[লাষ্ট পুষ্টে পুরা ইজ্জতের উপর হামলা হইছে ... হালায় ফ্লিকার থিকা HTML কুড আইনা পেজ ভাসায়া দিলাম, মাগার কুনু ছবি দেহায় না ... চারিদিকে খালি কুড আর কুড। রিচ টেক্সট এডিটর সাব ঠাডা পইরা মরুক, লুকটা খুউপ খ্রাপ। আইজ আবার নয়া কইরা বইছি, কুনুরুপ চুদুর-বুদুর হইলে এডিটর সাবের ভুড়ি গালায়া তুরাগের ঐপাড় ফালায়া আসুম!!!]
কতা কিন্তু কতা তা না , ঘটনা হইলো পুলাপাইন্না বয়সের মজাডাই আলাদা। হারাডা দিন খালি আউ-ফাউ কাম কাইজ আর ফাইজলামি। সেই সব দিনের কতা ভাবতেই দিলডা হু হু কইরা ডাক পারে। কিন্তু কিচ্ছু করার নাই, বুইড়া হয়া গেছি - এইটাই হইলো গিয়া সত্য ঘটনা। কিন্তু দিলে কি আর মানে? তাই কেমেরা লয়া যেই যায়্গাই যাই, পুলাপানের এই সব বান্দ্রামীর ফটুক খিচনের টেরাই মারি। আইজ এমুন কতকগুলান ছবি লয়াই এই তামশা ফাইদা বসছি। ঘটনা হইলো গিয়া সবগুলানই সাদা-কালা। কারণ পোলাপানের মনের আনন্দের কালার এতো বেশী যে, হাজারো চেষ্টায় তা কেমেরাত ধরা যায় না।
১)
২)
৩)
৪)
৫)
৬)
৭)
৮)
৯)
১০)
১১)
১২)
by অনুপম ত্রিবেদি, on Flickr">
ফুট-লুট্ঃ ৮ আর ৯ লম্বর ছবি গুলান আমাগো রুহেনা আপার তুলা, তাও আবার বান্দরবান গিয়া।
আরেকটা ফুট-লুট্ঃ শালার 'বড়লুক পাঠ সম্পাদক' সাহেব আসলেই একটা খতরনাক আদমী। HTML কুড বসাইতে গিয়া জান ফালা-ফালা হয়া গেছে।
মন্তব্য
ছবিগুলান জব্বর হইছে, তয় প্রথম দিকের কিছু ছবি সমস্যা রয়ে গেছে মনে হয়!
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
ধন্যবাদ মামুন ভাই। প্রথম দিকের ১ আর ২ নাম্বার ছবির মধ্যের ফাঁকা অংশটা একটু বেশি ... এই যা ...
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আমি তো কোন সমস্যা দেখছি না। যেমন প্রথম ছবিটাই ধরি, ছবিটার ফ্রেমিং জেনেশুনেই এমন করা হয়েছে। উর্ধ্বাংশে উন্মুক্ত আকাশে ভেসে চলা মেঘ আর তার নিচে উৎফুল্ল বালকদল। সুন্দর কম্পোজিশন হয়েছে।
অনুপম ত্রিবেদির ছবিতে এর আগেও আমি লক্ষ্য করেছি ফ্রেমিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা। তার বেশ কিছু ছবিতে আমি দেখেছি সাবজেক্টকে বড় একটা ফ্রেমের কোনায় ফেলে ফ্রেমিং করতে। উনার সম্ভবতঃ সাবজেক্টের সাথে বিশাল প্রকৃতিকে ফ্রেমে আটানোর একটা অবচেতন (সচেতনও হতে পারে) চেষ্টা থাকে সবসময় (উদাহরণ দ্বিতীয় ছবি)। যেটা বেশিরভাগ সময়ই বেশ উপভোগ্য ছবির জন্ম দেয়। এই পোস্টের বেশ কিছু ছবিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ব্যবহার (৪, ৭) ছবিগুলোতে সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রা যোগ করেছে।
সব মিলিয়ে পোলাপাইন, সাদা কালো আর ওয়াইড অ্যাংগেল - চমৎকার আইডিয়া!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
তোমার ছবিগুলা দেইখা আমার নিজের সেই পুলাপানের সিরিজটার কথা মনে হইলো অনেক দিন পর। আসলে আমারে দিয়ে কিস্যু হবেনা।
দারুণ হইসে তোমার সিরিজ। স্যালুট !
হ, তোর গুলান এখনও আমার চউক্ষে মাখনের মতো লাইগা রইছে রে কাউয়া।
অনেক ধন্যবাদ তোরে ... ... ...
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
দুর্দান্ত!
ধন্যবাদ, ইশতিয়াক ভাই।
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
চমৎকার কাজ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
লও (গুড়)
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
আমি মিডা জিনিশ কম খাই ...
ধন্যবাদ ...
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
....ফাটাফাটি।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
মাখা-মাখি ধন্যবাদ আপনাকে।
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ঘুমাতে যাচ্ছিলাম, কিন্তু লগ ইন না করে পারলাম না। আপনার আর রোয়েনার এইচডিআর গুলোর চেয়ে আমার অনেক অনেক বেশি ভাল লাগল এগুলো। আমি কখনো এমন পারলে...
যাই হোক, এখন দেখেই মন ভরাই।
কালকের ডেইলি স্টারে দৃকে রোয়েনার অংশ নেয়া Shades of Passion এক্সিবিশনে তার নাম পড়ে ভাল লাগল অনেক (আর সম্ভবত বাঁয়ের বাচ্চাটার ছবিটাই ওর তোলা তাই না?)
অট: 'বড়লুক পাঠ সম্পাদক' আমাকেও ছবিটবি নিয়ে ভোগাচ্ছে, গুঁতিয়ে বের করছি ধীরে ধীরে, তাও এতে লাভই হয়েছে আমার বলব।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
বাই দি ওয়ে, আমি তো আবার বিশেষভাবে অজ্ঞ, এইগুলোও কি HDR?
আর (গুড়) দিতে ভুলে গিয়েছিলাম।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
অনেক ধন্যবাদ।
হ্যাঁ, ঐ ছবিটা রোয়েনারই তোলা। আর এখানে সব ছবিই Single RAW file HDR করা।
গুড় এর জায়গায় কাঁচা মরিচ দিলে ব্যাপক হতো ... ...
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
Single RAW file HDR করাটা শিখান না।
ফাটাফাটি
অনেক ধন্যবাদ।
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
৯ আর ১০ ছবি দুটো দেখে শৈশবের কথা মনে পড়লো। ছোটবেলায় বিয়ারিং চাকা হিসেবে ব্যবহার করে এমন গাড়ি অনেক চালাইছি, আর গাড়ির চাকার টিউব ছিঁড়ে গুলতি বানিয়ে পাখি শিকারের কত ব্যর্থ চেষ্টা ! আহারে, হারানো শৈশব! ছবিগুলো আবার রঙিন শৈশবে ফিরিয়ে নিয়ে গেল।
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
আসলেই, হারানো শৈশব ! আর একবার যদি ফিরে পেতাম !!
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আরে ছবিগুলো একদম মেমোরি স্টিকে রাখার মতো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
হ, রানাপা রাইখা দেন। পরে কুনু এক ব্লগে মন্তব্য করবেন - ত্রিবেদি'র সব ছবি কপি রাইট এই কথাডা ঠিক না, আমার মেমরি স্টিক ভর্তি তার ছবিতে ... মু হা হা হা ... ...
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
সাদাকালো ছবি +লাল টুকটুক সস উইথ কাঁটাচামচ =লাজওয়াব ডিশ!
এত সোন্দর ফটু ক্যাম্নে তোলে!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আমার তোলা ফটুকরে ডিশ বানায়া খাওনের পাঁয়তারা করায় আপনারে তীব্র দিক্কার ... ... ...
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
৩ আর ৮ যৌথভাবে প্রথম।
সুপার্ব!!!!
এইবার ভালোয় ভালোয় 'প্রাইজ মানি'টা দিয়া দেন। নইলে চাক্কু আপনের পেডে পড়বো ... মুহা হা হা হা হা ... ... ...
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
৮ নাম্বারে এক ভদ্রলোকের দাঁত নাই, এইটা দেইখাই আমার হাসি থামতাছে না!
ফটুকের কথা আর কী কমু! ইয়ে (গুড়) তু লে লে ঠাকুর।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এমনে কইরা লুক-জনের 'নাই দাঁত' ইজ্জতের উপর হামলা করাডা কি ঠিক হইলো? দেইক্ষেন, আপনেরও একদিন বেবাক দাঁত পইড়া যাইবোগা ... ...
আপনের গুড় -এ পিপড়া, পরিষ্কার কইরা দেন ... ... ...
==============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
HDR করতে হলেতো বিভিন্ন এক্সপোজারে তুলতে হয়। এই মুভিং ছবি গুলো বিভন্ন এক্সপোজারে তুললেন কিভাবে (!!!!) ? আমি ক্যামেরার কাজ কম যানি। আপনার এত সুন্দর কাজ গুলো দেখে দেখে শিখতে চেষ্টা করছি কিছুদিন থেকে। আমার ক্যামেরায় দেখি একটা বিশেষ অপসনে একবার শাটার চিপে 0.3 আর 0.7 স্টেপে তিন এক্সপোজারে তোলা যায়। 2 স্টেপে তুলতে চাছি, পারছি না। আপনি ক্যামেরায় যেসব মুড ব্যবহার করেন সেসব নিয়ে আর অন্যান্য ট্যাকনিকেল ব্যাপারগুলো নিয়ে লিখলে খুশি হবো।
আসলে ভাই এগুলো সব Single RAW file HDR করা। খুবই জটিল, কুটিল, বিপজ্জনক ও দুধর্ষ এক গবেষণায় দেখা গেছে যে, সাদা-কালো ছবি HDR করে নিলে জুশ লাগে। তাই এই অপকর্ম।
আপনার ক্যামেরার মডেলটা দিয়ে দিলে খুব ভালো হতো। যা হোক, বোঝা যাচ্ছে যে উনি ০.৩ আর ০.৭ স্টেপ এক্সপোজার ব্র্যাকেটিং সাপোর্ট করেন। কিন্তু এতে করে লাইটের ভেরিয়েশন খুব কম পাওয়া যাবে, তবে Single RAW file -এর চেয়ে মজা করে কাজ করা যাবে - এইটা শিওর।
আমি সবসময় ম্যানুয়াল মুড ব্যাবহার করি, ম্যানুয়াল ফোকাস করি। মাল্টিপল এক্সপোজার নিতে চাইলে ট্রাইপডে ক্যামেরাটা রেখে অটো এক্সপোজার ব্র্যাকেটিং বাটন চেপে -২,০,+২ এই হিসেবে তিনটা ছবি তুলি। তারপর তো ফটোম্যাটিক্স আর ফটোশপ আছেই ... ... ...
ধন্যবাদ।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ছবি যথারীতি দারুণ।
আর রিচ টেক্সটের ধিক্কারের লাইনে সহমত।
আপনি মনে হয় ওয়ার্ড ফাইল থেকে কপি পেস্ট করেছেন। বেস্ট হয় ওয়ার্ড থেকে নোটপ্যাডে কপি করে সেটাকে প্লেইন টেক্সট বানিয়ে পেস্ট করা। মাঝের ফাঁকা জায়গাগুলো ঠিক হয়ে যাবে এটা করলে।
বেশি "রিচ" জিনিস পেট খারাপ করে
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ।
আসলে শুধু প্রথম ২-৩টা লাইন ওয়ার্ড থেকে কপি-পেস্ট আর বাকীটা এডিটর সাবের শরীরে লেখা। ভাই, আমার ক্ষেত্রে পেট খারাপ না পুরাই 'আমাশা' হয়া গেছে।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
দুর্ধর্ষ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কোপা ... ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
সবগুলাই ভাল্লাগসে, বিশেষ করে ৬ আর ৮ নাম্বারটা।
(গুড়) দিলে পোস্টে পিঁপড়া ঊঠতে পারে, তাই দিলাম।
কুটুমবাড়ি
অনেক ধন্যবাদ।
ধইন্যাপাতার চাটনি খামু ... ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
এইটা কি দেখলাম পাগলা!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
এগুলানরে ছবি কয়, সাইব্বাই ... ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
তিন নম্বর ছবিটা দেখে পুরা ধান্দা লেগে গেছে। এটা কি রোদের কারসাজি নাকি অন্য কোনো বস্তু?
প্রতিটা ছবি
ধন্যবাদ।
আসলে অবশ্যই রোদের কারসাজি আর তার সাথে তো HDR এর মজা আছেই ... ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অনেক ধন্যবাদ ভাইজান ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আপ্নে কী খান?
কয়েকটা ছবির রঙ্গীলা ভার্সন "সুপেসুপে" আপনার ফ্লিকারে গিয়া দেখে ফেলেছি কিছুদিন আগে।
কাকস্য পরিবেদনা
আমি সাধারনত ভাত খাই। তবে কেউ ফাউ খাওয়াইলে আরো অনেক কিছুই খাই ...
"সুপেসুপে" দেখার জন্য কত জরিমানা করা হবে তা আমার উকিলের সাথে আলাপ করে জানাবো ... মু হা হা হা হা ... ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
নতুন মন্তব্য করুন