সঞ্চয়

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: শনি, ২৬/০৯/২০০৯ - ১০:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মজুরের সংজ্ঞা কী? দিন-মজুরের ?

একটা বিবর্ণ খাতা ছাড়া আমার তো আর কোনো সঞ্চয় নেই।

দিন আনি। কী আনি ? কী জানি । তবু দিন খাইনা। আর যখন খিদের চোটে গা-গুলিয়ে দেয়া হলুদ আলোটা বন্ধ করে শুয়ে পড়ি - তখন কানের গহীনে বিদ্যাসাগর বলেন - কবিকে খেতে দিও ...

... আমি তখন তলিয়ে যেতে থাকি, আরো, আরো, আরো অচেনায় ... তখন কারা আমায় খেতে দেয়? কাদের খাওয়া থেকে? আমি তো মজুর নই । উদ্বৃত্তখোর কবিমাত্র। মজুরের ছলকে পড়া ঘাম। এই বিবর্ণ খাতার ভেতর যাবতীয় সঞ্চয় যার।

মজুরের কোনো সঞ্চয় থাকে না। বাসে যাওয়ার পথ মাঝে মাঝে হেঁটে যাই। দুই টাকা বাঁচে। মাঝে মাঝে দুই টাকা দিয়ে ওজন মাপি। যাদের মাপার মতো ওজন, আর ছাপার মতো কবিতা থাকে তারা মজুর নয়। হতে পারে না। তবু যারা, আমাদের অযাচিত সহনাগরিক ওজনঅলাকে, প্রায়শই ভিক্ষার মতো দুই টাকা দেয়, তারাও মজুর হলে ক্ষতি কী?

এইশহরের খানেওয়ালারা তার যন্ত্রে পাড়া দিয়ে নিজেকে মেপেছে বহুবার। তাদের অনেকেই। যারা ছুটন্ত ফুটবোর্ডে পাড়া দিতে পারেনি। উপসচিব আর উপপত্নীরা বাসে চড়ে না। বাসের দুলুনিতে ঘুম নামে।

... বন্যেরা আজ চিড়িয়াখানায়। সভ্যতার চিনাবাদাম গিলছে দুবেলা। তবু আজো শিশুরা মাতৃকোড়ে। এইটুকুই স্বস্তি। বাসের দুলুনিতে ঘুম নামে। ঘুমোতে ঘুমোতে আমি ক্লান্ত। বিদ্যাসাগর জানেন, বিলাসিতা কবিদের অধিকার, জন্মসূত্রে পাওয়া। কবিরা মজুর নয়।

ওজনঅলার কোনো সঞ্চয় নেই। আথচ ওজন মাপার যন্ত্র সাড়াতে চাই কিছু টাকা। ভুতগ্রস্তের মতো বসে থাকে। আন্ডারপাসের বোঁটকা নিরবতায়। আমার ঐ খাতার ভাঁজ থেকে একটা ছেঁড়া ফাটা নোট তাকে দিয়ে দেই। আমি। আজ গর্বিত। আমি। এই বিবর্ণ খাতার ভিতর যাবতীয় সঞ্চয় যার।

কাওরান বাজারের আন্ডারপাসে, সুরঙ্গবিলাসী কবি ...

----

ছবি : July 31, 2008 - Photo by Spencer Platt/Getty Images AsiaPac

পুনশ্চ :
... capital not only lives upon labor. Like a master, at once distinguished and barbarous, it drags with it into its grave the corpses of its slaves, whole hecatombs of workers, who perish in the crises. (Wage Labour and Capital, Chapter 9)


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

আর একটু পরেই তো আপনি শহীদ হবেন । আগাম সমবেদনা রইল ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অনিন্দ্য রহমান এর ছবি

বস, এই বিষয়ে এইখানে না হাসি
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শাহেনশাহ সিমন এর ছবি

হুমম...

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনিন্দ্য রহমান এর ছবি

বাহ! এই তো একটা কমেন্ট হাসি
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

দময়ন্তী এর ছবি

পড়লাম৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

বিপ্লব রহমান এর ছবি

খুব ভালো। চলুক। হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ওয়ান্টেড এর ছবি

ছোট হয়ে গেল

অনিন্দ্য রহমান এর ছবি

ঠিক আসে, নেক্সট টাইম বড় হবে।
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সুহান রিজওয়ান এর ছবি

ম্যালা আগের মনয়... তবে এইটাই ভাল্লাগসে বেশি। তিন অথবা দুই অথবা চার শব্দের বাক্যংশ নিয়ে কাজ করতে বড় ভয় লাগে, বঙ্কিম পেরেছিলেন খুব ভালো।

_________________________________________

সেরিওজা

অনিন্দ্য রহমান এর ছবি

পোস্ট ১ বছর আগের। লেখা ২ বছর। বা তারও আগের কি? পাঠের জন্য ধন্যবাদ।

___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।