ছবিব্লগঃ হেমন্ত কনা

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: রবি, ১০/১০/২০১০ - ১১:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

শরৎ আমায় তার দুরন্ত মেঘদল নিয়ে টানে, হেমন্ত টানে ভোরের স্বচ্ছ শিশির নিয়ে। হারিয়ে যাই আমি ক্ষুদ্র ক্ষুদ্র অথচ বিশাল এক পৃথিবীর আপন মায়ায় ... প্রতিটি জলকনা যেন একেকটি মোহময় স্বপ্ন। ভোরের আবছা আলোতে মুক্তোর মতো করে জ্বলে উঠে সেই স্বপ্নগুলো - জীবনের সমস্ত অপূর্ণতাকে ভরিয়ে দিতে বিস্ময় করা মৌনতায়। নিজেকে খুঁজে বেড়াই আমি, বহুদূর হেঁটে হেঁটে। সময়গুলো কেটে যায়, ঝরে পড়ে সব নিঃশব্দ মুহুর্ত। তারপরে, তারো পরে কোলাহল গুলো খুঁজে পাই আমি, সবুজ ঘাস আর আলো-অন্ধকারে।

 

 

১)

Dew_01

 

২)

Dew_03

 

৩)

Dew_04

 

৪)

Dew_05

 

৫)

Dew_06

 

৬)

Dew_07

 

৭)

Dew_08

 

৮)

Dew_10

 

৯)

Dew_11

 

১০)

Dew_12

 

১১)

Dew_18

 

১২)

Dew_13

 

নোটঃ ৮, ৯, ১০, ১১, ১২ - ছবিগুলো রোয়েনার তোলা।


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

ছবিগুলো দেখে ভাবছি আমার সদ্য নেয়া এডভান্সড পয়েন্ট শুটার Canon SX 120 IS ক্যামেরায় এতোটা না হলেও কিছুটাও ডেপথ অব ফিল্ডের কাজ করা কি সম্ভব ? না হলে তো আফসোসটা থেকেই যাবে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সংসপ্তক এর ছবি

আফসোস থাকার ব্যাপক চান্স, ডি.এস.এল.আরের মাহাত্ম্যই হইলো ডেপথ অফ ফিল্ড আর নয়েজ বিহীন ছবি......ছোট সেন্সরে হয় না।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনার ক্যাম্রাটার Longest Zoom হলো ৩৬০ এম এম আর ঐ যুম রেঞ্জে এ্যাপারচার হলো ৪.৩ - যতটুকু মনে হয় DoF ভালই পাবেন। কিন্তু Bokeh কোয়ালিটি এই ছবি গুলোর মতন পাবেন না। কারন এই ছবিগুলো প্রত্যেকটাই স্পেশালাইজড ম্যাক্রো ল্যান্স দিয়ে তোলা।

... তারপরও, একদিন আপনার ক্যাম্রাটা নিয়া নাড়া-চাড়া করলেই বাকিটা ফকফকা হবে আশা করি।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সংসপ্তক এর ছবি

সুপার খুউল! চাইট্টা শিশির খাইতে ইচ্ছা করতেসে।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অনুপম ত্রিবেদি এর ছবি

খায়া ফালান, নো প্রব ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার ছবি! দারুণ লাগলো।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, জনাব বিডিআর।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শাহেনশাহ সিমন এর ছবি

পোস্টকার্ড কিনে কিনে তো ফতুর হয়ে যাবা! বলি এত্তোবড় ক্যামরাটা এট্টু কাজে লাগাউ!!!! চোখ টিপি

৫তারা দাগাইলাম
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনুপম ত্রিবেদি এর ছবি

তোমার শরীর আর আমার ক্যাম্রা - এই দুইটাই এত্তোবড় মাগার আকাইম্মা ... ... ...

(তারা দেখলে তো জেহাদি জুশ আসে, চাঁন-তারা হইলো আমার পেমের পতীক ... ...)

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনিকেত এর ছবি

ভাই রে,
কী করে যে এইসব প্রায়-অসম্ভব ছবি তুলেন--কে জানে!
এক একটা ছবি দেখে পাথর হয়ে থাকতে হয় ঘন্টা খানেক।

ছবি পিছু এক কোটি করে মোট বার কোটি তারা দিয়ে গেলাম।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনিকেত দা, এগুলো প্রায় অসম্ভব তো নয়ই এমনকি অসম্ভবও না- সম্ভব। কিন্তু একেকটা ছবি তুলতে যেই ভয়াবহ পরিমান ধৈর্য ও কষ্ট, সেটা প্রায়-অসম্ভব। কারণ আমার দু'টো ম্যাক্রো ল্যান্সই ম্যানুয়াল ফোকাস ... ... বোঝেন তাহলে !!!

মন্তব্যের জন্য ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনিন্দিতা চৌধুরী এর ছবি

দেখে বেরিয়ে ই যাচ্ছিলাম প্রায়। কিন্তু ছবিগুলোতে যে চোখ আটকে গেল!
লগ-ইন না করে পারলম না।
এক কথায় সুপার্ব!

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ, অনিন্দিতাপু ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমার আর বলার কিছুই নাই!! <চোখ গোল গোল করে মুখ হাঁ করে চেয়ে থাকা>

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনুপম ত্রিবেদি এর ছবি

তোমার আর কিছু বলা লাগবে না ... চুপ কইরা বইসা বইসা গুড় খাও ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

একটা সত্যিকারের ক্যামেরা কিনে ফেলতে হবে দেখি। ছবিগুলো বেশি ভালো হয়েছে।

সজল

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, তয় সত্যিকারের ক্যাম্রা দিয়া কিন্তু মিথ্যা ছবি উঠে ... ... মু হা হা হা ... ...

ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

Mahbub এর ছবি

ছবি গুলো চরম হইসে... অনেকদিন এর ইচ্সা একটি DSLR ক্যমেরা কিনা.. দেখি আশা পূরণ হয় কিনা....

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ। আশা করলে একদিন তো অবশ্যই পূরণ হবে ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

Mahbub এর ছবি

সুন্দর ছবি..... একটা DSLR ক্যমেরা কিনা আমার অনেক শখ !

অতিথি লেখক এর ছবি

ছবিগুলো অসাধারণ.........
ছবিগুলো দেখে আমার ফটোগ্রাফার হতে ইচ্ছা করছে।

সৈয়দ হাসান মাহমুদ

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।
একটু জোরালো ইচ্ছা আর আগ্রহ থাকলেই ফটোগ্রাফার হতে পারবেন ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রানা মেহের এর ছবি

প্রিয় অনুপম

আপনাকে একটা কথা বলি। কিছু মনে করবেন না।
আপনার ব্লগের প্রতিটা ছবিই ভালো হয়।
এ নতুন কিছু নয়। আপনার হাত চমতকার।
কিন্তু রোয়েনার ছবিগুলো তার হাত দিয়ে আসলেই ভালো হতোনা?

রোয়েনা নিজে ছবিগুলো দিলে তো আমাদেরই লাভ।
আমরা চমতকার আরেকজন ছবিশিল্পী কে নিজেদের মাঝে পেতাম।

আপনার বা রোয়েনার কারো প্রতি কোন ব্যাক্তিগত কারণ থেকে বলছিনা।
নীতিমালাতেও বোধহয় কোন সমস্যা নেই।

বলতে পারেন রোয়েনাও আমাদের সাথে আসবেন এই লোভ থেকে বলা হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, ওর হাত দিয়ে ওর ছবিগুলো আসলে অবশ্যই ভালো হতো।
কিন্তু আমার জানা মতে সচলে একাউন্ট খোলার ব্যাপারে রোয়েনা এখনো ঠিক শিওর না। লোভটা বোধহয় বেশ অনেক দিনই সংবরণ করে রাখতে হবে, রানাপু।

চিঠির জন্য ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

অনুপম ভাই,
এমন সুন্দর ছবি উপহার দেয়ার পর আপনি কিন্তু বলতেই পারেন, "লিখে রেখো কয় ফোটা দিলেম শিশির!"
রোমেল চৌধুরী

অনুপম ত্রিবেদি এর ছবি

কথা কিন্তু মন্দ বলেন নাই, আগে মাথায় আসলে এইটাই লিখে দিতাম ... ... ...

ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তিথীডোর এর ছবি

লুকজন খ্রাপ, ছবি খেতে চাইলেও খোঁটা দেয়! রেগে টং

অতি উত্তম জাঝা!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনুপম ত্রিবেদি এর ছবি

এইবার আপনি শিশিরে ভিজায়া টুশ বিস্কুট খাইতে পারেন, কুনু সমস্যা নাই।

অনেক ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

প্রথম কথা হইল আপনার উত্তরাধুনিক কবিতাটা ভালু পাইলাম। এরপরের কথা হইল কী পরিমাণ শ্রম ও সময় দেয়া হইছে এই ক্লাসিক ছবি গুলার পিছনে। আর শেষ কথা হইল আপনি আর রোয়েনা হইলেন পুরাদস্তুর শিল্পী।

অটঃ ফ্লিকারে আমি গিয়ে ছবি দেখতে পারছিনা কেন?

অনন্ত

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ আপনাকে। আসলে এই ছবিগুলা তোলাটা বেশ কষ্ট আর ঝামেলার ব্যাপার। খুব ছোট জিনিশ তো, অনেক সাবধানে ফোকাসিং করতে হয়। আবার দেখা গেলো ভালো ফোকাস করার পরও একটু বাতাস আসলেই আবার নতুন করে সব করতে হয়। আসলে খুব বেশিই ধৈর্য লাগে আর কি!

অটঃ ফ্লিকারে আমার এই একাউন্টটা শুধু সচলে ছবি পোস্ট দেয়ার জন্য খোলা। সব ছবি প্রাইভেট করা, কারণ আমি চাই সবাই সচলেই ছবিগুলো দেখুক, ফ্লিকারে না।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

কৌস্তুভ এর ছবি

হিংসায় যে আমার চোখ দিয়েও এমনই ফোঁটা ফোঁটা পড়তেছে, সে খবর কি রাখেন?

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, ঐগুলারও ফটুক তুলতে হইবো। জমায়া রাখেন !!

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নাশতারান এর ছবি

০১
উফ!

০২
রোয়েনাকে নিজের নামে ব্লগ লিখতে অনুরোধ করছি।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনুপম ত্রিবেদি এর ছবি

০১
ধন্যবাদ!

০২
অনুরোধ পৌছে দেয়া হবে।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

স্পর্শ এর ছবি

সবগুলোই অসাধারণ। তার মধ্যে প্রথমটা প্রথম। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ, স্পর্শ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মহাস্থবির জাতক এর ছবি

প্রথম ছবিটা বোধহয় আগেই দেখেছি। ৬ নং ছবিটা দেখে ঢেঁড়সের এবং ৭ থেকে বাকিগুলো দেখে পতঙ্গের চোখের কথা মনে পড়লো।

ইয়ে...রোয়েনাটি কিনি? আপনি কেন তাঁর নির্ভরতা?

এরকম ছবি তোলার টাকা আমার নাই মন খারাপ((((
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, ওটা বান্দরবান নিয়ে একটা লেখায় ছিলো। পতঙ্গের ম্যাক্রো করার সময় আমার অবশ্য ওগুলোর চোখের দিকেই ফোকাসটা থাকে বেশি।

ইয়ে ... রোয়েনা আমার প্রিয়তমা স্ত্রী। উনি সচলের আড্ডায় যান, সবার সাথে মৌজ করেন কিন্তু এখনও সচলে একাউন্ট খুলেননি, তাই এই নির্ভরতা আর কি। তবে মনে হচ্ছে শীঘ্রই উনাকে অতিথি বানাতে হবে।

... একদিন হয়ে যাবে ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাইফ তাহসিন এর ছবি

ওরে পাগলা, মাথা তো আউলায়া গেল, ব্যপক হিংসাইলাম, একদিন আমিও চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনুপম ত্রিবেদি এর ছবি

ফু ফু ফু ... উ ... উ ... পাগলা বাবায় ফু দিয়া দিলো ... ... হইবো ... খুব শীঘ্রই হইবো ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

লুলু এর ছবি

জটিলতম!!
কিল মি ! কিল মি!

কই আমিও তো একখানা ফিফটি প্রাইম কিনসি...এমুন চক্ষু তো আমারে আল্লায় দিলোনা...তুলতেও পারলাম না।

সেই নিঝুম দ্বীপ থেকে গুরু মেনেছি...এখনো মানি।

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, লুলু ... তুমি কিনছ ভালু কথা, মাগার ঐটা কী ম্যাক্রো ... বেটা !!!

পিলিজ, আবার যামু নিঝুম দ্বীপ ... ঐ রকম টিরিপ আরেকবার মারতে পারলে আর কিছু চাইনা। তয় এইবার কচ কইচ্চা ডলার লয়া যামু।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

জি.এম.তানিম এর ছবি

পাশবিক! চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নীলকান্ত এর ছবি

মন খারাপ

কবে যে একটা ক্যামেরা হাতে পাব!
বেশি জোস হইছে ছবিগুলান। বিশেষ কইর‌্যা ১,২ আর ১০।

অটঃ দু'জন জোড়া বাইন্ধা তুলছেন, তো জোড়া বাইন্ধা পোস্টাইবেন। একলা কেনু?


অলস সময়

বাউলিয়ানা এর ছবি

উরে বাপস্‌!! সেইরকম সব ছবি। এক একটা শিশিরের ফোঁটা যেন এক একটা গল্প।

শারদীয় শুভেচ্ছা রইল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।