মুক্তির সাম্পান

আনু-আল হক এর ছবি
লিখেছেন আনু-আল হক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৭/০৩/২০১৪ - ৮:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

পাখির গানের কোনো, জানামতে, স্বরলিপি নাই
তবু কোনোদিন সেইসব গান বেসুরো লাগেনি
সুরেই লেগেছে কিনা ভ্রুক্ষেপ করেনি কোনো পাখি
শুনেছে কেবল আহা বলেছে যা আকুল হৃদয়
দোয়েল পাখির শিসে থামে নাই কোকিলের কুহু
বকের সাধনা তবু ভাঙে নাই শালিখের সুরে

ফুলেরা মানেনি রীতি “কী উপায়ে ফুল হ’তে হয়”
কারো কোনো কথা মেনে হয় নাই পদ্ম সুনীল
ঘাসফুল মানে নাই বীজগণিতের কোনো ধারা
সংকোচে ফুলেদের ভালোবাসা বকেয়া থাকেনি

পাখিরা ভাবে না কতদূর তার পাখা মেলা যায়
মুক্তির সংগীতে ফুলদলে বিস্ময় জাগে
প্রাণের দোলায় সেই সাম্পান ভেসেছে অপার
তারা কোনোদিন কোনো কিতাবের পরোয়া করেনি


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বাহ! এটা কি সনেট?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আনু-আল হক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
সনেট হিসেবে তো লেখি নাই সাক্ষীদা!

----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন

সুমন চৌধুরী এর ছবি

ভালো লাগে নাই। অত‌্যন্ত বিরক্তিকর মনে হয়েছে। ব‌্যক্তিগত মতামত।

আনু-আল হক এর ছবি

ব্যক্তিগতভাবে ধন্যবাদ মন্দলাগা জানানোর জন্য সুমন ভাই হাহাহা। সবসময় ভালোলাগাই জানাইতে হবে কেন!

----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আনু-আল হক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- কবি

----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন

রোমেল চৌধুরী এর ছবি

আমার কাছে কবিতার বিষয়বস্তু ও এলানো ছন্দকুশলতা বেশ ভালো লেগেছে। বিশেষ করে এই দুটি লাইন তো বেশ মনে ধরেছে,

দোয়েল পাখির শিসে থামে নাই কোকিলের কুহু
বকের সাধনা তবু ভাঙে নাই শালিখের সুরে

৬/৪/৪ সনেটের এই শরীর তেমন চোখে পড়ে না।
কবিতার বাইরে গিয়ে বলি, গোলাপ কিন্তু ফিবোনচ্চি সিরিজ মেনে ফুটে!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আনু-আল হক এর ছবি

অনেক অনেক ধন্যবাদ। সনেট হিসেবে আসলেই লেখি নাই, আগেও কখনো সেরকম দুঃসাহস করি নাই।
গোলাপ-বিষয়ক তথ্যটা তো দুর্দান্ত! সত্যিই!

----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন

রাজিব মোস্তাফিজ এর ছবি

পাখির গানের কোনো, জানামতে, স্বরলিপি নাই
তবু কোনোদিন সেইসব গান বেসুরো লাগেনি
সুরেই লেগেছে কিনা ভ্রুক্ষেপ করেনি কোনো পাখি
শুনেছে কেবল আহা বলেছে যা আকুল হৃদয়

এই জন্যই তো নিংসংকোচে প্রাণ খুলে গান গাইতে বলি হাসি

----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!

আনু-আল হক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
পুনশ্চ: পাখির মতো যেদিন গাইতে পারবো, সেদিন প্রাণ খুলেই গাইবো, কোনো স্বরলিপির তোয়াক্কাই করবো না!!!

----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন

saidul pobon এর ছবি

খুবই ভালো লেগেছে আপনার কবিতা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।