সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ২৩ ডিসেম্বর # আমি, # রোয়েনা, # আশরাফ (নির্জন স্বাক্ষর) ও # আবীর - আমরা এই তিন আদম সন্তান গেলাম বিক্রমপুর জয়ের উদ্দেশ্যে। যদিও আশরাফের এক চাচাত ভাইয়ের 'পাক্কা মুসলিম' হবার অনুষ্ঠানের দাওয়াত ছিলো, তবুও কার কি কাটা পড়লো তা নিয়ে আমরা মোটেও মাথা ঘামাইনি। আমাদের মূল উদ্দেশ্য ছিলো একটাই - প্রবল বিক্রমের সাথে পাগলা ক্যাম্রাবাজি করে বিক্রমপুরকে জয় করা। তাই আশরাফের চাচাত ভাইয়ের ... কাটা'র খানা-দানা সেরেই রওনা দিলাম ওর নানাবাড়ী হাঁসারগাঁও-এর উদ্দেশ্যে, কারন আমাদের যুদ্ধক্ষেত্র তো ওখানেই।
১) আমরা চার যোদ্ধা (বাঁ থেকে আমি, আবীর, আশরাফ ও রোয়েনা) -
বিকেলে চা খেয়ে আমরা চারজন আর সাথে # সাগর (আশরাফের মামাত ভাই) ও তার সদ্য বিবাহিত স্ত্রী বের হলাম যুদ্ধের বিভিন্ন স্পট দেখতে। তারপর ক্যাম্রা নিয়ে চললো সে এক কঠিন যুদ্ধ, সেইসাথে যোগ হলো ঢিস্টিং ঢিস্টিং লাইট পেইন্টিং (এটা নিয়ে আশরাফ সামনেই একটা পোস্ট দেবে, তাই আমি এ ব্যাপারে বিস্তারিত কিছু লিখবো না ... মু ... হা ... হা ... হা ...) আর বিশেষ বোম্বাষ্টিং 'ক্লাস্টার বোম্বিং' (এইটা বিশাল গোপন ব্যাপার, এইটা নিয়া আজ, আগামীকাল বা এই জীবনে কখনই কোনো লেখা আসবে না, তাই এই ব্যাপারে কিছুই বলবো না ...)। আমরা চারজনা'ই এক্সপিরিম্যান্টের নেশায় পুরো বুঁদ হয়ে ছিলাম, ওখানে সেদিন তাপমাত্রা প্রায় ১০ এর নীচে ছিলো কিন্তু আমরা কোনো কিছুকেই তোয়াক্কা করিনি। রাত সাড়ে তিনটা পর্যন্ত চললো আমাদের লংশাটার যুদ্ধ। শেষে শীতে টিকতে না পেরে সেই গভীর রাতে ক্ষেতের উপর শুরু হলো আমাদের চরম ডিস্কো ড্যান্স। গ্রামের কেউ দেখলে নির্ঘাত ভূত বলে ভয় পেতো।
২. রাতে বাড়ীর সামনের উঠানে, ২৪২ সেকেন্ডের এক্সপোজার-
৩. আলু ক্ষেতে ৫১৩ সেকেন্ডের এক্সপোজার, সাথে লাইট পেইন্টিং (মডেল আশু)
পরদিন সকাল সাড়ে ছয়টার দিকে বের হলাম ম্যাক্রো তুলতে আর আমার উদ্দেশ্য ছিলো একটা প্যানোরামা করার। পোলাপাইন সব ঝাঁপিয়ে পড়লো শরিষা ক্ষেত আর ধানের বীজতলার উপর, যে যেভাবেই পারলো ঠকাশ ঠকাশ সাটার মেরে চললো। তারপর সকালের নাস্তা সেরে মজার ঘুম শেষে গেলাম আশরাফের ফুপু বাড়ি দাওয়াতে এবং অবশ্যই ক্যাম্রাবাজী করতে। সেখানে পুরোনো এক জমিদার বাড়িতে সবাই কঠিন মল্লযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। রাতে আবারো লংশাটার যুদ্ধ এবং ভোর বেলা ম্যাক্রো যুদ্ধ চললো প্রবল বিক্রমে। ২৫ তারিখ বিকেল বেলা আমরা বিক্রমপুর জয় করে ঢাকা ফিরলাম।
৪. ভোরে ৬ শটের প্যানারোমা -
৫. ভোরের শিশির -
৬. শিশির ভেজা মাছি -
৭.
৮. পুরোনো জমিদার বাড়িতে
৯.
তবে এবারের মতো এতো মজা করে কোনো ট্যুরেই ছবি তোলা হয়নি। ওখানে সারাক্ষন আমাদের মাথায় ছিলো ফটোগাফি আর বিভিন্ন থীম। কিন্তু একমাত্র ব্যতিক্রম আবীর, ওর মাথায় থীমের পাশাপাশি ছিলো আশরাফের মামাবাড়ির আরো কতোটুকু খাবার উদরস্থ করা যায় তার প্ল্যান!!! মামা-মামির এতো আদর আসলে খুব কমই পেয়েছি, আশরাফকে ধন্যবাদ ওখানে নিয়ে যাবার জন্যে। আবারো যাবো বর্ষায়, আরো একটি যুদ্ধ জয়ের নেশায়। হয়তো বার বারই যাবো ... আমাদের ক্যাম্রাবাজির যুদ্ধ তো শেষ হবার নয়!
১০.
১১.
১২. সকালে আলুক্ষেতের ব্যাস্ততা -
১৩. ১৯০ সেকেন্ডের মোট ১২টি ছবি নিয়ে করা স্টারট্রেইল (সাথে লাইট পেইন্টিং ফ্রি ...)
----------------------------------------------
নোটঃ রোয়েনার তোলা বেশ কিছু ভালু ভালু ছবি ছিলো, কিন্তু অনেকেই আগের ব্লগ গুলোতে রোয়েনার ছবি দেয়া নিয়ে কিছুটা আপত্তি করায় এবার তা চেপে গেলাম। আর আপাততঃ রোয়েনার ব্লগ লেখার ইচ্ছাটা প্রায় নেই বলেই চলে, তাই হয়তো ঐ ছবিগুলো আর এখানে প্রকাশিত হচ্ছেনা। ধন্যবাদ।
-----------------------------------------------
মন্তব্য
তোমার ছবি সম্পর্কে কমেন্ট করার কিছু নাই। তোমার ছবি নোংরা পর্যায়ের ভালো হয়। তারপরেও বলার মত যা অনুভুতি আসতেছিল তা তোমার নোট পড়ে গায়েব হয়ে গেছে! নিতান্তই আহত হলাম!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ, বেটা অনুজীব।
আহত হয়া লাভ নাইক্কা। হুদা কতা শুনতে আমার ভালু লাগেনা।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আমি এসব বেড়াবার কাহিনিও শুনি না, আর এইরকম ছবিও দেখিনা! আর আশরাফকে প্রকাশ্য হুমকি দেয়া হলো প্রতিদিন আমাকে তোমাদের ছবি তোলার নিত্যনতুন কাহিনি শুনিয়ে নিজের তোলা নিত্যনতুন ছবি দেখাবার জন্যে!
রোয়েনাকে হুমকি দেয়া হল তাত্তাড়ি নিজের ছবি নিয়ে অন্তত পার্সোনাল ছবি-ব্লগ শুরু করতে।
সব হুমকি শেষে আমাকে ১০ নম্বর ছবি পাঠাতে বলা হলো (এটা কিন্তু হুমকি না)!
পি.এস.: ভোরে আলুক্ষেতে তোমাদের আলু তোলার ছবিটা সবচেয়ে ভালু হইসে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আলু ক্ষেতের ছবি না দিয়ে এবারে ওরা পটল ক্ষেতে পটল তোলার ছবি দিক! আমি নিশ্চিত ঐটা আরও একশগুন ভালো হবে! :|
-----------------------------------------------------------------------------------
হাসির উপরে দুইন্যাতে কিছু আছে? আজ সারারাত হাসবো, অনেকদিন হাসা হয়না। এই আমি শুরু করলাম... "হাহাহাহোহোহোহিহিহি!" এক্কেবারে বইয়ের ভাষায় ব্যাকরণ মেনে হাসবো! সত্যি বলছি, দেখে নিও! একটুও ভুল হবেনা!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
তুমি পটল তুললে বইলো - ওয়াইড এঙ্গেলে তোলা খাটিয়ার ছবি প্রিন্ট কইরা পাঠায়া দিমু ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ওয়াও! থ্যাঙ্কু থ্যাঙ্কু! তাপ্পরে সেই ছবিটা ফেইসবুকে দিয়ে আমাকে ট্যাগ করে দিও! রোয়েনাকে আমার পাসওয়ার্ড দিয়ে দিবো ও স্ট্যাটাস দিয়ে দিবে, "আয়াম ডেড!"
-----------------------------------------------------------------------------------
হাসির উপরে দুইন্যাতে কিছু আছে? আজ সারারাত হাসবো, অনেকদিন হাসা হয়না। এই আমি শুরু করলাম... "হাহাহাহোহোহোহিহিহি!" এক্কেবারে বইয়ের ভাষায় ব্যাকরণ মেনে হাসবো! সত্যি বলছি, দেখে
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
না শোনা ও না দেখার জন্য ধন্যবাদ। আশরাফকে দেয়া হুমকি পৌছে দেয়া হলো। রোয়েনা এই পথ কবে মাড়াবে ঠিক জানিনা।
ধন্যবাদ।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসাধারণ সব ছবি...
আপনাদের ক্যাম্রাবাজি-র কিছুই আমি বুঝি না
তবে কেবল মাত্র সবুজের-ই এত রূপ দেখে আমি বিস্মিত এবং বিমুগ্ধ।
শুভ কামনা রইল আপনার, রোয়েনার আর আপনাদের পুরো দলের জন্য
--সন্ধ্যা
আপনার জন্যও শুভ কামনা রইলো।
ধন্যবাদ।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ছবিগুলা খুবি সুন্দর। ২ নাম্বার ছবিটা আর শেষেরটা মারাত্মক! ১, ৩ আর নিচের আলুক্ষেতের ছবিটা দেখে কেন জানি ম্যাট্রিক্স এর কথা মনে আসলো।
অনেক ধন্যবাদ আপনাকে।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
সবগুলো ছবিই সুন্দর, আমার কাছে আলু ক্ষেতের ব্যস্ততার ছবিটি বেশী ভালো লেগেছে।
...............................
নিসর্গ: বাংলার প্রকৃতি
ধন্যবাদ পিপিদা। আসলে আমার ২টা ম্যাক্রো ল্যান্সই হাপিস হয়ে যাওয়াতে ওয়াইড নিয়ে ঝাপিয়ে পড়েছিলাম।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আমার মতে ভালো ছবি তুলতে চারটি জিনিসের প্রয়োজন- সাবজেক্ট, ছবি তোলার আগ্রহ, ছবি তোলার দক্ষতা ও ভালো ক্যামেরা। পৃথিবী নামক গ্রহটিতে প্রথমটির অভাব নেই। বাকি তিনটি আপনাদের মধ্যে ও সাথে বেশ ভালোভাবেই আছে।
অনেক অনেক সুন্দর।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
প্রথম তিনটা জিনিশ ঠিক আছে, মাগার কিছু কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া ভালো ক্যামেরার আসলে খুব বেশি প্রয়োজন নেই। ফটোগ্রাফারের কাজ কিন্তু ভালো ক্যামেরা ব্যাবহার করা নয়, বরং যে কোনো ক্যামারারই সর্বোচ্চ ব্যাবহার, ফটোগ্রাফারের নিজস্ব জ্ঞান, বুদ্ধিমত্ত্বা ও সৃজনশীলতা দিয়ে।
অনেক ধন্যবাদ আপনাকে।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ধুর্মিয়া, আপনে মানুষ না।
--------------------------------------------
আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মোরে নাই বলো, বেঈমান বলো - বেঈমান ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আজগে ছবির সাথে সাথে ছোট্ট ইন্ট্রোটাও ভালো হইসে।
৬ আর ১১ দেখে লগিন না করে থাকা গেলো না।
[ পরীক্ষার আগে এম্নে লগিন করাতে বাধ্য করালেন বলে পাঁচটা মাইনাস দিয়ে গ্লাম।]
_________________________________________
সেরিওজা
ধন্যবাদ, সুহান।
তারাতারি এইসব ফাউল পরীক্ষা শেষ করো ... ... এতো পরীক্ষা দিয়া কী হইবো, বুয়েট থিকা তো আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার হইতারতানা !!!
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
প্রথমটায় আপনারে তো চেনোন যায় না, বাচ্চা বাচ্চা লাগে
"আলুক্ষেতের ব্যস্ততা"
আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি
অলস সময়
ওরে প কেটে লাশ, আমি তো বাচ্চাই ... ওয়াঁ ... ওয়াঁ ... ওয়াঁ ...
ধন্যবাদ।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
তিন আর তেরোতে হিংসা।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
হিংশার জন্য ধন্যবাদ।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
১.
কিডা বাদ পড়ল গো?
২.
আপনি লোক ভালু না। আপনের পরিচিত লোকজনরে আপনি যখন তখন ৫০০-৬০০ সেকেন্ড ধরে নটনড়নচড়নঅবস্থায়বসায়েরাখেন! আমি ভেবে পাই না তারা এই অনাচার সহ্য করে কেমতে!
৩.
ছবির কিছুই বুঝি না। আপনের ছবিতে সোন্দর সোন্দর রং দেখে চুপে পাঁচ তারা দাগিয়ে ভাগলাম।
কাকস্য পরিবেদনা
যাব্বাড়া, মেম্বর লোক মহা খারাপ। চারজনের নাম দিয়া পরিসংখ্যানে একজনকে গায়েব করে দেয়া নিয়ে নিচে উদ্বৃতি মারতেই দেখি মেম্বর দুর্নীতি করে আগেই এইটা নিয়ে বলে ফেলছেন!
এখন আর কী! ফটুক জমজমাট হৈছে, গুড হৈছে, এক্সিলেনট্ট হৈছে, ফাইন হৈছে- এগুলা কৈয়াই কাইটা যাই।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমিও আদমশুমারী করতে আইসা দেখি প্রশ্ন আউট হয়ে গেছে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধূগোদা, আপনে গন্যমান্য লুকজনরে লয়া খ্রাপ কতা কইছে, তাই আপ্নেরে ডাবল মাইনাচ।
আর, অনেক গুলান ধন্যবাদ।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
গন্যমান্য মেম্বর সাব,
১.
এইটা আমি পুস্টের পরে দেখছি, তাই ঠিক কর্তারিনাই। আসলে সব সময় তো আমি, রোয়েনা আর আশরাফ-ই যাই সবখানে তাই খালি মনে তিন চইলা আসে।
২.
ভাই যে কিতা কন্না ! এগুলা তো কিছুই না, আরেকটা ছবিতে রোয়েনারে প্রায় ১,১০০ সেকেন্ড বসায়া রাখছিলাম। ঐটা নিয়া পরে পুস্টাবো ...
৩.
'এইটা একটা ছবি' -এইটুক বুঝলেই তো দুনিয়ার সব বুঝা হয়া গেলো, আর কী লাগে??? তারার লাইগ্যা ধন্যবাদ।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ঠিকই তো আছে... ডালিম তো নরাধম... আমগো কাউরে দাওয়াত দেয় নাই।
উরিব্বাস!
উরি ... উরি ... ধন্যবাদ ... উরি ... উরি ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কাউয়া আমারে নেয় নাই... তাই বিক্রমপুররে মাইনাস... বিক্রমপুরে তোলা ছবিরেও মাইনাস... দিক্কার...
সব পঁচা ছবি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমরা চইলা আসার সময় দেইখা আসছি যে, আলু ক্ষেতগুলা বহাল তবিয়তেই আছে। মাগার আপনে গেলে দেখা যাইতো আলু ক্ষেতে আর কিছু নাই, খালি বুতুল আর বুতুল ... তাই আপ্নেরে নেওয়া হয় নাই। তয় এইটা কিন্তু আমার কতা না, এইটা কাউয়ার গভীর ষড়যন্ত্রের একটা অংশ ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
দুর্দান্ত সব ছবি!!!!!!!!!
বিশেষ করে ২ আর ১৩ নম্বরটা মারাত্মক লেগেছে; আর শিশিরসিক্ত সবুজের ছবি তো পুরাই বরবাদ!!! এতো জোশ ছবি তোলে ক্যাম্নে???
-অতীত
ধন্যবাদ ... ভায়া ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
দুর্দান্ত সব ছবি
দুর্দান্ত ধন্যবাদ ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
দূর দূর, ৫০০ সেকেন্ড ধরে মাত্র একটা ছবি তোলেন, আপনি আবার ফটুগফুর?
ছবি যথারীতি সেইরম হয়েছে...
হ, এইটা কুনু কতা ... এতোকগুলান সেকেন্ড নষ্ট কইরা মাত্র একখান ছবি !!!
ধন্যবাদ !!!
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম সেরাম
জলপুত্র তথাস্থু (সাগর)
সেরাম ধইন্যবাদ ... ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
macro জন্য কোন লেনস ব্যবহার করেছেন ?
ম্যক্রো করার জন্য Sigma Macro 90mm f/2.8 ব্যাবহার করেছি.
ধন্যবাদ ।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
যাক, ছবি তোলা তাইলে ভুলে যাও নাই। গ্রুপ ছবিটা ভালো আসছে। আলু ক্ষেতের ছবিটা নিয়ে ফ্লিকারে আগেই কথা বলেছি।
শেষের ছবিটা দেখে অনেক আগের পড়া একটা কবিতার কথা মনে পড়ল। কবির নাম সম্ভবত ছিল "পাশু প্রাপণ"। প-র উপরে চন্দ্রবিন্দু ছিল কী না এই মূহুর্তে মনে করতে পারছি না। :পি
ঐ কবিতায় বৃষ্টিধারা কে তিনি বর্শার সাথে তুলনা করেছিলেন। তোমার ছবিতে স্টারটেইলকে আমার এই মূহুর্তে বর্শার মতোই লাগছে।
ছবিলেখা ভালো লেগেছে।
হুম, আমি ভুলি নাই কিন্তু তোমার অবস্থা দেইখা তো মনে হইতাছে তুমি পুরাই গায়েব হয়া গেছ। কত জায়গায়ই তো ঘুরলা, একটা ছবি-ব্লগ দাওনা !!!
ভালো লাগার জন্য ধন্যবাদ।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কবে যে ছবি তোলা শিখুম !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
গতকাল একটা কমেন্ট করছিলাম, গেলো কই!!
থাক আজকে আর করবোনা।
...........................
Every Picture Tells a Story
৩ নাম্বারটা দুঃস্বপ্নের মতো (এইটা কিন্তু প্রশংসা। আমি অনেক ডিটেইলড গথিক টাইপের দুঃস্বপ্ন দেখি।)
৪ নাম্বারটা দেখে মনে হলো: “এইটা কি এই দুনিয়ার ছবি?”
শিশিরের ছবিগুলো দেখলে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে।
আর রোয়েনাকে আমি দেখে নিচ্ছি, দাঁড়াও!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
দুর্দান্ত ছবিগুলো!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ছবি প্রত্যেকটাই সেইরকম।
--------------------------
তৌফিক, চিলেকোঠা
নতুন মন্তব্য করুন