ছবিব্লগঃ এলোমেলো ...

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: মঙ্গল, ২৮/০৯/২০১০ - ১১:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

১)
সময় করে উঠতে পারিনা অনেক কিছুর জন্যই, কখনও দেখা যায় খুব জরুরী একটা কাজ ফেলে এদিক সেদিক আউ-ফাউ কাজ করে বেড়াচ্ছি। কারণ ঐ জরুরী কাজের কথা বেমালুম ভুলে গেছি। সময় আমায় বেশ কাহিল করে রাখে সারাক্ষণ। মাঝে মাঝে মনে হয় - ধুর ছাই, বেটা যায়না কেনো! আবার এদিক সেদিক খুঁজে বেড়াই কখনও!! ইদানিং হিসাব করি - কত ঘন্টায় এক দিন হলে আমার জন্য সুবিধা হবে। কিন্তু হিসাবটা ঠিক ঠিক মেলে না। কখনও মনে হয় আচ্ছা, ১৫ ঘন্টায় একদিন - চলে গেলেই তো বাঁচি। নাহ, ৩২ ঘন্টায় হলে অনেকগুলো কাজ সেরে নেয়া যাবে। কিন্তু হায়, হিসেব আর মেলেনো হয়না আমার। সময় চোখের সামনে মূলা ঝুলিয়ে রোজ রোজ ২৪ ঘন্টায় একদিন পার করে বেশ বহাল তবিয়তেই বয়ে যাচ্ছে।

২)
আমার হেঁটে বেড়াতে খুব ভালো লাগে। অফিসে যাবার সময় আর ফেরার সময় রোজ রুটিন করে বারিধারা লেকের পাশ ধরে হাঁটতাম আগে। কিন্তু টাইফয়েডের পরে সেটা তেমন একটা করা হয়ে উঠেনা। শরীরটা খুব একটা সাপোর্ট দেয়না। এটা নিয়ে খুব ভাবছি ইদানিং, কোথাও ঘুরতে গেলে তো আর আরাম-আয়েশ করে ছবি তোলা যায়না - একটু কষ্ট করে হাঁটা হাঁটি করতে হয়। এখন যদি সেই হাঁটতেই না পারলাম তো ঘুরতে গিয়ে লাভ কী????

৩)
আজকাল Pink Floyd এর A great day for freedom গানটা খুব বেশি শোনা হচ্ছে। কিন্তু রাস্তায় নামলেই খালি Learning to fly শুনতে ইচ্ছা করে। ঢাকার জ্যাম আমাদের আর কতদূর নিয়ে যেতে চায় সেটা দেখে যদি মরতে পারি তবে খুব ভাগ্যবান মনে হবে নিজেকে। সিলেটে চলে যেতে চাই চিরজীবনের জন্য। ওখানে গেলে আমার আসতে খুব কষ্ট হয়, মনে হয় খুব আপন একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছি। আর ওখানের মানুষগুলো মনে হয় যাদু জানে, এতো ভালোবাসা দিয়ে মানুষগুলো আপন করে নিয়েছে - সেই ভালবাসার লোভে পড়ে বারবার যাই। অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হচ্ছে সিলেট ফটোগ্রাফিক সোসাইটির ২য় ন্যাশনাল কন্টেস্টের এক্সিবিশন। কিন্তু যেতে পারবো না, এই কষ্টে প্রায় মর-মর অবস্থা। তার মধ্যে আজ সন্ধায় ফোনে এই খবর শুনে আমাদের 'উজানগাঁ' কঠিন ঝাড়ি দিলো -'বেডা, চিরদিনের লাইগ্যা সিলেট আসার রাস্তা বন্দ কইরা দিমু'! ক্যাম্নেকী???

৪)
দুঃখ হোক বা স্মৃতিচারনই হোক, পিসি'র 'সিলেট' ফোল্ডারে ঘুরতে শুরু করলাম। এবং অবশ্যই আবারো সিলেটের মানুষগুলোকে মন ভরে হিংশা করলাম - এরা কি ভাগ্যবান, স্বর্গে থাকে। আর আমাদের স্বর্গে যেতে কতোনা কাঠ-খড় পোড়াতে হয়। আমি সিলেটে ঘুরছি ... ঘুরছি ... ঘুরছি ... আর হেডফোনে Pink Floyed বেজে চলছে ... ... ...

"... I dreamed you had left my side
No warmth, not even pride remained
And even though you needed me
It was clear that I could'nt do a thing for you ..."

 

3.Volagonj

8.Sreepur (2)

 

10.Sreepur

 

5.Tamabil

 

8.Sreepur

 

6.Volagonj

 

10.Sylhet

 

1.Jaflong

 

1.Sreepur

 

12.Volagonj

 

ফুট-লুটঃ শেষের দুটো ছবি রোয়েনার তোলা।
   
 


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

মানুষ যা করে, সেটাই কাজ। সুতরাং সময় কোনো সমস্যা না। সময় বেটাকে পুরা ইগনোর মারেন। স্থানের টানও ভালো কথা না। মানুষের জীবন হলো দড়িছেঁড়া গরু, যেখানে রাইত, সেখানেই কাইত। ঘুরতে ঘুরতে যখন সিলেট যাবেন, তখন যাবেন, এখন যেখানে আছেন, সে স্থানকে উপভোগ করুন; উপভোগের বিষয় জ্যাম হোক আর ধুলা-ধোঁয়া যা-ই হোক।

ছবি খেয়াল করে দেখি নাই। চোখ টিপি যা ছোঁয়া যায় না, তা দেখে হুদাহুদি মন খারাপ করে লাভ আছে!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ, বলাইদা।

হুম ... সময় বেটাকে নিয়ে এসপাড়-ওসপাড় করতেই হবে। খুব জ্বালাচ্ছে ...
সিলেটের টান ছাড়াটা খুব কষ্টের হবে, হয়তো পারবোওনা ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

সময় বেটাকে পুরা ইগনোর মারেন। স্থানের টানও ভালো কথা না।
চলুক

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মুস্তাফিজ এর ছবি

এখন যেখানে আছেন, সে স্থানকে উপভোগ করুন; উপভোগের বিষয় জ্যাম হোক আর ধুলা-ধোঁয়া যা-ই হোক
উত্তম কথা।

...........................
Every Picture Tells a Story

মহাস্থবির জাতক এর ছবি

হুম (কপিরাইট: সুন্দর দারোগা, হেমেন্দ্রকুমার রায় দ্রষ্টব্য)।

সম্ভবত, দেড়েল জিবিএস-ই বলেছিলেন, "When rape is inevitable, enjoy it."

ছবিতে ছিছিক্কার।
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

বইখাতা এর ছবি

কত ঘন্টায় এক দিন হলে সুবিধা হয় - এই চিন্তা তো আমিও করি । আমারও মাঝে মাঝে মনে হয় ২৪ ঘন্টার কী দরকার - দিন শেষ হলেই বাঁচা যায়! আবার কখনো - মাত্র ২৪ ঘন্টায় এক দিন কেন এইটা ভেবে মেজাজ খারাপ হয়। হাসি

ছবি তো সবগুলোই সুন্দর, তবে প্রথমটা আর শেষেরটা বেশি ভাল লাগলো।

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম ... আমার মতো আর একজন তবে পাওয়া গেলো ... ...

ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মুস্তাফিজ এর ছবি

লেখা ছবি ভালো হইছে।

...........................
Every Picture Tells a Story

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ, বস।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শাহেনশাহ সিমন এর ছবি

ইয়ে হাত মুঝে দে দে ঠাকুড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়!!!!!!!!
ফটো'র জন্যি বুইড়া চলুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনুপম ত্রিবেদি এর ছবি

হাত দিয়া দিলে কী আর করতে পারবা, খালি অন্যেরে বুইড়া আঙ্গুল দেখায়া বেড়াইবা আর কি ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শুভাশীষ দাশ এর ছবি

অসাধারণ!

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাইফ তাহসিন এর ছবি

ছবি - লেখা ২ টাই অসাধারণ, তবে এইবার কেন যেন লেখার ওজন বেশি মনে হইল, ছবিগুলা ফ্লিকারে দেখেছি বলে হয়ত। তাই ৫ তারা দাগায় গেলাম

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনুপম ত্রিবেদি এর ছবি

আসলে ছবির সাথে লেখা দিলে সহজে কেউ লেখা পড়েনা, তাই আমার লেখার কুনু উন্নতি হইতাছে না। কিন্তু আইজ চিন্তা করলাম এখন থিকা চেষ্টা চালায়া যামু ... এই আর কি ...

এক বস্তা ধইন্যাপাতা।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তিথীডোর এর ছবি

ওরে, কে আছিস, একটা কাঁটাচামচ দিয়ে যা...
(গুড়) মাখিয়ে ছবিগুলো খেয়ে নি! খাইছে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনুপম ত্রিবেদি এর ছবি

এইযে আফা, আপ্নের কি খাওনের কুনু অভাব? পেত্তেকবার আমার ফটুক গুলান খায়া লাওনের মতলব লন ক্যা??? নাহ, এহন থিকা ছবির লগে বিষ মিশায়া দিতে হইবো ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এক চামচ গুড়া (গুড়) দিলাম। চামচটা কিন্তু অ-নে-ক বড়, হুম।

অনুপম ত্রিবেদি এর ছবি

এত বড় চামুচের ওজন তো সইজ্য করতারতাছি না। তারপর থিক্যা ছুডু চামুচেই দিয়েন ...

ধইন্যাপাতা ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নিভৃত সহচর [অতিথি] এর ছবি

প্রথম ছবিটা দেখে প্রাণটা জুড়ায় গেসে! (গুড়)

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সংসপ্তক এর ছবি

বড় ভালো ফটুক।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অনুপম ত্রিবেদি এর ছবি

তাই, না? ধন্যবাদ ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নুসদিন [অতিথি] এর ছবি

এত ভালো ছবি মানুষ কিভাবে তুলে অ্যাঁ অসাধারণ চলুক

অনুপম ত্রিবেদি এর ছবি

ছবি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

বাউলিয়ানা এর ছবি

দারুন!
রংধনুর ছবিটা অসাধারন লাগল।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

বস আমি ভাষা শূন্য...

জলপুত্র তথাস্থু,

অনুপম ত্রিবেদি এর ছবি

ডিকশনারি খুইল্লা ব ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

উজানগাঁ এর ছবি

ফটুক ভালোই হইছে। কিন্তু তোর মাফ নাইরে কালিয়া।

অনুপম ত্রিবেদি এর ছবি

সুনা বন্দু, এইবারের মতো মাপ কর। জানছ না, আমার মনডা সিলেটেই পইড়া থাকে ... মওকা পাইলে ১০-১৫ দিনে মদ্যেই আয়া পড়তাছি ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুহান রিজওয়ান এর ছবি

১, ৫, ৬, ৭ ছবিগুলো অমানবিক রকমের ভালো...

১ আর ৬-তো পুরো কবিতা...

_________________________________________

সেরিওজা

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ বাবা ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এক থেকে সরে আসতে ইচ্ছা করছে না। এটা ঠিক কোন্‌ জায়গায় তোলা?
চারের মেঘ গুলোয় চলুক । আচ্ছা এখানে তো কৃষকেরা ইন অ্যাকশন দেখছি, HDR করবার জন্যে কয়েকটা এক্সপোজারে ছবি নেয়া গেল?
ছয়ের পানি! আর ঐ দিগন্তের আকাশ!

এত এত বেশি ব্যস্ততা যাচ্ছে... মনটাই খারাপ হয়ে গেল এগুলো দেখে! সময়ের হিসেবতো এমনিতেই রাখতে পারি না। সব সময়েই মনে হয় ৩৬ ঘন্টা বা তার বেশি সময়ে দিন হলে ভাল হত। বারিধারা লেকের পাড়ের রাস্তাটা মিস করলাম আমিও। চিন্তা নেই টাইফয়েডের রেশ কেটে গেলে হাঁটাহাঁটি হবে আবার আর সময়ের হিসেব কিঞ্চিত মিলবে মনে হয়। কিন্তু ঢাকার জ্যামের হাত থেকে এ জনমে রেহাই পাওয়ার কথা কইতারিনা। মন খারাপ পড়তে গিয়ে আবার গানগুলো শুনতে লাগলাম আর আরেকবার Pink Floyd- ফেজে চলে যাব মনে হল। খাইছে

আমি সিলেটকে অনেক মিস করছি আবারো। এত চমৎকার লিখলে আর এত সুন্দর ছবি দিলে ক্যাম্নে কী? কষ্ট বেড়ে যাচ্ছে আরো না যেতে পারার! মন খারাপ

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনুপম ত্রিবেদি এর ছবি

এক নাম্বারটা ভোলাগঞ্জের যেখানে পাথর তোলা হয় তার আগে ডান দিকে একটা পাকা সেতু আছে - ওটার উপর থেকে তোলা। নাহ, ঐটা মাল্টিপল এক্সপোজার HDR না, Single RAW file HDR । ছয় নাম্বারটাও ঐ একই লোকেশন থেকে তোলা। একবার ইচ্ছা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐ ব্রিজটার উপর বসে বসে ছবি তুলবো। ঐখানে খালি ফটোগ্রাফির মোমেন্ট আর মোমেন্ট।

আমিতো সারাক্ষনই Pink Floyd ফেজে থাকি। আমার একটা স্বপ্নের মোমেন্ট আছে- আমি রাতে লং এক্সপোজারে ছবি তুলছি, হাতে সিগারেট, কানে গোঁজা এয়ার ফোনে অবিরাম Pink Floyd ... আহা ... আহা ...

সিলেটকে মিস করাটা আমার একটা রুটিন ওয়ার্ক। এর থেকে বের হতে পারছিনা ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমি তো আবার এক দেখে আটকায় থেকে গেলাম! এদিকে কাজ জমে আছে! মন খারাপ
দেখি আগামী মাসে সত্যি যাবার চেষ্টা করছি অন্তত, দেখা যাক কী হয়...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতিথি লেখক এর ছবি

আপনার ছবি নিয়ে কথা কওনের কিছু নাই। পাঁচ দিতে পারতেছি না, তয় পাঁচ লাখ তারা বরাদ্দ করে রাখছি। আর তিন কেজি খাঁটি বাটালি (গুড়) পিঙ্ক ফ্লয়েড শোনার জন্য। পিঙ্ক ফ্লয়েড শুনলে সময় নিয়ে চিন্তা করতে হয় না। পিঙ্ক ফ্লয়েড, দ্যা ওয়ান এন্ড ওনলি পিস।

অতিথি লেখক এর ছবি

আপনার ছবি নিয়ে কথা কওনের কিছু নাই। পাঁচ দিতে পারতেছি না, তয় পাঁচ লাখ তারা বরাদ্দ করে রাখছি। আর তিন কেজি খাঁটি বাটালি (গুড়) পিঙ্ক ফ্লয়েড শোনার জন্য। পিঙ্ক ফ্লয়েড শুনলে সময় নিয়ে চিন্তা করতে হয় না। পিঙ্ক ফ্লয়েড, দ্যা ওয়ান এন্ড ওনলি পিস।

অনন্ত

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে, অনন্ত।

হ্যাঁ, Pink Floyd আসলেই মাষ্টার পিস, এরা সাথে থাকলে আর কী চাই? আমার ফটোগ্রাফিতে আসার পেছনে এদের অবদান প্রচুর।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নীলকান্ত এর ছবি

কিরে ভাই সব এত সুন্দর সুন্দর ফটো টূলে কেমনে?শিখতে হইবো। দাঁড়ান আগে ক্যামেরাডা কিইন্যা লই। দেঁতো হাসি
সেদিন দৃকে গিয়ে রোয়েনা আপুর ছবি দেখলাম। ভালো লাগছিলো।
১নাম্বার ছবিটা সত্যিই অসাধারণ হইছে।

প্রতিনিয়ত চিনছি নিজেকে


অলস সময়

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, তা যা বলেছেন। ক্যামেরা কিনেন পরে দেখবেন কিভাবে ছবি তোলে ... !!!

আসলে রোয়েনার ঐ ছবিটা একটা সুপার্ব শট। ওর লাইফষ্টাইলের কাজগুলো নমস্য।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

৪নাম্বারটা কি বাস্তবেই তেমন ছিলো সে সময়?
.
___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

অনুপম ত্রিবেদি এর ছবি

জুলিয়ান ভাই, বাস্তবেই ওরকম মেঘ ছিলো সেদিন। আমি আকাশ ভরা অপূর্ব মেঘ খুব পছন্দ করি আর তাই শরৎ আমার অন্যতম প্রিয় ঋতু।

ধন্যবাদ আপনাকে।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দ্রোহী এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

আপনার একেকটা কম্পোজিশনের পেছনে কতক্ষণ করে সময় লাগে?


কাকস্য পরিবেদনা

অনুপম ত্রিবেদি এর ছবি

সত্যি বলতে কি দ্রোহীদা, আমি কম্পোজিশনের ক্ষেত্রে খুব বেশি চিন্তা করিনা। এখানে ৩ নাম্বার ছবিটা হালকা একটু ভেবে তোলা আর ৬ নাম্বারটাতে দুটো নৌকার এই এঙ্গেলটার জন্য কিছুক্ষন অপেক্ষা করেছিলাম। আর বাকীগুলো পয়েন্ট এন্ড শুট।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

স্নিগ্ধা এর ছবি

অবিশ্বাস্য সব ছবি!

অনুপম ত্রিবেদি এর ছবি

ভয়াবহ ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রণদীপম বসু এর ছবি

এখন থাইকা ছবিয়ালদের জন্যে সচলে একটা আইন চালু করার প্রস্তাব রাখতেছি !
ছবি পোস্ট দিলেই প্রতিটা ছবির এক্সপোজারের বর্ণনা দেয়া বাধ্যতামূলক করা হোক ! নইলে আমরা কানারা এমন অসহ্য ছবি দেইখা এর রন্ধন প্রণালী বুঝমু কেমনে যে- কী করে কী হয় !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনুপম ত্রিবেদি এর ছবি

পূর্ন সহমত। তাহলে অন্ততঃ আমার খুবই ভালো হয়। একটা ছবির কম্পোজিশন, এক্সপোজার আর পোস্ট-এডিটিং নিয়েই আস্ত একটা লেখা হয়ে যাবে।

অনেক ধন্যবাদ আপনাকে।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

গৌতম এর ছবি

ফটোগ্রাফি বিষয়ে আমার জ্ঞান মাইনাস ২৭৩ ডিগ্রি। তাই কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাই। সিলি প্রশ্ন হলে দুঃখিত।

১. ফটোগ্রাফির উদ্দেশ্য কী? বাস্তবতাকে সুন্দর, নন্দনগ্রাহ্য করে উপস্থাপন করা নাকি বাস্তবতার উপর শেড দিয়ে নতুনভাবে উপস্থাপন করা? আমার ধারণা ছিল প্রথমটি; কিন্তু অধিকাংশ ফটোতে দ্বিতীয়টির প্রবল প্রতাপ দেখতে পাই।

২. ধরুন দুজন ফটোগ্রাফার একই অবস্থানে থেকে একই বিষয়ের ছবি তুললেন। প্রথমজনের ছবিতে একটা স্পট দেখা গেল কিন্তু দ্বিতীয়জন খুব সাবধানে তোলায় তার ছবিতে সেই স্পটটা নেই। এখন প্রথমজন যদি ফটোশপ দিয়ে সেই স্পটটাকে সারিয়ে তোলে দ্বিতীয়জনের মতো করে ফেলে, তাহলে এক্ষেত্রে ফটোগ্রাফিক দৃষ্টিকোণ থেকে কার কৃতিত্বটা বেশি? ফটোগ্রাফিক ফিলোসোফি থেকে কোনটি বেশি গ্রহণযোগ্য?

৩. নানান টুল ব্যবহার করে খুব সাধারণ ছবিও ফটোশপে দৃষ্টিনন্দন করে তোলা যায়। বিভিন্ন ফটোগ্রাফিক প্রতিযোগিতায় এসব ছবি কতোটুকু গ্রহণযোগ্যতা পায়? এডিটেড ও ননএডিটেড ছবির মধ্যে কি প্রতিযোগিতা হয়? হলে সেটা কতোটুকু মাত্রায় গ্রহণযোগ্য?

৪. ছবির ক্ষেত্রে বিষয়বস্তুর গুরুত্ব বেশি, নাকি বিষয়বস্তুর অপূর্ব উপস্থাপনার গুরুত্ব বেশি? আফ্রিকার শীর্ণ বালকের পেছনের শকুনের ছবি কি কখনো এইচডিআর করা ছবির কাছে মার খেয়ে যেতে পারে?

আগেই বলেছি, ফটোগ্রাফি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। হয়তো এগুলো খুবই সাধারণ প্রশ্ন। মাঝে মাঝে অনেকের সুন্দর সুন্দর ছবি দেখে এগুলো মাথাচাড়া দিয়ে উঠে। আজকে সুবিধামতো প্রশ্নগুলো এখানে করে ফেললাম। অনুপম ত্রিবেদী ছাড়াও অন্য ফট-গফুরেরাও যদি উত্তর দেন, খুশি হবো।

অফটপিক: সচল মুস্তাফিজ ভাইয়ের ছবি প্রায়ই আমি আমার ডেস্কটপে ব্যবহার করি, অনুমতি নেয়া আছে। আপনার কিছু কিছু ছবি কি ব্যবহার করতে পারি?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

গৌতমদার ৪নং প্রশ্নটা আমারো।
আর আমার এক বিদেশী বন্ধুকে এই ব্লগটা দেখিয়ে হালকা অনুবাদ করে দিয়েছিলাম আপনি কী বলেছেন তা, সে অনেক মুগ্ধ। হাসি ছবিগুলো বড় করে দেখতে আগ্রহী ছিল, আমিও। কিন্তু দুজনাই দেখি এগুলো ফ্লিকারে উন্মুক্ত নয়। পরে কখনো ১নম্বরটা দেখতে পেতে পারলে ভালো লাগবে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ফাহিম হাসান এর ছবি

নৌকার ছবিগুলো বেশ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।