[ হ, আমি একজন টিউটোরিয়াল খেলাপি, কতা আছিলো HDR লয়া একটা টিউটোরিয়াল লিখুম কিন্তু এখনও তা সচলের পাতায় দেখা যায় নাইক্কা। জিগান, ক্যা? আরে ভাই অফিসে হারাডা দিন কাম-কাজের তলে পইড়া থাকি, কুনু দিকে কুনু মন দিতে পারিনা। কিন্তু কতা অইলো, এক্কেলে যে লিখি নাই তা কিন্তু না ... লিখছি রে ভাই, তয় পুরা ফিনিশ মারতে আরো কিছু টাইম-টুম দরকার। এতো অধৈর্য অইলে কি আর অয় ... ছবুরে মেওয়া ফলে ... হেইডা কি বই খাতায় পড়েন নাই??? ]
------------------------------------------------------
আমাগো দ্যাশে ক্ষুধা আছে, দারিদ্রতা আছে, আছে হাজারো অনিয়ম। তারপরও এই দ্যাশটা এতো সুন্দর ... এত্ত সুন্দর, খালি মনে হয় সব কিছু ফালায়া এই মায়া ভরা দ্যাশটা জুইড়া টু-টু কইরা ঘুইরা বেড়াই। মাগার হেইটা আর করা হয়না। তয় যখনই টাইম পাই, এক ছুটে যাইগা এদিক-সেদিক আর চোখ জুইড়া দেখি, মন ভইরা ছবি তুলি। এবং অবশ্যই, ঐ যে ভালু ছবি তুলতারিনা, খালি কষ্ট পাই। যদি একবার আমার এই অপরূপ দ্যাশটার আসল রূপটা খালি একটা ছবিতে ফুটায়া তুলতে পারতাম, তাইলে নিজেরে ধইন্য মনে করতাম। কিন্তু আইজও হেই সুভাগ্যডা হইলোনা ... ধুশশালা ...
আগেও কইছি, এহনও কই - আমি পবল নাও পেমি ... নাও লয়া আমার পেম বায়াচায়া পড়ে। তাই তো আমার বেশিরভাগ ছবিতেই খালি ফটাৎ কইরা ঐ জিনিশ আয়া পড়ে। পরথম কিস্তি দেওনের পর আরো কিছু ছবি আপায়া রাখছিলাম দ্বিতীয় কিস্তি মারার লাইগা ... আইজ ঐগুলান শেয়ার করলাম ...
১) তারাগঞ্জ, কাপাসিয়া।
-------------------------------------------------------------------
২) শংখ নদ, বান্দরবান।
--------------------------------------------------------------------
৩) জাফলং, সিলেট।
---------------------------------------------------------------------
৪) ভোলাগঞ্জ, সিলেট।
----------------------------------------------------------------------
৫) বৈদের বাজার, সোনারগাঁ।
----------------------------------------------------------------------
৬) শংখ নদ, বান্দরবান।
----------------------------------------------------------------------
৭) মিরপুর বেড়ি বাধ, ঢাকা।
----------------------------------------------------------------------
৮) মিরপুর বেড়ি বাধ, ঢাকা।
----------------------------------------------------------------------
৯) শ্রীপুর, সিলেট (এইটা লীলেন ভাইয়ের বিয়া খাইতে গিয়া তোলা ...)
------------------------------------------------------------------------
**এইবার আমাগো রোয়েনা আপার দুইডা ছবি চামে-চিকনে চুরি কইরা দিয়া দেই ... আমার বাতাস উনারেও কিছুডা পাইছে ... ...
১০) শঙ্খ নদ, বান্দরবান।
-----------------------------------------------------------------------
১১) শ্রীপুর, সিলেট।
------------------------------------------------------------------------
[ফুট লুটঃ যদি কেউ কুনু ছবির সম্পর্কে কুনু কতা জিগাইতে চান ... বরাবর জানান দিয়েন। উত্তর পাওনের পুরা নিশ্চয়তা দিতারতাছিনা ... মাগার টেরাই মারুম ... ]
মন্তব্য
ব্যাপক!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
ধইন্যবাদ ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসামান্য লাগলো ছবিগুলো।
পচুর আনুন্দিত হইলাম ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
না মিয়া, আপনে মানুষ না, মাইনষের হাতে এরাম ছবি উঠে না, ৩ লম্বর ছবি দেইখা এখনো টাশ্কি লাইগা রইছি, বাকিগুলান দেইখা আবার কমেন্টামু
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আপনেরে কি কেউ কুনুদিন কইছিলো যে, 'এই বেডা লুলুপম একটা মানুষ'??? ভাই, আকামের ঢেকিরা বেবাকতে অমানুষই হয় ... জাইনা রাখেন ...
অনেক ধইন্যবাদ ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
লুলপম ভালু পাইলাম তাই লাইক মারলাম।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
- লীলেন্দা কি নাও দিয়া বিবাহ করতে গেছিলেন নাকি?
খাড়ান, আমি আমার মোবাইলের ক্যামেরার লাইগা লেন্স খুঁজতাছি। তারপর এমুন ফটুক তুলুম, দেখবেন সাধারণ কলার ভেলারে কেমন ময়ূরপঙ্খী নাওয়ের মতোন লাগতাছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
না, এইটা লীলেন্দার বিয়ার পরের দিনের ছবি ... হি ... হি ... হি ...
http://www.cokin.com/ico14.html -এইখানে দেখেন, মোবাইলের লাইগা ম্যাগনেটিক টাইপ ল্যান্স পাইবেন। তারপর আসেন দুই ভাই মিল্লা গলা-গলি কইরা কলার ভেলার ফটুক খিঁচতে যাইগা ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
জোশ!
এক নাম্বার ছবিটা তো বোধহয় এইচডিআর করা না, নাকি? এইটা আমার সবচেয়ে ভালো লাগলো।
না, ভাইজান, ভুল হইছে। ঐডাও HDR (সিঙ্গেল ফাইল টোনম্যাপ আর কি !!!) করা, তয় এফেক্ট অনেক কম।
ভাল্লাগছে জাইনা আমিও জুশিতো হইলাম ... ধইন্যবাদ ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসাধারণ!
<ভীত মানব>
ডরায়েননা ... মারুমনা তো ... !!!
ধইন্যবাদ ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
রোয়েনার* ছবিগুলা বেশী ভালুইচে যদি তুমি রোয়েনার কাছে ছবি তোলা শিখে থাক তাইলে তোমার ছবিগুলাও ভালইছে
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কিরে বেটা অনুজীব, ফেসবুক ছাইড়া এখন সচলে আইছ লুলামি করতে ... !!!
মু হা হা হা হা ... শয়তান ... ধইন্যাপাতা তোরে ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কবে যে এমন ছবি তুলতে ও এডিট করতে পারবো
বেশি জোশ, খেয়ে ফেলতে ইচ্ছা করে এমন।
ত্রিবেদদা, চরম হইছে।
পলাশ রঞ্জন সান্যাল
হাহ ... হাহ ... হা ... ফটাশ কইরা শুরু কইরা দেন ... পারবেন ... আর আপনের এত্তো ক্ষিদা ক্যা??? আমার ফটুক গুলানরে খায়া ফালাইবেন, এইটা কি মগের মুল্লুক??? ভাই, গলায় কিন্তুক কাঁটা বিনবো ...
অনেক ধইন্যবাদ ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসাধারন লাগল সবগুলোই । ৩ নং ছবিটি অপার্থিব লাগলো ।
ছবি নামানোর জন্য flickr acc খুললাম কিন্তু নামাতে পারলাম না ।
ধইন্যবাদ।
অতীব দুঃখিত, আমার সব ফটুক গুলান কপি রাইটেড আর ডাউনলোন এক্কেলে বন কইরা দেওয়া আছে। যে যেমনে খুশি নিজের ইচ্ছা মতো লইতারতোনা।
ফ্লিকার একাউন্ট যখন খুইলাই ফালাইছেন ... তখন কিছু ছবি তুইলা আপায়া ফালান ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
নৌকা কই? আমি তো খালি আকাশ আর মেঘ দেখি।
আলাঙ্গীর ভাই, এইটা কি কইলেন??? কিছুই তো বুজতারতাছিনা ... আকাশ আর মেঘ পাইলেন কই??? আমার চউক্ষে খালি বিল্লিং ভাসে ... ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
- ওয়াইড এঙ্গেল আলমগীর ভাই, ওয়াইড এঙ্গেল লেন্স লাগান চোখে। নাইলে তো নৌকা মালুম হবে না, তয় ভেলা টেলা দেখতে পারেন বড়জোর!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হুঁহ্ ! একটাও আমার দুই-মেগাপিক্সেলের মতো হয় নাই ! তয় চেষ্টা চালাইয়া যান, হইব একসময়...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হ গো দাদা ... এইসব দশ-মেগাপিক্সেল আসলেই আপনার দুই-মেগাপিক্সেলের কাছে পুরাই হালুয়া-রুটি ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অবশ্যই রোয়েনার ছবিগুলা সুন্দর, আর লুলুপমের ছবি পঁচা
খালি ৯ নম্বর ছবিটা অসাধারণ, কারণ এইটা তোলার সময় আমি পাশে ছিলাম। কীভাবে তুলতে হবে না হবে তা শিখায়ে দিছিলাম বইলাই না...
যাহোক...
১১ নম্বর ছবির মেঘটা দেখে মনে হইলো অন্যখান থেকে এনে এখানে ফিট করে দিছেন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হে ... হে ... নজলুল ভাই, আপনার কাছে তো লুয়েনা'র ছবি গুলানই ভালু লাগবো - এ আর নয়া নিকি??? হ, ঐটা তো আপনে না থাকলে তুলতেই পারতাম না (অবশ্য তখন আপনে গাড়িতে বয়া আমারে মিস কল দিয়া হেভী ডিসটাব দিসেন ... !!!) ।
যা হোক ...
১১ নম্বর ছবিটা কুনু ভাবেই আকাশ কাটা না, আকাশটা সেদিন এই রকমই ছিলো।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ছবি গুলি আপনে এক্কেরে সময় মতো দিছেন। ভাইরে, কী যে গরম পরছে এইখানে! ১১ নাম্বার ছবিটা দেখে মনে হলো ইস যদি পানির মধ্যে ডুবাইতে পারতাম। ১ নাম্বারটাও খুব ভালো লাগলো, তবে পানিতে নামতে ইচ্ছা করলো না
--------------------------------------------------------------------------------
অনেক ধন্যবাদ ভাবী। হুম, ১১ নম্বরটা বাংলাদেশ-আসাম সীমান্তের খুবই কাছের ছবি। আসামে তখন ধুমায়া বৃষ্টি, বাতাসটা ভীষণ ঠান্ডা, আমাদের সবাইর খুবই পানিতে নাইমা পড়তে মঞ্চাইতাছিলো ... মাগার ... ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ছয় নং অথবা ছয় নাম্বার ! মাথাই নষ্ট!!
ধন্যবাদ। এই ছবিটা নৌকা থিকা খুবই রিস্ক লয়া লো-এঙ্গেলে মারা ... মাঝি ভাবছিলো আমি পুরাই তার ছিড়া ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
সব গুলোই অনেক সুন্দর কিন্তু সাত আর দশ... উফ্ !!!
''চৈত্রী''
ধন্যবাদ।
শংখ নদ আমার আর রোয়েনা'র খুবই প্রিয় একটা জায়গা, আর মিরপুর বাধটা তো সন্ধ্যা বেলায় পুরা স্বর্গ হয়া থাকে ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসাধারণ!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অনেক ধন্যবাদ ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ওরে রে!!!!!!!!
কি মাঝি, ডরাইলা?
দ্রোহী দা রে ... ধন্যবাদ রে !!!!!!!!
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অলৌকিক!
৩ আর ১০ অলৌকিকতম।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ বুনো।
এই দ্যাশে হারাটা দিন এমুন অলৌকিক বহুত ছবি ঘুরা-ঘুরি করে ... আমরা খালি দেখি কম ... এই আর কি !!!'
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
সবগুলোই সেইরকম খাসা!
শেষের ছবিটা অদ্ভুত রকম সুন্দর। ওপাড়ের পাহাড় আর এপাড়ের তীর যেখানে এক হল, তার ওপাশের বাঁকে কি আছে দেখতে ইচ্ছে করছে। অসাধারণ!
অনেক ধন্যবাদ। আমারও ঐ জাগাটা দেখার খুব শখ, কয়দিন বাদে আবারও যামু ... তখন দেখা আর মিস হইবোনা আশা করি ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অনেক ধন্যবাদ।
হুম, আমারও ঐ বাঁকটা দেখার খুব ইচ্ছা ... কয়দিনের মধ্যেই আবার যামু ... তখন আর মিস করুমনা ... ইনশাল্লাহ ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
এই সব পঁচা ছবি আমি দেখি না। আনন্দের সাথে মাইনাস।
...........................
Every Picture Tells a Story
হে ... হে ... হে ... বুচ্ছি, আপনে সানগেলাশ লাগায়া লইছেন তাই তো দেক্তারেননাই। যাউগ্যা, মাইনাচ পায়া বিয়াপক আনন্দনিত হইলাম, কারণ অন্ততঃ একজনে তো বুঝছে যে আমি একটা মাইনাচ পাব্লিক ... ... (চোখ টিবির ইমো)
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
নাও আমিও খুবই ভালু পাই! তবে আমার একেবারেই HDR ভাল লাগে না... কেন যেন মনে হয় এমনিতেই প্রকৃতির রূপ ধ্বংসে নিমত্ত মানুষ, তার উপর ছবিতেও কৃত্রিমতা এনে ফেলব?! কিন্তু আপনার ছবিগুলি সেই ধারণা বদলে দিচ্ছে! বিশেষ করে ৩ আর ৬ নম্বর দেখে খালি ভাবছি, এত চমৎকারভাবে আলো-ছায়া-রঙের খেলা শুধু শুধু একটা ছবি দিয়ে ধরা সম্ভব কিনা! আমারো এবার একটু একটু ইচ্ছা করছে চেষ্টা করে দেখতে!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হুম, এটাই হয়, আমরা সহজে নতুন কিছুকে মেনে নিতে পারিনা। সেই 'নতুন কিছু' আমাদের ঘাড়ে চেপে বসে আমাদের অনেক সৃষ্টিকে নষ্ট করে দিতে পারে এই ভয়ে এড়িয়ে চলি নতুনের পথ। কিন্তু ভেবে দেখিনা একবারও আমি তো আমার মতো করে নতুনকে গ্রহন করতে পারি, তার উপর চেপে বসে তাকে করতে পারি অনেক সৃষ্টিশীল।
HDR আসলেই এমনই অনেক নতুন কিছু ... ঠিক মতো করতে পারলেই মজাটা বোঝা যায়... চেষ্টা চালান ... সামনেই শুভ দিন ... হা ... হা ... হা...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
HDR এর টিউটোরিয়াল দ্যান ছিগ্গির।
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
দিবাম ... দিবাম ... অপেক্কা করুইন ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
রোয়েনার ছবিগুলো আসলেই সুন্দর। আপনি রোয়েনার মতো ছবি তুলতে চাইলে আমার কাছে পেরাইভেট পড়তে পারেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
জ্বি স্যার, আপনার কাছে পড়তে গেলে আমারে মাসে কত কইরা দিবেন???
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
বরই সৌন্দর্য সুহাস! অনেক দিন পর উৎসাহ পাইলাম ছবি তোলার। ধন্যবাদ!
অনেক ধইন্যবাদ ক্রেজি ফ্রগ ... থুক্কু ... ক্রেজি ফ্লয়েড ...
উৎসাহ পাইলে এক্ষুনি কুনু কতা না বড়ায়া ঝাপায়া পড়েন ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
সৌন্দর্যের অশালীন রকমের ভুরিভোজের আয়োজন দেখে ক্লান্ত হয়ে শুধু অভিশাপ দিয়ে ফিরে যাই আপন ডেরায়।
ইয়ালি....মাইনাসসসসসসসসসসসসসসসসসস
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
ইয়া আল্লাহ ... ইডা কি আকতা-কুকতা ... ছবি দেইক্ষা অভিশাপ !!! আল্লায় সইবো না গো ... আল্লায় সইবো না ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসম্ভব সুন্দর ছবিগুলি।
অসুম্ভাব ধইন্যবাদ পিপিদা ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসাধারণ!!! ৪ আর ৫ বেশি ফাটাফাটি!!!
অনেক ধন্যবাদ ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আমি এইসব ছবি দেখিনা।
না দেইখ্যাই হিংসা প্রকাশ করার জন্য কমেন্টাইলাম!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ছবি না দেখাউ একটা পূন্যের কাম। বহুত আচ্ছা ... বহুত আচ্ছা ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আপনার ৩ নাম্বার ছবিতা ফাটাফাটি রকম সুন্দর। আলোর খেলাটা ভাল লেগেছে। এইরকম ছবি তোলার টিপস দিলে খুশি হব।
জব্বর ছবি একটার পর একটা, মিয়া-বিবি দুইজনেরই, যেমন হওয়ার কথা ।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন