• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

যুদ্ধে যাবো

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: সোম, ০৭/১২/২০০৯ - ১১:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভালো লাগছেনা, ভালো লাগার কথাওনা। কুলাঙ্গার নেজাইম্যা রাজাকারটা বলছে কিনা যুদ্ধপরাধীদের বিচার ইসলাম বিরোধী !!!

http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=115776&hb=top

এ কোন দেশে আছি? সবাই কি মরে গেছি আমরা নাকি নিজের স্বার্থ নিয়েই ধান্দা-পাতি করে বেঁচে থাকার চেষ্টা করছি। এদের কি আসলেই কোন কিছু হবেনা? এরা কি এভাবে একের পর এক আমাদের চেতনাকে জুতোপেটা করেই যাবে?? আর কত দেখবো নিজের এই দেশটাকে ধর্ষিত হতে???

প্লিজ, একটা যুদ্ধে যেতে চাই ... ... ... একটা যুদ্ধ, শুধু আর একটা মাত্র যুদ্ধ - এইসব জারজ কুকুরের বাচ্চাগুলোর বিরুদ্ধে। আছেন কেউ????


মন্তব্য

স্বাধীন এর ছবি

আমরা যত চোখ বন্ধ করে চলবো এই হারামীরা তত বড় বড় কথা বলবে।

নাশতারান এর ছবি

জুতসই গালি খুঁজে পাচ্ছি না।
এরা মুখ খোলার সাহস পায় কী করে?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নির্জন স্বাক্ষর এর ছবি

আজকে নিউজটা দেখে মেজাজটা যতখানি খারাপ করা যায়, তার চেয়েও বেশি হলো। ইচ্ছে হয় অনেক কিছুই করতে....একটা ছবি দিলাম প্রতিবাদের ভাষায়। ইচ্ছে হয় এই ছবিটার মত রক্তাক্ত করে দড়িতে ঝুলিয়ে দিতে..এর চেয়ে নৃশংস কিছু করতে...

[মডারেশন নোটঃ ছবিটি সরিয়ে দেয়া হলো]

সু ভাইয়া, আমারো ভাল লাগছে না। তোমার এই পোস্ট দেখে ভাব্লাম ছবি দেই একটা। সত্যি বোধহয় যুদ্ধে যেতে হবে আবার।

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

স্বাধীন এর ছবি

নৃশংসতা কোন সমাধান নয়। যুদ্ধাপরাধীদের বিচারে আমাদের নৃশংস হওয়ার প্রয়োজন পড়ে না। প্রয়জোন শুধু সকলের একান্ত চেষ্টা ও সদিচ্ছা।

বিশেষ অনুরোধঃ সম্ভব হলে ছবিটি সরিয়ে ফেলুন। একটি নিরীহ প্রানীকে (হোক না সে কোন পশু) এভাবে হত্যা করা বা ঝুলিয়ে রাখা, সেটা মানাও কষ্টকর।

রেশনুভা এর ছবি

প্লিজ, একটা যুদ্ধে যেতে চাই ... ... ... একটা যুদ্ধ, শুধু আর একটা মাত্র যুদ্ধ - এইসব জারজ কুকুরের বাচ্চাগুলোর বিরুদ্ধে।

এই দূর দেশে থাকা সুবিধাবাদী আমাকেও লাইনগুলো নাড়িয়ে দিয়ে গেল। আমার বাবা, আমাদের বাবারা মুক্তিযোদ্ধা ছিলেন; স্বাধীন করে দিয়েছিলেন এদেশকে। আমরা কী পারবো না নতুন করে এই 'পশু'গুলোর কাছ থেকে দেশটাকে রক্ষা করতে। পারবো নিশ্চয়ই।

সাইফুল আকবর খান এর ছবি

শুয়োরের বাচ্চা তো শুয়োরের মতোই বলবে! আর ওদের ওটা তো মুখ না। ওরা অন্যদিক দিয়ে বলে কথা, তাই এমন হয়।

কিন্তু, কী করতে চান ঠিক? কীভাবে? সুনির্দিষ্ট ক'রে বলতে পারেন?
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নুরুজ্জামান মানিক এর ছবি

শুয়োরের বাচ্চা তো শুয়োরের মতোই বলবে!

(Y)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

হিমু এর ছবি

এই বরাহদের শিকার করতে হবে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুজন চৌধুরী এর ছবি

বরাহবরাহ
ঠিক, এই বরাহদের শিকার করতে হবে।
আর কোন পথ নাই।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সাইফুল আকবর খান এর ছবি

কিন্তু, ক্যাম্নে?!?!
:(

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সাইফ তাহসিন এর ছবি

বস! এইখানে বইসা ফাঁকাবুলি মারি খালি, তাও খুব ছুয়ে গেল, বাথরুমে গিয়ে কতক্ষন গালি দিয়ে আসলাম, কমোড আর বেসিনের কান থাকলে তারা গলে পড়ে যাইত। তবে রাগিব ভাইয়ের বুদ্ধিটা ভালো লেগেছে। অন্তত কিছুতো করতে পারবো।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি

- ঠিক, গালাগালি করে লাভ নেই। প্রয়োজন যথেষ্ট উপাত্ত এবং জায়গামতো তার সংযোজন। জেনোসাইড বাংলাদেশের ওয়েবসাইটের এই পাতায় দেখলাম রাজাকার শিরোমনি গোআযম, মইত্যা রাজাকার প্রমূখের মুক্তিযুদ্ধকালীন কথাবার্তা, কাজকর্মের সব রেকর্ড সণ্ণিবেশিত আছে তৎকালীন পত্র-পত্রিকার রেফারেন্স সমেত।

এই তথ্যগুলো কোনোভাবে ইংরেজি করে উইকিতে যোগ করার একটা বান্ধবউপায় জানালে হয়তো যে কেউ গিয়ে কাজটা করে আসতে পারবে। আমি উইকিতে মইত্যা রাজাকার বা গোআর পাতায় একটা তথ্যের সংযোগ ঘটাতে চাচ্ছিলাম। তা হলো ১৯৯২ সালের জনতার আদালতের রায়। কিন্তু এই ব্যাপারে রেফারেন্স দেয়ার মতো কিছু হাতের কাছে পাচ্ছি না। কারো কাছে থাকলে অনুরোধ করবো রাগিব ভাইকে জানাতে কিংবা নিজেই সেটা উইকিতে যোগ করে আসতে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সাইফুল আকবর খান এর ছবি

উচিত। আমি তো কানা মানুষ। করুক কেউ। করেন আপনারা। করেন। হ, নাইলে ওইসব শুয়োরের নাতিরাই এইটারে 'সাধু' শুয়োরেরই দেশ বানায়া ছাড়বে। :(

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

স্বপ্নহারা এর ছবি

আমি যুদ্ধে যেতে চাই...এরা রক্তবীজের ঝাড়...এক্টা থাকলেই হাজারটা বেজম্মার জন্ম দিবে!

রাগীব ভাই, অনেক ধন্যবাদ। আমি জানিনা কতদূর কী করতে পারব ...আমরা এই সচল ফোরামে কিছু কাজ ভাগাভাগি করে নিতে পারিনা? যেমন, কেউ তথ্য সংগ্রহ, কেউ ওয়েবে আপডেট করা, কেউ চোখ রাখা বিভিন্ন সাইটের বিভিন্ন লোকের এন্ট্রির উপর, ইত্যাদি। আমার মনে হয়, সচল একটা ভাল প্লাটফর্ম হতে পারে...এখান থেকেই গুছিয়ে চিন্তাভাবনা-কাজ শুরু করিনা কেন?
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অনার্য সঙ্গীত এর ছবি

নিজামী মনে হয় নবুয়ত পাইছে। ইসলামের নিয়ম কানুন সম্পর্কে হারামজাদা নিত্য নতুন বাণী ছাড়তাছে...

আমি অবশ্য এই মন্তব্যে খুশি। হারামীগুলা একটু আধটু ডরাইছে। মনে হচ্ছে সত্যিই যুদ্ধাপরাধীদের বিচার হবে।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তানবীরা এর ছবি

সত্যি সত্যিই বিচার হবে এই বিশ্বাস আজো ধরে আছি

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নদী এর ছবি

রাজাকাররা নাস্তিক হইয়া যাইতেছে; খোদার উপর বিশ্বাস রাখিতে পারিতেছে না। অপরাধের শাস্তি দুনিয়ায় হয়ে গেলে, পরকালে বেহেস্ত পাইবার যে সম্ভাবনা আছে তাও বিশ্বাস করিতে পারিতেছে না। তাহারা নতুন হাদিস বানাইতেছে "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে- পরকালে বেহেস্ত যাইবার সুযোগ থাকিলেও"।

নবীজী (দ:) বাঁচিয়া থাকিলে ইহাদের কত বিপদই না হইত; নতুন নতুন হাদিস বানাইতে পারিত না।

নদী

অতিথি লেখক এর ছবি

সুহাস ভাই রাগ হয় , অভিমান হয়
অনেক কিছু ই মনে হয়
দাঁত কিরমির করে, রক্ত গরম হয়ে যায়
কিন্তু একটা সত্যি কথা বলি ... কয়েকদিন পর আবার সব আগের মত
যেন কিছু ই হয় নাই।আবার কয়েকদিন পর এই রকম কিছু একটা বলবে অথবা করবে আবার আমরা রাগ হবো, রাগে কাঁপবো,দাঁত কিরমির করবো।আর কত এভাবে আর কত.........
আসলে শুনতে খারাপ লাগে কিন্তু সত্য সব ই আমাদের গাসহা হয়ে
গেছে । না হলে দেশ স্বাধীন এত দিন পর ও এই কথা শুনতে হয়। লেখা টা পরতে পরতে চিন্তা করলাম আসলে দোষটা কাদের কেন আজকে এই কথা শুনতে হয়।আমরা কি মুক্তিযুদ্ধ এর পরের প্রজন্ম হিসাবে আমাদের দায়িত্ব ঠিক মত পালন করছি? (জিজ্ঞাসা -১)
যুদ্ধ এর এত বছর পর নির্বাচন এ তাদের অবস্থান? ( জিজ্ঞাসা -২)
যাদের ভোটে নির্বাচন এ তাদের এই অবস্থান তারা সবাই কি রাজাকার?( জিজ্ঞাসা -৩) (১৯৭১-২০০৯) সময় টা কি ১৮ বছর এর বেশী না?( জিজ্ঞাসা -৪)

আমরা কি সবাই কি আমাদের দায়িত্ব তা ঠিক ভাবে পালন করেছি ? ...... ( জিজ্ঞাসা -৫)

যদি সত্যি ই পালন করতাম তবে কি নিচের প্রশ্নটা আজ উঠতো...

একটা যুদ্ধ, শুধু আর একটা মাত্র যুদ্ধ - এইসব জারজ কুকুরের বাচ্চাগুলোর বিরুদ্ধে। আছেন কেউ????

জলপুত্র তথাস্থু,

অনার্য সঙ্গীত এর ছবি

চাইর নম্বর জিজ্ঞাসার উত্তর: "হ"
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

ভাই বাকি উত্তর গুলা কি আমরা জানি না ...

জলপুত্র তথাস্থু,

সাইফুল আকবর খান এর ছবি

.................................................................

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সাফি এর ছবি

বিচার করতেই হবে, কোন ছাড় নেই। এবার যদি বিচার না হয়, তাহলে এদের বুক ফুলিয়ে হাঁটার ব্যবস্থা আরো পাকাপোক্ত হবে।

সচেতন নাগরিক এর ছবি

আমি আপনি যতই গালাগালি করি ব্লগ লিখি কোন কিছুই হবেনা, আপনি কি মনে করেন আযম, নিজামীদের এইসব পড়ার সময় আছে বা তারা এইগুলা পাত্তা দেয়? ওদের তো জনসম্মুখে জুতাপিটা খাওয়ার অভিজ্ঞতা আছে, তাদের চামড়া অনেক মোটা!! দেশের সবাই তাদের সম্পর্কে যা জানে সেইটা নিয়ে তাদের মাথাব্যথা নাই, কারণ হাজার ভালো কাজ করলেও সেই ধারণা বদলাবে না। সচলায়তনে আমরা সবাই এই বাংলাদেশের মানুষ-রাই তো আসি। নিজামীর নাতি আসল জায়গাতে হাত দিয়েছে, পারলে সেখানে লেখালেখির চেষ্টা নেন।

আর চলেন একদিন একটা মিছিল বের করি, আপনি সামনে থেকে নেতৃত্ব দিবেন। আমি আপনরা পাশে থাকবো। যুদ্ধে যাওয়া দূরের বিষয়, এতটুকু করার সাহস আছে?

এই উক্তিটা আমার খুব প্রিয় - "Well done is better than well said."(কে করেছিলেন ভুলে গেছি)। আপনার এই লেখা পড়ে আসলেই বলতে হচ্ছে - well said!!!

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, সচেতন নাগরিক। তয় কিছু কতা আছে -

১) আমি তো গোলাইম্যা বা নেজাইম্যারে পড়ানোর জন্য এই লেখা লিখি নাই। আপনেরা যাতে খবরটা পড়েন & ভাবেন যে "বিষয়টা কি" - এই কারণে লেখাটা দিছি।

২) "দেশের সবাই তাদের সম্পর্কে যা জানে সেইটা নিয়ে তাদের মাথাব্যথা নাই, কারণ হাজার ভালো কাজ করলেও সেই ধারণা বদলাবে না।" - তো চলেন মায়ের কুলে বইস্যা এইবার এক দফা আঙ্গুল চুষি আর খুশির চোডে পিনিক পিনিক হাসি।

৩) নিজামীর নাতি আসল জায়গাতে হাত দিয়েছে, পারলে সেখানে লেখালেখির চেষ্টা নেন। - নেজাইম্যার নাতি না, ঐটা গোলাইম্যার নাতি। আমি চেষ্টা নিতাছি, আপনেও পারলে দয়া কইরা 'জায়গা মত' তাশরিফ আইনেন।

৪) আর চলেন একদিন একটা মিছিল বের করি, আপনি সামনে থেকে নেতৃত্ব দিবেন। আমি আপনরা পাশে থাকবো। যুদ্ধে যাওয়া দূরের বিষয়, এতটুকু করার সাহস আছে? - ঠিক এইখানেই আমাগো পরবলেম। যুদ্ধ মানে কি মিছিল-মিটিং, মাইর-পিট আর হাঙ্গামা ?? রাগিব ভাই তো যুদ্ধের একটা চরম পথ দেখায়া দিছে, আপনে পারলে এমুন একটা পথ বাতলান। পথের দিশা পাইতাছিনা আমি, পুরা অগা লাইগ্যা বয়া রইছি, এইলিজ্ঞাইতো আপনাগো কাছে আইছি সাহায্য চাইতে। পারলে ভালা কতা কন, ব্যাক্তি আক্রমন করেন ক্যা ?? আমার সাহসের সার্টিফিকেট কার কাছ থিক্কা আইন্যা দিমু আপনেই কন, জনাব।

আপনার মন্তব্যে "Very well done".

================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

মৌনতা সম্মতি র লক্ষণ আমি বিশ্বাস করি না
তাই সরব সহ মত প্রকাশ করলাম

জলপুত্র তথাস্থু,

শুভাশীষ দাশ এর ছবি

এই পোস্টের উদ্দেশ্য ভালো। আমাদের কিছু করা দরকার। আর ভালো লাগে না এসব। এদের সাইজ করে দেয়া দরকার খুব তাড়াতাড়ি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।