার ওয়ার্স দেখার শখটা পুরো হয়েছে আমেরিকা এসেছে। প্রাইসলেস।
আমি তো ভাই মুক্ষু-সুক্ষু মানুষ। ভিন্ভাষা কইতে গেলে জিহ্বা জড়ায় যায়। তাই দেলু মাস্টারই সই। (অন্যভাবে বললেঃ ওরে অর্বাচীন, তোরা তো কবিতা পড়ে চিনিস। আমরা তো আসর বসালে ওকে দেলু বলে ডাকতাম! )
যা, তুই শালা হুক্কা পাবি, তামুক পাবি না!
যাশ্লা, চামে দিয়া শুনাইলি তোর ব্যান্ডউইডথের ফাঁপর! খেলুম না!
হুক্কা, তামুক কোনটাই ধরি নাই। আমি খালি কুসুম (ক্লেদজ, নন-ক্লেদজ) পাইলেই খুশ! (কুসুম=কমন নাউন)।
এখন বাতিক উঠাইস না, অনেকদিন রিভাইজ দেই না স্টার ওয়ার্স।
আজকে একটু আগে মনপুরা দেখলাম। বাঙালি ছবি-বানানোয় আগায় যাইতেছে বুঝলাম!
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com
আপনার কবিতাটা খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ জেবতিক।
===
অনীক আন্দালিব
http://www.jochhonabilashi.blogspot.com
বেশ !
কবিতা মঞ্চে আপনাকেই দেখি কি ?
কবিতামঞ্চের 'অনীক আন্দালিব' আমিই। তবে ওখানে আমি বেশ অনিয়মিত, এবং আলসে। 'মাল্যবান' নামে তো কাউকে মনে পড়ে না?
হাওয়ায় হাওয়ায়...
=========================================
অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
শেষ করলেন না?
কবিতাটা খুব ভালো লাগলো আন্দালিব
দেলোয়ার মাস্টার নামটার জন্য ইশতিকে পাঁচ তারা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আমারও মুহূর্তেক লেগেছে 'দেলোয়ার'-কে চিনতে। ইশতির মাথার পদার্থের জুড়ি নাই!
আপনাকে ধন্যবাদ রানা।
হুমম।
অনীক, চমৎকার লাগল!
ধন্যবাদ অনিকেত! (আপনার আমার নামের মিলটা বেশ মজার।)
ছন্নভাইয়ার কবিতা অনেকদিন পর পড়লাম।
ভাল লাগল।
------------------
--------------------------------------------------------
পুরোনো মুখ আমারও বড়ো প্রিয়! এরকম অনুভূতি কার না ভাল লাগে! ভালো থেকো।
বোদলেয়ারের প্রিয় মেঘদল উড়ে উড়ে যাক ক্রমশ:।
এবং আমাদের অমনোযোগে
চামড়ায় রেখাপাত,
প্রবল বাতের টান পূর্ণিমায়,
আর গিঁটের অশক্ত কাঁপন জমতে থাকে।
"এবং","আর" দুই শব্দের পৌন:পুনিকতা কবিতার মসৃনতায় বাঁধ সাধলো কি?
আপনার ছদ্মনামটা চমৎকার
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ধন্যবাদ সবজান্তা নাকি শার্লক হোমস?
আমরা যারা কতিপয় অসহায় সংহার, তাদের অবস্থা বুঝাতে 'এবং' শব্দটি দেয়া। আর অমনোযোগের কারণে কী কী ঘটছে সেটা বুঝাতে পরের 'আর' এভাবে পড়লে হয়তো অন্যরকম লাগবে।
"...আমরা কতিপয় অসহায় সংহার তার
বিস্ফারিত চোখে খুঁজি ফাঁকা নীলাকাশ,
তাকিয়ে থাকতে থাকতে আমাদের আকাশ
নীল থেকে ক্রমশ ধূসর হয়;
এবং আমাদের অমনোযোগে..."
পাঠকের পাঠই মূল, তাই আমি আরো কয়েকবার পড়ে দেখি যদি খটকা মনে হয়, এখনও কাঁচি চালানো যাইবেক!
"বিস্ফারিত চোখে খুঁজি ফাঁকা নীলাকাশ!"
চমৎকার! খুব ভাল লাগলো।
আপনাকে ধন্যবাদ ইষ্টিকুটুম!
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল।
"আমি ভালোবাসি মেঘ
যেসব মেঘেরা ভেসে যায়
ওই ওখানে...
ওই সেখানে...
বিস্ময়ময় মেঘেরা....."
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বলা হয়নি আসল কথা।
অনেক অনেক ভালো লাগলো কবিতাটা, অনীক।
আর আপনার ক্যামেরা নিয়ে ছবিটা দেখলেই মনে হয়, এই রে...সাজুগুজু না করতেই আমার ছবি তুলে ফেললো !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
তাহলে তো আমি বেশ বাজে ফটোগ্রাফার বলতে হয়। ছবি তুললাম, অথচ অবয়ব চেহারা কিছুই দেখা যাচ্ছে না আপনার!
পাঠের জন্যে ধন্যবাদ শিমুল।
নতুন মন্তব্য করুন