ছবি-ব্লগঃ ছুডু মুডু লং শাটার কাহিনী

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: বিষ্যুদ, ০৬/০১/২০১১ - ১১:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গেলো বছরের ২৫ আগষ্ট আমি আর আমার দুস্ত কাম উস্তাদ জনি ভনভন কইরা বহুৎ ভাইব্বা ভুইব্বা ঠিক করলাম আমাগো একটু 'আলাদা' কিছু করা উচিৎ। হেইদিন ছিলো শুক্কুরবার, তাই সিদ্ধান্ত হইলো বায়তুল মোকাররম মসজিদে গিয়া নামাজ পড়া মানুষের ছবি তুলুম। একে তো শুক্কুরবার, তার উপরে রমজান মাস - আমরা আশায় বুক বানলাম যে গিয়া বিরাট এক মুসল্লি সমাবেশ পামু। কারণ, রমজানে আবার 'সিজনাল মুসল্লি'গো আনা-গোনাটা একটু বাড়তির দিকেই থাকে আর কি! যেরাম ভাবা সেরাম কাজ। গিয়া দেহি মুসল্লিতে পুরা পল্টন সয়লাব। দুইজনে মিল্লা ঘাপাৎ-ঘুপাৎ কইরা সাড়ে দশ পনরোডা ছবি তুইল্লা ফালাইলাম। মাগার তারপরই বেল শেষ। যতই গুতাই দুইজনের কারুরি আর ছবি আহে না। তলে তলে ঠিকই টের পায়া গেলামগা - আমাগো দিয়া 'আলাদা' কিছু আর হইবোনা। কি করা যায় হেইডা লয়া ভাবতে ভাবতে গিয়া পড়লাম হোটেল ঘরোয়াতে। কইশ্যা ভূনা খিচুড়ি আর চা-বিড়ি মাইরা চিন্তা লইলাম যে, লৌহজং-এর দিকে একটা ভালা জায়গা আছে, ঐখানে যাওন যায়।

ঘটনা শুরু কিন্তু আসলে এইখান থিকা, উপরের প্যারা পুরাই ভগি-চগি ... মু হা হা হা। এর মইধ্যে টের পায়া গেলাম যে আমি ট্রাইপড আনি নাই। ইন্নালিল্লাহ, অখন কি হইবো? কুনু পেরেশানি না বাড়ায়া দিলাম কাউয়া বরাবর লাইন লাগায়া। হালায় দেহি ঘুমায়! টালের মতো জিগাইলো - কই তুমি? ঠাস-ঠুস চাইর পাচটা ঝাড়ি পাইড়া কইলাম- তর বাসার সামনে আইতাছি, ট্রাইপড রেডি রাখ। কি তামশা, ট্রাইপড আনতে গিয়া দেখি ঐ ট্রাইপডের লগে কাউয়া নিজেই বাইজ্জা রইছে। কান্দে আর কয় - বাই, আমারে লয়া চলো! যাউজ্ঞা, একটু 'দিল কি দয়া' কইরা লগে লয়া লইলাম আর কইলাম - গতর খাটায়া উসুল লমুনি। বেডায় তাতেও রাজি!!! রনি নামের আরেক দুস্তও লগে গেলো (মাগার হেয় কী কামে গেলো হেইডা এইহানে কইতারতামনা!!!)।

যাউজ্ঞা, ঐখানে গিয়া তো অতি ফাস্টে রাস্তাই খুইজা পাইনা, একবার এদিক যাই তো আরেকবার সেদিক! শেষ মেষ রাস্তা খুইজ্যা পায়া গেলামগা নাক বরাবরা ঢুইকা। গিয়া দেখি পুরাই কস্কি মমিন টাইপ সিনারি। ঝপাৎ কইরা ক্যাম্রাটা বাইর করলাম আর শুরু কলাম শাটার মারা। আমি আর জনি মিল্লা রনি আর কাউয়ারে কইশ্যা মঠেল বানায়া দিলাম। আইচ্ছালা কী মজা, দুইডা ধামড়া পুলারে বইতে কইলে বয়, খাড়াইতে কইলে খাড়ায়, এক্কেলে 'দিনকা বাকরা' !!! হালার মজাই মজা।

তারপর ... তারপর ... তারপর ...!!! তারপর আর কিছু না রে কালিয়া, দিনের শেষ ভেলকি দেখায়া কাউয়া আমারে প্রায় ৩৬০ সেকেন্ডের একটা লং শাটারে বসায়া বাকরা বানাইলো ... ... ... শুধু হেইটাই না, আমার টকিনা ১১-১৬মিমি আর রিমোট শাটার বাগায়া ছবিও তুললো ... ... ওয়া ... ওয়া ... ওয়া ...

রনিরে বসায়া মারলাম কয়টা (এইগুলান কইলাম লং শাটার না) -

১.

DSC_9350_HDR_ED_NR

২.

DSC_9347_ED

৩. চিকনে একটা প্যানারোমা মাইরা দিলাম

Panorama 1_ED

--- এইবারের বাকরা আমাদের কাউয়া ---

৪. মাত্র ৩০ সেকেন্ডের একটা মামুলি শাটার

DSC-9371_HDR_Final-2

৫. ১৯১ সেকেন্ডের শাটার

DSC_9378_ED_NR

৬. ৩৫৯ সেকেন্ড ধইরা কাউয়ারে বসায়া দিলাম শাটার চাইপ্পা -

Darkness in my soul

৭. আমার আবার কঠিন 'নাও পেম' আছে, তাই একটা নাও পায়া ঝাপায়া পইড়া ১৩০ সেকেন্ড ধইরা মারলাম একখান শাটার -

DSC_9376_SQ

[ফুট-লুটঃ সবগুলান ছবিই HDR করা।]


মন্তব্য

ru এর ছবি

খামাখাই একজন মডেল বসালেন। মডেল দিয়ে ছবির সৌন্দর্য বৃদ্ধি হয়েছে বলে মানতে পারলাম না। ২, ৬, ৭ সবচেয়ে বেশি ভাল লেগেছে। -রু

অনুপম ত্রিবেদি এর ছবি

আ লট অফ ধইন্যাপাতা ...।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাইফ তাহসিন এর ছবি

পাগলায় চেতসেরে! চোখ ট্যারা হইয়া গেল এতক্ষন তাকায়া থাকতে থাকতে। মিয়া আপনার নামের পাশে কুনু অতিথি দেখি না, সচল হইয়া গেছেন মনে হয়, শাবাশ বীর বাঙালি! হইয়া থাকলে অভিনন্দন, না হইলে মডু-দাদাগো কাছে আর্জি কইরা যাই এই পাগলা ফটুরে সচলের প্রতি যেন তারা সদয় হোন!

লেখা কেমুন হইছে আলদা কইরা কওন লাগপো? হাসি থামলে কইয়া যামুনে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনুপম ত্রিবেদি এর ছবি

না গো ভাইজান, এখনো 'হাচল'ই আছি। এতো ত্রাত্রি সচল হওনের স্বপ্ন দেহিনা।

এইসব খাচড়া পুস্ট পড়ার লাইগ্যা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাইফ তাহসিন এর ছবি

নামের পাশে অতিথি দেখি ব্যাক ইয়ে, মানে...

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মনে হয় প্যারোলে মুক্তি পেয়েছিল দেঁতো হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

অসামান্য সুন্দর লাগলো ছবিগুলো। দেখলেই ছবি তুলতে মন চায়, এত সুন্দর ছবি।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ, ইশতিয়াক ভাই।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

Mustafiz এর ছবি

ভালৈছে

অনুপম ত্রিবেদি এর ছবি

ধইন্যবাদাইলাম চোখ টিপি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সবজান্তা এর ছবি

পুরা বাকশালি পোস্ট। নৌকার ছবি দিয়া ভর্তি।

অনুপম ত্রিবেদি এর ছবি

নৌকার ছবি দিলাম মোটে একটা, আর তুমি এইটারে 'বাকশালি পোস্ট' কইতারলা??? ওঁয়া ওঁয়া

আসলে - যার মনে যা, ফাল মাইরা উডে তা ... শয়তানী হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খ্রান... আমিও একদিন এরচেয়ে ভালো ছবি তুলুম... দেইখেন... পুরা ঘন্টাখানেকের লঙ শাটার মারুম গড়াগড়ি দিয়া হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

অনুপম ত্রিবেদি এর ছবি

কস্কি মমিন!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

guest writer rajkonya এর ছবি

শেষ ছবিটা ভাল লেগেছে।

অনুপম ত্রিবেদি এর ছবি

ভালো লাগার জন্য ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মাহবুব লীলেন এর ছবি

ফটুর মইদ্যে মক্কেল ঢুকানোটা ভালু হয় নাই

অনুপম ত্রিবেদি এর ছবি

লীলেনদা, আসলে সব কাজের মধ্যেই Artist's point of view বলতে একটা জিনিশ থাকে। আমাদের এই ছোটো ট্যুরে আমরা মাইনলি কিছু থিমেটিক কাজ করেছি, যেখানে ঐ Artist's point of view টাই প্রধান ছিলো। আশা করি খুব শীঘ্রই এইসব ব্যাপার নিয়ে একটা পোস্ট দেবো। শুধু এতোটুকু বলতে পারি, এই কাজ গুলোর মধ্যে আমার মূল থিমটাই ছিলো 'Human before nature' ... কোথাও মানুষ এবং প্রকৃতির Contrast, কোথাও প্রকৃতির সামনে মানুষের ক্ষুদ্রতা আবার কোথাও প্রকৃতির সাথে মিশে যাওয়ার প্রবল ইচ্ছা ফুটিয়ে তুলতে চেয়েছি।

আজ লেকচার শেষ করি। প্রত্যেকটা ছবি ধরে ধরে সামনে লিখবো আশা করি। অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

কৌস্তুভ এর ছবি

ছবিও দেখুম না, লেখাও পড়ুম না, কমেন্টও করুম না...

অনুপম ত্রিবেদি এর ছবি

ছবিও তুলুম না, ছবি-ব্লগও লিখুম না, কারো মন্তব্যের উত্তরও দিমু না ... দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

নাও-পেম আমিও বালু পাইলাম।
চলুক

বি.দ্র.: সুন্দর দেখে অনেক ছবি হলো,
এবার সুন্দর দেখে আরেকটা জায়াগা নির্বাচন করলে হয়! খাইছে
আসলে নির্জন আর তোমার এই জায়গার লং শাটারের দিন/রাতের বিভিন্ন সময়ের বেশ মেলাগুলো ছবি দেখলাম। এবার আরো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করলে হয় লং শাটারের জন্যে। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

আসলে ইদানিং একদমই কম ঘুরা ফেরা করা হচ্ছে। ইচ্ছা আছে ২০১১ সালটা ইচ্ছামতো ঘুরবো। তখন অনেক কিছুই দেখা যাবে আশা করি।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ফাহিম হাসান এর ছবি

আপনার ছবি সম্পাদনা দেখলে মাথা আউলা হয়ে যায়। লং শাটারের ছবিগুলা দারুণ সুন্দর। আর HDR করা ছবিগুলো কেমন সুররিয়ালিস্টিক। পরবর্তী পোস্টে যাতে আপনার এই সংক্রান্ত বিরাট লেকচার পাই।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে বহু আগে থেকেই HDR নিয়ে কিছু লিখবো লিখবো আর লেখা হয়ে উঠছেনা।
তবে শুরু করেছি ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুহান রিজওয়ান এর ছবি

প্যানারোমা কী- জানিনা। কিন্তু ঐ ছবিটা খুব ভালো লাগসে।

আর ছয় নাম্বার ছবিটা পৃথিবীর বাইরের বলে মনে হচ্ছে। একটা সায়েন্স ফিকশনসায়েন্স ফিকশন ভাব আছে ছবিটায়।

অনুপম ত্রিবেদি এর ছবি

প্যানোরামা হইলো এই জিনিশ।

অনেক ধন্যবাদ তোমাকে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তাসনীম এর ছবি

আপনার ছবির জন্য অমানুষিক নামে একটা ইমো থাকা উচিত।
অসাধারণ সব ছবি। সময় করে এইচ ডি আর এর টোন ম্যাপিং এর উপরে একটা লেখা দিয়েন।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সুহান রিজওয়ান এর ছবি

'অমানুষিক' এর ইমো হিসেবে মেসির একটা ছবি দেয়া যেতে পারে। দেঁতো হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, তাসনিম ভাই।

হুম, এটা নিয়ে লেখাটা শুরু করেছি কিন্তু শেষ করা হচ্ছে না।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শুভাশীষ দাশ এর ছবি

বাপ্রে।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

প্রকৃতিপ্রেমিক এর ছবি

একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। আপনার এত সুন্দর ছবির সাথে লেখার ধরনটা বেমানান লাগে।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তিথীডোর এর ছবি

অসামান্য সুন্দর !!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনুপম ত্রিবেদি এর ছবি

অসামান্য ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

ছবি দেখি আর আপসুস করি...... মন খারাপ

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ দেই আর ফিক ফিক করি ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দ্রোহী এর ছবি

ছবিগুলো আপনার ফেসবুকে আগেই দেখেছিলাম।

আপনি কী খান?

অনুপম ত্রিবেদি এর ছবি

ঐ কী কন? মাত্র ২টা ছবির লিঙ্ক দিছিলাম ফেসবুকে ... বাকী গুলান দেখলেন ক্যামতে?????

... স্কচ ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দ্রোহী এর ছবি

ভুল আমারই হয়েছে। ফেসবুক না ফ্লিকারে দেক্সি। আসল অ্যাকাউন্টে।

দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

ছবিগুলোর কাজ ভাল হয়েছে। শেশধেরটা সব চেয়ে সুন্দর!

মোহনা'

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ, মোহনা।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শামীম এর ছবি

ব্যাপক কমেন্ট পড়লাম।

মিয়া আপনি খালি প্রকৃতি বলতে পানি দেখাইলেন। ক্যাটেগরিতে দিছেন 'এরশাদ দাদু' কিন্তু জানেন না যে বালিকাগণও প্রকৃতির অংশ রেগে টং ... ... ঐযে প্রকৃতিপ্রেমিক ভাই আছেন - উনিও নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করেছেন।

পরের লেকচারগুলোতে এমন ভুলের পুনরাবৃত্তি দেখতে চাই না ... চোখ টিপি

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অনুপম ত্রিবেদি এর ছবি

ভাইজান, ঐখানে গিয়া হুদা পানিই পাইছিলাম ... কী আর করা !

আসলে সচলের ট্যাগ গুলার মধ্যে আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে ঐ 'এরশাদাদু' ট্যাগটা ... ঐ লুক আবার আমার বাল্যকালের হিরু কী না !!!!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ধুসর গোধূলি এর ছবি

ল্যাও, এমনিতেই লাইনে জাগা নাই, জনগণ জায়গায় দাঁড়ায়ে ব্যাপক ধাক্কাধাক্কি করে। এখন আবার আরেকজন মুরুব্বী এসে লাইনে খাড়ায়ে গেলেন! মন খারাপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মিয়া ভাই লাইনে, কিছু বলতেও পারি না চোখ টিপি তবে আপনার জন্য দু:খই হচ্ছে দেঁতো হাসি

অদ্রোহ এর ছবি

আপ্নে যে মানুষ না সেটা তো আগেই কইসিলাম, তবে দাদা জায়গাটা দারুণ ঠেকল!

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

অনুপম ত্রিবেদি এর ছবি

আবারও কই - 'মানুষ যদি মোরে নাই বলো, বেঈমান, বলো বেঈমান' ... ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

ভাই , লং সাটার চালু করলেন কিন্তু একটু নাড়াচাড়া করলেন না ,তাহলে কেমনে হবে?

অতিথি লেখক এর ছবি

ভাই, লং সাটার চালু করলেন কিন্তু কোন নাড়াচাড়া নাই, কেমন হইল ?
তারপরেও চরম হইছে হাততালি
মাহমুদুল হাসান শাহিন

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনের কতাডা বুঝবার পারলাম না ...

তারপরেও ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

পান্থ রহমান রেজা এর ছবি

জটিল!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

৪ নম্বরটা আমার কাছে বেস্ট।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ সব ছবি।
৭, ৩ এবং ৪ আমার বেশি পছন্দ।
বোধ হচ্ছে আমারও কিছুটা নাও প্রেম আছে খাইছে

--সন্ধ্যা

অনার্য সঙ্গীত এর ছবি

তুমি দিন দিন আরো বড় অমানুষ হইতাছো ইয়ে, মানে...
বড়ভাই না হইলে তোমারে মাইরা ক্যামেরা কাইড়া নিতাম মন খারাপ

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

একি একি হেরিলাম।
আজকেই মনে মনে ভাবছিলাম, কোনদিন ছবি তোলা শুরু করলেও জীবনেও ছবির উপর যন্ত্রতুলি চালাবো না। আমার ছবি হবে বিশুদ্ধ ছবি।
আর আজকেই এই দেখলাম! সংকল্পে টলিলাম!

শেষ ছবিটা তো জ্যান্ত পেইন্ট।

সাত্যকি

তারাপ কোয়াস এর ছবি


love the life you live. live the life you love.

রাতঃস্মরণীয় এর ছবি

অনুপম ভাই, অতি সংক্ষেপে একটু HDR নিয়ে কিছু বলবেন?

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রানা মেহের এর ছবি

ইয়ে মানে লোকজন না থাকলে ছবিগুলো আরো ভালো লাগতো মন খারাপ

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতিথি লেখক এর ছবি

আপনিতো ভাই মানুষ না।

সবগুলান ছবি ভালু লাগছে। সাথে লেখাও।

সুপ্রিয় দেব শান্ত

রোমেল চৌধুরী এর ছবি

ভাই কলম ফেলে ক্যামেরা হাতে তুলে নিতে ইচ্ছে করছে!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।