৪টি ক্ষুদ্র গল্প

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: বুধ, ২৫/০৮/২০১০ - ২:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভাবলাম কিছু ফ্ল্যাশ ফিকশন লিখি। চেষ্টা করতে তো ক্ষতি নাই। এক্ষণে সুচিপত্র দেই : (১) টাইম অ্যান্ড মানিরে সিঙ্গুলার ধর্তে হবে (২) ফিরত (৩) ডিকশনারি এবং (৪) রাজনৈতিক যানজটের সংক্ষিপ্ত ইতিহাস। চারোটাই ভিতরে পাইবেন। লেখক শুভাশীষের থেকে উত্তেজনা পাইলাম। তার ঋণ স্বীকার যাই।


১/ টাইম অ্যান্ড মানিরে সিঙ্গুলার ধর্তে হবে

শাহবাগের মোড় সৎরো মিনিট আটকা।
টাইড মে গো অ্যাহেড।
টাইম অ্যান্ড মানি ওয়েটস ফর নান। নানটা কিডা?
গাড়ির এসিও নিতে পারতেসে না আর।
ওই পাশে রজনীগন্ধা দুলে। না না তারও গরম ভাল্লাগে না।
এইদিকে বাবুল একটা পত্রিকা কিনে।
দুইটাকা দাম পত্রিকার।
খবর: ঈদে ২৫ হাজার ভিক্ষুক আসছে ঢাকায়।
এইদিক ওদিক চায়। ঘটনা সত্য। এবং ভালো না।
অন্যান্য খবরও পড়তে যাবে এমন সময় খালা ডাক দেয়।
ওই বক্কইররা, কাম কর।
বাবুল বিরক্ত,
তার নাম বক্কইররা না। কানা বেডি হেইয়া বোঝো আগে।
সালেহাও বিরক্ত হতে পারত।
যদি জানত তাকে কানা ভাবা হয়।
তবে ২৫ হাজার লোকের সবাই সবাইরে চিনা কঠিন ...

২/ ফিরত

পুরান ডেরাই যাই। সাইকেল রিকশার ওয়ার্কশপের পিছনে।
এতদিনে পুরান ডেরায় কেউ থাকব কি না ভাবি।
এতদিন মানে ১০ বচ্ছর পুরা।
ভালো ব্যবহারে ৮।
জেলখানার থিকা দূরে না বেশি।
কিন্তু ঝামেলা হইল কেউ লালরঙের ৫০ ট্যাকা চিনে না।
তারপরও ভাঙাইলাম। রিকশা যাইব না।
পুরান ডেরায় কেউ নাই। পুকুর কাটা ঐখানে।
না ভাই পুকুর না, বিল্লিং উঠব। ফাউন্ডেশন হয়।
মনসুর মিয়া দোস্ত লাগে তাই, রাত্রের বেলায় হোটেলের ছাদে।
ধরা খাইলাম।
চালান হইলাম।
এখন খারাপ ব্যবহারের ২ বছর কাটাইতে হবে।

৩/ ডিকশনারি

অক্সফোর্ডের ডিকশনারি নিয়া আসে। ভালো অফার আছে স্যার।
বসুন্ধরা মার্কেটের টপফ্লোরে হঠাৎ নিজেরে স্যার স্যার লাগে। স্পেশাল ডিসকাউন্ট।
ভালো কথা। আমার তো ভাই ডিকশনারি লাগব না। কিন্তু
তোমারে দেইখা গরিব গরিব লাগে। পোলাটারে ২০ টাকা দিব নাকি।
থাউক, তার চায়া কথা কই। কথার দাম আছে না। ভাইয়া কি লেখাপড়া করো?
পোলায় কয় জ্বি পড়ালেখা করি। পোলা ডিকশনারি বেঁচতে আগায়।
আমি মুরগি চাবাই, আর ভাবি লেহাপড়া আর পড়ালেহা কোন্টা ভালো ...


৪/রাজনৈতিক যানজটের সংক্ষিপ্ত ইতিহাস

আমি ছোটবেলায় চেয়াম্যান হইতে চাইতাম। লক্ষ্য টিন চুরি করা। আমারে কেউ জিগাইলে কইতাম এশশাদের বাটি করি। এইগুলা কথা আমার আম্মায় টেপ কইরা রাখসে। ক্যাসেট প্লেয়ার উইঠা যাওন আজকাল টেপটা শুনা যায় না। নিরু-বাবলুর জামানা শেষে একদিন দেখি পাশের বাসায় আলামিন চাচ্চু সানগ্লাস পড়ে। বুঝলাম ভালো জিনিস। সে ম্যায়নে পেয়ার কিয়া দেকসে ২৩ বার। কয়, বিম্পি করি। ভাতিজা তুমিও করো। সেইদিন ভাবলাম আমিও গোল্লিফ খাই আর বিম্পি করি। এইগুলা মনে করতে চাই না। যুক্তিসঙ্গত কারণ আছে। আজকে আমার এক দোস্তে ফোন দিল। দোস্ত রিট হয়া গেছে। রাষ্ট্রকে স্বীকার করতে হবে তিনি ট্রেইটর ছিলেন না। আমি বললাম হ্যাঁ রে। এইটা খুব দরকার ছিল। তাহেরের নামে বাংলাদেশে একটা রাস্তা নাই। ভাবতেও খুব খারাপ লাগে। গ্লানি লাগে। তারপর ফোন রাইখা ভাবি, দোস্ত বাংলাদেশে রাস্তা পাইলি কই? সর্বত্র আলামিন চাচ্চুরা ফুটপাতে হুন্ডা নামায়ে দিসে।


মন্তব্য

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

১ আর ৩ মারাত্মক লাগল! আরো পড়তে চাই। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনিন্দ্য রহমান এর ছবি

কাজ নাই, তাই খই ভাজার বদলে হাসি
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

দুর্দান্ত এর ছবি

বাহ বেশ মোলায়েম তো!

অনিন্দ্য রহমান এর ছবি

তাই লাগল নাকি?
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সাঈদ আহমেদ এর ছবি

দুই-তিন ভালো, এক-চার ভাবালো।

-----------
চর্যাপদ

-----------
চর্যাপদ

অনিন্দ্য রহমান এর ছবি

পাঠ মন্তব্যের জন্য ধন্যবাদ সাঈদ ভাই।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ম্রাত্মক দিছেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিন্দ্য রহমান এর ছবি

নজু ভাই ওয়েল্কাম ব্যাক
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

কুলদা রায় এর ছবি

পড়েছি অনিন্দ্য। আবার পড়ব।
প্রথম পাঠে মনে হল--গল্পের কঙ্কাল। প্রাণ কই গেল?
রক্তে-মাংসে-প্রাণে গল্প চাই।
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'

অনিন্দ্য রহমান এর ছবি

প্রাণে গান নাই মিছে তাই ফিরিনু যে ... কী করব মন খারাপ

তবে আপনার কথাটা মনামীও বলসে। তিরষ্কৃত হইসি একপ্রকারে ...
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শাফায়েত চৌধুরী এর ছবি

তুরন্ত!

shafayet

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ। অনেকদিন দেখা হয় না।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নৈষাদ এর ছবি

চমৎকার...।

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সবজান্তা এর ছবি

গুল্লি

দারুণ ! হিউমার কিংবা চিন্তা- কোনটাই কম না !


অলমিতি বিস্তারেণ

অনিন্দ্য রহমান এর ছবি

গুল্লি তো শ্যাষ হয়া যাইব হাসি
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

একেবারে মন্রের কথা বলেছেন।

পলাশ রঞ্জন সান্যাল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

১/ মাধুর ভাণ্ডারকারের "ট্রাফিক সিগনাল"-এর কথা মনে পড়ে গেল।

২/ টাইম আর স্পেস নিয়ে লা-জবাব এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টেশনগুলোর জন্যই অণুগল্প ভালো লাগে।

৩/ এই ছেলেমেয়েগুলোকে নিয়ে আমার বেশ কয়েকটা অভিজ্ঞতা আছে, মিশ্র অনুভূতি আছে - গল্প লেখার মত না। কখনো দেখা হলে বলবোখন।

৪/ শ্রদ্ধেয়-স্মরণীয়-বীর এমন কারো নামে শুধু রাস্তা নাম দিলেই চলেনা। সেই নামটা ব্যবহারে আসতে হবে, অভ্যাসে আসতে হবে, নথিতে আসতে হবে। ঢাকাতে বহুবার বহু রাস্তার এমন নতুন নতুন নামকরণ করা হয়েছে, খুব কিছু ব্যতিক্রম বাদ দিলে লোকে সেগুলো গ্রহন করেনি। তাই তাহেরের নামে রাস্তার নাম চাইনা। প্রথমে তাহের হত্যার বিচার হোক, তারপর ৭ই নভেম্বরে তাহেরকে সামনে ঠেলে দিয়ে পিছু হটা-গা ঢাকা দেয়া সহকর্মীদের চিহ্নিত করা হোক, তারপর তাহেরকে বেচে খাওয়া পরজীবিদের চিহ্নিত করে তাদের তৎপরতা বন্ধ করা হোক। রাষ্ট্র তাহেরকে অপমানিত করেছে, সুতরাং তাঁর যথাযোগ্য সম্মান প্রতিষ্ঠার দায় রাষ্ট্রের উপরই বর্তায়।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনিন্দ্য রহমান এর ছবি

১. আমি কালকে আমাদের সময় পত্রিকায় খবরটা পড়লাম।
২. unity of time place and action এরিস্টোটল বলে গেসে। আমার ধারণা এর মানে কেবল একটা time, place বা action এ আটকায় থাকা না হয়ে, বরং একাধিক time,place বা action এর মধ্যে unity আনাও হতে পারে। ধারণার বিস্তার পরে ঘটাব।
৩.শুনতে চাই।
৪. একমত। রাস্তার কথাটা আসলে নমুনা হিসাবে আসছে। রেস্ট্রিক্টেটড।

তবে জিয়া স্টেটকে রেপ্রিজেন্ট করার অধিকার রাখেন না - এ কথা আর অপ্রমাণিত নয়।

___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

২. এই ধারণার বিস্তার দেখতে চাই।

৩. শুনতে চাইলে একদিন আড্ডার জন্য টোকা দিন। আমার ফোন নাম্বার নজরুল আর কোঞ্চিপার লোকজন জানে।

৪.



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মহাস্থবির জাতক এর ছবি

১) প্রথম আর দ্বিতীয়ার্ধের চরিত্র আলাদা, এটা বোঝাই কঠিন।

২) বুঝি নাই। তবে, বর্ণনা ভালো।

৩) শেষ লাইনটাই শুধু পছন্দ হলো।

৪) দুর্দান্তিস!!!
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

অনিন্দ্য রহমান এর ছবি

১. কিছুটা
২. জেল থেকে বের হয়ে ঐ দিনই একটা লোককে আবার জেলে ফিরতে হয়
৩. ধন্যবাদ
৪. ধন্যবাদ হাসি
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

দেবোত্তম দাশ এর ছবি

এই লেখাগুলি শুধুই ভাবায়, খুব ভালো হয়েছে অনিন্দ্য।
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ অনেক।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

রণদীপম বসু এর ছবি

খাসিলত খারাপ হইয়া গেছে ! লেখাগুলারে কেন যেন আমার কাছে কবিতার মতো লাগছে ! আর যে যাই বলুক, আমি না হয় কবিতাই বললাম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনিন্দ্য রহমান এর ছবি

"মানুষের কাল্পনিক ভ্রমণ" - লিখসেন কবি রণদীপম বসু , চিনেন নাকি তারে?
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সুহান রিজওয়ান এর ছবি

চারে সুখ পাই নাই। বাকি তিন্টের ধারণা ও নিরীক্ষা দারুণ লাগ্লো। ...

_________________________________________

সেরিওজা

অনিন্দ্য রহমান এর ছবি

সুহান, প্রথমে পড়ার জন্য ধন্যবাদ। ৪ নম্বরটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আসে। ট্যাগে দেইখো আত্মজীবনী দিসি। এইটা আমার শৈশবের কিসু ঘটনা থেকে নেয়া। মনে করো আমার বয়স ৫ কি ৬। অনেকের রেফারেন্স পাবা। যেমন ধরো সানাউল হক নীরু - ছাত্রদলের নেতা ছিল। মাহবুবুল হক বাবলুও তাই। বোম বানাইতে গিয়া মারা গেসে। এরা আমার ছোটকালের অনেক 'মিথিকাল' ক্যারেকটারের মধ্যে ২টা। একসময় কালস্রোতে 'রিয়ালিটি'র মধ্যে হারায়া গেসে বলতে পার। নীরু বিকল্প ধারার হয়ে ইলেকশনে দাঁড়াইসে বোধ হয় লাস্ট বার। সচল মাসকাওয়াথ ভালো বলতে পারবেন। কিন্তু এই নীরু কি আর সেই নীরু ? যাই হোক, ৪ নম্বরটারে একেবারেই সিরিয়াসলি নেয়ার কিসু নাই। ৪টা না হইলে খারাপ দেখায়, তাই শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত আর কি।

এইটা সুখের গল্প না। অসুখের গল্প।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সাবিহ ওমর এর ছবি

১ নাম্বারটা আমার গত চব্বিশ বছরে পড়া সব গল্পের মধ্যে অন্যতম সেরা!

অনিন্দ্য রহমান এর ছবি

কী কন না কন ...
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

১,২ নম্বর আসলেই লাজওয়াব। ফরম্যাট পছন্দ হইসে,আরো আসতেসে নাকি?

অদ্রোহ।

অনিন্দ্য রহমান এর ছবি

কী জানি ...
পড়লা, তাই ধন্যবাদ।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শুভাশীষ দাশ এর ছবি

সবগুলাই ভালৈছে।

-------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অনিন্দ্য রহমান এর ছবি

হ বদ্দা, যেমন শিখাইলেন আর কি হাসি
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

৪ অনেক কিছু মনে করিয়ে দিল।
৩ উফ!!!পিছু ছাড়ে না এরা, একবার বই হাতে দিলে ফিরত নিবার চায় না!!!
২ হোটেলে রাত কাটাইবার গিয়া বছর দুই????
১ হেহেহে। আমাগো ক্যাণ্টিনে যে মামায় টেবিল মুছতো আজকে তারে দেখলাম শাহবাগের মোড়ে। খালি এক্সটার্নাল না ইন্টার্নালও আছে।

পলাশ রঞ্জন সান্যাল

অনিন্দ্য রহমান এর ছবি


___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

আনন্দী কল্যাণ এর ছবি

২ নম্বরটা হাল্কা অস্পষ্ট লাগল।

সবচেয়ে দারুণ ১ নম্বর।

চলুক,চলুক, চলুক।

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ। অনেক দিন পর দেখা গেল ...
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অনিন্দ্য রহমান এর ছবি

২. জেল থেকে বের হয়ে ঐ দিনই একটা লোককে আবার জেলে ফিরতে হয়
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

বোহেমিয়ান এর ছবি

অসাধারণ লাগল। ১,২,৩
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ বোহেমিয়ান
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

১ আর ৩ খুব ভাল লেগেছে হাসি

অনিন্দ্য রহমান এর ছবি

নাম জানলে ভাল্লাগত। ধন্যবাদ।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

পড়েছি শুধু ১ আর ৩, ভালো লেগেছে, শুভেচ্ছা নিন!
আরো ভাল লিখুন।

-শায়ের আমান,

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।