এই ঘাসে ঘাসে, এই মেঠো পথে
তোমার হাসির ঘ্রাণ আমি খুঁজে পাই।
নীলাভ রক্ত যেন নাড়া দিয়ে বলে যায়
সমস্ত দিনের শেষে রীক্তযৌবনা সূর্যের আলো
পরিশুদ্ধ কোন ভীষন মায়ার রুপ।
তুমি একবার এসে দেখে গিয়েছিলে তাকে
তারপর, তারপর? সেই ক্যানভাসে আমার
বাজে বেহালার সুর, দূর কোন দিন শেষে
সোনালী সন্ধ্যার পানে।
===============================================
কে যেনো বলেছিলো হেসে, শরত - হেমন্তের
কোন এক আদিম দুপুরে এসে, তুমি বসো-
এই গাঢ় নীল ব্যাপ্তিময় আকাশের তলে।
দেখবে তুমি শ্যামল রোদ্দুর খেলা করে
ধান ক্ষেতে - ঘাসে ঘাসে, পাতার শিয়রে।
তাকে বলে দিও তুমি, মন যদি চায় -
তোমার সেই কথাটি। যার প্রতিটি শব্দ শোনার তরে
আমার এই তন্দালু বাতাসে অবগাহন।
যার লাগি হয়েছি আজ -
শ্বেত-শুভ্র কানা বকের মতোন ধ্যানমগ্ন উদাসি কোন গাছ।
===============================================
দু'টো ছবিই Single file HDR. প্রথমটি যশোর ও দ্বিতীয়টি নরসিংদি তে তোলা।
মন্তব্য
ভালো লাগলো.. ফ্লিকারে একাউন্ট নাই কেন হে?
অরূপের ব্লগ @ http://etongbtong.blogspot.com
অরূপের ফ্লিকার @ http://www.flickr.com/photos/harvie-krumpet
অরূপের ব্লগ @ http://etongbtong.blogspot.com
অরূপের ফ্লিকার @ http://www.flickr.com/photos/harvie-krumpet
এহ এইটা আরিফ মানে সুহাস
...........................
Every Picture Tells a Story
কস্কি মমিন!! তাইতো বলি এইরম HDR তুলে কে?
অরূপের ব্লগ @ http://etongbtong.blogspot.com
অরূপের ফ্লিকার @ http://www.flickr.com/photos/harvie-krumpet
মু হা হা হা হা বস ধরা খায়া গেলেন মনে হয় !
--------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
যশুরের ছোবিটা খুব চ্রম লাগ্লো।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
ধন্যবাদ, ভুতুমদা। যশোরে এই ছবিটা তোলার সময় এক্কেলে পুরা দৌড়ের উপর ছিলাম। নইলে হয়তো "3 exposure blending HDR" করতাম।
-------------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
যাক, তাইলে তোমার বাসার ডীপ ফ্রিজ, আলমারি, খাটের তলা, নানান চিপাচুপাসহ আরো কিসব জায়গা আছেনা, অইখান থিকা এইগুলা মুক্তি পাইতাসে। ভালো লক্ষন।
লেখা,ছবি দু টাই ডি লা গ্র্যান্ডি টাইপ।
----------------------------------------------------------------------------
ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক
পরানের কাউয়া রে, পাংখা হইলাম তোর কারনে।
না রে ভাই, এই ছবিগুলান ঐ ই-স্নিপ্স থিক্কা পাচার করসি। ফ্লিকারে আপ দিতে আর ইচ্ছাই করেনা এখন।
----------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আমরা নশ্বর মনুষ্য এই সব ছবি ক্যালেন্ডারে কি ন্যাটজিওমার্কা ম্যাগাজিনে দেখে অভ্যস্ত। এগুলি যে মাইনষেই তোলে কে জানতো!
ও পাঠকদা আমি মানুষ, ঈমানসে।
----------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কি যে সুন্দর !
ছবিগুলো অসাধারণ! বিদেশের ছবি এমন করে দেখতাম, এখন নিজের দেশ, নিজের মাটির, ঘাস, মেঘ আকাশ দেখে চোখ তো চোখ, মন-প্রাণ জুড়িয়ে গেলো!!
কবিতা নিয়ে আসলে ভাবছিও না এ'মুহূর্তে। জীবনানন্দের সুবাস কিছুটা। ছবি দেখেও তাঁর কথাই মনে পড়ছে!
আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য।
ধন্যবাদ, অনিকদা। আমার ফটোগ্রাফিতে আসার মূল অনুপ্রেরণা এই জীবন বাবুর কাব্য & Pink Floyd এর গান। আমি প্রধানতঃ ল্যান্ডস্ক্যাপ পছন্দ করি জীবন বাবুর কবিতা গুলোর প্রভাবেই। আজ নিজেকে ধন্য মনে হচ্ছে, আমার ছবি দেখে আপনার তো একবার হলেও জীবনানন্দ দাশ এর কথা মনে হলো।
-----------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
জীবনে অনেক অপূর্ণতা ।
তার মধ্যে কোন কোনটা আলগা হয়ে রইলো জীবনভর ।
কোনদিন গান গাওয়া হলো না ( যা হেঁড়ে গলা )
কোনদিন এমন একটা ছবি তোলা হলো না __ আপনার ছবিগুলো দেখে আবার মনে পড়লো সেইসব কথা, অনুপম !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
সুমন ভায়া, আমার মতে জীবন এতোটা ছোট নয়। একবার শুধু ক্লিক করা শুরু করুন, দেখবেন হয়ে গেছে - এর চেয়ে ভালো কিছু।
----------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
জীবনানন্দ ফটো তুলসে ... দেইখা যান ভায়েরা
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
দেইখা যান, দেইখা যান।
-------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
চমৎকার!
শুভেচ্ছা রইল।
জবর মজা পেলাম
চিত্তে জাগে আনন্দ
প্রথম ছিবিটা অপূর্ব অনুপম
চমৎকার ছবি বিশেষ করে প্রথমটা।
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ছবি দেইখা তব্দা লাইগা গেলাম গা।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সাইফ ভায়া, এইসব ভগি-চগি ছইল্তন। তাড়াতাড়ি হাত চালা্ন & নয়া একটা পাঙ্খা লেখা দেন। পইড়া তিয়াশ মিডাই।
---------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
প্রথম ছবিটা যেন অক্টোবার (হেমন্ত) মাসের ক্যালেন্ডার এর পাতা।
বেশী ভালো।
আন্দালিব বলে দিয়েছে আমার কথাটা। ছবিগুলো দেখে গর্বে বুক ভরে যায়। নোংরা এবং অযত্নে দেশটা মলিন হয়ে থাকতে পারে, তবে অসুন্দর নয়। আপনাদের ছবিতে সেই দিকটা উঠে আসে। দুর্দান্ত।
নতুন মন্তব্য করুন