অনেকদিন পর সচলায়তনে আসতে পারলাম। এসেই চোখ পড়ল ব্যানারে। মনে হল, অপরাধের চেয়ে পাপ অনেক বড়। কেমন হয় যদি ব্যানারে (এবং অন্য সর্বত্র) 'যুদ্ধাপরাধী' শব্দটির বদলে 'যুদ্ধপাপী' শব্দটি ব্যবহার করা হয়?
১ | লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: শুক্র, ১২/১২/২০০৮ - ১০:৪৭অপরাহ্ন)
যুদ্ধপাপী— শব্দটা শুনতে কেমন নতুন-নতুন লাগছে। "যুদ্ধাপরাধী" শব্দটা অনেক বেশি মাত্রায় প্রচলিত বলেই হয়ত। তাই বদলালে কেমন হবে জানি না, তবে আপনার সংবেদনশীলতা ও এমন চিন্তার প্রতি স্যালুট জানাই।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
মন্তব্য
যুদ্ধপাপী— শব্দটা শুনতে কেমন নতুন-নতুন লাগছে। "যুদ্ধাপরাধী" শব্দটা অনেক বেশি মাত্রায় প্রচলিত বলেই হয়ত। তাই বদলালে কেমন হবে জানি না, তবে আপনার সংবেদনশীলতা ও এমন চিন্তার প্রতি স্যালুট জানাই।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
নতুন মন্তব্য করুন