ক্লিনিক-এ-আরিফগ্রাফিঃ পোস্ট প্রসেসিং কারিকুরি - ১

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: মঙ্গল, ১৫/০৩/২০১১ - ১১:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই কিলিনিকে রুগী আসে কতকগুলান এক্সটেনশন লয়া, তার মইধ্যে .NEF-ই বেশি। তয় অনেক .JPEG-ও আসে মাগার এট্টু কম আরকি! আরে ভাই, একেকজনের একেক পরবলেম, কেউ লাইট লয়া গিয়াঞ্জামে পড়ছে, কেউ দল-বল লয়া মিল্লা-মিশ্যা একটা HDR হইতে চায় আবার কারু কারু শরিল্লের রঙ সব উদাম কইরা ব্লিচ মাইরা সাদা-কালু করতে চায়। এইসব লয়া মহা ফ্যাসাদে আছে এই কিলিনিকের ডাগদর-এ-আলা। তয় আইজ নিকি এক রুগীর উড়পে কামরুপকামাক্ষা থিকা আগত নয়া একটা চাক্কু-মাক্কু অপারেশন হইবো। এই বুলুগে হেইটা এখন আমরা লাইভ পড়ুম!!! কি মজা ... কি মজা ...

লন, আজকের রুগীর চেহেরাটা আগে দেখি -
01. DSC_9622

উনার নাম-পরিচয়-চৌদ্দ গুষ্ঠির হিসাব হইলো গিয়া -
ক্যাম্রাঃ নিকন ডি ৮০
ল্যান্সঃ নিক্কর ৫৫-২০০এম এম, এ এফ-এস, ভি আর।
শাটার স্পিডঃ ১/৫০০ এস
এ্যাপারচারঃ f/৫.৩
ফোকাল ল্যান্থঃ ১৫০ এম এম
আই এস ওঃ ২৫০
মিটারিং মোডঃ স্পট

এইবার তারে ধইরা বাইন্ধা অপারেশন টেবিল, মানে হইলো গিয়া ফটোশপ সি এস ৪-এ নেওয়া হইলো। পরথমেই চিন্তা করা লাগবো এরে ক্যাম্নেকি, মানে শেষ পর্যন্ত তারে কুন চেহারা দেওয়া যায় হেইটা। ঠিকঠাক মতো হিসাব কইরা এরে ল্যাসো টুল লয়া টানা দিয়া পেত্যেকবার Layer via copy করলাম। এমনি কইরা আসল ছবি যেইটা Background হিসাবে আছে সেইটা সহ মোট ৬টা লেয়ার হইলো।

ছবিঃ ল্যাসো টুল
02. Lesso

ছবিঃ লেয়ার সিলেকশন
03. Layer Selection

এইবার একটা ফিল্টার ব্যাবহার করতে হইবো, সেইটার নাম Alien Skin Bokeh, এইটা জুশ জুশ Shallow DoF (মাক্ষনের মতো স্মুথ ব্যাকগ্রাউন্ড) বানায়া দেয়। প্রত্যেকটা লেয়ার ধইরা ধইরা একেকটা লেয়ারে একেক ইন্টেন্সিটিতে এই ইফেক্ট মারতে হইবো। কারণ একদম পিছন থিকা সামনে পর্যন্ত সব সাবজেক্ট কিন্তু একরকমের স্মুথ থাকে না। সবার পিছের যে লেয়ার, মানে ব্যাকগ্রাউন্ডটা আরকি, সেইটা সবচেয়ে বেশী স্মুথ আর তারপর সামনের সাবজেক্টের লগে যে যত ক্বারিব আইবো হেয় তত কম স্মুথ হইবো।

ছবিঃ বোখে ইফেক্ট মারার পর (লেয়ারের রাজ্যে পিথিমি গইদ্যময়)
04. Layer -01

তারপর হইলো গিয়া সবচেয়ে ধৈয্যের কাম। লেয়ারগুলার সিলেকশনের সময় বেশকিছু জায়গা সহ কপি করা হইছিলো সেগুলারে ধইরা ধইরা 'ইরেজার টুল' দিয়া ঘইষা মাইজা ক্যাটরিনা আফার চামড়ার মতোন স্মুথ কইরা দেওন লাগবো।

ছবিঃ ইরেজার টুল (আই মিন রবাট)
05. Eraser Tool

ছবিঃ লেয়ারের যেই অংশগুলাতে দিমু ঘষা, ঘষা ...
06. Erase extra parts

সব ঘষা-মাজা শেষ করার পর এইটা দেখতে কেমুন লাগবো, লন হেইটা দেখি

ছবিঃ আফটার ঘষা -
07. After Erase

আফটার ঘষা আমরা আরো কিছু কাম-কাজ করুম। পরথমটা হইলো গিয়া ব্যাকগ্রাউন্ড-এর বোখে ইফেক্ট লেয়ারটা সিলেক্ট কইরা ব্রাশ টুল লয়া কালা আর ঝাপসা কালা (এ্যাশ, এ্যাস না কিন্তু !!!) এই দুইরকম দুইবার সিলেক্ট কইরা অপাসিটি ১০-২০ আর ফ্লো ১০-১৫ কইরা আবারো ঘষুম ...

ছবিঃ ব্রাশ টুল
08. Brush Tool

মনে রাখতে হইবো যখন কালা মারুম তখন অপাসিটি কম আর যখন ঝাপসা কালা মারুম তখন অপাসিটি বেশি রাখতে হইবো। আগে কালা মাইরা পড়ে ঝাপসা কালা মারতে হইবো ... খুউপ খিয়াল কইরা।

ছবিঃ ব্রা ... থুক্কু ব্রাশ মারার পর
09. After Brush

যাউজ্ঞা, আপাতত গিয়াঞ্জামের কাজ শ্যাষ। এইবার Cntrl+E রে চাইপা ধরেন, সব লেয়ার এক হয়া যাইবোগা। তখন পুরা ছবিটাই একটা লেয়ারে চইলা আসবো। এইবার দেখেন, সাবজেক্টের কিছু কিছু জাগাত লাইট কম-বেশি আছে। যেমন ছাতিওয়ালা আফার মুখে লাইট কম আবার ডাইনের একলা আফার বডিতে বহুত লাইট। এইটা ঠিক করুম ডজ-বার্ণ কইরা। ডজ মিয়া সাদা করে আর বার্ণ মিয়া কালা করে। তয় এইখানে একটা জিনিশ খিয়াল কইরা যে, লাইটের কুন অংশরে সাদা-কালা করুম হেইটা সিলেক্ট করতে হইবো উপরের মেনু থিকা।

ছবিঃ মিষ্টার ডজ-বার্ণ
10. Dodge-burn Tool

ছবিঃ ডজ-বার্ণ মেন্যু
11. Dodge-Burn -02

এখন একটু Brightness/Contrast আর Cntrl+B রে চাইপা চুইপা কালার লয়া খেলন যায়। আমি সায়ান, গ্রিন আর ইয়েলো রে লয়া খেইলা কাজ সারছি। তারপর আরেকটা ফিল্টার ব্যাবহার করুম, হেইটা হইলো Nik Color Efex Pro, খুবই কামেল মাল। এই ফিল্টার খুইলা বায়ে তাকাইলেই দেখা যাইবো হাজারো ইফেক্ট, এগুলান কইলাম প্রিসেট না, আপনার ম্যানুয়ালি কাজ করতে হইবো কারণ এইটা প্রো-সফট আর ম্যানুয়ালি কাজ সারনের মজাই আলাদা!! এইবার Darken/Lighten Center ইফেক্ট লয়া কায়-কারবার করুম। সেন্টার সরায়া, আলো বাড়ায়া-কমায়া ইচ্ছামতো ঘাটানি দিয়া ছাইড়া দিমু।

ছবিঃ Nik Color Efex Pro
12. Darken-Lighten Centre

তারপর সব শেষে আমরা OK মাইরা আবারো Cntrl+E দিয়া লেয়ার সমান কইরা ছবিটারে .JPEG ফরম্যাটে রক্ষা (সেভ) করুম। শেষ-মেষ ছবিটা দেখতে এরাম হইলো -

ছবিঃ ফাইনাল খেলা শেষে মাঠের অবস্থা
13. Final Image

তয় কথা হইলো গিয়া, এইটা পুরাটাই একটা এক্সপেরিম্যান্ট। এই পরথম ইমুন লেয়ার লেয়ার সাজায়া একটা ছবি করলাম। ইন্টারনেটে কিছু বিভৎস রকমের কাজ দেইখা বেশ কয়েকদিন ঐগুলা লয়া চিন্তায়া এই প্রসেসটা বাইর করলাম। হয়তো আরো অনেক কিছু করার সুযোগ আছে, বেশ কয়েকবার কাজ কারবার করলে আরো অনেক কিছু বাইরাইবো। এইখানে একটা কথা না কইলেই না, সেইটা হইলো - এই পুরা প্রসেসটা করতে ৪ ঘন্টার চেয়ে কিছু বেশী সময় লাগছে। যাগো ধৈয্য কম, তাগো লাইগা এইটা পুরাই 'হাবিয়া দোজখ প্রসেস' মনে হইতে পারে।


মন্তব্য

অনিন্দ্য রহমান এর ছবি

পুরা ম্যাজিক ... আমি ম্যাজিক শিখব দেঁতো হাসি ... এইরাম সুপার পোস্ট আরো দেন


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অনুপম ত্রিবেদি এর ছবি

ওকে, ম্যাজিক শিখতে অনেক ধৈয্য লাগে কিন্তুক ... !!!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সংসপ্তক এর ছবি

এক্কেবারে পার্ফেক্ট প্রাইমার চলুক

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অনুপম ত্রিবেদি এর ছবি

কতাডার মানে কি, ভাইজান? যাউজ্ঞা, ধইন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নাশতারান এর ছবি

ডাক্তার সাব, এই পোস্ট দেখে আমার ছবিগুলা অসুস্থ বোধ করছে। এখন উপায়?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনুপম ত্রিবেদি এর ছবি

বেশি বেশি আয়োডিনযুক্ত লবন খাওয়ান ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বুনোর এই মন্তব্য আমি সকালে পড়ে সিদ্ধান্ত নিয়েছি সেরা মন্তব্যের পুরস্কার দিবো। সারাদিন পরে এসে সেই পুরস্কার ঘোষণা করলাম।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গুড জব। কামেল লোকদের কামে লাগবে। আমার ফটুসোপ নাই। এগুলা কি জিম্প দিয়ে করা যাবে না? এত ধৈর্যের কাজ আমাকে দিয়ে হবে না অবশ্য।

নিক ফিল্টার মারার আগেরটাই ভালো লাগছে।

অনুপম ত্রিবেদি এর ছবি

পিপিদা, আমার গিম্প সম্পর্কে একফোঁটা আইডিয়া নাই। তাই বলতে পারলাম না।

আসলে নিক ফিল্টার মারার পরের যেই ফাইনাল ভার্শন ঐটাই মাথায় নিয়া কাজ করতেছিলাম। তাই এব্যাপারে আর অন্য কোনো ভার্শন ফাইনাল করার কথা চিন্তাই করি নাই।

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নির্জন স্বাক্ষর এর ছবি

ব্যাকগ্রাউন্ড তাইলে এম্নেও মিউট করা যায়? জোশ !

আমার খালি ডজ-বার্নে সমস্যা হয় ! পারিনা ভালো করে ! মন খারাপ

অনুপম ত্রিবেদি এর ছবি

হ।

তরে জবর দুইটা থাবড়া দিয়া ডজ-বার্ণ শিখায়া দিমু, বাসায় আয় একদিন সময় লয়া ... রেগে টং

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনার্য সঙ্গীত এর ছবি

ওর ইয়েতে দুইডা লাত্থিও দিও। ওর বেশ নাদুসনুদুস... শয়তানী হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনুপম ত্রিবেদি এর ছবি

তুই তো অনেক জ্ঞানী রে সুনা।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রাতঃস্মরণীয় এর ছবি

আপনে একখান ওস্তাদ!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনেরে ধইন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ইশতিয়াক রউফ এর ছবি

বাহ! দারুণ লাগলো এমন বিস্তারিত টিউটোরিয়াল।

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নিভৃত_সহচর এর ছবি

প্রথম আর শেষের পার্থক্য দেখে তাব্দা খাইলাম কিন্তু কর্মপদ্ধতি আমার কাছে হাবিয়া দোজখের মতই লাগলো মানে আমারে দিয়ে হবেনা। কখনো সু্যোগ পাইলে HDR রোগীর অপারেশন দেখাইয়েন।

অনুপম ত্রিবেদি এর ছবি

ভাই, HDR এর অপারেশন কিন্তু আরো গগণবিদারী ... খুউপ খুয়াল কইরা ... চোখ টিপি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

লুলু এর ছবি

এই তো সব গেলো...মাথাডা গেলো খ্রাপ হয়া।
শিখায়া দিসেন...এখন এই software/filter গুলার full version কোই পামু?? ক্যাম্নে পামু?? খাড়ান আইতাসি আপ্নের বাইত।
এইরাম post আরো দিয়েন। আমরা নবীন আমরা কাচা...বুঝেন ই তো।

অনুপম ত্রিবেদি এর ছবি

ওরে লুলু, তোমার মাথা তো অল্টাইম খ্রাপ।

টরেন্টে সার্চ দাও, সব পাইবা।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

টিউলিপ এর ছবি

অমানুষিক। কিন্তু এইরকম পোস্ট আরো চাই।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ। সামনে আরো লেখার ইচ্ছা আছে দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

পাগল মন এর ছবি

এইখানে একটা কথা না কইলেই না, সেইটা হইলো - এই পুরা প্রসেসটা করতে ৪ ঘন্টার চেয়ে কিছু বেশী সময় লাগছে

এইডা আগে কইবেন না, তাইলে আর না পইড়া ছবিগুলান দেখতাম। আমার দ্বারা একর্ম সম্ভব নহে। তয় টিউটোরিয়াল ভালা পাইলাম।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

অনুপম ত্রিবেদি এর ছবি

সবারই সব কর্ম করিতে হইবে ইহা কিন্তু সঠিক নহে। কেহ করে, বেশিরভাগই দেখে। যেমন বড়দের দুষ্টু সিনেমাগুলোর কথাই ভাবেন!! চোখ টিপি দেঁতো হাসি

আসলে এটা একটা টিউটোরিয়াল আর পাশাপাশি একটা ছবির এক্সটেন্ডেড প্রসেসিং যে কতটা ঝামেলাপূর্ণ ও সময়সাপেক্ষ সেটারও একটা ডকুমেন্টেশন।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তিথীডোর এর ছবি

উত্তম জাঝা!
আরো পোস্ট চাই.. হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আসবে আপু, ধৈয্য ধরেন ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনার্য সঙ্গীত এর ছবি

তোমারে আমি আগেই কইছি, ছবি তোলা (এবং পরে এডিট করা) শেখাতে চাইলে আগে ক্যামেরা কিন্যা দেও! যার ঘরে চাল নাই তারে বিরিয়ানি রান্না শেখানোর এই ফ্যাসিবাদী পাঁয়তারায় ধিক্কার!!!

[গোপনে, তুমি ইদানিং কী খাইতাছো বলতো! তোমার লেখা দিনদিন রসালো হইতাছে!]

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনুপম ত্রিবেদি এর ছবি

ওরে পোলারে ... দিন বদলাইছে আর তুই সেই পিছেই পইড়া আছস!!! এখন সব কিছু আগেই শিখতে হয় যেমন স্কুলে যাওয়ার আগেই নকল করা, চাক্রিতে ঢুকার আগেই ঘুষ খাওয়া, বিয়ার আগেই আম্মা-আব্বা হওয়ার পদ্ধতি ... ইত্যাদি। সুতরাং আগে সব শিখা ল, পরে ট্যাকা জমায়া ক্যাম্রা কিন্না পিরাকটিশ করিস।

[গোপনে, আমি ইদানিং গ্যাসের দোষে পইড়া হুদা দই-চিড়া খাই ...]

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দ্রোহী এর ছবি

চমৎকার টিউটোরিয়াল পোস্ট! আপনাকে উত্তম জাঝা!

মনযোগী ছাত্রের দলে যোগ দিলাম।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, দ্রোহীদা।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অপছন্দনীয় এর ছবি

উত্তম জাঝা!

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এগুলা নাহয় শিখলাম, কিন্তু এক ছবির পিছনে চাইর ঘন্টা... [আমার মতো নবীশের ক্ষেত্রে সেটা কমপক্ষে ৬/৮ ঘন্টা হয়ে যাবে] ব্যায় করলে খামু কী? সেই টিউটোরিয়াল আগে দেন মন খারাপ

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
অনুপম ত্রিবেদি এর ছবি

নজু ভাই, মাছ, মাংশ দিয়া ভাত খাইবেন আর কি? পারলে আমারে ডাইকা দাওয়াতও খাওয়াইতারেন দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

পড়ুয়া এর ছবি

ডাগদর ছার, কোটে গেইলেন? উগী দিয়া কিলনিক ভরি গেইচে!

অনুপম ত্রিবেদি এর ছবি

আরো আইতে দেন ... চোখ টিপি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

উজানগাঁ এর ছবি

আমার ধৈর্য্য কম। তাই আমারে দিয়া এইসব হইবেক না।

তবে শিইখা রাখতে দোষ নাই। :পি

এ্যাপারচারঃ f/৫.৩

ক্যামনে কি? চোখ টিপি

অনুপম ত্রিবেদি এর ছবি

তোমার ধৈয্য কম???? কস্কি কালিয়া ... অ্যাঁ !!!

55-200mm ল্যান্সটার f হইলো 4-5.6, সুতরাং জুম করার সাথে সাথে উনি নিজ থিকাই চেঞ্জ হয়। 150mm-এ f/5.3 থাকে। আমি গরীব মানুষ, তোমাগো মতো কন্সট্যান্ট f ল্যান্স কেনার পয়সা নাই। তাই Alien Skin Bokeh-ই ভরসা।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

একজন পাঠক এর ছবি

দিলেন তো... মাথার মইদ্দে ঢুকায় দিলেন এইটা...
ভাই... ফটোশপ টা একটা ভুতের বাড়ি মনে হয়...
ঢুকলে পাগল পাগল লাগে।। কি ছাইরা কি টিপুম বুঝি না...
এই রকম পোস্ট আর ও চাই...।

অনুপম ত্রিবেদি এর ছবি

ভুতের বাড়িটারেই একদিন আপন মনে হইবো ... সবাই আগে ভয় পায়, পরে নিজেই ভুত হয়া যায় দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

ভাই...এই যে মাথার মইদ্দে ধুকায় দিলেন্‌... এইটা ওহোণ খুব বিরক্ত করব...
ফটোশপ টারে আমার পুরাই ভুতের বাড়ি মনে হয়..
এই রকম পোস্ট আরও চাই...।

মুস্তাফিজ এর ছবি

অনেক কিছু শিখলাম

...........................
Every Picture Tells a Story

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

চলুক
সেরকম পোস্ট।

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

জি.এম.তানিম এর ছবি

এইটা একটা পুরাই পাপিষ্ঠ ধরনের পোস্ট হইসে। গুরু গুরু

অনেক ধন্যবাদ। বোকেহ ফিল্টারটা কই পাওয়া যায়?

উত্তম জাঝা!

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

টরেন্টে সার্চ মারেন, কালিয়া। আমি তো পাব্লিক প্লেসে পাইরেট মামুগো লিঙ্ক দিতে পারিনা ... ওঁয়া ওঁয়া

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দুর্দান্ত এর ছবি

শিখলাম। সুন্দর।

অনুপম ত্রিবেদি এর ছবি

দেঁতো হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ওডিন এর ছবি

দুর্ধর্ষ!!! গুরু গুরু

ক্লাশে ভর্তি হইলাম! এখন খালি গান হবে- ইশকুল খুইলাছে রে মাওলা ইশকুল খুইলাছে... ক্যামেরাও কিনতাছি এনশাল্লাহ! চাল্লু

অনুপম ত্রিবেদি এর ছবি

আইসা পড়ো বেইবে...

হুম, এই ইস্কুলে কিন্তুক টিফিন হিজ-হিজ-হুজ-হুজ ... ... মু হা হা হা ... শয়তানী হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আনন্দী কল্যাণ এর ছবি

হাসপাতালের গন্ধ ভাল পাই না, তাই পোস্টে ঢুকিনাই। এখন ঢুকে তো মাথা ঘুরে পড়ে যাবার দশা!!! অ্যাঁ

অনুপম ত্রিবেদি এর ছবি

এই কিলিনিক কিন্তুক য্যান-ত্যান কিলিনিক না, খুউপ খিয়াল কইরা ... ...

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অসাধারণ এই পোস্টের জন্য আপনাকে গুল্লি ...

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ জনাব ... ... ম্যাঁও

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার ইশকুলে ভর্তি হওয়ার কথা বলতে আইসা দেখি ওডিন ভায়া অলরেডি বলে ফেলসে! যাই হোক, আমিও ভর্তি হয়ে গেলাম। খালি ফটোশপটাই ডাউনলোড করা নাই! চোখ টিপি

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

ভাই, টরেন্টে খোঁজ দ্যা সার্চ মারেন ... সব পাইবেন, সব ... চোখ টিপি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুহান রিজওয়ান এর ছবি

এইটা একটা অমানুষিক পোস্ট হইসে। আমিও হয়তো কিছু প্রাথমিক নিয়ম শিখতে পারবো এখান থেকে, কিন্তু হাতের ক্যামেরাখানা যা ইয়ে...

যাই, ফটোশপটাও ইন্সটল করতে বসি।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ ভায়া।

তোমার একটা জিনিশ যদি ক্লিয়ার থাকে যে, ছবিটার ফাইনাল ভার্শন তুমি কেমন দেখতে চাও তবে ক্যাম্রা আসলেই খুব একটা ব্যাপার হবার কথা না। আমিও কিন্তু এখনো ফটোশপের ১০%ও জানিনা। তবে নিজের কাজ চালানোর মতো প্রায় ৮০%-ই জানি।

ইন্সটল করলে CS4 টা ট্রাই মারো। CS5 পুরা ভেজাইল্লা জিনিশ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

CS5 ডাউনলোড করে দুইদিন গুঁতিয়ে রেখে দিয়েছি, প্রথম এবং প্রধাণ কারণ হাজারটা মেনু অপশন থেকে যেটা করতে চাই তা খুঁজে পাই না। আর সত্যি ৪-৫ ঘন্টা লাগছে প্রফেশনালের তাহলে আমার দিন গড়িয়ে যাবে! এহেন ডিটেইল্ড টিউটোরিয়াল দেখে দাক্তারের প্রতি সালাম ঠুকলাম। কিন্তু হাতে কলমে করতে গেলে আবার অনেক কিছু খুঁজে পাবো না জানা কথা! মেনু থেকে অপশন খুঁজে না পেলে বেশি জ্বালাই নির্জন স্বাক্ষরকে, ধৈর্য্য আছে, বুঝায়ে দেয় কোন্‌খানে কী! তা তোমরা ফটোগ্রাফাররাই আসলে ধৈর্য্য পরিমাপের একক মনে হয়, কাজেই সাবধান হও, এবার তোমার স্কুলে ভর্তি হওয়ার উপর দিয়েই ছাড় পাবে না, ফোন, ই-মেইল ইত্যাদি শুরু হবে ফটোশপ খুললেই। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ফাহিম হাসান এর ছবি

cs5 মাগনা পাওয়া যায় নাকি? আমি ইউনিভার্সিটির সার্ভার থেকে নেট ব্যবহার করি। ওরিয়েন্টেশানের সময় সতর্ক করে দেওয়া হয়েছিল পিটুপি ব্যবহার সম্পর্কে। আমি কম্পুকানা মানুষ। এখন কী করি বলেন তো??

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

টরেন্ট ডাউনলোড করেছি। পিটুপি তো ইউনি থেকে করতে পারবেননা মনে হয়। বাড়িতে করা যায় কি? তাইলে ব্যক্তিগত মেসেজে টরেন্ট লিঙ্কটা আবার খুঁজে পাঠাতে পারি।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ফাহিম হাসান এর ছবি

বেকুবের মত প্রশ্ন করছি- টরেন্ট দিয়ে ডাউনলোড কিভাবে করে জানা নেই। এটা কি নিরাপদ?

লিঙ্ক পাঠালে খুশি হই। দেঁতো হাসি

ফাহিম হাসান এর ছবি

কী পোস্ট দিলেন দাদা! আপনার হাসপাতালে রোগীর লাইন লেগে যাবে। আমি অগ্রিম রুম বুকিং দিলাম। বুনোদির পরে, লাইনে আছি কিন্তু।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ, ফাহিম ভায়া।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনুপম ত্রিবেদি এর ছবি

আসলে CS5 টা একটু বেশিই বেতমিজ, আমি ঐটা দেইখা আর ট্রাই মারি নাই। আমার পছন্দ CS4, এটা খুব সহজ। আসলে ৪-৫ ঘন্টা লাগার কারণ হলো, আমি চেয়েছি যতটুকু সম্ভব নিখুঁতভাবে করতে। আমি আসলে ফটোগ্রাফার নই, তবে এটা জানি যে ছবি তুলতে গেলে অনেক ধৈর্য লাগে!!

আগেও বলেছি, আবারও বলি - আমি ফটোশপের শুধু ঐ অংশটুকুই জানি যেটা আমার কাজে লাগে। এর বাইরে আসলে আমার কোনো জ্ঞান নেই।

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমার আসলে যেকোন ফটোশপ ভার্শনই খুব জটিল মনে হয়! এত অপশন! আর গুঁতিয়ে দেখার সসময় খরচ করতে ইচ্ছা করে না। আমার হলো ফাঁকিবাজি কারবার, যেটা সবচেয়ে কম পরিশ্রমের ঐটা করি, রান্না বান্না টু পিসি! দেঁতো হাসি
অনেকদিন পরে আবার ফটোশপ খুলে দেখবো ভেবে CS5 নামিয়েছি, CS5 এই যাওয়ার কারণ বাংলা লিখতে পারবো বলে। তবে এত চমৎকার টিউটোরিয়াল পেলে আসলেই আগ্রহ পাবো মনে হচ্ছে। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যুধিষ্ঠির এর ছবি

চমৎকার টিউটোরিয়াল হয়েছে। উপস্থাপনার ভঙ্গীটা অসাধারণ। আমি অবশ্য ফটোশপের একদম বেসিক জিনিসগুলিও জানি না বলে কিছুটা বুঝতে অসুবিধা হলো, যেমন Layer Via Copy জিনিসটা কি, বা ডজ-বার্ন কিভাবে কাজ করে। এটা হয়তো একটু ফটোশপ নিয়ে ঘাঁটাঘাঁটি করলেই বোঝা যাবে। কিন্তু সবমিলিয়ে ওয়ার্ক ফ্লো-টা বুঝতে মোটেও সমস্যা হয়নি।

এরকম আরও আসুক!

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, বস।

আমিও যে খুব ফটোশপ জানি, তা কিন্তু না। জানার মধ্যে জানি শুধু ইরেজার টুল, ব্রাশ টুল, ডজ-বার্ণ আর কিছু ফিল্টারের ব্যাবহার। Layer Via Copy - ছবির কোনো অংশকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করলে এই অপশনটা পাবেন। এতে ছবির ঐ সিলেক্টেড অংশটা আলাদা লেয়ার হিসেবে কপি হবে।

সাদা-কালো নিয়ে একটা বিশাল টিউটোরিয়াল লেখার ইচ্ছা আছে, ওখানে ডজ-বার্ণ জিনিশটা নিয়ে অবশ্যই বিস্তারিত আসবে।

সহজভাবে বুঝতে পেরেছেন জেনে ভালো লাগলো।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আহ! Layer via Copy টা আরো ব্যাখ্যা করায় ধন্যবাদ। আমি অবশ্য গেস করছিলাম এমন হবে হয়তো! হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতিথি লেখক এর ছবি

জটিল অবস্থা গুরু গুরু

এম এছ নিলয়

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

(ফ্লিকারের M.S.Niloy???)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রোমেল চৌধুরী এর ছবি

মাহেল হইছে বাহে...

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

পুরাই চখাম... মাথা নষ্ট

হিমাগ্নি

কৌস্তুভ এর ছবি

নিয়মিত টিউটোরিয়ালের জন্য ইটা রেখে গেলাম।

অতিথি লেখক এর ছবি

যদিও ফটোসপের উপর ধারণা খুব সীমিত, তারপরেও পোস্টপ্রসেসিং এর কৌশলটা দারুণ লাগল।

-দানব (mesbahuk@gmail.com)

রিয়েল ডেমোন এর ছবি

আচ্ছা ফটোশপ ছাড়া এমনই সিমিলার কোন সফটওয়্যার কি আছে যা দিয়ে ছবি এমন ডিফ্রেন্ট লুক আনা যায়?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।