ছবিব্লগঃ ল যাই মনা সিলটত ... পয়লা পর্ব ...

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: রবি, ১৬/০৫/২০১০ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঠিক কিভাবে আর কি দিয়ে শুরুটা করবো তা ভাবতে ভাবতে একটা সময় গিয়ে মনে হলো - কি আর পারি? আসলেই তো তাই! আর যা পারি তা দিয়ে কি করা যায়, সেই প্রশ্নটাও কিন্তু থেকে যায়। কাজের মধ্যে আছে একটু অফিস যাওয়া, ঘুরাঘুরি করা, ছবি তোলা, সচলায়তন-এ ঢূঁ মারা আর একটু-আধটু ফেসবুকিং & ফ্লিকারিং ... এই তো! তবে হ্যাঁ, ঐ ছবি তোলার কাজ নিয়ে কিছু একটা করা যায়, তার সাথে ঘুরা-ঘুরির কিছু ঘটনা জোড়া দিয়ে। বাহ, বেশ তো!
এইতো ক'দিন হলো সিলেট থেকে ঘুরে এলাম, একেবারে হুট করে গিয়ে হাট করে চলে আসা যাকে বলে। খুব কাছের বন্ধু সিলেটের শাওন 'সুপার স্টার' হবার প্রতিযোগিতায় অংশ নিয়ে কক্সবাজার ঘুরে গভীর রাতে এলো ঢাকায়। শুরু হলো আমাদের ম্যারাথনাড্ডা। আমি, আমার বউ রোয়েনা আর শাওন সামনে যেই টপিকই পেয়েছি, ঐটা নিয়েই দু হাত-পা খুলে আড্ডা মেরেছি। তো কাজ শেষে শাওন মনস্থির করলো যে এবার তার যাবার পালা। আমি আর রোয়েনা এই ২০১০-এ এখন পর্যন্ত সিলেট যাইনি, তাই বেজায় মন খারাপ। এবার দেখলাম অফিসে কাজের চাপ নেই বললেই চলে আর আকাশে মেঘের নাচনটাও বেশ জম্পেশ। তাই আর দেরী না করে হুট করেই সিদ্ধান্ত নিয়ে নিলাম - হচ্ছে এবার সিলেট গমন!

২২ এপ্রিল, ২০১০

হেলেদুলে রাত ১০টায় রওনা হলাম মিরপুর থেকে কলাবাগানের উদ্দেশ্যে। আগে টিকিট কাটা ছিলোনা তাই গিয়েই কাটতে হবে। কিন্তু একি, কোথাও টিকিট নেই! পরি কি মরি করে সি এন জি নিয়ে দিলাম দৌড় ফকিরাপুলের দিকে। যাক বাবা বাঁচা গেলো, শেষ মেষ তিনটা টিকিট পেলাম রাত ১২টার বাসে। তো নিশ্চিন্তে তিন জনা পাশের এক ফাস্ট ফুডের দোকানে আবারও আড্ডার ঝাঁপি খুলে বসলাম। ঠিক পৌনে বারটায় হুস হলো যে আমাদের খবর নেয়া দরকার - বাস কি এসেছে, নাকি আসবে। ইয়া আল্লাহ, আজ কপাল কী এতই খারাপ, কাউন্টার ম্যানেজার বললো কিনা ১২টার বাস পৌনে ১২টায় ছেড়ে চলে গেছে! নিজেকে চিমটি কাটলাম, স্বপ্ন দেখছিনা তো!! এতই অবাক হলাম যে পারলে রাস্তার লোকদের ধরে ধরে জিজ্ঞেস করি - ভাই এইডা কি বাংলাদ্যাশ নাকি বিদ্যাশ? যাই হোক শেষে এক কাউন্টার এটেন্ডেন্টের সাথে দৌড়াতে দৌড়াতে গিয়ে বাসে উঠলাম, ড্রাইভার সাহেব খুব ভদ্রতার সাথে খ্যাঁকিয়ে উঠলেন -"ধুর ভাইজান, আপনারা তিনজন তো আমারে লেট কইরা দিলেন"! কি তাজ্জিব এই দেশ, ১২টার বাস পৌনে ১২টায় ছেড়েও লেট???
--------------------------------

২৩ এপ্রিল, ২০১০

তো মহা ভোরে পৌছলাম ভালো লাগার সিলেটে। ঢাকায় যেখানে তীব্র রোদ আর ভ্যাপসা গরমে টেকা দায় সেখানে সিলেট গিয়ে তো পড়লাম এক বিশাল আশ্চর্যের মধ্যে কারন ওখানে তখন চরম বৃষ্টি চলছে। নিজের কপালকে আর একবার দোষারোপ করলাম একটা ফুলস্লিভ শার্ট না আনার কারনে। বৃষ্টিস্নাত বিকেল কিংবা সন্ধ্যা অনেক দেখেছি কিন্তু এই প্রথম বৃষ্টিস্নাত ভোর দেখলাম, এক কথায় আপূর্ব সেই আলো। গিয়ে উঠলাম শাওনের বাসায় - ওর আম্মুকে জ্বালাতন করতে। সকাল বেলা ঘুম থেকে উঠে নাস্তা সারতে সারতে বাজলো ১২টা। আমি, রোয়েনা, শাওন, সায়েম ভাই আর মুনায়েম ভাই মিলে রওনা দিলাম লাকাতুরা (স্থানীয়রা বলে লাক্কাতুরা) টি এস্টেট-এর দিকে। নিজেকে মনে মনে প্রস্তত করে নিলাম, ওখানে আমার ছবি তোলার কোনো কায়-কারবার নেই কারন লাইফষ্টাইল ফটোগ্রাফি আমার জন্য নয়। যা ভাবা তা’ই কাজ, আমার একটাও ছবি ঠিক মতো তোলা হলো না। তার উপর আবার যমের ডান্ডা পেটা হিসেবে উপস্থিত হলো তীব্র প্রকৃতির ডাক। সেই ডাকে সাড়া দিতে 'বে-দীশা' হয়ে মোনায়েম ভাইয়ের গাড়ী ফেলে সায়েম ভাইয়ের মোটর সাইকেল করে এক দৌড়ে বাসায়। আর আমার পিছু পিছু ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ফটোশ্যুট ফেলে রোয়েনা, শাওন আর মোনায়েম ভাইও চলে এলো। ঠিক করলাম বিকেলে বেড়িয়ে সবাই মিলে রাতে কিন ব্রিজে লং শাটার মারবো। বিকেলে সবাই মিলে শাহ পরান সেতু, ডাম্প ইয়ার্ড হয়ে চরম হৈ হৈ করতে করতে কিন ব্রিজ এলাম। এখানে তো দেখা যায় মানব মেলা, একটা ছবি তুলতে নিলে ১০-১২ জনকে বলতে হয় 'ভাই একটু সরবেন!' মহা মুসিবত। সেই মুসিবত ঠেলে অনেক মজা করে লং শাটার মারা হলো। আর সাথে উপরি হিসেবে পাওয়া গেলো মোনায়েম ভাইয়ের ক্যানন ওয়ান ডি এস মার্ক টু ক্যামেরাটা ব্যাবহার করার সুযোগ আর উঁনার স্পিড লাইট ব্যাবহারের এক চরম গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। কিন ব্রিজ থেকে 'উন্দাল'-এ লাচ্ছি খেয়ে সোজা শাওনের বাসায়। আজকের মতো খেলা ফাইনাল!

একবারের জন্যও বুঝতে পারিনি কাল আমাদের জন্য কী অপেক্ষা করছে !!!

(ছইলবে ...)

১। লাকাতুরা চা বাগানে ...

DSC_7871

২। শাহ পরান সেতু

DSC_7894_NR

৩। কিন ব্রিজ ... সূর্য ডোবার খানিক পরেই

DSC_79271_NR

৪। রাতের কিন ব্রিজ ( মঠেলঃ রোয়েনা)

ZN9C6173_ED_NR
=========================================

এবার রোয়েনার তোলা কিছু ছবি দিলাম -

লাকাতুরা চা বাগানে তোলা -

৫।
_DSC0031

৬।
_DSC0081

৭।
_DSC0026_ED_1

৮।
_DSC0012

৯।শাহ পরান সেতু

_DSC0105_NR


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চলুক। সুন্দর হচ্ছে। এইচডিআর মনে হলো।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

হ্যাঁ, আমি আর রোয়েনা আবার এইচ ডি আর পাগল ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নীল পিপড়া এর ছবি

অসাধারণ ছবি!
আপনার ক্যমেরার মডেল টা কি বস?

সুমন
জেনেভা
সুইজারল্যান্ড

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ সুমন ভাই।

আমি নাইকন ডি৮০ ব্যাবহার করি ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মাহবুব লীলেন এর ছবি

সন্দৈর্য

অনুপম ত্রিবেদি এর ছবি

১০ কিলো ধইন্যাপাতা ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

_প্রজাপতি এর ছবি

সবগুলো ছবিই সুন্দর তবে রোয়েনারগুলো দুর্দান্ত।

--------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

অনুপম ত্রিবেদি এর ছবি

হ, হ, ঠিক, ঠিক। উনি আবার 'লাইফ স্টাইল ফটোগ্রাফি'র একজন বস ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নূপুরের ছন্দ এর ছবি

ভালাহইছে

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ লুপুরাপু ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তিথীডোর এর ছবি

দারুণ সব ছবি!!!!!চলুক

আর রোয়েনাপুর প্রেমে তো পড়েই আছি...লইজ্জা লাগে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নাশতারান এর ছবি

এই মেয়ে চলতে ফিরতে পরনারীর প্রেমে পড়ে কেন? চিন্তিত

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তিথীডোর এর ছবি

ইয়ে মানে...দেঁতো হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

শরতশিশির এর ছবি

এক্ষেত্রে তোমার উত্তর হওয়া উচিতঃ ''আমি তো প্রেমে পড়ি নি, প্রেম আমার উপর পড়েছে''! ঠিক বললাম না? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

তিথীডোর এর ছবি

ঠিক ঠিক!হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ ...

আহা ... বাতাসটা যদি আমার দিকে একটু আসতো ... আহা ... !!!

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনি নিশ্চয়ই আমার মনের কথাটা বলে দিয়েছেন তাই না চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বাউলিয়ানা এর ছবি

দারুন !

চলুক

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ !

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

চমৎকার ছবি চলুক

আচ্ছা, এইচডিআর গুলি কি কয়েকটা শট জোড়া দিয়ে বানানো নাকি একটা ছবিতেই এডিট করেন?
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যাবাদ।

আসলে HDR করতে অনেকগুলা ছবি জোড়া লাগাতে হয়না। ৩,৫,৭,৯ ... এই রকম সংখ্যক ছবির ব্র্যাকেটিং করে টোন ম্যাপিং করতে হয় ( চান্স পায়া একটু ঝাইড়া দিলাম আর কি !!) । আবার Single RAW file দিয়েও তা করা যায়। আমি দুটোই করি। যখন চারিদিকে খুব বেশি Movable object থাকে তখন Single RAW file দিয়ে কাজ চালিয়ে দেই।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

জোড়া লাগানো বলতে ঐ ব্রাকেটিংটাই বোঝাতে চাচ্ছিলাম; যাইহোক, জবাব পাওয়া গেসে দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

পান্থ রহমান রেজা এর ছবি

দেখলাম। পরের শো-এর বুকিং দিলাম।
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

অনুপম ত্রিবেদি এর ছবি

দেখার জন্য ধন্যবাদ। পরের শো আসতে যদিও একটু সময় লাগবে তবুও আপনাকে DC সিট দিলাম ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মামুন হক এর ছবি

দারুণ সব ছবি!!

অনুপম ত্রিবেদি এর ছবি

দারুন মন্তব্যের জন্য দারুন ধইন্যবাদ ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

বুনো জারুল এর ছবি

ভাল্লাগলো......

দারুন সব ছবি তুলেছেন আপনারা.....
রোয়েনার গুলো তো অসাধারণ!!!

***************************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing himself.
***************************************************

*****************************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing thyself.
*****************************************************

অনুপম ত্রিবেদি এর ছবি

দারুন ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দময়ন্তী এর ছবি

ভয়াবহ সুন্দর সব ছবি৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অনুপম ত্রিবেদি এর ছবি

ভয়াবহ ধন্যবাদ ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

বালক এর ছবি

সবগুলোই ভালো লাগলো।
২-৮-৯ একটু বেশি ভালো লাগলো।

*************************************************************************
ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করবো কেনো?

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনাদের হিংসা করি ... এত্ত সুন্দর একটা জায়গায় থাকেন ... ইশ ...

অনেক ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

বালক এর ছবি

দেঁতো হাসি

*************************************************************************
ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করবো কেনো?

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

নাশতারান এর ছবি

আমি বেগুনি-পাগল মানুষ। তিন নাম্বার ছবিটা দেখে পাগল হয়ে গেলাম। আকাশ কি এতটা বেগুনি ছিলো নাকি তোমার কেরিকেচি?

রোয়েনার তোলা সাত নাম্বার ছবিটা সুন্দর লেগেছে বেশি। তোমার বউ নিজে ব্লগ লেখে না কেন?

আর এই যে তোমায় মাথায় বাড়ি। Smiley
এইখানে দেখো।

সুশীল ভাষার চেয়ে উড়াধুরা ভাষায় তোমার পোস্ট বেশি ভালো লাগে আমার। যেমন ভালো লেগেছিলো তোমার 'সাধের নাও, বাজাইলি রে তুই ডুগডুগি ... ... ...'।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনুপম ত্রিবেদি এর ছবি

এক এক করে আলুচনায় আসি ...

তিন লম্বরটা আমি একটু ওয়ার্ম টুনে খিঁচছিলাম মাগার 'র ফাইল' প্রসেস করার সময় টুনডা কুল করতেই এই বেগুনি আসমান চইল্লা আসছে। তার মাইনে হইলো ছবি খিঁচার সুমায় কুল টুনে তুললে এমুনিই আসতো ...

আমার বউ বুলগ লেখেনা কারন লেখার বিষয় নিয়া গুগলে বহু খুঁইজাও বেচারি কিছু পায় নাইক্কা। আমি কইছিলাম - আমি যেমন বাল ছাল লেইখা পরে ছবি টাংগায়া দেই তুমিও এমনি কইরা 'পায়খানার মতো পাতলা খিঁচুড়ি রান্ধার রণ-কৌশল' নাম দিয়া একটা কিছু লেইখা লগে কয়ডা ছবি ঝুলায়া দেও, মাগার উনিতে রাজি হয়নাইক্কা।

ধন্যবাদ, তয় মাথাত বাড়ি খায়া ঐ হালায় হাসে ক্যা???

তুমারে আর সুশিল ভাষায় মন্তব্য করলামনা, হইছে !!!

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শুভাশীষ দাশ এর ছবি

বিয়াফক ভালু পাইলাম।

------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অনুপম ত্রিবেদি এর ছবি

বিয়াফক ধইন্যবাদ দিলাম। তয় ভাই আপনি কি তুতলা - এক কতা দুইবার কইলেন ক্যা??

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শুভাশীষ দাশ এর ছবি

বিয়াফক ভালু পাইলাম।

------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালৈছে! আমার সাম্প্রতিক এইচডিআর গুলি দিতে মঞ্চায়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

হ, হ, দেন, দেন। ঐগুলারে লয়া কতা-বার্তা কইলে আমাগো সবারই উপকার হইবো। আমি নিজে HDR লয়া একটা টিউটোরিয়াল লেখতে আগ্রহি, কিন্তু ক্যামনে লিখুম ঐটা গুছাইতে পারতাছিনা। আপনে দেন কয়েকটা, আলুচনা করলে লেখার প্লটটা মাথায় চইলা আসবো।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দিক্কার... আমারে এইচডিআর করা শিখান...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনারে ডবল দিক্কার, আমারে হাতের কাছে পায়াও শিখেননা ক্যা?? খালি সচলে আয়া দাবড়ানি দেন ... হুররররররর !!!

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এক সপ্তাহের ভিত্রে এইচডিআর করা শিখুম। আগামী মাসে নাইকন ডিআশি কিনুম। তারপর আপনের ভাত যদি না মারছি, তাইলে খিচুড়ি খামু চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুহান রিজওয়ান এর ছবি

হে সচলের ফটুগফুরেরা, আপনেরা দেখি মেসি হয়্যা যাইতাসেন !!!

_________________________________________

সেরিওজা

অনুপম ত্রিবেদি এর ছবি

হে সুহান ভায়া ... এত্ত মেসি মেসি করিওনা, বেডায় যদি কুনুভাবে বিশ্বকাপে 'খেল' দেখাইতে না পারে তয় তো মনে হয় তুমি ইষ্টুক খাইবা ... !!!

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

হরফ এর ছবি

kudos অনুপম। ভয়ানক মুগ্ধ হলাম। বিশেষ করে গ্রাম বাংলার ম্যাডোনাকে দেখে আমি বাক্যহারা, আপনাদের হাতের কাজ দু্র্দান্ত।
----------------------------------------
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"

ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

জোহরা ফেরদৌসী এর ছবি

অনুপম, অসম্ভব সুন্দর ছবিগুলোর জন্য সাধুবাদ ।

৫ থেকে ৮ ছবিগুলো সবচেয়ে ভাল লাগল । ঘুমন্ত শিশুকোলে মায়ের (৭) ছবিটা এওয়ার্ড পাওয়ার মত সুন্দর । আমার হাতে তারকা নেই ভাই, তবে একটা রোদেলা আকাশ দিলাম আপনাকে চমৎকার বর্নণার সঙ্গে উদাস করা ছবির জন্য ।

……………………………………
বলছি এক জ্যোতির্ময়ীর কথা

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

আসলে ৭ নাম্বার ছবিটা আমার না, আমার বউ রোয়েনা'র তোলা। আসলেই ঐটা একটা ফাটা-ফাটি ছবি। আর আপনার মন্তব্যে রয়েনা অনেক গুলা LIKES দিয়েছে।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ধুসর গোধূলি এর ছবি

- আপনি ছবি তুলবেন, আর সেগুলো সুন্দর হবে না, এমনটা তো হতে পারে না! হাসি

মানুষের ছবিসহ এইচডিআর কেমনে করলেন! ভূতের মতো অবয়ব আসে নাই যে! চিন্তিত

আমাদের জনৈক ফুটোগ্রাফার এইচডিআর করলেই তো তাতে বারোভূতের আনাগোণা দেখি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমাদের জনৈক ফুটোগ্রাফার এইচডিআর করলেই তো তাতে বারোভূতের আনাগোণা দেখি!
হা হা হা ...

ইনি মনে হয় ১টা শট থেকে করেছেন। কিংবা একাধিকও হতে পারে, মডেল তো ওনার নিয়ন্ত্রণে থাকার কথা। সেক্ষেত্রে ১ সেকেন্ড চুপ করে থাকা কঠিন না।

অনুপম ত্রিবেদি এর ছবি

@পিপিদা, অনেক ধন্যবাদ।

আসলে এইগুলা সব ক্যান্ডিড শট, এইখানে মডেলকে খাড়া করায়া রাখার সুযোগ নাই। তবে হ্যাঁ, মানুষের ছবি HDR করতে চাইলে একটা শট দিয়াই কাজ সারতে হয়।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনুপম ত্রিবেদি এর ছবি

@ধূগোদা, ধন্যবাদ। আমি ছবি তুলছি আর ঐগুলা ভয়াবহ রকমের 'ইয়াক থুইং' আসছে, এমন ছবি হাজারো আছে ... হে ... হে ... হে...

আসলে HDR ছবির ফিনিশিং-এর উপর সব কিছু নির্ভর করে। শুধু ব্র্যাকেটিং করা ছবি মার্জ করে টোনম্যাপ করলেই কিন্তু ছবির ফিনিশিং আসে না। এবং এইটাই হইলো HDR-এর আসল রহস্য। মানুষ subject হিসেবে থাকলে ঐটাকে ২বার দুইরকম করে টোন ম্যাপিং করা লাগে - একবার, আশেপাশের সব কিছুর পার্ফেক্ট ইফেক্ট নিয়ে আর দ্বিতীয়বার, হিউম্যান ফিগারটার পার্ফেক্ট ইফেক্ট নিয়ে। তার পর ফটোশপে ২টা ছবি কে নিয়ে গিয়ে হিউম্যান ফিগারটার পার্ফেক্ট ইফেক্ট দেয়া ছবিটার উপরে আশেপাশের সব কিছুর পার্ফেক্ট ইফেক্ট দেয়া ছবিটা কপি-পেস্ট করতে হবে। এবার ইরেজার টুল সিলেক্ট করে এর অপাসিটি ৩০%-৪০% এর মধ্যে রেখে & ফ্লো সর্বোচ্চ ১০% রেখে শুধু হিউম্যান ফিগারটাকে ব্রাশ করতে হবে, যতক্ষন পর্যন্ত না আপনার ইফেক্টটা পার্ফেক্ট আসে।

ব্যাস হয়ে গেলো। আসলে বস, HDR করতে অনেক ঘাপলিং কারণ এটা শুধু পোস্ট প্রসেসিংয়েই ঝামেলার কাজ না, প্রি প্রসেসিংটাও বেশ হিসাবের ব্যাপার।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আশরাফ মাহমুদ এর ছবি

তীব্র ঈর্ষা জানাই। মন খারাপ

একটা টিউটোরিয়াল দেন তো, অনুপমদা'। আমরা একটু মানুষ হই। এইচডিআরের জন্য কি আলাদা লেন্স কেনা লাগে? আমি কি আমার ডি৯০ দিয়ে করতে পারবো?

আর হ্যাঁ, মাক্রো-ফটোগ্রাফী আর লেন্স নিয়ে লেখা দিবেন বলে আজ পর্যন্ত-ও দিলেন না! রেগে টং

==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
আলোকবাজি

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

হ্যাঁ, আশা করছি খুব শীঘ্রই HDR নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করে ফেলবো। আপনি অবশ্যই D90 দিয়ে HDR করতে পারবেন & এর জন্য আলাদা কোনো ল্যন্স কেনা লাগবেনা।

হুম ... ম্যক্রো নিয়ে লেখা দেবো বলেছিলাম ... কিন্তু কবে দেবো???

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সংসপ্তক এর ছবি

ফাটাফাটি। ২ আর ৫ বেশি জোস।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শরতশিশির এর ছবি

আরেব্বাহ্‌! দারুণ সব ছবি! আগের পোস্টগুলাতেও একই কথা বলসি, ভাবসিলাম কিস্যু বলবো না এইবার! চোখ টিপি

একটা ভাল SLR ক্যামেরা কিনি, তারপর এইসব HDR মাল-মশলা দিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে। কতক্ষণ লাগে আপনার একেক্টা ছবির পেছনে পোস্ট প্রসেসিং করতে?

পরের পর্বের অপেক্ষায় রইলাম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ। এক কাজ করেন, এখন থেকে আগের লেখায় আপনার কমেন্ট নাম্বার আর লিঙ্ক দিয়ে দিবেন, বুঝে নেবো ... মু হা হা হা ...

হুম ... তারাতারি কিনেন ... আসলে প্রসেসিং-এর টাইমটা নির্ভর করে আপিনি যা যেভাবে চাচ্ছেন তা কতকাহ্নি তারাতারি পাচ্ছেন তার উপর। এইতো ক'দিন আগে একটা ছবি প্রসেস করতে লাগলো ৩ দিন !!! তবে সাধারনত দেড় থেকে দুই ঘন্টার মধ্যেই একটা ছবি ফাইনাল করা যায়।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মহাস্থবির জাতক এর ছবি

অশ্লীল রকমের মন খারাপ-করা সুন্দর।
________________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ। তয় ভাই 'অশ্লীল' কি জিনিশ???

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

খুব চেনা শহরটা থেকে এখন আমি অনেক দূরে... চেনা শহরের অসাধারণ কিছু ছবি দেখতে খুব ভাল লাগল, আর লেখাটাও ।।

''চৈত্রী''

অনুপম ত্রিবেদি এর ছবি

সিলেট হলো আমার খুব প্রিয় একটা জায়গা। মন্তব্যের জন্য ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দুষ্ট বালিকা এর ছবি

লুহাসদা, তুমি লুক্ষ্রাপ তাতো আগেই জান্তা...তাও আবার মনে করায় দিলাম। রো রে এইবার পাছায় লাত্থি মাইরা পুস্ট দিতে বসাও... দুজনের ছবিই কত্মরামা হইসে!

দুর্দান্তিস! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রানা মেহের এর ছবি

ছি ছি ছি
আপনারা এর আগে সিলেট যাননি?
এজন্য তো উচিত আপনার আগের সব লেখায় গিয়ে এক দিয়ে আসা।:-D

সিলেট গিয়ে আপনাদের ফটোগ্রাফার জীবন 'জীবন' নামে ঘোষিত হলো.

ছবিগুলো খুব ভালো হয়েছে। কিনব্রিজ দেখে মন কেমন করে উঠলো। আমাদের ভাঙাচোরা ব্রিজটাকে কীকরে এতো সুন্দর করে ফেললেন বলুনতো?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অনুপম ত্রিবেদি এর ছবি

রানা আপু, কে আপনাকে এই তথ্য দিলো যে এটাই আমাদের প্রথম সিলেট যাওয়া? আমি আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে মাত্র একবার গিয়েছি ছবি তুলতে কিন্তু সিলেটে এই নিয়ে আটবার যাওয়া হলো। এবং এই বছর যতদূর সম্ভব ৫-৬ বার যাওয়া হবে ...

আমার খুব প্রিয় দুটি জায়গা হলো সিলেট আর বান্দরবান। বার বার যেতে ইচ্ছা করে। সিলেট আর বান্দরবান এত্ত সুন্দর যে, যাই তোলা হোক না কেনো, তা ছবি হয়ে যায়। আমরা সবসময় সিলেট গেলে সবাই মিলে অনেক রাত অব্দি এই কিন ব্রিজে আড্ডা মারি।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রানা মেহের এর ছবি

Oopsi Daisy খাইছে

আমি আর রোয়েনা এই ২০১০-এ এখন পর্যন্ত সিলেট যাইনি, তাই বেজায় মন খারাপ।

এই লাইন পড়ে ধরা খেয়েছি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নির্জন স্বাক্ষর এর ছবি

ফেসবুকে এই ট্যুরের একটা প্যানারোমা দেখসিলাম, ঐটা কই? পরেরবার দিও।

ব্রিজের ছবিটায় ফেভ মার্লাম। আমার অনেকদিনের শখ, এমন একটা তুলুম। ছবিটা দেইখা আমাদের সেই ট্যুরের রাতের আড্ডার কথা মনে পড়ল। হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

এটা প্রথম দিনের ঘটনা। প্যানারোমাটা দ্বিতীয় দিন করা। সেটা আসছে ... ধৈর্য ধরো সুনা ...

ব্রিজের যেই ছবিটাতে রোয়েনা মডেল হয়েছে ঐটাই সেই বিখ্যাত ছবি, যেটাতে মোনায়েম ভাই পেছন থেকে ফ্ল্যাশ মেরেছে ...

সিলেট গেলেতো এই ব্রিজেই আড্ডা হয় ... আহা আমাদের সেই 'বিখ্যাত ট্যুর' ... তবে ঐ ট্যুরটা থেকে একটা জিনিশ শিখেছি - 'শুয়র' কোনোদিন মানুষ হয়না ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যুধিষ্ঠির এর ছবি

আপনাদের দুইজনরেই কইষ্যা মাইনাস। এতদিন বহুৎ লোকজন বারবার আপনারে এইচডিআর নিয়া টিউটোরিয়াল লিখতে বলসে। আপনি সেইটা না কইরা খালি দুর্ধর্ষ সব ছবি পোস্টাইয়াই যাইতেসেন! যতদিন পর্যন্ত টিউটোরিয়াল না লিখবেন ততদিন পাঁচতারা দিমু না।

অনুপম ত্রিবেদি এর ছবি

যুধিষ্ঠিরদা ক্ষেপেন ক্যা, ডরাইছি তো !!!

গায়করা যেমুন বারবার অনুরোধ না করলে গান গায় না, আমিও তেমনি একটু হালকা ভাব লইলাম আর কি ... এই জনমত যাচাই বলতে পারেন ( কইশ্যা চোখ টিবির ইমো)। তয় এই লেখার সেকেন্ড পার্ট শেষ কইরাই HDR লয়া টিউটোরিয়াল বানাইতে বইসা যামু, ইনশাল্লাহ ... ততদিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অরূপের টিউটোরিয়াল আছে তো!
http://www.sachalayatan.com/arup/21557

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

যুধিষ্ঠির এর ছবি

ধন্যবাদ। এই টিউটোরিয়াল লেখকের ব্লগে গেলে দেখা যায় না কেনো?

অনুপম ত্রিবেদি এর ছবি

আমারও একই প্রশ্ন, ব্যাপারটা কি???

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাইফ তাহসিন এর ছবি

চোখ ট্যারা হইয়া গেছে গা!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনুপম ত্রিবেদি এর ছবি

ডাক্তরের ৪০০ ডলার ভিজিটের কতাডা কি ভুইল্লা গেছেন, ভাই??

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনুপম শুভ এর ছবি

কিচ্ছু কইবার নাই.....
সব গুলানই ঝাক্কাস....

অনুপম ত্রিবেদি এর ছবি

কিচ্ছু না কইবার জইন্য ধইন্যাপাতা ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

আমিও এইচ ডি আর এর ফ্যান হয়ে গেলাম!

চপল

আঁকাইন এর ছবি

৩ আর ৭ নম্বরটা অসাধারণ!! ৭ নম্বরটি আঁকতে মন চাইছে। হাসি

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।