র এর কাছে একদিন আমি মিশেল ফুকোর বই ধার চাই। র আমাকে দেয়না। সে বলে অর্জিনাল বই টাকা জমায়া কিনা। তোমারে দিব না। তাই আমার ফুকোপাঠে বছরতিনেক দেরি হয়ে যায়। এটা ভালো ঘটনা। ইতোমধ্যে আমারও অর্জিনাল বই কেনার সক্ষমতা গড়ে উঠে। র এর সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। এটাও ভালো ঘটনা। তবে, এই কবিতাদ্বয় তার প্রতি উৎসর্গীকৃত। কবিতদ্বয়ের নাম ডিসকোর্স ও ইন্টারকোর্স। আজকাল প্রতি ৩টা শব্দের একটা ডিসর্কোস হওয়া বাঞ্ছনীয়।
ডিসর্কোস -
কিছু উচ্চারিত প্রতিজ্ঞার সমষ্টি
অথবা, অনথ্যায় লুকায়িত মানসিকতা কিংবা চেতনার লক্ষণ
অথবা, ঐতিহাসিক বদ্ধ-ধারণা
নয়
বরং
কিছু সম্পর্কের সমষ্টি
যেগুলো আছে বলে
এই অন্য বিষয়গুলো
তাদের অর্থ অর্জন করে
বা, পূরণ করে নিজেদের সম্ভাব্যতার শর্তসমূহ
ইন্টারকোর্স -
কিছু উচ্চারিত প্রতিজ্ঞার সমষ্টি
অথবা, অনথ্যায় লুকায়িত মানসিকতা কিংবা চেতনার লক্ষণ
অথবা, ঐতিহাসিক বদ্ধ-ধারণা
নয়
বরং
কিছু সম্পর্কের সমষ্টি
যেগুলো আছে বলে
এই অন্য বিষয়গুলো
তাদের অর্থ অর্জন করে
বা, পূরণ করে নিজেদের সম্ভাব্যতার শর্তসমূহ
মন্তব্য
ক্ষমতা হলেই চলত না? 'সক্ষমতা' এর কি দরকার ছিল? প্রশ্নটা হয়তো ভুদাই মার্কা হয়ে গেল। ভাষা সংক্রান্ত জ্ঞান আমার খুবই কম, তাই জিগাইলাম
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ফুকোর আলোচনায় ক্ষমতা বললে যেই জিনিস বুঝায়, সেইটা বুঝাইতে চাই নাই। সক্ষমতা একটা এনজিওমার্কা টার্ম। ক্যাপাসিটির প্রতিশব্দ হিসাবে ব্যবহার হয়। প্রশ্ন ভুদাইমার্কা হয় নাই।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
বাই দি ওয়ে, এই ফুকো শব্দটি কি ফুটো হবে? মুদ্রণ প্রমাদ নয়তো বেরাদর অনিন্দ্য?
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
পুরাটাই একটা বিশাল মুদ্রণপ্রমাদ। প্রমাদ গুইনা কি শেষ হবে? পাঠ আর মন্তব্যের জন্য ধন্যবাদ।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
হাহা ... ভুল পাঠ আবার ভুলে হয় না। মানুষ যা পাঠ করতে চায়, তাই ঠিকঠাক পাঠ করে। লেখায় যা-ই থাকুক না কেন। এইটা আবার ফ্রয়েড মারলাম।
প্রমাদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে ...
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
দিনু বানান ভুলৈছে। দ্দীণূ হপে।
--------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
১. "আজকাল প্রতি ৩টা শব্দের একটা ডিসর্কোস হওয়া বাঞ্ছনীয়" - এটা একেবারে লাখ কথার এক কথা হয়েছে।
২. ইলিয়াস স্টাইলে ২টা বলে খয়বর গাজী স্টাইলে প্রতারণা করা হয়েছে। আসলে তো ১টা। ১টাকে দুইটা ভাবাতে চাইলে শিরোনামে শুধু "এইটা অথবা ওইটা" এমন লিখে দিলেই চলতো।
৩. পোমো হোক আর যাই হোক কবিতা ভালো হয়েছে। চতুর্থ লাইনের শেষে যতিচিহ্ন দেয়াটা কি জরুরী ছিল?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হাহা .... যতিচিহ্ন উঠায়া দিলাম।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
এটাতো দুই টিকিটে এক ছবি হয়ে গেল, এগুলা ভালো না।
কবিতাটা/ কবিতারা আমার কাছে একটু ফর্মুলা ফর্মুলা লেগেছে, কিন্তু ভাল
এটা আসলে একটা টেক্সটবুক ডেফিনেশন। এখানে মৌলিক কোনো ভাবনা নাই। একটা জিনিসের সংজ্ঞাকে আরেকটা জিনিসের সংজ্ঞা হিসাবে প্রস্তাব করা হইসে। যদিও এইটাও মৌলিক কিসু না। সুতরাং টিকেট যেইটাই কাটেন না কেন, শো একটাই
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
যত যা কিছুই কন, একটা টিকেটের দাম ফেরত চাই।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ফুকো, দেরিদা, লাকা, ফাঁনো, সাঈদ ইত্যাদি শব্দগুলো দেখা মাত্র দ্দীণূদাকে মনে পড়ে যায়।
কাকস্য পরিবেদনা
উমম... এই 'দ্দীণূদা' কে? [প্রশ্নবোধক ইমো ]
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
সুরঞ্জনা, এই বিষয়ে জমিদারের ভাষায় একটা লাইন শুনো:
প্রমাদে ঢালিয়া দ্দীণূ মন, তবু প্রাণ কেনু কাঁদে রে
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
দ্রোহীদা আপনি লুক খ্রাপ ... চ্রম খ্রাপ ...
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
বাহ
আপনারা তিনজন এমন সিরিয়ালি পোস্ট করলেন কি করে। পরপর তিনটে লেখা আনন্দ নিয়ে পড়া হল।
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
আমি তো সিরিয়াল ধরতেই লেখাটা দিলাম দুইটা ভালো জিনিসের সাথে একটা খারাপ জিনিস গছানোর তরিকা ...
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
সিরিয়াসলি পড়ে সিরিয়াসলি ভেবে মন্তব্য করবো ভাবলাম, দ্রোহীদার মন্তব্যে সব ভেসে গ্যালো
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ধুরো ...
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
উমদা
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
আপনে "ফুকাল্ট" নিয়া কবিতা লেখনের আগে প'লাশের অনুমতি নিছিলেন?
[শুভাশীষদা চেইতেন্না আবার... এইটা পিছনে কাহিনী আছে...]
এমনিতেই কবিতা বুঝি না, তার উপরে আবার থিউরী...
যাউগ্গা... হাত তাইলে খুলছে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আরে নাহ
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি
অলস সময়
নতুন মন্তব্য করুন