ছবিব্লগঃ সোনালী আলোর ক্ষণ - ০২

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: মঙ্গল, ০২/০৮/২০১১ - ১০:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফটোগ্রাফির ক্ষেত্রে আমার একটি বিশাল দূর্বলতা আছে আর সেটি হলো আমি লাইফস্টাইল একদমই পারি না। কিন্তু এবার যখন কিশোরগঞ্জ যাচ্ছিলাম তখন মাথায় একটা জিনিশই ঘুরপাক খাচ্ছিলো যে আমাকে এইবার লাইফস্টাইল ছবির এক বিরাট চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামতে হবে। কেননা এই সময়ে লেন্ডস্ক্যাপ একটা দুইটা তোলার পর একদম মনোটোনিক হয়ে যাবে। আর মাঠে মাঠে মানুষের ব্যাস্ততার ছবি তো আর লেন্ডস্ক্যাপ নয়! যতবারই এই কথা ভাবছি ততবারই ভয়ে একটু একটু করে কুঁকড়ে যাচ্ছিলাম। কিন্তু পরে 'দলছুটীয় লালা কবচ' মনে মনে গলায় পড়ে দাঁড়িয়ে গেলাম মাঠের সামনে। পারতে আমাকে হবেই!

বাড়িতে পৌছে দুপুরের খাবার শেষ করে আর খুব একটা দেরি করলাম না। দু চারজন চাচাত ভাই বেরাদার আর ভাইস্তা সাথে নিয়ে প্যান্ট হাঁটুর উপরে তুলে বেড়িয়ে পড়লাম মাইলের পর মাইল ক্ষেতে। প্রথম দিনের সেই বিকেলে চালালাম কিছু টেস্ট শট, ওয়াইড এঙ্গেলে। যেগুলো দিয়েছিলাম এবারের কিশোরগঞ্জ ট্যুর নিয়ে লেখা প্রথম পর্বে। কিন্তু পরবর্তিতে বুঝতে পারলাম যে শুধু ওয়াইড এঙ্গেলে তুলে লাভ নেই, টেলিটা নিয়ে কিছু মেরে দেখা দরকার। যেই ভাবা সেই কাজ, পরের দিন সকাল-বিকাল টেলি আর ওয়াইড এঙ্গেল দুটোই চললো সমান তালে। মজার ব্যাপার হলো বার বার এই ল্যান্স চেঞ্জ করার মতো এই ঝামেলাটা ওখানে একদম কোনো ঘটনাই ছিলো না। কারন সাথে একদল সাঙ্গপাঙ্গ ছিলো যাদের কাজই ছিলো ল্যান্স নিয়ে আমার পিছে পিছে ঘোরা আর এর পুরস্কার হিসেবে ছিলো তাদেরকে মডেল করে আমার ছবি তোলা ... !!!

সে যাই হোক, এবার একটা ভালোই পরীক্ষা হলো লাইফস্টাইল নিয়ে। ভালো মানে কিন্তু ভালো ছবি না, সময়ের হিসেবে আর কি!!! তারপর আমার স্বভাব অনুযায়ি ছবিগুলোকে ধরে-বেঁধে HDR ও সাথে অন্যান্য যারপনাই এডিটিং ... বেশ সময় লাগে গেলো। তবে এই লেখাটা কিন্তু মাস খানেক আগে তৈরি করা, সময়ের অভাবে পোস্টাতে একটু দেরিই হয়ে গেলো। হতে পারে এর পর আর ছবি ব্লগ দিতে পারবোনা বহুদিন। ক্যাম্রাটা প্রায় কোমায় চলে গেছে, আর আমার বিগত চার বছরের এডিটিং সঙ্গি Pen Tablet টা পুরোই ডেড। আপাতত এগুলোর দিকে কোনোভাবেই কোনোকিছু এফোর্ড করা সম্ভব হয়ে উঠছে না ... হয়তো ফটোগ্রাফিটাকেই বিদায় জানাতে হবে, এছাড়া আর করার মতো কিছু দেখছিনা এখন। ... তবুও শেষ বলে কিছু নেই ... হয়তোবা কোনোদিন, কোনো এক সময়, আমি আবার ক্যাম্রা হাতে ঘুরবো, ছবি তুলবো, আবার একটা Pen Tablet দিয়ে ছবিগুলোকে এডিট করবো ... আবারো হয়তো কোনো একদিন সচলে একটা ছবি ব্লগ দেবো ... ... হয়তোবা ... ...

১)

DSC_3186

২)

DSC_3218_HDR

৩)

DSC_3247_HDR

৪)

DSC_3257_BW_1

৫)

DSC_3262_Cr

৬)

DSC_3339

৭)

DSC_3342

৮)

DSC_3370

৯)

DSC_3376

১০)

DSC_3376_BW

১১)

DSC_3733_SQ_1_2

১২)

DSC_4099_HDR

১৩)

DSC_3352_BW

১৪)

DSC_3157_ED

১৫)

DSC_3508_09_Virtorama_ED


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

তুমি এইগুলা কী কও!!!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনুপম ত্রিবেদি এর ছবি

কতা কই রে সুনা মনি ... ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনার্য সঙ্গীত এর ছবি

ছবি তোলা ছাড়লে খুনোখুনি হয়া যাইবো কইলাম! সারাদিন লুলামি করার কুনু সুযোগ নাই। ছবি তুলতে হইব!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সজল এর ছবি

ভয়াবহ সুন্দর সব ছবি!

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ধুরু! কী সব কয়!
যাই হোক, ২, ৯ আর ১৫ দুর্দান্ত !!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ ... কথা কইরে ভাই, কথা কই !!!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মুস্তাফিজ এর ছবি

ভালো হইছে, সবগুলাই।

...........................
Every Picture Tells a Story

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ, বস।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নিটোল(অতিথি) এর ছবি

অদ্ভুত সুন্দর!

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

Guest এর ছবি

Some of these photos should be submitted to competitions or should be displayed in photo exhibitions. Simply superb!

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ। এগুলা হয়তো কম্পিটিশনে গেলে ধোপে টিকবে না, কারন এগুলো এডিটেড ছবি। এডিট করা ছবি এখনও যে কোনো কম্পিটিশনে 'হারাম' বলে ধরা হয় ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ত্রিমাত্রিক কবি এর ছবি

অসাধারণ ... কিন্তু ফটুগ্রাপি ছাড়লে ক্যাম্নে হবে!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

দেখা যাক ... শেষ বলে তো আসলে কিছু নেই ... !!!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

হাসান মোরশেদ এর ছবি

ক্যামেরা ডেড এইজন্য ফটোগ্রাফি ছাড়বেন? আমার ক্যামেরা নিয়ে নেন। ছবি তোলা আমার তেমন প্যাশন না, না তোললে কিচ্ছু হবেনা
কিন্তু আপনি ছবি না তুললে অনেকগুলো ভালো ছবি তোলা হবেনা, সচলে অসম্ভব সুন্দর ছবি ব্লগ আসবেনা। প্লিজ

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অনুপম ত্রিবেদি এর ছবি

হা হা হা ... ... ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপাতত হাত-পা গুটিয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। ক্যাম্রা ঠিক থাকলেও ২৪/৭ কাজের ঝামেলায় ছবি তোলাই হয়ে উঠতো না। আবারও বলি, শেষ বলে কিছু নেই ... হয়তো আবারও একদিন ... আমি ... ক্যাম্রা ... ছবি ... সচল ... ছবিব্লগ ... ... হবে ... হবে ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তাসনীম এর ছবি

ছবি যথারীতি দুর্দান্ত।

এইসব খারাপ চিন্তা মাথাতেও আনা পাপ।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনুপম ত্রিবেদি এর ছবি

ছবি ভালো লেগেছে জেনে খুশি হলাম ...।

" খোদার কাছে নালিশ করতে দিলোনা আমারে ...
পাপ-পূণ্যের হিসাব এখন মানুষে করে ..." চোখ টিপি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনুপম ত্রিবেদি এর ছবি

লাফাংগা মন্তব্য ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনিন্দ্য রহমান এর ছবি

লেখা পড়লাম না। ছবি দেখলাম। লেখা পড়তেও চাই না।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অনুপম ত্রিবেদি এর ছবি

এতো মনোযোগ দিয়ে লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই শুধু আমার ছবি দেখে চলে যায়, আপনি এভাবে পড়েছেন জেনে খুবই খুশি হলাম। খাইছে

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নির্জন স্বাক্ষর এর ছবি

ফটোগ্রাফি ছাইড়া দিতে হবে....এমন আজাইরা কথা বাদ্দাও। ফাইজলামি পাইসো?

তোমার ছবি দেইখা দেইখা আমার ক্যামেরা হাতে নেয়া। আমি তেমন কিছুই পারিনা, যা এক্টু-আধটু জানি সেটাও তোমার জন্য। তুমি যদি এই কথা বলো, তাইলে আমি বা আমাদের মত যারা তোমাকে দেখে দেখে ক্যামেরা হাতে নিসে, তাদের কী হবে? আচ্ছা, আমাদের কথা বাদ্দাও। নিজে একবার ভাইবা দেখো তো, ফটোগ্রাফি ছাড়া তুমি বাঁচবা ক্যাম্নে? আমি আর কিছু কমুনা।

ফোনেও কইসি, এখানেও কই, সময়টা হয়তো তোমার খারাপ যাচ্ছে তাই হতাশট্র্যাশনে ভুগে এইসব ফাউল কথা মাথায় আস্তেসে কিন্তু তুমি তো হাল ছাড়ার মানুষ না। ক্যামেরা এখন নষ্ট, ট্যাব্লেট নষ্ট বুঝলাম কিন্তু খারাপ সময় এক সময় যাবেই। নিয়া যাও আমার ক্যামেরা তদ্দিন পর্যন্ত। আমারটা হুদাই পইড়া রইসে, আমি ছবি তুলতে পারিনা।

ছবিগুলা বেশিরভাগই তোমার বাসাতেই দেখা। তবে, ৯ নাম্বার ছবিটা আমার দেখা তোমার লাইফস্টাইলের ভেতর ওয়ান অফ দা বেস্ট।

অনুপম ত্রিবেদি এর ছবি

আম্পাট রাতুস দিয়া পুলুহ ... ... গুল্লি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনিকেত এর ছবি

কী যে অদ্ভূত সুন্দর ছবিগুলো!!!
ফটোগ্রাফি আমি তেমন বুঝি না---কিন্তু এইটা ঠিক বুঝি কখন মানুষের তোলা সাধারণ লৌকিক ছবিগুলো অলৌকিক হয়ে ওঠে!!

শুভেচ্ছা নিরন্তর

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ, অনিকেত দা।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

Udash এর ছবি

মারাত্মক।

...... উদাস

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আয়নামতি1 এর ছবি

এমন মন খারাপ করা লেখা পড়তে চাইনা ভাইয়া, বরং মনটা ভরে যায় এমন আরো অনেক অনেকককক ছবি আপনার কাছ থেকে পেতে চাই! অজস্র শুভকামনা।

অনুপম ত্রিবেদি এর ছবি

ফেরার আশা রাখি, ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ধুসর গোধূলি এর ছবি

বস, ধান মাড়াইয়ের ফটুক নেন নাই যে বড়! ধানের মুরি যখন শক্ত কিছুতে বাড়ি মেরে মুরি থেকে ধান খসানো হয, সেই দৃশ্যটা আমার মনে হচ্ছে আপনার ক্যামেরায় অসাধারণ আসবে। মাথার উপরে ধরা ধানের মুরি, তার থেকে কিছু ধান ছড়িয়ে যাচ্ছে চাষীর মাথার উপর দিয়ে পেছন দিকে...

যেগুলো দিছেন সেগুলো সবগুলাই মারাত্নক হইছে। কিন্তু আমি এইসবের সাথে ঐ ফটুকটাও খুঁজতেছিলাম আরকি! হাসি

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

দারুন... হাসি

সুহান রিজওয়ান এর ছবি

৪,৫, ১৫ নাম্বার ছবিগুলা নিদারুণ হইসে...

আর ফটোগ্রাফি বন্ধ করবেন কেনো ?? কামড়ু ব্যাটা কি লালা ফেলা বন্ধ করেছে কখনো ?? দেঁতো হাসি ... আজাইরা চিন্তা বাদ্দেন। কয়েকদিন রেস্ট নিয়াসেন। মাথা ঠান্ডা করে আবার আরিফগ্রাফিতে মাতিয়ে দিন সচলের পাতা।

দিহান এর ছবি

এ্যাতো সুন্দর ছবিগুলো, দেখে উদাস উদাস লাগছে। অনেকদিন গ্রাম দেখা হয়না...

অর্ক রায় চৌধুরী এর ছবি

চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ছাড়তে তো পারবেন না জানি...
চেষ্টা জারি থাকুক...
ছবি ম্রাত্মক

______________________________________
পথই আমার পথের আড়াল

saima এর ছবি

মন ভাল হয়ে গেল এত সুন্দর ছবিগুলো দেখে, অসাধারন চলুক

দ্রোহী এর ছবি

ভাইরে ভাই!!!!!!!!! আগুন সব এডিটিং!

ছবি তোলা বাদ দিবেন? কোন সমস্যা নাই। বাদ দেন কিছু দিনের জন্য। একটা লম্বা ব্রেক নেন দরকার হলে। তবে ব্রেক টাইমে আমাদেরকে প্রফেশনাল এডিটিং শেখাতে পারেন। দেঁতো হাসি

The Reader এর ছবি

ছবি সুন্দর পাইসি । হাসি

মৃত্যুময়-ঈষৎ এর ছবি

বাংলার শ্রেষ্ঠ সন্তানদের, মাটির মানুষদের এত অসাধারণ ছবিগুলো দেখে কীযে ভালো লাগলো ভাইয়া বোঝাতে পারবো না!!!!!! কৃষকরাইতো আসল স্বর্ণকারিগর!!!!!!!!

সবগুলো ছবিই অপূর্ব, অপূর্ব!!!!!!!! চলুক চলুক আপনার ফটোগ্রাফি ছেড়ে দিলে কি হয় বলেন?

শেষ বলে কিছু নেই ... হয়তো আবারও একদিন ... আমি ... ক্যাম্রা ... ছবি ... সচল ... ছবিব্লগ ... ... হবে ... হবে ...

এটাইতো চাই বারবার..............

ওডিন এর ছবি

ঠাডা পড়বো! এত্তোবড় বড় সব ঠাডা!!!!!

(ছবি না তোলার জন্য না, আর ছবি তুলুম না্‌- এই বাজে আইডিয়া মাথায় আনার জন্য) রেগে টং

যুধিষ্ঠির এর ছবি

ছবি অতীব ভালো লাগসে, মুগ্ধ হইসি - এই ধরণের পুনরাবৃত্তিতে আর গেলাম না। একটু ত্যানা প্যাচাই। লাইফস্টাইল ছবির সংজ্ঞাটা কি আসলে? প্রকৃতি থেকে মানুষকে তো আর আলাদা করা যাবে না, তারপরও আমার কিন্তু মনে হত লাইফস্টাইল জাতীয় ছবিতে মানুষই মূখ্য হবে। মানে, যেমন ধরো, অনেকগুলো ছবিতেই (বিশেষ করে ২, ৩ বা ১৪, ১৫ এই গুলোতে) হঠাৎ মনে হতে পারে মানুষের চেয়ে প্রকৃতি বা ল্যাণ্ডস্কেইপ প্রধান হয়ে উঠেছে।

দ্রোহী'র আইডিয়াটা পছন্দ হইসে। বাই দ্য ওয়ে, লেখাতে শেষের তিনটা ডটের পরে এইটা বাদ পরসে: হয়তো বা... সচলের লোকজন ছবি তোলা বাদ দিলে গণপিটুনি দিতে পারে... এই ভয়ে আবার ছবি দিবো... লেখা দিবো খাইছে

যে কারণেই হতাশা বা বিরক্তি এসে থাকুক, সেটা তাড়াতাড়ি কেটে যাবে আশা করি।

ফাহিম হাসান এর ছবি

ধুর মিয়া, কী কন এগুলা?

এত চমৎকার এডিটের হাত আপনার, কিছু টিউটোরিয়াল দেন।

সন্ধ্যা (অতিথি) এর ছবি

২,৩, ১৪, ১৫ অসাধারণ!!!

আশরাফ মাহমুদ এর ছবি

ও ভাইডি, ছবি তো ছাড়বেন ক্যান, তাইলে কার কাছে ধরনা দিমু? দেন এবার একখান টিউটোরিয়াল দেন। হাসি

তাপস শর্মা এর ছবি

অনুপম দাদা - এই খোলা চিঠি আপনাকেঃ

আপনি গুরু মানুষ। গুরু গুরু । আর আপনি বলছেন ছবি তুলবেন না !! এইটা কি একটা কথা। বলুন...

আমি ছবি তুলতে এত ভালোবাসি যে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সেটা অন্তত আপনার মতো একজন ফটোগ্রাফারকে বলার স্পর্ধা করব না যে একজন ছবি পাগলের কাছে তার ক্যামেরা কি জিনিষ। কিন্তু বিশ্বাস করুন আমার কাছে ভালো ক্যামেরা নাই, এডিটিং এর ই ও জানিনা ভালো করে। আর ছবি তোলার নানা ফর্মুলাতে আমি এই পৃথিবীর সবচেয়ে অজ্ঞ ফডুরে। আর আপনি একজন ছবি পাগল এবং অসম্ভব দক্ষ মানুষ। দাদা আমি মানুষের ক্যামেরা ধার করেও ফটোগ্রাফি করি, এবং ওরা কিন্তু আমাকে নির্দ্বিধায় দিয়েও দেয়, আরেকটা মজার কথা বলি এটা গল্প নয় কিন্তু - আমি ক্যামেরা ধার নিয়ে একখান ডকু পর্যন্ত উত্রাইছি, টাকা পামু কই , তাই ......।

দাদা আমি সাধারণের চোখেই দেখে অভ্যস্ত। প্রশংসা নয়, এটা আপনিও বোধ করি একবার অনুভব করেন আপনার ছবি কিভাবে হৃদয় ছুঁয়ে যায়...

আরেকবার ক্যামেরা হাতে কবে নিবেন। এটা প্রশ্ন নয়, একটা নিঃশব্দ প্রত্যাশা।

অনেক ভালো থাকুন। শুভকামনা অবিরাম...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।