ছবিব্লগঃ সুপ্রভাত বাংলাদেশ

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: মঙ্গল, ২১/১২/২০১০ - ১০:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

[প্রায় দু'মাস সচলে কোনো লেখা দেয়া হয়নি। না, ঠিক আলস্য বলা যাবেনা একে, বলা যায় জীবনের চক্করে পড়ে বেহুঁশ হয়ে যাবার ফল । চক্কর যে একেবারেই কেটে গেছে, তা নয়। কিন্তু কাটানোর চেষ্টায় রত আছি। একটা ছবি ব্লগ দিতে খুব ইচ্ছা করছিলো, তাই এই এলেবেলে লেখা ফেঁদে বসা আর কী!]
-----------------------------------------------------------------------------

ভোর আমার কাছে সব সময়ই একটা খুব ভালো লাগার সময়। কিন্তু সহজে তা দেখা হয় না বেশ রাত করে ঘুমানোর ফলে। আর এই শহরের ভোরেও কেমন জানি একটা যান্ত্রিকতা রয়ে যায়। কুয়াশার বদলে চোখের সামনে ঝুলে থাকে ধূলো আর ধূয়া মাখা 'ধূয়াশা'। তাই যতবারই আমার গ্রামের বাড়ি যাই, ততবারই চেষ্টা থাকে 'পরিপূর্ণ ভোর' দেখার। গেলো বছর কার্তিকে গেলাম গ্রামে, আসলে সত্যি বলতে ছবি তুলবো বলেই যাওয়া। তাই খুব কঠিন প্ল্যান করে ভোরের আলো দেখার আশায় রাতে আমি আর রোয়েনা বেশ খানিক আগেই ঘুমুতে গেলাম।

চারপাশে টুপ-টাপ শিশির ঝরে পড়ার শব্দ, পাখির কিচির-মিচির, মোরগের ডাকে বুঝতে পারলাম ভোর হয়ে গেছে। ঘুমটা ভাঙ্গলো, ঘড়িতে চেয়ে দেখলাম ভোর ৫টা। নাহ, উঠে পড়া দরকার। সুন্দর একটা সকালের আলো কে মিস করতে চায়? রোয়েনাকে ডেকে তুললাম, হাত-মুখ ধুয়ে ক্যাম্রা হাতে নেমে গেলাম দু'জনে ঘন কুয়াশায়। ভোর, আহ কী শান্তির ভোর! চারপাশে কার্তিকের মোহময় আবহ আর হিমেল বাতাসে এই বাংলার মুগ্ধতার পরশ।

চুপচাপ, শুধু একটি কথাই মনে হলো - সুপ্রভাত বাংলাদেশ !

১)
DSC_4412_3_4_tonemapped

২)
1

৩)
2

৪)
3

৫)
4

৬)
5

৭)
DSC_4830

৮)
6

৯)
7

১০)
8

---------------------------------------------------------------------------

ক'দিন আগে কিশোরগঞ্জ থেকে ফিরলাম। কিন্তু এবারের ছবিগুলো নিয়ে এখনও খুব একটা বসা হয়নি, দেখা যাক খুব শিঘ্রই হয়তো আরো কিছু ছবি দেবো এবারের ভ্রমনের।
----------------------------------------------------------------------------

এখানে দেয়া ১০টি ছবিই HDR করা।


মন্তব্য

শুভাশীষ দাশ এর ছবি

জটিলস্য জটিল।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, শুভাশীষদা ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ফ্রুলিক্স [অতিথি] এর ছবি

এমনিতেই কি দেশে যাইতে মঞ্চায়।

কিন্তু গত কয়েকবার গিয়েও ফেলে আসা গ্রামের মেঠোপথ খোজে পাইনি। সবই এখন পিচঠালা রাস্তা। ধানের জমিগুলো ভরাট হয়ে গেছে। অযত্নে-অবহেলায় হয়তো কয়েকটি কলাগাছ আছে। মাছ ধরার জিনিসপত্র উদাও মন খারাপ

পেলাচ, মাইনাস দেবার ক্ষমতা নাই।

অনুপম ত্রিবেদি এর ছবি

আমাদের গ্রাম এখনও ততটা শহুরে হয়ে উঠেনি। মেইন রোড পিচ হয়ে গেছে বেশ ক'বছর আগে, কিন্তু গ্রামের ভেতরের পথ গুলো এখনো মাটি-কাদা মেখেই আছে।

ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

HDR হোক না হোক, এই দেশটা আসলেই খুব বেশি সুন্দর।
-রু

অনুপম ত্রিবেদি এর ছবি

আসলেই ...

ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মূলত পাঠক এর ছবি

ওয়াও!!! কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করি!

অনুপম ত্রিবেদি এর ছবি

পাঠুদা ... বহু, বহু, বহুদিন পর আপনাকে পেলাম। কেমন আছেন আজ কাল?

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনার্য সঙ্গীত এর ছবি

চ্রম চ্রম...

অট. ছবিগুলা বেশি জুস হইছে। রোয়েনাত্তে মাইরা দিছো বইলা সন্দ করি দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ বেটা অনুজীব।

তোর তো এমনই মনে হইবো ... চুরার মন র‌্যাব ... র‌্যাব ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

আপনার ছবি সম্পাদনার হাত বেশ ভাল। শুভেচ্ছা নিবেন।

৩ নং এ ডান দিকে একটা ডিস্টার্বিং হলুদ রেখা
৮ নং এর কম্পোজিশ্ন ভাল লেগেছে
৯ নং ছবির টোন টা মারাত্মক।
১০ নং এ আরেকটু নিচু অ্যাঙ্গেল হলে আরো ভাল হত।

ফাহিম হাসান

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাইফ তাহসিন এর ছবি

আপনার ছবি সম্পাদনার হাত বেশ ভাল।

হো হো হো ভাইজান কি নতুন নাকি সচলায়তনে? আপনার কাছ থেকে দারুণ কিছু ছবি দেখার আশা করে গেলাম। গঠনমূলক সমালোচনা দেখে ভালো লাগল।

৩ নাম্বারের ছবিটা দেখার পর আবার ৯ নাম্বার ছবিটা দেখেন, বুঝতে পারবেন, ঐ 'ডিস্টার্বিং হলুদ রেখা' কলাপাতার মধ্যশিরা! আপনে কি বলতে চান, বেচারা ফটু-খিচক হাতে দা নিয়ে ঘুরবে আর ছবি তুলার আগে কেটেকুটে নিবে? তারপরেও যথেষ্ট মুন্সিয়ানার সাথে হলুদ রঙটাকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে এডিটিং এর সময়!

১০ নাম্বারের আংগেল যদি আরো নামিয়ে দিত তখন ঠিক নাক বরাবর থাকত চাচামিয়ার পুচ্ছদেশ, খুব একটা আনন্দিত হইতে পারলাম না সেই ব্যাপারটা চিন্তা কইরা ইয়ে, মানে...

ভালো থাকবেন সবসময়!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

জ্বি ভাই, আমি সচলায়তনে নতুন। সবাইকে চিনে উঠতে পারিনি। আগ্রহ নিয়ে পুরানো পোস্ট পড়তে পড়তে আমার ইচ্ছে হল আরো জানবার। তাই এখন নিয়মিত পাঠক।


আপনার ছবি সম্পাদনার হাত বেশ ভাল।

এটা আমার ব্যক্তিগত মুগ্ধতাবোধের প্রকাশ। আমি সম্পাদনার কাজ কিছুই পারি না। পোস্টপ্রডাকশানের বিপদ এড়াতে ফিল্মেই কাজ করতাম। এখন ডিজিটাল মাধ্যমে ছবি তুলি কিন্তু সম্পাদনা নৈব চ। কারণ উন্নাসিকতা নয়, অক্ষমতা! আর মানুষ শুনেছি বড় উস্তাদদের গানেও দাদ দিয়ে উঠে- বহুৎ খুব! এতে দোষের কিছু নেই।


আপনে কি বলতে চান, বেচারা ফটু-খিচক হাতে দা নিয়ে ঘুরবে আর ছবি তুলার আগে কেটেকুটে নিবে?

না। আমি বলতে চাই লাইনটা ডিস্টার্বিং। আরো ডানদিক ঘেঁষে ছবি তুললে তা এড়ান যেত হয়ত। ছবিটা খুবই সুন্দর- সত্যি। লাইনটা ডিস্টার্বিং- এটাও সত্যি।

১০ নাম্বারের আংগেল যদি আরো নামিয়ে দিত তখন ঠিক নাক বরাবর থাকত চাচামিয়ার পুচ্ছদেশ

ছবির সাব্জেক্ট চাচামিয়া না। চাচামিয়া যে কষ্ট করে বস্তা তুলছেন তার রিপ্রজেন্টেশান। এই মোশানটা 3D কিন্তু ছবি তো 2D । আরেকটু নিচু হলে নিচে থেকে কোন জিনিস যে উপরে তোলা হচ্ছে তা আরো স্পষ্ট হবে। দর্শক কষ্টের অনুভূতিটা পাবে -পারস্পেক্টিভ তাই বলে।

ফটোগ্রাফি শাস্ত্রে এখনো নবীন আমি। তাই চেষ্টা করি ছবি বুঝতে। টেকনিকাল ব্যাপারগুলো আলোচনায়, চর্চায় শেখা হয় ভাল । মন্তব্যে তাই প্রত্যাশা!

আপনিও ভাল থাকবেন।

ফাহিম হাসান

বি. দ্র: অনুপমদার পুরানো পোস্টের ছবিগুলো দেখলাম। আবারো বলছি - সম্পাদনার মুন্সীয়ানা দেখে অভিভূত!

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, ধূগোদা। আচ্ছা, আপনার গ্রামের বাড়ী কিশোরগঞ্জ নাকি???

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

ছবিতেই পুরা প্রকৃতি আর জীবন একেবারে জীবন্ত!!!!!!!!!!!!!

দুর্ধর্ষ!!!!!!!!!!!!!

হায়রে ভোর; এখন আমি লটকাই থাকি গাড়ির সিটবেল্টে ............ঃ[

-অতীত

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নির্জন স্বাক্ষর এর ছবি

ছবিগুলা সুহাসীয় হইসে। কিন্তু ৯ নাম্বারটা একটু অন্যরকম। তুমি এমন ছবি খুব বেশি তোলো না। আর ৭ নাম্বারটা দেইখা মাথায় ম্যাক্রোর ভুতটা আবার লাফাইতাসে।

দেইখো, একদিন আমিও...

অনুপম ত্রিবেদি এর ছবি

আসলে, এরকম মোমেন্ট পাওয়া খুব টাফ। তুই তো বেশ ভালো করেই জানিস ছবি তোলায় আমার খুঁতখুতানিটা একটু বেশীই। তাই সবস্ময় পার্ফেক্ট মোমেন্ট না পেলে তোলা হয়না।

হুম, পরশু ভোর থেকেই দুজনে ম্যাক্রো করতে ঝাঁপিয়ে পড়বো।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

অসাধারণ...বিশেষ করে নাম্বার এক আর দুই.....এইটা কোন জায়গা?

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

এটা আমার গ্রাম, নাম টামনী।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

পাগল মন এর ছবি

সবগুলো ছবি দারুন, যেমন বিষয়বস্তু তেমনি ছবির কাজ। হিংসায়িত হলাম। হাসি
_________________________________________________
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ। হিংশা করা জ্ঞানীর লক্ষণ না ... ... লুলঝ ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তিথীডোর এর ছবি

একরাশ মুগ্দ্ধতা!!!!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনুপম ত্রিবেদি এর ছবি

একরাশ ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

বাউলিয়ানা এর ছবি

দারুন দারুন হাততালি

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, ধন্যবাদ।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নিবিড় এর ছবি
অনুপম ত্রিবেদি এর ছবি

পোলাপাইন, লাগাও তালিয়া ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তাসনীম এর ছবি

অসাধারণ।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ, তাসনীম ভাই।

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

দুর্দান্ত !

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি ভাই একটা জিনিস। অসাধারণ ছবি!
...............................
নিসর্গ

সাইফ তাহসিন এর ছবি

পাগলায় আবারো আগুন লাগায়া দিছেরে! কুয়াশার মধ্যে ইরাম আগুন আছিল কে জানত! গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রাতঃস্মরণীয় এর ছবি

লতা মঙ্গেশকর একজীবনে ছবি তোলার পোঁকা ছিলেন। শোনা যায় নাকি তার ছবি তোলার হাতও বেশ ভালো ছিলো। তারপর হঠাৎ তিনি একদিন গেলেন গৌতম রাজাধ্যক্ষের একটা ফটোগ্রাফির এক্সিবিশনে। তারপর সেইদিন থেকে তার ছবি তোলা শেষ। জীবনে নাকি আর কোনওদিন নিজের হাতে আর ছবি তোলেননি। বুঝতে পারছি, আমারও লতা মঙ্গেশকর হওয়ার টাইম ঘনিয়ে এসেছে।

আগে গর্ব করতাম শুধু তিনজন ফটোগ্রাফার বন্ধুকে নিয়ে। গৌতম রাজাধ্যক্ষ (ফেসবুকের বন্ধু, মাঝে মাঝে চ্যাটিং হয়), জ্যান গ্রারাপ আর পিটার ক্যাটন। কিন্তু আর না, বৃত্তের পরিধি বড় করার সময় হয়েছে এবার।

মনটাই তো দিলেন খারাপ করে। তারপরও ধন্যবাদ দিয়ে যাই।

======================================
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুহান রিজওয়ান এর ছবি

৩ নাম্বার ছবিটা দারুণ।

কিন্তু ৯ নাম্বারটার জন্যে কোন বিশেষণই সম্ভব বলে মনে হচ্ছে না। পাঁচতারা কম হয়ে গেলো।

_________________________________________

সেরিওজা

এনকিদু এর ছবি

সুপ্রভাত বাংলাদেশ !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অমানুষিক!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

নয় নাম্বার ছবিটা এত অপূর্ব হয়েছে, কী বলবো? ফেসবুক মেসেজে একটা আবদার জানালাম।



বুকে BOOK রেখে বরাহশিকার ♪♫ কালাইডোস্কোপ

কৌস্তুভ এর ছবি

ছবিগুলো এত্তো এত্তো এত্তো খারাপ, যে কিছু আর বলার অপেক্ষা রাখে না!

রোমেল চৌধুরী এর ছবি

দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হয়েছে হলুদ
হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা,
ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ,
চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দু — বেলা
নির্জন মাছের চোখে — পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আঁধারে
পেয়েছে ঘুমের ঘ্রাণ — মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে;

মনকাড়া ছবিগুলো দেখে অনির্বচনীয় অনুভূতি হলো!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ।

অতিথি লেখক এর ছবি

অদ্ভুত মুগ্ধতা।
প্রত্যেকটা ছবিই অসাধরান।

------------------------------------
তৌফিক, চিলেকোঠা

সজল এর ছবি

দারুণ।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।