ঈশ্বরের সম্পন্ন প্রতিমা

আনিস মাহমুদ এর ছবি
লিখেছেন আনিস মাহমুদ (তারিখ: শুক্র, ১৪/১১/২০০৮ - ১২:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম যৌবনের কেশোদগমের মত বাঙালি যুবকদের কবিতাও গজায়। বিডিআর-এর একটা ব্যক্তিগত মেসেজের উত্তরে কী কুক্ষণেই না এগুলোর কথা বলেছিলাম। তারপর থেকে জ্বালিয়ে খেল একেবারে। অথচ ভীষণ লজ্জা লাগছে। মনে হচ্ছে পিতৃত্ব অস্বীকার করি। কিন্তু বিডিআর আর আমাকে আস্ত রাখবে না- এই ভয়ে প্রথম যৌবনের সেই স্খলনগুলো এখানে পোস্টাতে রাজি হয়েছি। সেই যুগের পর অবশ্য আর কখনো কবিতার আশেপাশে যাইনি।

ঈশ্বরের সস্পন্ন প্রতিমা

দুপুর-রোদের ঝাঁ-ঝাঁ বাতাসে
এই আলপথ দিয়ে উদ্দাম দু’হাত ছড়িয়ে
দৌড়েছিল এক অপরিণত বালক,
বুকে নিয়ে ফুল ও সাথে কিছু ভুল।

আইসক্রিমের মত ত্বকের এক কিশোরী
একটি অপুষ্ট গোলাপ হাতে দাঁড়িয়েছিল।
একটি বিপন্ন যুবা তোমার আশ্রয়ে
শিখিয়েছিল তাকে নিষিদ্ধ বর্ণমালা।

এবার এসে দেখি, টোকা লেগে ভেঙে যাচ্ছে জল।
একদিকটায় সাগরের কলকল,
বাদবাকিটায় বুকের হলাহল।

এ’টুকু দেখার পর ভয়াবহ শীতলতায়
জমে যাই। ফিরে তাকানোর ভয়ে
কেঁপে কেঁপে উঠি বারবার।
ফুল কুড়োতে এসে শেষ বিকেলের
লম্বা ছায়াটি শুধু লম্বা ছায়া নিয়ে ফিরে যাবে।

মানুষের পৃথিবীতে তবু স্বাভাবিক চলবে জীবন।

২৭ জানুয়ারি ১৯৮০
বগুড়া


মন্তব্য

মৃদুল আহমেদ এর ছবি

সালটা ছিল আশি...
ব্যসত ছিল তরুণ নিয়ে ভালোবাসাবাসি!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আনিস মাহমুদ এর ছবি

আপনিও জুটলেন এই দলে?

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

স্নিগ্ধা এর ছবি

পিতৃত্ব অস্বীকার না করাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে, অন্যকে নিজের সৃষ্টির, বিশেষত এমন সৃষ্টির, কৃতিত্ব দেয়াটা কি ঠিক? হাসি

আনিস মাহমুদ এর ছবি

সত্যি সত্যিই প্রশংসা করলেন তো, নাকি এমনি এমনি? নিজেকে কেন যেন বোকা বোকা লাগছে। প্রহরীর চাপে পড়ে পোস্ট করা, কিন্তু সত্যিই আমি বিশ্বাস করি না যে, ওতে মুগ্ধ হবার মত কিছু আছে।

তবুও ধন্যবাদ, স্নিগ্ধা।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার লজ্জা লাগাই উচিত! এতো দারুন কবিতা এতোদিন ফেলে রাখলেন! খুব অন্যায় আনিস ভাই! এইবার আপনার বাদবাকি "সন্তানগুলো"-র সাথেও একে একে পরিচয় করিয়ে দেন আমাদের হাসি

কবিতার জন্য আসলেই অপেক্ষা করছিলাম দু'দিন ধরে। খুবই ভাল্লাগলো। সত্যি বললে, আমার জন্মেরও আগে লেখা এই কবিতা এখনো যেভাবে স্পর্শ করলো, বিশেষ করে, প্রথম দুই প্যারা আর চতুর্থ প্যারার শেষ দুই লাইন- আমি সত্যিই মুগ্ধ।

[পরের পোস্টের জন্য যেন আবার "হুমকি" না দিতে হয়!] চোখ টিপি

আনিস মাহমুদ এর ছবি

কৃতিত্ব বা অপরাধ- দুটোই আপনার। প্রায় মাটি খুঁড়ে তোলা এই জিনিসগুলো যে পাতে দেবার যোগ্য, সেটা বিশ্বাসই হচ্ছিল না। এখনও যে খুব বিশ্বাস হচ্ছে, তা নয়। তবে এই প্লাস্টিক সভ্যতার যুগেও শুধু সচলেরাই মন থেকে কথা বলে, বানিয়ে বানিয়ে বলে না- এটাই ভরসা। সচলায়তনে যাদের সদস্যপদ নেই বা সচলায়তনের নামও যারা কখনো শোনেনি অথচ মন থেকে কথা বলে, সেই সচলেরাও এই তালিকায় আছে।

ধন্যবাদ, উত্সাহ আর প্রশংসার জন্য।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

না রে ভাই, অপরাধ পুরাটাই নিতে রাজি আছি, কিন্তু কৃতিত্বে ভাগ বসাবো না, সেইটা একদমই অনুচিত হবে। কৃতিত্ব পুরাটাই আপনার।

আর নিজের লেখার মান নিয়ে নিজেই কিছুটা সন্দিহান থাকাটাও কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু না। অনেকের ভেতরেই এটা কাজ করে। তাই বলবো, আপনি নিশ্চিন্তে আপনার লেখার মান বিচারের কাজটা সচলদের উপরই ছেড়ে দেন।

হ্যাঁ, আমিও বিশ্বাস করি, সচলের সবাই মন থেকে, মন খুলেই প্রশংসা করেন, যেটা প্রাপ্য- সেটাই বলেন। বিলুপ্তপ্রায় এই মানবিক দিকটি এখানে খুব আন্তরিকতার সাথেই চর্চা করা হয়।

ধন্যবাদ ভাই আপনাকে- কথা রেখেছেন আর পোস্টটা দিয়েছেন জন্য, আমার সত্যিই খুব ভালো লাগছে, অনেক ভালো।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আইসক্রিমের মত ত্বকের এক কিশোরী

মুগ্ধ করে দিলেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আনিস মাহমুদ এর ছবি

হাসি

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

হিমু এর ছবি

আনিস দাদা আনিস দাদা
কবিতাখান ভাল্লেগেছে এই কথাটা জানিস দাদা।

পোয়েটিক তুইতোকারি হাসি ... অবশ্যমার্জনীয় কিন্তু।


হাঁটুপানির জলদস্যু

আনিস মাহমুদ এর ছবি

তুই-তোকারি চলবে সবই
যদি থাকে মনটি সাদা।

ধন্যবাদ, হিমু।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

ধুসর গোধূলি এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

"আনিস ভাই"-কে হঠাৎ করে কেন যেন "আনিস দাদা" ডাকতে ইচ্ছা করছে! হাসি

আনিস মাহমুদ এর ছবি

সব দোষ ওই হাঁটুপানির জলদস্যুর।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

আনিস মাহমুদ এর ছবি

আনিস ভাই, আনিস দাদা অথবা শুধু আনিস ডাকলেও আমি খুশি। তবে 'চা আনিস', 'পানি আনিস'- এসব না বললেই ভাল।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাই রে, আপনার সেন্স অভ হিউমারে আমি রীতিমতো হাসতে হাসতে শেষ হয়ে গেলাম! আপনি পারেনও! হো হো হো

তবে- "চা আনিস", "পানি আনিস" বলা যাবে না বুঝলাম, কিন্তু "কফি আনিস" বলা যাবে কি? দেঁতো হাসি

আনিস মাহমুদ এর ছবি

জর্জ বুশের ইরাক আগ্রাসনের সময় কফি আনান জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মেরুদণ্ডহীন ভূমিকায় বিরক্ত হয়ে আমার এক বন্ধুর মন্তব্য: "কফি আনানরে দিয়া চা আনানো দরকার।"

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। সেই সময়টাতে আমাদের বন্ধুদের ভেতরেও কফি আনানকে ডাকা হতো "চা আনান" বলে! সবাই প্রচন্ড খ্যাপা ছিলো তাঁর উপর, কারণটা তো বুঝতেই পারছেন।

তারেক এর ছবি

আইসক্রিমের মত ত্বকের এক কিশোরী
একটি অপুষ্ট গোলাপ হাতে দাঁড়িয়েছিল।
একটি বিপন্ন যুবা তোমার আশ্রয়ে
শিখিয়েছিল তাকে নিষিদ্ধ বর্ণমালা।

কবিতাটা অসাধারণ!
দৃশ্যপটগুলো কি একইরকম শুধু কুশীলব বদলে যায়? চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনিস মাহমুদ এর ছবি

চলছে নাকি? চোখ টিপি

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

তারেক এর ছবি

জ্বী না। চাই তো চলুক। আছে নাকি কেউ? চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনিস মাহমুদ এর ছবি

ধূগো-র সাথে যোগাযোগ করে দেখতে পারেন, সারপ্লাস শালী-টালী যদি থাকে...

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

ধূগো'দার নিজেরই একটাও শালী নাই, সারাদিন অন্যের কাছে খোঁজে, আর আপনি আবার আরেকজনকে মিছামিছি আশা দিচ্ছেন যে 'সারপ্লাস' থাকবে! দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি
আনিস মাহমুদ এর ছবি

সবাই জানে যে ধূগো-র অবস্থা সেই গণি মিয়ার মত, যার নিজের জমি নাই- অন্যের জমি চাষ করে। সেই বিবেচনাতেই বলেছিলাম, তার ডেটাবেসে সারপ্লাস (অন্যের) শালী থাকতে পারে। তবে সেই ডেটাবেসের খবর অন্যদের পাবার কোনো সম্ভাবনা দেখি না। কারণ আমার ধারণা, শালী-বিষয়ে ধূগো একেবারে প্রাগৈতিহাসিক ভিখু... 'পৃথিবীর সমস্ত খাদ্য ও সমস্ত নারী (ধূগো-র ক্ষেত্রে পড়ুন সমস্ত শালী) একা দখল করিতে না পারিলে কিছুতেই তাহার শান্তি নাই।'

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

পরিবর্তনশীল এর ছবি

ভালো লাগছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আনিস মাহমুদ এর ছবি

সচলদের ভাল লাগা দেখে আমারও ভাল লাগছে।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

রণদীপম বসু এর ছবি

এ-ই সময়ের দাগ
জীবনটাকে চিরে চিরে করতে থাকে ভাগ !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনিস মাহমুদ এর ছবি

যা বলেছেন! সেই দাগ থেকেই তো এতকিছু...

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

মৃদুল আহমেদ এর ছবি

দাগ থেকেই তো শেখা... (বিজ্ঞাপনের ভাষা চোখ টিপি)
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

খেকশিয়াল এর ছবি

বেশি ফাটাফাটি একটা কবিতা !!
এরপর আর লেখেন নাই কেন ?? হুরো !!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আনিস মাহমুদ এর ছবি

ধন্যবাদ, ভাই খেঁকশিয়াল। তার আগে-পরে আরো অল্প কিছু লিখেছিলাম। সেগুলো আস্তে আস্তে পোস্টানো হবে। আর তার পরই তো লাইফটা প্রবন্ধ হয়ে গেল।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

আনিস মাহমুদ এর ছবি

আপনে সব সময় বাড়ায়া বলেন। জটিলের কী দ্যাখলেন এই সাদামাটা জিনিসের মধ্যে?

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

ধুসর গোধূলি এর ছবি

- আমার ভাব প্রকাশের ক্যাটাগরী তিনটা আনিস ভাই।
জট্টিল, আগ্গুন আর দাবাণল!

এইবার বলেন জট্টিল না বইলা দাবাণল বললে কি ভালো হইতো? চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দেবোত্তম দাশ এর ছবি

পাশ দিয়ে যাচ্ছিলাম, ঢুঁ মেরে দেখি ভুল করি নি।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

আনিস মাহমুদ এর ছবি

ঢুঁ মারার জন্য আর ঢুঁশ না মারার জন্য ধন্যবাদ। দেঁতো হাসি

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দৌড়েছিল এক অপরিণত বালক,
বুকে নিয়ে ফুল ও সাথে কিছু ভুল...
সুন্দর।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আনিস মাহমুদ এর ছবি

ধন্যবাদ, শিমুল।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

পান্থ রহমান রেজা এর ছবি

আইসক্রিমের মত ত্বকের এক কিশোরী

এই লাইনটির জন্ম আমারও জন্মের আগে। ও লাইন ভাইয়া, তুমি দারুণ হয়েছো। যেমন স্মার্ট তেমনি অসম্ভব সুন্দর।

সাইফুল আকবর খান এর ছবি

আমার তখন বোধোদগম হয়নি পুরো,তবে শরীরের বয়স দেড় বছর। তখনও কিছু ফুল কিছু ভুল নিয়ে পিছু ছুটতো কেউ কারো (ছুটতো-ই বা না কেন! দেঁতো হাসি)। আর, তখনও লিখে রেখেছিল কেউ সেই ভালোবাসার সাবালকত্ব। তখনকার আপনার এই লেখাও যে অতন্দ্র প্রহরীর খোঁচায় উঠে এলো সচল পাতে, এটা বেশ ভালো ব্যাপার।
আইসক্রিমের মতো সহজে গ'লে গ'লে যাওয়া একটা সাদা নরম কবিতা, যথেষ্ট সুন্দর, আর বেশ শুভ্র। আমাদের কালে আমার একটু বড় সহোদরের প্রথম ভার্সিটি-প্রেম-এর উপজাত কবিতা ছিল 'ক্রিম কালারের মেয়ে'! এটার রেজোন্যান্স পেলাম মজার মোড়কে।
ধন্যবাদ আনিস ভাই। হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সুমন চৌধুরী এর ছবি

আর যতগুলা বাকী আছে পোস্টান দেঁতো হাসি



অজ্ঞাতবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।