আজ সচলায়তনের প্রথম পাতায় পশুর মেলা বসেছে। নিচে তাকিয়ে দেখা যাক:
উটটা ভারী উটকো, লিখেছেন মৃদুল আহমেদ
পাখি, লিখেছেন মুশফিকা মুমু
গুবরে পোঁকার রঙের গরিমা , কুমির কথন, কুকুরের ঘ্রাণশক্তি!, লিখেছেন নুরুজ্জামান মানিক (একসাথে কতগুলো রে বাবা!)
অ্যানাকোন্ডা, লিখেছেন কীর্তিনাশা
বিছা, লিখেছেন ইশতিয়াক রউফ
আবারো স্ন্যাপিং টার্টল, লিখেছেন প্রকৃতিপ্রেমিক
গণ্ডার, লিখেছেন রণদীপম বসু
বিলাই টু, লিখেছেন খেকশিয়াল (লেখকের নাম দ্রষ্টব্য)
বাঘ, লিখেছেন তানভীর
মানুষ!!, লিখেছেন স্বপ্নাহত
বেড়াল, লিখেছেন আরিফ জেবতিক
কুকুরকুকুর, লিখেছেন অরূপ
খরগোশ, লিখেছেন অপ্রিয় [অতিথি]
জলহস্তী, লিখেছেন হিমু
শুয়োর, লিখেছেন সংসারে এক সন্ন্যাসী
গরু, লিখেছেন ফারুক হাসান
গাধা, লিখেছেন সবজান্তা (এটা থেকেই কিন্তু শুরু)
বেশ জমেছে মেলা। মনে হয় আরো পশুর আগমন ঘটবে।
মন্তব্য
এইটা কী স্বতঃপ্রনোদিত হাট নাকি আয়োজিত? বিড়াল নিয়ে দুইটা লেখা হয়ে গেছে, বিলাই থ্রী দিয়ে পাঠকের বিড়ম্বনা বাড়ালাম না আর, যদিও কঠিন বিড়ালাভিজ্ঞতা আছে।
সবজান্তার গাধা বাদ গেলো যে?
----------------
উদ্ভ্রান্ত পথিক
বাদ পইড়া গেসে... এখনি দিয়া দিতাসি।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
সবজান্তা(র) গাধা দিয়ে তো শুরু... ঐটাই যত নষ্টের (?) মূল।
ছাগলের জন্য অধীর আগ্রহে বসে আছি মুখার পথ চেয়ে।
হামদরদী একটা উট দেখবারও মন চায়।
মনে হইতেছে মুখা ছাগু দিয়া ফিনিসিং টাচ দিবে
------------------------------------
উদ্ভ্রান্ত পথিক
হ, ঘটুক আরো আগমন ঘটুক........
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
গাধাটার কী হলো! ঐটা দিয়েই তো শুরু। সেই অর্থে নাটের গুরু হলো সন্ন্যাসী।
Lina Fardows
চিড়িয়াখানা
Lina Fardows
সচলের ব্যানারটাও উল্লেখযোগ্য!
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আমিতো এতো পশু পোষ্ট একসাথে দেখেই টাশকি, হচ্ছেটা কি!!! একবার ভাবলাম কেউ মনে হয় পশু রচনা প্রতিযোগিতার জন্য পুরস্কার ঘোষনা করেছেন কিন্তু তারও তো কোন সূত্র পাচ্ছি না ।
কি কারনে আজ এই গাবতলীর হাট বসিল জানিতে মঞ্চায়
............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
সবজান্তা একটা চমত্ কার অনুবাদ পোষ্ট দিলেন 'গাধা' নামে। আমার মাথায় তখন একটা অণুগল্প উকিঝুকি মারছিল। ভাবলাম নামিয়ে দেই 'গরু' নামে। তারপরই সন্ন্যাসী দা এই পশুপ্রবাহের পালে নতুন হাওয়া লাগালেন 'শুয়োর' আমদানি করে (মাঝখানে তিনি অবশ্য সূক্ষ্মভাবে সচল চিড়িয়াখানায় পর্যবসিত হবার সব দায়ভার আমার ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু জনগণ অতটা বোকা নয় )। এরপর হিমু সচলায়তন খামারবাড়ি হয়ে গেলরে এই সব রব তুলে নিজেই ছেড়ে দিলেন 'জলহস্তী'কে জলকেলি করতে। তারপর থেকেই চিড়িয়াখানা ভরতে শুরু করলো একে একে....
এই হচ্ছে শানে নূযুল।
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ব্যাপক মজা তো! সবার পশু প্রবস বেদনা একদিনে
দিনটাকে "পশুয়াতন" দিবস হিসাবে পালন করার দাবী জানাই
............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
এইটা কী শুরু হইলো! জব্বর পশুর মেলা বইছে।
এর মধ্যে আরো আমদানি হয়েছে। সেগুলোও দিয়ে দিচ্ছি।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
আমি ভাবতেসিলাম ডাইনোসর নিয়ে লিখি তারপর চিন্তাটা বাতিল করে দিলাম !
---------------------------
--------------------------------------------------------
মৃদুল ভাইয়া মাত্র উনার উট নিয়ে লেখা ছ-গল্প দিলেন !
----------------------
--------------------------------------------------------
উট বাকী ছিলো সেইটাও মৃদুলদা আইনা ফেলসে... এইবার পানি প্রজাতির কিছু; এই ধরেন তিমি, হাঙ্গর, মৎস্য কন্যা- এইসব আসলে ষোলকলা পূর্ণ হয়...
চিড়িয়াখানা ভালোই চলতেসে তাইলে...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
আরো কয়েকটা লিখব নাকি ভাবছি ।
কিন্তু ছাগু পোস্ট হইলো না একটাও... মন খ্রাপ...
মুখা অন্তত তার সেই বিখ্যাত তিন ঠ্যাঙ্গে ছাগুর পোস্টটাই রিপ্রিন্ট করতে পারতো। ভালো জিনিস বার বার পড়া যায়...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ছাগু তো আসবে না । জানেন না , সচলায়তনে ছাগু নিষিদ্ধ ?
অনেক চেষ্টা করে আমি তালিকার বাইরে একটা মাত্র পশুর নাম মনে করতে পারলাম
সেটা হচ্ছে- খাটাশ
কিন্তু খাটাশ নিয়ে গল্প চিন্তা করতে গিয়ে দেখি আশে পাশে প্রচুর জ্ঞানী গুণী লোক চলে আসে
তাই প্রাণের ভয়ে আর গল্পাইলাম না
তবে খাটাশ কিন্তু আমার কপি রাইট রেজিস্ট্রি করা
কিন্তু আমি তো অর্ধেক লিখে ফেলেছি ।
গল্পের নাম , " অক্টোবরের আটাশে , রাজপথে কিছু খাটাশে " ।
এখন কী করব , মুছে ফেলব নাকি অর্ধেকটাই দিয়ে দেব ?
সকল পশুপাখিকে একত্রিত করার জন্য রাখাল-বালক আনিস দাদাকে অনেক সাধুবাদ জানাই।
ওরা ও তো মানুষ ।
...পশু বলে কি অদের সাধ আহ্লাদ নেই ?? ওরা কি সচলে আসতে পারে না ??
- হে হে হে
ওয়ানস্টপ ডিজিটাল চিড়িয়াখানা
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আনিস ভাই কি একদিনের জন্য সচলায়তন বদলে পশুয়াতান সাজেষ্ট করছেন নাকি ?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন