[যারা 'মেইনস্ট্রিম ফটোগ্রাফি'র গুনমুগ্ধ দর্শক এবং এডিটেড ফটোগ্রাফির সামনে দাঁড়িয়ে বিব্রত বোধ করেন, তারা দয়া করে এই লেখাটা এড়িয়ে যাবেন। তারপরও কেউ ভুল করে ঢুকে যদি এই চিন্তায় ব্যস্ত হন যে 'ফটোশপ এসে কাটাকুটি করে ফটোগ্রাফিটাকে নষ্ট করে দিলো', তবে তাদের জন্য আমার এক গামলা ভর্তি করুণা পড়ে রইলো। ঐ গামলা থেকে করুণা তোলার লোটা নিজ দায়িত্বে সংগ্রহ করবেন।]
----------------------------------------------------------------------------------------------------------------
মনের জানালা বন্ধ করে দিলেই কি আর বাইরের জগতের সমস্ত ব্যস্ততা হারিয়ে যায়? তবে তো ঘরের এক কোণে চুপচাপ নীরব বসে থামিয়ে দিতে পারতাম সময়ের ঘুরে বেড়ানোর সব নিয়ম। আমি যা মানি না তা কেন আমাকে মানতে বলো তোমরা? কই আমি তো তোমাদের ভালোবাসায় কোনো বিধি-নিষেধ আরোপ করিনি! মানুষ হয়ে জন্মানোর এমন অনেক অভিশাপ বয়ে বেড়াতে হয় আমাদের প্রতিনিয়ত। খুব খারাপ লাগে যখন কেউ তার নিজস্ব পছন্দ-অপছন্দটাকেই আদর্শ ধরে এই রঙিন পৃথিবীটাকে রঙহীন দৃষ্টিতে দেখে। কিন্তু একবারের জন্যও ভেবে দেখেনা যে এই লক্ষ কোটি মানুষের ভিড়ে সেও এক অসহায় মতাদর্শের নিঃসঙ্গ একজন। প্রতিটি দৃষ্টিরই একাধিক ভিন্নতা থাকতে পারে, আমরা তা বুঝিনা - আত্মপ্রেমে নিমগ্ন হয়ে। আমরা আঘাতে আঘাতে জর্জরিত করি, সর্বান্তকরণ দিয়ে ভেঙে চুরমার করে দিতে চাই সেইসব সৃষ্টিকে যার সৃজনশীলতাকে আমরা ঠিকভাবে উপলব্ধি করতে পারিনা। আমরা বোকা ভাবি তাদের যারা আমাদের অন্ধ যুক্তিকে মানেনা, আর এভাবেই আমরা একটা ছোট্ট বৃত্তের ভেতর নিজেদের বন্দি করে বোকা রয়ে যাই আজীবন।
নিচের ছবিগুলো মন্তাজ/মন্ট্যাজ। যারা ছবিতে প্রবল, প্রকট বাস্তবতা খোঁজেন তাদের জন্য এইসব ছবিকে সৃষ্টি করা হয়নি। শুধুমাত্র নিজস্ব চর্মচক্ষুতে দেখা আলোতেই যারা বন্দি রাখতে চান নিজেকে তাদের জন্যও এই ছবিগুলো নয়। আপনারা যা দেখে বেঁচে আছেন, যা দেখেই শুধুমাত্র বেঁচে থাকতে চান, তা নিয়েই থাকুন। এইসব ছবিগুলো ভিন্ন আলোর খোঁজে প্রকৃতির মাঝে হেঁটে বেড়ানো সমস্ত অভিযাত্রী দলের জন্য, যারা তথাকথিত 'বাস্তবতা'র বাইরেও অন্য একটা জগতকে দেখতে চান। যারা চোখের সামনে দেখা আলোকে নিজস্ব কল্পনা দিয়ে 'অন্য-আলো'য় রূপ দিতে চান। আমরা যারা বেঁচে আছি অতি বাস্তবতার বেড়াজালে বন্দি একদল আহাম্মক গণ্ডমূর্খের উপহাসের পাত্র হয়ে। আপনারা স্বর্গেই থাকুন, আমরা না হয় নরকে বসে কিছুক্ষণ স্বপ্ন-বাস্তবতার সুধা পান করি!
১)
২)
৩)
৪)
-----------------------------------------------------------------------------------------------------------
ফুট-লুটঃ আমার এই পোস্টটি রোয়েনা (www.flickr.com/royena/), আশরাফ (www.flickr.com/kaktarua/) ও ফয়সাল মাসুম (www.foisalmasumphotography.com/) এই তিন ফটোগ্রাফারকে ডেডিকেট করলাম।
মন্তব্য
বাংলাদেশে আসলে আপনার কাজ কারবার আমি স্বচক্ষে সময় নিয়ে দেখতে চাই। এরকম জিনিস করেন কিভাবে!
বাঁধাকপির ছবিটির মত ছবি আমার দারুণ লাগে। ওটা আরো ভালো লাগতো (হয়তো) যদি একটু উপর থেকে তোলা যেত, আর লাইন গুলো স্পষ্ট বোঝা যেতো, তাই না? তবে এটাও খুব সুন্দর হয়েছে।
অবশ্যই, খালি দেশে আসেন ...
হ্যাঁ, এঙ্গেলটা আর একটু চেঞ্জ করলে একটু ডিফরেন্ট হতো ছবিটা ... কিন্তু এটা ভয়াবহ দৌড়ের উপর তোলা। এখানে আর খুব বেশি এক্সপেরিম্যান্টের সুযোগই পাইনি।
অনেক ধন্যবাদ, পিপিদা।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আপনার পিছে লাইন দিলাম। আমিও দেখতে চাই অনুপম এর কাজ।
দুই আর চার মুগ্ধতাজাগানিয়া। এমন একটা জাদু-দুনিয়ার বাসিন্দা হলে মন্দ হত না!
প্রথম ছবিটা আপনার ব্লগিং অংশটুকুর মতই। অপ্রয়োজনীয়, ইমব্যালান্সড এবং অতিআত্মবিশ্বাসের দুর্ভাগা জাতক।
দুই নম্বরটা আসলেই অদ্ভুত সুন্দর।
------------
সাত্যকি
-------------
ধন্যবাদ।
- এই কথাটার আগা-মাথা কিছু বুঝলাম না। সহজ করে বললে ভালো হতো।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ইংরেজিতে গালি দিল মনে হয়
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অসাধারণ
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
অনেক ধন্যবাদ আপনাকে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
মানুষের সবচেয়ে বড় ক্ষমতা তার কল্পনাশক্তি। মানুষ তার স্বপ্নের সমান বড়। আমার ইমাজিনেশনকে আমি দেখাবো আমার মত করে...নাইলে কেম্নে কী? এর জন্য মন্টেজ-ফন্টেজ যা লাগে তাই করবো। একদম লজিক-ফজিক মেনে সব কাজ করতে গেলে নিজের ইমাজিনেশনকেই বন্দি করে ফেলা লাগবে।
ছবিগুলো আমার সবই দেখা আগেই তোমার বাসায় বসে। আবারো মুগ্ধ হলাম।
আর দুনিয়ায় এত মানুষ থাকতে আমার মত ভাদাইম্যারে ডেডিকেট করার জন্য তোমারে কী কমু বুঝতাসিনা। আসলে যা বলতে চাই তা কখনো ঠিকঠাক বলা হয়ে ওঠে না তোমাকে। তবে কদ্দুর কী করতে পারি জানিনা, আমার প্রতি তোমার এই ডেডিকেশনের মূল্য যেভাবে পারি দেয়ার চেষ্টা করবো নিজের সাধ্য মত।
হুম, সবসময় লজিক মানতে মন চায় না।
তোরে ভালু পাই আর আমরা এই চারটা তো একই পথের পথিক ... তাই না???
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আমি আছি সেই ভিন্ন আলোর খোঁজে প্রকৃতির মাঝে হেঁটে বেড়ানো সমস্ত অভিযাত্রীদের দলে.....
প্রতিটা ছবিই দারুন লাগলো.....
****মেঘ রোদ্দুর
ধন্যবাদ। আপনি কি ফ্লিকারের 'মেঘ-রদ্দুর' আই মিন অনুপম শুভ ?
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
হ্যাঁ..... আমিই অনুপম শুভ (মেঘ রোদ্দুর)
(১) সবচেয়ে পছন্দ হল। ছোটবেলায় কোনো একটা অনুবাদের বইতে এমন বাঁধাকপি ক্ষেতের ছবির কথা মনে পড়ে গেল, তাই হয়তো!
ভালো লাগার জন্য ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
জটিল এবং কঠিন। ব্যাপক পার্স্পেক্টিভ।
পাঁচাইলাম।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
ব্যাপক ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আপনে কিছু ফটোআর্ট রেডি করেন...আমি একটা দোকান দিতে চাই...
কত চিন্তা করি ফটোআর্ট বানানোর হয় না... নেন আপনারে দেই...
কষ্ট কইরা ঘুম থাইকা উঠছিলাম একটু ভোরের ছবি তুলতাম...করুণ অবস্থা... আপনার হাতের যাদু দিয়া ঠিক কইরা দেন না...
http://www.flickr.com/photos/shohail/5504445196/
আরেকটা দিলাম...
http://www.flickr.com/photos/shohail/4629158582/
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
হ, দুইজনে পান চিবায়া চিবায়া ঐ দোকান চালামুনে ...
পাঠায়া দেন মেইল কইরা ... ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আমি ঐ দোকানের সামনে চা বেচুম
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
এইখানে ২নং আমার প্রিয়
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
Salute
Jeno keo moner kotha gulo bole dilo sundor kore sposto kore..
হ, ঐসব তথাকথিত ফটুগফুরগো অত্যাচার আর সহ্য হয় না রে ভাই। আর কতো ফেসবুক-ফ্লিকারে ডিলিট মারা যায়???
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
২ নং ছবিটা আয়নার মো চকচক করছে ।মনে হচ্ছে পরাবাস্তব জগতের োর্টালের সামনে দাড়িয়েআছিআর এক পা এগুলেই অনির্বচনীয় দ্যুতিময় এক জগত
মা-নবী ০৩
অনেক ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
চমৎকার কাজ, তোমার ছবির ব্যাপারে তো নতুন করে মুগ্ধতা জানানোর কিছু নেই। পিপিদা'র মত আমারও ইচ্ছা সামনাসামনি এই কাজগুলো কিভাবে করা হয় সেটা দেখতে। এবার ঢাকায় গিয়ে চেষ্টা চালিয়েছিলাম, সফল হইনি!
ডিসক্লেইমার-এর টোনটা ভালো লাগলো না। শিল্পে বা সৌন্দর্যতত্বে তো শেষকথা বলে কিছু নেই। তোমার কাছে যেটা ভালো, সেটা আমার কাছে খারাপ হতেই পারে। এক যুগে যেটা নিন্দিত হয়েছে, অন্যযুগে নন্দিত - এরকম তো অজস্র উদাহরণ। শিল্পী হিসেবে তুমি আশা করতে পারো তোমার কাজের শিল্পমূল্য লোকে বুঝতে পারবে, কিন্তু তাদেরকে দরজা দেখিয়ে দিতে মনে হয় তুমি পারো না। তার মানে কি তোমার কাজ কি সমালোচনার উর্দ্ধে? যার তোমার কাজ পছন্দ হবে না, তার অন্তত: সেটুকু জানিয়ে যাবার অধিকার আছে বলে আমি মনে করি। তবে হ্যাঁ, কেন ভালো লাগলো না সেটা জানিয়ে যাওয়ার আশা করা যেতেই পারে, সেটা জানানোও পাঠক/দর্শকের ইচ্ছা। "দয়া করে এই লেখাটা এড়িয়ে যাবেন" বা "...তাদের জন্য এইসব ছবিকে সৃষ্টি করা হয়নি" এরকম কথা বলে কাউকে দরজা দেখিয়ে দেয়ার চেষ্টাটার মনে হয় প্রয়োজন নেই। তেমন শেষ বিচারের ভারটা তো পাঠক-দর্শকের হাতেই, তাই না?
সেই সঙ্গে তোমার কাজকে নিয়মিতভাবে ডিফেণ্ড করার কারণও দেখি না। তোমার কাজের ব্যাখ্যা নিয়ে আলাদা পোস্ট দিয়েছো, দেবে, সেখান থেকে যারা যা বোঝার বুঝে নেবেন। তুমি তোমার ইমাজিনেশনকে যেভাবে ইচ্ছা ছোটাবে, যেভাবে ইচ্ছা বাঁধবে - তুমি কিভাবে তোমার কাজ করতে চাও সেটা যেমন তোমার ইচ্ছে। যারা এটাকে মূল্যায়ন করবে, তারা তাদের মত করেই করবে। ডিফেণ্ড করতে চান বলে অনেক সময় মনে হতে পারে, তাহলে কি ডিফেণ্ড করার আসলেই প্রয়োজন আছে এখানে!
অনেক ধন্যবাদ যুধিষ্ঠিরদা আপনার মন্তব্যের জন্য।
এই লেখার পেছনে বিশাআআআল একটা ব্যাক-স্টোরি আছে। সবটুকু এখানে বলবো না, বলতে পারবো না। কথাগুলোতে আক্রমণ একেবারেই ইচ্ছাকৃত, আর সহ্য করতে পারছিলাম না। ভাই, আপনাকে হয়তো কখনওই বাস্তবে, ফ্লিকারে, ফেসবুকে নিজস্ব ফটোগ্রাফি থট নিয়ে এমন আকথা-কুকথা শুনতে হয়নি যেটা আমার, রোয়েনার, আশরাফের, ফয়সালের শুনতে হয়েছে। অনেক ভদ্রতা করতে করতে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই সমস্ত লোকগুলো এতটাই জঘন্য যে এড়িয়ে গেলেও একে-ওকে দিয়ে কথা শোনায়। আজ-কাল এই ঢাকা শহরে কোথাও ফটোগ্রাফি নিয়ে কোনো কায়-কারবার হলেই আমার আর রোয়েনার ফটোগ্রাফি নিয়ে চলে বেড়ধরক গীবত। সেদিন তো সামনা সামনিই প্রায় ক্রস ফায়ারের সম্মুখিন হয়েছিলাম।
শুধু এতটুকু বলতে পারি, আমি সহজে বাংলাদেশের কোনো এক্সিবিশনে ছবি দেই না এই কারণে যে ওটা নিয়ে শুনতে হয় - ছবিটা কতটুকু এডিট করা, কোন অংশ কোথা থেকে কাটা, কেনো HDR করা হলো, কোন সফটওয়্যারে তৈরি করা হয়েছে ইত্যাদি। এখন আর ভালো লাগে না। তাই, যাদের এতো এ্যালার্জি আছে এইসব ছবিতে তাদের জন্য দরজা বন্ধই করে দিলাম, আর কোনোভাবেই ভদ্রতা করতে রাজি নই। কারণ এরা নিজেদের ধ্যান-ধারণাকে ডিফেন্ড করেন অন্যকে আক্রমন করে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কিছু শুনছিলাম তোমার মুখ থেকেই। তবে ও জায়গার রাগ এ জায়গায় ঝাড়ার কি দরকার ভাই
খুল ঢাউণ
_________________
ঝাউবনে লুকোনো যায় না
মনেকরো, আজ আড্ডা মেরে বাসায় ফেরার সময় দুটো রাজনৈতিক দলের পোলাপানের হুদা মারামারির মধ্যে পড়লে। বাসায় এসে খুব একচোট বিদ্রোহী পোস্ট দিলে সচলে। আমি মন্তব্য করলাম, রাস্তার মারামারির রাগ এ জায়গায় ঝাড়ার কি দরকার ভাই ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
পাশবিক ধরনের ভালো ছবি।
ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ছবিগুলোতে আপনার সম্পদনার কাজ দেখে মুগ্ধ হলাম। আমার প্রিয় তিন আর চার।
আমি বাজি ধরে বলতে পারি দৌড়ের উপ্রে না থাকলে আপনি এক নম্বর ছবিটা আরো ভালো করতে পারতেন।
আর আজকের বাণী চিরন্তনী-
কথা সত্য। মার্ক শাগাল সাত আঙ্গুলে আঁকেন, অলিম্পাসে পেটমোটা মহিলা অকারণে নগ্ন হয়ে শুয়ে থাকে - আর নিন্দুকেরা মুখর হয় দুর্বোধ্যতায়।
-----------------------------------------
পুনশ্চ: এড়িয়ে যাবার অনুরোধের সাথে একমত নই। নতুন কিছু গ্রহণের জন্য দেখা জরুরী। সবার জন্যই।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ঘ্যাচাং ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আপনাকে অনেক ধন্যবাদ বস।
ফটোগ্রাফিক ছগুদের নীন্মবর্গীয়পনা আজ-কাল সীমানা ছাড়িয়ে যাচ্ছে। তাই আর চাইনা যেখানে সেখানে লাদি ছড়াক তারা এসে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
এইটা এক ধরনের অসম্মান করলেন দর্শকদের। আর কথা বাড়ালাম না।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ধন্যবাদ।
আসলে এই বিধি-নিষেধ শুধুমাত্র 'ফটোগ্রাফিক মৌলবাদী'দের জন্য ... এবং এটা আজন্ম জারি থাকবে ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
প্রথমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আরো কটা ছবি দিতে!
যারা ছবিতে পরাবাস্তবতা পছন্দ করেন না তাদের "আহাম্মক গণ্ডমূর্খ" বলাটা ভালো লাগেনি(আমি বলছি না যে আমার ভালো লাগা, না লাগা মানতেই হবে)। ভিন্নমতকে এককথায় নাকচ করে দেন যারা তাদের আহাম্মক নয়, বরং কট্টরপন্থী মনে হয় আমার।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ফেসবুকে আমার এই স্ট্যাটাসটার কথা মনে আছে -
ভদ্রতা জিনিশটা খুব খারাপ ... এই যে কতগুলো 'বাল-ছাল' লোকজনের মুখ দেখতে না ইচ্ছা করলেও দেখা হলে হাসি মুখে কথা বলছি আবার ফেসবুকের ফ্রেন্ড লিস্টেও রেখে দিয়েছি ... ... ... লুলঝ ... ... ...
এইসব গন্ড-মূর্খদের নিয়েই এটা দেয়া। ভদ্রতা এখন থেকে আর করবোনা বলে ভেবেছি। যা থাকে কপালে ... ... আক্রমন ... ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
একমত।
শোন মিয়া, আমি HDR টার কিসসু বুঝি না। কারিকুরি করা ছবি দেখলেই আমার মনে হয় আমি বাস্তব জগৎ ছেড়ে পরাবাস্তবতার দুনিয়ায় চলে গেছি, ঢুকে গেছি কোন থ্রি-ডি অ্যাকশন গেমের মধ্যে, এখনি ভিনগ্রহী হেভি আর্মস নিয়ে তাড়া করে আসবে এলিয়েন গার্ডরা... এরকমই মনে হতো আসলে... এই কিছুদিন আগেও... তারপরে তোমার ছবিব্লগগুলো দেখা শুরু করলাম যেদিন থেকে, অন্যভাবে দেখতে শিখলাম, আলোর যে এত রকমারি ছায়ার খেলা হয়, এত বাহারি রঙ হয় তা কে জানতো!!
পোস্টের কথাগুলো পড়ে আমি যা ভাবছিলাম, যুধিষ্ঠিরদা আসলে সেগুলো অনেক সুন্দর করে বলে দিয়েছেন। একের আকাশ, আর দুইয়ের মেঘ আর নৌকা দেখে মাথা খ্রাপ হয়ে গেল! পুরাই অমানবিক!!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
কথা গুলো পড়ে ভালো লাগলো, কিন্তু অনেকে তো তার নিজের অপবস্থান থেকে একেবারেই অনড়। 'অন্যভাবে' নাকি ফটোগ্রাফিকে ভাবাই যায় না! এডিটিং নাকি ফটোগ্রাফিকে নষ্ট করে দিচ্ছে!! সবকিছুতে HDR করাটা নাকি ফটোগ্রাফি না জানারই লক্ষ্মণ!!! বলো এদের কিভাবে কী করা? তার উপর বারবার শুধু এই ব্যাপার গুলো নিয়ে ব্যাপক খুঁচাখুঁচি আর সহ্য হয়না, তাই একটু 'গরম' হলাম।
আর বাকী কথাগুলো যুধিষ্ঠিরদা'র মন্তব্যের উত্তরে বলে দিয়েছি ...।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কুত্তার পেটে ঘি সয় কি সয়না সেইটা আমরা জানি। তুমি এইসব নিয়ে প্যাচাল পাইড়োনা তো! মৌলবাদী আছে সবখানেই। এরা প্রথার বাইরে গেলেই হাউকাউ জুড়ে দেয়। সব শিল্পের বিপক্ষেই এরকম বলার লোক তৈরি হয়েছে সবসময়। গঁগা, রেনে এদের কথা ভেবে দেখ। এদের শিল্পকে কীরকম উপহাসই না সইতে হয়েছে! সত্যজিত রায় তাঁর একটা সিনেমায় খুব স্পষ্ট করে এসব মৌলবাদীকে বলেছিলেন 'কুপমণ্ডুক' মানে কুয়ার ব্যাঙ। তুমিও তোমার কথা তোমার ছবিতেই বলো তাই চাই...
তোমার ছবি নিয়া কিছু বলার নাই। সবসময়ই জঘন্য হয়, এইবারও তার ব্যতিক্রম হয়নাই!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কিন্তু মাঝে-মাঝে এরা এতো বেহায়া রকমের বাইড়া যায় যে হৈ হৈ কইরা খেদানি দিতে হয়!!!
যাউজ্ঞা, আর পাত্তা দিমুনা ভাবতাছি ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসাধারণ।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
অনেক ধন্যবাদ, তাসনীম ভাই ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ক্যাম্নে সম্ভব এরকম ছবি?
আমার কিন্তু ১ নম্বরটা ভালোই লেগেছে। তবে ৩, ৪ অতুলনীয়।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
দুর্ধর্ষ সব ছবি।
এ্যাকশনধর্মী ধন্যবাদ
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
প্রথম ছবিটা দেইখা মনে হইছে, আমি এখন বাঁধাকপি রানতে পারি। হে হে হে, ভালোই পারি!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দেশে আসলে রাইন্ধা খাওয়ায়েন, নাইলে বিশ্বাস যামু না ... ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ধন্যবাদ পান্থদা।
নাচনের লগে ব্যাকগ্রাউন্ডে কি 'শিলা কি জাওয়ানি' বাজাইতে হইবো???
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ছবির কিংবা সিনেমার তত্ত্ব-মত্য বুঝি না! ভালো লাগাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সে হিসেবে আপনার ছবি ভালো লাগছে। আপনি তাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনার ফটোগ্রাফিকে তাই মাথায় নিয়া নাচুম!
দুর্ধর্ষ সুন্দর
______________________________________
পথই আমার পথের আড়াল
বাঁধাকপির ছবি দেখে প্রথম যেটা মনে হলো, এই রকম একটা বাঁধাকপি পেলে দরুন একটা বাধ কপির সালাদ বানানো যেত। ছবিটা এতই জীবন্ত!
@ নজরুল, সুন্দরের আগে 'দুর্ধর্ষ' শব্দটা এই প্রথম পড়লাম। মুগ্ধ হলাম! এর আগে শুনেছিলাম 'বীভৎস সুন্দর'
--------------------------------------------------------------------------------
পাশবিক ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
দুই নম্বরটা ভয়াবহ দুর্ধর্ষ লাগছে
-অতীত
ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
চমৎকার।
সাইড নোটঃ এখানে এরকম ডিসক্লেইমারের দরকার ছিলোনা।
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ, বস।
মুস্তাফিজ ভাই, সবসময় টেম্পার ধরে রাখতে পারিনা। এই ডিসক্লেইমার সবার জন্য না, শুধুমাত্র সেই সকল ফটোগ্রাফিক মৈলবাদীদের জন্য যারা মনে করে 'এডিট' মানেই ফটোগ্রাফিকে নাপাক কইরা ফেলা আর যাদের কাছে এই এডিটিং কাজটাই হারাম পর্যায়ের ... ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ছবি নিয়ে তেমন কিছু বলার নেই। তোমার কাজের ধারার সাথে আমি আগে থেকেই পরিচিত। তোমার কাজের সবই যে আমার প্রিয় তা কিন্তু না। সেক্ষেত্রে আমার ভালো না লাগাটা কি তোমাকে জানাবো না ? ভালো না লাগার ব্যাখ্যাটা শোনার কি তোমার আদৌ কোনো প্রয়োজন নাই? ব্যপারটা একটু ভেবে দেখবে আশা করি।
যুধিষ্ঠিরদার সাথে তাই আমি সম্পূর্ণরূপে একমত।
জীবনানন্দ দাশের কথা একবার ভাবতো। তার মতো দূর্ভাগা কবি মনে হয় না বাংলা সাহিত্যে আর কেউ আছে। জীবিত অবস্থায় খ্যাতি-নাম-যশ কিছুই দেখে যেতে পারেন নি তিনি। আজকে দাঁড়িয়ে তুমি সেইসব লোকদের কথা একবার চিন্তা করতো যারা তখন জীবনানন্দের কবিতাকে ন্যুনতম মূল্য দিতে চাননি।
সবসময়-সবযুগেই বুদ্ধদেব বসু, সঞ্জয় ভট্টাচার্য কিংবা ভূমেন্দ্র গুহের মতো কিছু লোক থাকেন যাঁরা সময়ের চেয়েও আধুনিক। আলোর রেখাটা চিনতে তাঁরা কখনই ভুল করেন না।
ভালো থেকো।
** ছবিতে কপিরাইট সাইনটা আরেকটু ছোট দিলে পারতা। চোখে লাগছে খুব।
শাওন, ভালো লাগা - না লাগা জানানো একটা ব্যাপার আর গোঁড়ামি করে 'যে কোন এডিটিং কখনই ভালো না' এই ধারণা নিয়ে বসে থাকা কিন্তু অন্য ব্যাপার। আমি আমার পছন্দ মতো করি, তুমি করো তোমার পছন্দ মতো। কিন্তু তোমার কাজটাই মৌলিক ফটোগ্রাফি আর আমার কাজটা হলো ফটোগ্রাফি পারিনা বলে এডিটিং, তাহলে তো আর হলো না।
আসলে মনে হচ্ছে মহামানব পর্যায়ের কেউ হয়ে যেতে হবে, নইলে এইসব লোকদের অত্যাচার আর সহ্য করতে পারছিনা।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অমানবিক সুন্দর। যদি একদিন সময় দেন তো আপনার পিছে বসে আপনার কাজ দেখতে চাই।
সুপ্রিয় দেব শান্ত
দেখা যাক, হাজার দৌড়ের ভীড়ে সময় দেয়া যায় কিনা ... মু হা হা হা ...
ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসাধারণত্বে ও সুন্দরের আদিগন্ত বিন্যাসে উদ্ভাসিত ছবিগুলি মন ভালো করে দিল।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনেক ধন্যবাদ আপনাকে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
খুব সুন্দর!
খুব ধন্যবাদ
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
হালুম ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
২ নং ছবিটা স্বপ্নের মত।
ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
জগতে কিছুই বাস্তব না। বাস্তবতাও না।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
ওরে রে ... পুরা ডায়লগ অফ দা ডে ...
অনেক ধন্যবাদ, অনিন্দ্য দা।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
হ, বহুদিন লৌড় পাড়ি না ... ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কি বাজে বাজে সব ছবি!!!! আমিও ক্যামেরা কিনতাছি খাড়ান! এইচডিআর করা শুরু করলেই সবাই দৌড়ের ওপর...
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ফ্লিকার/ফেইসবুকে কমেন্ট মুইছেন না। এদের চেনা দরকার আছে।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
হ ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অমানুষিক।
ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
... ঘ্যাচাং ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আচ্ছা আপনার কি schizophrenia আছে নাকি? থাকলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।
আপনার লেখার মুখবন্ধ থেকে শুরু করে পুরো লেখায় এবং কমেন্টে আপনার বিদ্বেষ এবং ঘৃণা ঝরে ঝরে পরছে। আপনার লেখাটা ছবি বিষয়ক হলেও বেশিরভাগ জুড়েই রয়েছে আক্রোশ।
সচলায়তন এর নীতিমালায় আপনার লেখা কেনো আটকা পরলো না বুঝলাম না। কিন্তু যে নীতিমালায় লেখাটা আটকে যাবার কথা সে গুলো নিচে উল্লেখ করলাম-
সচলের মডারেটরদেরকেও এ ব্যাপারে দৃষ্টি দেয়ার জন্য অনুরোধ করছি।
নাম প্রকাশ করলাম না ভয়ে পাছে কামড়ে দেন।
সচলায়তনের নীতিমালা বেশ ভালোভাবে পড়েছেন দেখে ভালো লাগলো। ওটা খুব গভীর মনোযোগ দিয়ে পড়ার ফলে আমার লেখাটা আপনার তাই ঠিকমতো পড়া হয়নি, আপনার মন্তব্য যে কেউ পড়লেই তা স্পষ্ট বুঝতে পারবে।
আপনাকে ধন্যবাদ, এতো কষ্ট করে নীতিমালা ঘেঁটে-ঘুঁটে মন্তব্য করার জন্য। তবে নাম না বললেও চলবে, ভোঁদরের গন্ধে যে একবার পরিচিত তাকে ওটা আর দ্বিতীয়বার মনে করিয়ে দিতে হয় না
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
১ আর ২ দুর্দান্ত!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
প্রতিটি ছবির স্নিগ্ধতা মনকে স্পর্শ করে যায়, ত্রিবেদি সাহেবের flickr একাউন্টের জানান দিলে খুশি হতাম
-দানব (mesbahuk@gmail.com)
নীচে আমার সিগ্নেচারে 'আরিফগ্রাফি' লেখাটায় ক্লিক করলেই কাজ হবে।
ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
নতুন মন্তব্য করুন