ছবি-ব্লগঃ সোনালী আলোর ক্ষণ - ০১

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: শুক্র, ০৩/০৬/২০১১ - ১১:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

এবার কিশোরগঞ্জ গিয়ে চোখ জুড়ানো সোনালী ক্ষেতে মানুষের ব্যাস্ততা দেখে অবাক হলাম। যতটুকু সময় পেলাম শুধু শাটার চেপেই গেলাম ... ৪ দিনে ১২ গিগাবাইট মেমরি ফুল! কিন্তু আমি আবার খুব আলসে টাইপ, তাই প্রসেসিং-এ অনেক টাইম নেই। অনেক গুঁতাগুঁতির পর কয়েকটা রেডি করতে পারলাম। সেগুলো নিয়েই এই ব্লগ।

খুব একটা ইচ্ছা না থাকা সত্বেও একটু গাঁইগুঁই করে রওনা দিলাম কিশোরগঞ্জ। সঙ্গী বরাবরের মতোই মা আর রোয়েনা। আমরা তিনজনা আবার একসাথে ট্রেন ভ্রমনে বিয়াপুক আনন্দ পাই। সকাল ৭টা ২০ মিনিটে ট্রেন ছেড়ে যাবার সময় হলেও বাবার বকুনিতে সবার উঠতে হলো ভোর ৫টায়। কিন্তু বাসা থেকে স্টেশনে যেতে সময় লাগে মাত্র কুড়ি মিনিট! বাবার সঙ্গে পাল্লা দিয়ে ঘাউড়ামি করার বিশ্বরেকর্ডটা আমাদের ভাই-বোনদের মধ্যে একমাত্র আমারই দখলে। সুতরাং হেলেদুলে দুলকিচালে ফ্রেশ হয়ে, নাস্তা করে, রেডি হলাম বাবার রক্তচক্ষুকে একেবারে উপেক্ষা করেই। কিন্তু শেষে এসে আমরা তিনজনাই 'গন ক্রসফায়ারে' পড়ে রওনা হলাম যখন, তখন বাজে ৭টা! স্টেশনে পৌছে দেখি ট্রেন এখনও প্ল্যাটফর্মেই এসে দাঁড়ায়নি ... অগত্যা অনন্ত অপেক্ষা, চোখে একরাশ ঘুম নিয়ে।

আমাদের হতাশায় ডুবিয়ে ট্রেন প্রায় সময় মতোই আসলো আর ১৫ মিনিট লেট করে ছাড়লো। আমরা মনোযোগী হলাম জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখায়। যদিও ঢাকা পুরোপুরি ত্যাগ করার আগ পর্যন্ত সেই প্রতিদিনকার গতানুগতিক দৃশ্যগুলোই দেখতে হয়, তবুও 'এই নরক থেকে বাইরে যাচ্ছি' - এই ভাবনায় একটু আনন্দ খুঁজে পাওয়া যায়! নরসিংদি ছেড়ে আস্তে আস্তে যতই এগুচ্ছি ততই আনন্দে মন ভরে উঠছে কারন আকাশটাকে দেখে মনেই হচ্ছেনা যে ওটা জৈষ্ঠের আকাশ। অনেকটা শরতের মতো সেজে সে আমার চোখের সামনে তুলে ধরছে জটিল জটিল সব ল্যান্ডস্কেপ আর লাইফস্টাইল!

ট্রেন আমার চেয়েও অলস ভঙ্গিতে চলাফেরা করে সময়ের প্রায় একঘন্টা পর গিয়ে পৌছালো কিশোরগঞ্জ। তারপর প্রায় ৪০ মিনিটের 'ব্যাটারি' যাত্রায় গিয়ে পৌছালাম গ্রামে। আহ, আমার গ্রাম ... যতদূর চোখ যায় শুধু সোনালী সোনালী আলোর খেলা আর কতগুলো যাদুশিল্পীর হাতের নিপূণ পরিশ্রম। হাতের যাদুতে তাঁরা সোনা ফলায় ...

১. চার শটের প্যানোরামা (কোনো ট্রাইপড ছাড়াই)

Ksgj_blog_1_1

২. মাঠের ব্যাস্ততা

Ksgj_blog_1_2

৩. আকাশে বৃষ্টির আভাস, তাই ব্যাস্ততা যেনো আরো বেশি (দুই শটের ভার্টোরামা)

Ksgj_blog_1_3

৪. চাষীর মুঠোয় সোনার ফসল

Ksgj_blog_1_4

৫. কাজের ক্লান্তি মেটানো

Ksgj_blog_1_5

৬. ফসলের সামনে চাষীর হাসি

Ksgj_blog_1_6

৭. খেলা ফেলে এক শিশুও সহযোগিতা করছে

Ksgj_blog_1_7

৮. ব্যাস্ত কৃষক

Ksgj_blog_1_8

৯. ফসল বোঝাই ঘরমুখো চাষী

Ksgj_blog_1_9

১০. ওয়ান ফর অল, অল ফর ওয়ান ...

Ksgj_blog_1_10

১১. কারো কারো ফসলের জমি নেই, তারা ধান কুড়াতেই ব্যাস্ত

Ksgj_blog_1_11

১২. দুই শটের ভার্টোরামা (এখানেও ট্রাইপড ছাড়াই ... )

Ksgj_blog_1_12

১৩. আমি যাবো যেখানে, লংশাটার থাকবেনা সেখানে - এটা কি হয়? (আনলাকী থার্টিন এইখানে বোনাস ...)

Ksgj_blog_1_13

নোটঃ আবারো আলসেমি কাটাতে পারলে এর দ্বিতীয় পর্বটা দেয়া যাবে। যাই, লাগাতার আলসেমি শুরু করি গিয়ে ... মু হা হা হা হা ...


মন্তব্য

অপছন্দনীয় এর ছবি

গুরু গুরু

অনুপম ত্রিবেদি এর ছবি

চাল্লু

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাজ্জাদ সাজু এর ছবি

ছবি গুলা অনেক অনেক সুন্দর...

ভাই আপানার গ্রামের নাম কি ???

অনুপম ত্রিবেদি এর ছবি

আমার গ্রাম এর চেয়েও অনেক অনেক সুন্দর।

গ্রামের নাম টামনী, আকন্দ পাড়া।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তিথীডোর এর ছবি

উত্তম জাঝা!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আয়নামতি1 এর ছবি

অসাধারণ আপনার ক্যামেরার চোখ! আকাশকে দেখে দেখে আঁখি না ফিরে!! শুভ হোক আপনার আলস্য প্রহর হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ, আলসেমি তো করতেই আছি ... করতেই আছি ... করতেই আছি ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

কবি-মৃত্যুময় এর ছবি

অসাধারণ ছবি-সোনালি ফসল!!!!! চলুক

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনুপম ত্রিবেদি এর ছবি

লাফাং কমেন্ট ... ঘ্যাচাং ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

১১-১৬ এর দুর্দান্ত কাজ! গুরু গুরু

---------------------
আমার ফ্লিকার

অনুপম ত্রিবেদি এর ছবি

দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মুস্তাফিজ এর ছবি

অনেকদিন পর সচলে ঢুকে একটা মাইনাস দিয়ে গেলাম।

...........................
Every Picture Tells a Story

অনুপম ত্রিবেদি এর ছবি

মাইনাসটা মাথা পেতে নিলাম, বস। অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মাহবুব লীলেন এর ছবি

সকল গোলামির দিন- ব্যাংকের ঋণ শেষ করে একদিন গ্রামে ফিরে কৃষক হবো আমি...

কথাটা আবার মনে পড়ে গেলো ছবিগুলো দেখে

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনার মন্তব্যগুলো বরাবরই একটু 'অন্যরকম' হয়। বেশ ভালো লাগে।

কৃষক হবার স্বপ্ন আমিও দেখি ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যুধিষ্ঠির এর ছবি

টু থাম্বস আপ!

ছবিভর্তি এইরকম স্বপ্নময়, মায়াবী আর যাদুময় আলো দেখানো ভালো না। জ্বীন-ভুতে ধরতে পারে। সাবধানে থাইকো।

অনুপম ত্রিবেদি এর ছবি

ঊক্কে ব্রাদার ... সাবধানে ঘুমাইতে যাই ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

পাগল মন এর ছবি

৩নং ছবিটার নীল শার্ট পড়া ছেলেটাকে অবাস্তব লাগছে। আমার বোঝার ভুলও হতে পারে অবশ্য।
বাকি ছবিগুলো অসাধারণ লাগল।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, ডজ-বার্নিং করার সময় খুব বেশি সিরিয়াস ছিলাম না, তাই লাইটটা ঠিক মিলে নাই।

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনার্য সঙ্গীত এর ছবি

তুমারে ফাঁসি দিয়া তুমার সব ছবি কাইড়া নিমু একদিন শয়তানী হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনুপম ত্রিবেদি এর ছবি

আইচ্ছা ... যেইটা তুই করতে চাস, সেইটা তো অনেক সহজ ... মাগার আমার তো মঞ্চায় তোর ঘিলুটা আমার মাথার ফোঁকরে ট্রান্সফার করি ... এখন ক, ক্যাম্নেকী???

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমি যখনই ঠিক টাইমে স্টেশনে পৌঁছাই, ট্রেইন লেট থাকে। আর কোনদিন যদি পাঁচ মিনিটও দেরি হয় ট্রেইন ঠিক টাইমে চলে আসে। এখন পর্যন্ত এর ব্যতিক্রম হয় নাই। তাই আমি ধীরে-সুস্থে বাবা-মায়ের মাথা খারাপ করে দিয়ে হেলতে-দুলতে স্টেশনে যাই, প্ল্যাটফর্মে বসে মানুষ দেখা আনন্দদায়ক হলেও সব সময়ে ভাল্লাগে না তো! হাসি

এবারের ধান-কাটা ব্লগ ভালো লেগেছে। তোমার এই দারুণ ছবিগুলো বিদেশী বন্ধুদেরকে রেফার করা যাবে। উত্তম জাঝা!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

আমার ছবিগুলো যদি কখনও আমার এই সুন্দর দেশটাকে রিপ্রেজেন্ট করে, তবে এর চেয়ে আনন্দের মনেহয় আর কিছু হবে না।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আশরাফ মাহমুদ এর ছবি

কবে যে এইরাম ছবি তুলুম। মন খারাপ

অনুপম ত্রিবেদি এর ছবি

সুন্দর দেইখা একটা জায়গায় যান, তারপর মন ভইরা শাটার ফালান ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তাসনীম এর ছবি

দুর্দান্ত গুরু গুরু

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তারাপ কোয়াস এর ছবি

বরাবরের মতই দুর্ধর্ষ! গুরু গুরু


love the life you live. live the life you love.

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ফাহিম হাসান এর ছবি

(৬,৭,১০,১৩) অসাধারণ লেগেছে। যেমন ছবির বিষয় ও কম্পোজিশান, তেমন দারুণ সম্পাদনা। আপনার সেরা ছবিগুলোর একটা হল ৭ (লাকি!!!)

আপনি সবসময়ই সুন্দর ছবি তুলেন। তাই প্রত্যাশাটা বেশি থাকে। সিরিজ হিসেবে সব ছবিগুলোই ভালো লেগেছে। কিন্তু (১,২,৩,৫) ছবিগুলো আপনার মানের হয় নি।

মজার ব্যাপার হল আপনি ছবির সাথে যে বর্ণনা দেন সেইটা পড়ে প্রতিবার আমার মনে হয় ক্যামেরা বগলে করে ঢাকা রওনা দেই। আপনাদের সাথে ছবি তুলতে বের হয়ে যাই। আপনার ছবি পোস্ট পড়লেই আঙ্গুল চুলকাতে থাকে, চোখ শাটারের মত পিটপিট করতে থাকে।

আমাকে গুঁতা দেওয়ার জন্য ধিক্কার। হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, ফাহিম ভায়া।

সব ছবিই যদি 'অসাধারণ' লেগে যায় তাইলে তো মহা প্রব। আমি তো তখন আর মানুষ থাকবো না, মহা মানব হয়ে যাবো ... মু হা হা হা হা ... শয়তানী হাসি

আসেন খালি একবার বাংলাদেশে, তারপর দেখেন কেমনে চড়কি ঘুরান্তিস দেই ... আবারও মু হা হা হা হা ... শয়তানী হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চলুক

অনুপম ত্রিবেদি এর ছবি

দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দময়ন্তী এর ছবি

আমায় কোনও একদিন কিশোরগঞ্জ যেতেই হবে ---- পরশু, সামনের বছর, দশ বছর বাদে ---- কোনো না কোনোদিন যেতেই হবে, উপড়ে আসা শিকড়ের টুকরো টাকরা কোথাও আছে কিনা --- এইটা খুঁজতেই যেতে হবে|

আপনার ছবিগুলো দেখে নিজের প্রতিজ্ঞার গাছটায় আরো একমগ জল ঢেলে মাটিটা একটু নিড়িয়ে দিলাম|

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রাতঃস্মরণীয় এর ছবি

বরাবরের মতোই জটিল। এবারের বিষয়টাও জটিল হয়েছে। অনেক কাল হলো ধান কাটা দেখা হয়না।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুহান রিজওয়ান এর ছবি

চাল্লু দিছো তো মামা !!!

অনুপম ত্রিবেদি এর ছবি

উরি উরি ... তাই নিকি রে ভাইগনা ??? চোখ টিপি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এক একটা ছবি যেনো Vincent van Gogh-এর আঁকা!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনুপম ত্রিবেদি এর ছবি

এভাবে বলে দিলেন তো বেলুনে হাওয়া লাগিয়ে ... উড়তেই আছি ... উড়তেই আছি ... উড়তেই আছি ...

অনেক ধন্যবাদ আপনাকে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খুব ভাল লাগলো। লেখা এবং ছবি উভয়ই।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, পিপিদা ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার কাছে ভার্টোরামা দুটো বেশি ভালো লেগেছে। আপনি ভার্টোরামা কী দিয়ে করেন, ফটোশপ? মাইক্রোসফটএর ICE নামে একটা সফটওয়্যারের রিভিউ পড়লাম। কেমন ওটা?

অনুপম ত্রিবেদি এর ছবি

আমি কাজ সারি Archsoft Panorama Studio দিয়া। তবে ম্যানুয়ালি কিন্তু কাজ সারা যায় !! ঝাল ঝাল বটি কাবাব নিয়া পার্সোনালি দেখা কইরেন ... সব মুশকিল আছান ... মু হা হা হা ...

তয় মাইক্রোসফট এর ICE নিয়া কোনো অভিজ্ঞতাই নাই, নামটাও প্রথম শুনলাম!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আসমা খান, অটোয়া। এর ছবি

‘এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি’……… ছবিগুলো অপুর্ব হয়েছে!! পরের পর্বের অপেক্ষায় রইলাম।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি


ছবিগুলো দেখে কেন যেন ভ্যান গগের এই ছবিটার কথা মনে হলো...
অসাধারণ কাজ
স্যালুট বস

______________________________________
পথই আমার পথের আড়াল

অনুপম ত্রিবেদি এর ছবি

নজরুল ভাই, গগের এই ছবিটা আমি আগে দেখি নাই, সত্যি ... কিন্তু আমার ১ নাম্বার প্যানোরামাটা একবার দেখেন তো ... আমি পুরা তাব্দা খায়া গেলাম ... ক্যাম্নেকী?????

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আশালতা এর ছবি

চেনা ছবির অচেনা রূপ । আহা, কী সুন্দর ! কী সুন্দর !

হাওয়াইমিঠাই এর ছবি

ভ্যান গগ মনে লয় লুকাইয়া কিশোরগঞ্জ আইছিল। নাইলে এমন প্লট পায় কেমতে।।।

আমিও তাস্কি খাইলাম।।।।।। ছবি গুলান অপূর্ব

সাফিনাজ আরজু এর ছবি

গুরু গুরু

কিছু বলার আছে কি? শুধুই মুগ্ধতা !!!!

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।