একটি অ্যাকাডেমিক রচনা

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: শনি, ২৯/০৮/২০০৯ - ১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

"Fragments are the only forms I trust"
- Donald Barthelme

লিখালিখি যা আসতাছে, সব একটা কেমন জানি ডিসকন্টিনিউড ফর্মে আসতাছে। লেখালিখি আসে। এই কথা বলাটা কি ঠিক হয়? মাথায় আসলে [আশোলে] যা আসে সেইটা হচ্ছে চিন্তা। যা আসে তা যায়। লিখা হয়ে [চলে] যায়। আবার, এই যে চিন্তা আসছিল, সেটাও কেমনে কেমনে জানি খেয়াল করছি। খেয়াল করতে করতে চিন্তা করছি। এই চিন্তা নিয়া চিন্তার নাম দিলাম ভাবনা। দুয়ে মিলা* - চিন্তাভাবনা, এই শব্দবন্ধ বাংলাভাষায় অলরেডি মজুদ আছে। চিন্তাভাবনা আসে, লিখা [চলে] যায়। চিন্তাভাবনা আসে, [তাই] লিখা যায়, পাস্তা বানানির মেশিনের মতো। তাই অনেকদিনপর আবারো পাস্তাইতে আসলাম। সচলে।

ডিসকন্টিনুইটি হইতেছে সবচে বড় লক্ষণ - আমাদের পোস্টমডার্ন দশার। এইটা ফ্যাশনে আছে। আমাদের অক্ষমতাগুলাকে আমরা কী সুন্দর ফ্যাশন বানায়া ফেলছি।

আচ্ছা, এখন এইমাত্র আরেকটা ঘটনা ঘটলা। নতুন একটা বিষয়ের অবতারণা করতে বাধ্য হইলাম। কারণ আগের বিষয়টা [ডিসকন্টিনুইটি] নিয়া কিছু বলার পাইতাছি না। তাই নতুন বিষয়। নতুন বিষয় খুলার পর এইটার মাথায় একটা ক্রমিক নম্বর বসায়া দিলাম [২]। প্রথমটাতেও দিলাম [১]। এই ঘটনায় বিষয়টার মধ্যে একটা কন্টিনুইটি আইসা পড়ল। ১ পরে ২, চৌকি পেত শুই। মজা লাগল।

৪৫

সুতরাং কন্টিনুইটির ভন্ডামি আর না। A story should have a beginning, a middle and an end, but not necessarily in that order. গদার [ফরাসি চিত্রপরিচালক] বলসে। আরো একধাপ গেলে কেমন হয়? A story may not have all the parts [ a beginning, a middle and an end ]. ধরেন কিছুই নাই। গল্পটাই শুরু হয় নাই। শেষও হয় নাই। তাইলে কি সেটাকে গল্প বলবেন? ঠিক এই লেখাটার মতো?

ডিসকন্টিনুইটির মধ্যে একটা সুত্র আছে। মনে করেন ডিসকন্টিনুইটি বললে প্রথমে মাথায় আসে এইরকম একটা বিষয় :
১ ... ৪,৫,৬ ... ৮ ... ১১ ...২৩৫,২৩৬,২৩৭,২৩৮,২৩৯,২৪০ ... ২৪৪,২৪৫ ...
এই রকম ব্যাপার স্যাপার। যাবে, কিন্তু ফিরবে না। তাইলে ডিসকন্টিনুইটির যে চরিত্রটা মাথায় বসানো আছে সেটা একটা ফরম্যাটেড আইডিয়া। বাদ দিয়া বাদ দিয়া সংখ্যা বাড়বে। অথবা কমবে। এই ভাবে যাবে। কিন্তু ফিরা আসবে না। ফিরা আসলে ডিসকন্টিনুইটিও থাকে না। অ্যানার্কি তৈরি হয়।

অ্যানার্কি

এই তো বলতে বলতে আরেকটা ফ্যাশনেবল জায়গায় উপনীত হইলাম। অ্যানার্কি! সংজ্ঞা কী? এইটা একটা দশা, যেখানে সকলের অফুরন্ত স্বাধীনতা থাকবে। কিন্তু কোনো ক্যায়স লাগবে না - কেউ কেউ যোগ করেন। আমরা যা খুশি তাই করি। তবু তার খুশিতেই চলি - রবীন্দ্রনাথ** যোগ করেন।

সুতরাং অ্যানার্কির ভন্ডামি আর না।

উপসংহার
নানা চেষ্টা চরিত্রের পরও পোস্টমডার্ন হতে পারলাম না। পস্তাইলাম না, কিন্তু পাস্তাইলাম। তাতেই খুশি। আর লিখাটা দেখতেও একাডেমিক হইসে। কিসু ইংরেজি, কিছু সংখ্যা-টংখ্যা। অনুচ্ছেদের নাম্বার। দেখতে কিন্তু ভাল্লাগতাসে। দুই একটা ফুটনোট লাগায়া জিনিসটাকে আরেকটু ভারি করা যাক।

ফুটনোট
------
* মিলা - রূপবান মিলা, জনপ্রিয় সঙ্গীত শিল্পী
** রবীন্দ্রনাথ - ইনিও রূপবান, সঙ্গীত শিল্পী


মন্তব্য

রিয়াজ উদ্দীন এর ছবি

মজা ফাইলাম আপনার উত্তরাধুনিক [পোস্টমডার্ন] ফর্মের খেলা। মাথা খারাপ হইবার জন্য এই রকম আর কয়েকটা একাডেমিক রচনা হইলেই চলে। অহনি ঘামতাসি।

তুলিরেখা এর ছবি

মাঝে মাঝে কোনো গল্পের টুকরো টুকরো ছবিও তো আসে, শুরু নাই শেষ নাই মাঝ নাই গোটা গল্প নাই বলে কি টুকরো টুকরো ছবিতে শিল্প নাই? সবকিছু গোটা গোটা গল্পই হতে হবে বা কেন?
হয়তো ট্রেনের জানালা থেকে দেখা গেছে কোনো দৃশ্য, একটা ঘটনার টুকরো অংশ। হয়তো পথের মোড়ে দেখা গেছে কোনো মনদেওয়া-নেওয়ার সামান্য দৃশ্যমান অংশ। সেই টুকুই হয়তো গল্প হয়ে এসেছে কোনো শিল্পীর হাতে, ঘটনার দু'তিন দশক পরে। ঘটনাটা টুকরো ছিলো বলে কি কম ছিলো কিছু?

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রাদিয়া এর ছবি

তোর হবে রে চোখ টিপি

আর লেখা পুরাই... ইয়ে, মানে... ইয়ে, মানে... ইয়ে, মানে...

অতিথি লেখক এর ছবি

উপসংহার টা কিন্তু জোশিলা হইছে ... দেঁতো হাসি

/রেশনুভা

ইশতিয়াক রউফ এর ছবি

ভিন্ন ধারার একটা লেখা পড়ে মজা পেলাম বেশ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

লেখাটা মজার হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সমুদ্র এর ছবি

ভালো লাগছে চলুক

"Life happens while we are busy planning it"

বিকাশ এর ছবি

চমৎকার। এ বিষয়ে আরো সিরিয়াস পোস্ট চাই।

সুহান রিজওয়ান এর ছবি

ভাইজান ব্যাপক প্যাঁচ খেললেন- এইটা কী জাতীয় লেখা ?? বুঝলাম না...
তয় মাথায় রাখলাম- আফনের লেখা ভিন্ন কিসিমের... দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ভিন্ন কিসিমের লেখা

বিপ্লব রহমান [অতিথি] এর ছবি

জট্টিল!! দেঁতো হাসি চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।