ছবিব্লগঃ প্রবল বিক্রমে বিক্রমপুর - ০২

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: মঙ্গল, ১০/০১/২০১২ - ১:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

রোজার মাসটা কোনো ছুটি ছাড়া টানা অফিস করে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আর তা হলো এবার ঈদের ছুটিতে অবশ্যই কোথাও যাবো। ক্যাম্রার অবস্থা ভালোনা, তার মধ্যে রোয়েনা বর্তমানে ক্যাম্রাহীনতায় ভুগছে, তারপরও এই সঙ্কল্প থেকে এক চুলও টলবোনা বলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। কিন্তু শালার, যাবোটা কোথায়? ঈদের পর তো বাংলাদেশের ঘুরাঘুরি করার মতো সর্ব অঞ্চলে মানুষের ভীড়ে টেকা দায় হয়ে যায় ... তবে ... তবে ... আমাদের কি আর কোথাও যাওয়া হবে না? পরিস্থিতি যখন এতটাই ঘোলাটে ঠিক তখন প্রমিথিউসের মতো এক খাবলা আগুন হাতে আসমান থেকে নেমে এলো ‘কাউয়া’। কা ... কা ... রবে জানান দিলো যে এবার ঈদের পর বিক্রমপুর যেতে নাকি কোনো বাধা নেই। কারন, আবুইল্লা বা ফারুইক্কা কেউ ‘এই ঈদে কম কম বিক্রমপুর যান, জীবন উন্নত হবে’ টাইপ বক্তব্য দেননি। সুতরাং আমাদের সামনে সম্ভাবনার সমস্ত দুয়ার চিচিং ফাক করে খুলে গেলো।

সেপ্টেম্বরের ৩ তারিখ রাতে রওনা হয়ে ৫ তারিখ রাতে ফিরে আসবো এইরকম একটা খসড়া প্ল্যান দাড় করিয়ে আমাদের দলের অন্যতম সদস্য এন্ড টপ মোস্ট ফাউল (TMF) আবীরকে মাথাটা একটু ভালো করে পরীক্ষা করানোর জন্য পাবনা পাঠিয়ে দেয়া হলো। আর ঐ দিকে আমাদের পুরো টিমের আরাম-আয়েশ, লাফ-ঝাপ, সর্ট শাটার-লং শাটার মারার ব্যাবস্থা দেখার জন্য রেকি টিম হিসেবে বিক্রমপুর পাঠানো হলো আসমান ভরা ডাক ওয়ালা কাউয়াকে। আমি আর রোয়েনা ঢাকায় থেকে অতি উন্নত প্রযুক্তির মাধ্যমে সমস্ত প্ল্যান প্রোগ্রামের ডেমো ভার্শন গুলো ফাইনাল ভার্শনে ট্রান্সফার করতে লাগলাম।

সমস্ত প্ল্যানকে মস্ত বড় বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে টপ মোস্ট ফাউল (TMF) আবীর তার ডাক্তারের কাছ থেকে ছাড়া পেতে করলো দেরী। ডাক্তারের মতে আবীরের নাকি মাথার তার এখনো পুরোপুরি জোড়া লাগার মতো পরিস্থিতিতে নেই। তাই আবীর আর অপেক্ষায় না থেকে পাবনা ম্যান্টাল হসপিটালের একটি এম্বুল্যান্স চুরি করে গভীর রাতে ঢাকা বরাবর পলায়ন করলো। আর আমরাও প্ল্যান চেঞ্জ করে ৪ তারিখ সকালে রওনা হলাম বিক্রমপুরের উদ্দেশ্যে। আবারও সদস্য ৪জন – আমি, রোয়েনা, আশরাফ আর আবীর (TMF)। আটপাড়া জোড়াব্রিজের মোড় পর্যন্ত গাড়িতে গিয়ে বাকী পথ যেতে হলো নৌকায়। গাড়ি থেকে নেমে নৌকায় উঠা মাত্র আমাদের ক্যাম্রাগুলো একের পর এক শাটার ফেলতে লাগলো। কারন তখন আমাদের চোখের সামনে আপূর্ব সব দৃশ্যের আনাগোনা। আকাশ ভরা শরতের মেঘ, হালকা বাতাস আর পানিতে মেঘের ছায়া ... মাঝে মাঝে কিছু নৌকা আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে আর মাঝি অবাক দৃষ্টিতে দেখছে চারটা পাগলের অদ্ভুৎ সব কর্মকান্ড!

১) নৌকায় মাছ ধরা চলছে

DSC_5618_ED

২) পাশ কেটে চলে যাচ্ছে নৌকা

DSC_5636_tonemapped_BW

৩) ‘কোপা সামসু’

DSC_5657

আশরাফের নানা বাড়িতে পৌছে ব্যাগ গুলো রেখে ওর নতুন মামাতো ভাই ‘পটলা’ কে এক ঝলক দেখেই যে যার মতো কাপড় চেঞ্জ করে ঝাপিয়ে পড়লাম বর্ষার পানিতে ... আহা কি আনন্দ আকাশে-বাতাসে! প্রায় ঘন্টা খানেক চুবনি খাওয়ার পর বাড়ি ফিরে ফাইনাল গোসল শেষে লাঞ্চ করে হালকা ঘুম দিলাম। বিকেলে ‘কোপা সামসু’ রব তুলে নৌকা নিয়ে বের হলাম ছবি তুলতে। যেদিকে তাকাই শুধু দেখি আকাশ কেমন যেনো বেহায়ার মতো ঝুপ করে এসে পানির গায়ে গা ঘেঁষছে, শালার লুল! এর মধ্যেই নৌকা থেকে শুরু হলো কোপানো, শেষ বিকেল পর্যন্ত উপুর্যুপুরি কুপিয়ে এলাম বাড়ির সামনেই এক স্কুল ঘরে। যেখান থেকে আমরা লং-শাটার কোপাবো ... মু হা হা হা ...

৪) স্কুল ঘরের মাঠ !!!

DSC_5664

৫) আবারও স্কুল ঘরের মাঠ !!!

DSC_5863

৬) ৬ শটের প্যানোরামা (ট্রাইপড ছাড়া !!)

DSC_5671_76_Panorama1

৭) বর্ষার বি এম ডব্লিউ

DSC_5924

৮) মাছ আটকানোর সীমানা নির্ধারণ – ০১

DSC_5746_BW

৯) মাছ আটকানোর সীমানা নির্ধারণ - ০২

Untitled-1

১০) দিনের শেষ আলোর শেষ ব্যাস্ততা

DSC_5855

বেলা গড়িয়ে যখন সন্ধ্যা নামলো, গলি ঘুঁপচির শেষ আলোও চম্পট দিলো তখন আমরা ফুসফুস ভরে নিকোটিন নেয়া শেষে ট্রাইপড আর ক্যাম্রা গুলো টুপ্টাপ করে সেট করলাম। শুরু হলো লং শাটার মারার পালা। মাগার আগে বুঝি নাই যে আলো কম থাকলে বেকুব মাছগুলোকে ধরার জন্য মানুষজন নৌকা করে ট্যাটা আর টর্চ হাতে সদলবলে পানিতে ঝাপিয়ে পড়ে। বার বার ফ্রেমের ভেতরে-বাইরে এসে আমাদের কম্পোজিশনের চৌদ্দটা বাজিয়ে মহা সুখে ঘুরে বেড়াতে লাগলো এরা !!! তারপরেও মারলাম কতোগুলো, কিন্তু সেগুলো মহা অখাদ্যের মতোই লাগলো। তারপর কাউয়ার নানাবাড়ি থেকে নাস্তা করার ডাক সামলাতে না পেরে ওখানেই চলে গেলাম, রাতে আবারো এই স্কুল ঘরে ফিরে আসবো - এই প্ল্যান করে। ওখানে ছাদে একটা হালকা কোপ দিলাম। তারপর আবারও সেই স্কুল ঘর ... আবারো মৎস শিকারীদের ডিস্টার্বিং আনা-গোনা ... আর আমাদের অখাদ্য সব লং শাটার !!!

১১) ছাদে বসে বিড়ি ফুঁকে মেরে দিলাম একটা (সামনের গাছ গুলারে থাবড়াইতে মঞ্চাইতাছিলো)

Startrails-2

১২) স্কুল ঘরের পাশে বসে আরেকটা

Startrails-1

পরেরদিন সকালে মাথায় পড়লো বাজ! কাউয়ার ছোটো চাচার মেয়ে দেখা উপলক্ষে ওর দাদাবাড়ি চলে যেতে হবে। মেজাজ খ্রাপ করে রওনা দিলাম। ওর চাচা মেয়ে দেখতে গিয়ে একেবারে ফাইনাল কাজে নেমে গেলো ... আই মিন বিবাহ করে ফেল্লো আর কি !!! ওর দাদাবাড়িতে ফিরে এসে চিন্তা করলাম যে আমাদের কিছু একটা করতেই হবে। যেই ভাবা সেই কাজ ... রাত প্রায় তিনটা পর্যন্ত বাড়ির সামনের রাস্তায় চললো আমাদের ভৌতিক এক্সপেরিম্যান্ট। সে এক বিশাল ইতিহাস, মাটিতে শুয়ে-বসে, গড়া-গড়ি করে ... আমি, রোয়েনা, কাউয়া, ও দ্যা TMF একের পর এক শাটার মারতে লাগলাম। কিন্তু ওগুলাও প্রায় অখাদ্যই রয়ে গেলো। তবে কাউয়ার চাচার শেভিং জেলের মুখখা চুরি করে টর্চের মুখে সেঁটিয়ে লাল রঙের লাইট পেইন্টিং সেশনটা খুব মজার ছিলো মাইরী!

১৩) নৌকায় যাতায়াত

DSC_5940

১৪)
DSC_5945_ED

১৫) একটা ভৌতিক লাইট পেইন্টিং সহ লংশাটার
(মঠেলঃ রোয়েনা, লাইট-ক্যামেরা-এ্যাকশনঃ আমি নিজে ...)

DSC_0094_ED

(লাইট পেইন্ট করে ‘সচলায়তন’ লিখেছিলাম, কিন্তু ওটা এখন দিতে পারছিনা, পরে লটকানোর আশা রেখে গেলাম)

তারপর আর কি ... সকালে ঘুম থেকে কোনোমতে উঠে চলে এলাম এই আব্জাব কংক্রিটের শহরে ... আবারও জ্যাম, অফিস, অনেক রাতে বাড়ি ফেরা, বিশ্রী ব্যাস্ততা ... এইসব ...

[ফুট-লুটঃ ৩,৬,৯,১৫ বাদে সব গুলা HDR করা।]


মন্তব্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনার পোস্টের অপেক্ষায় ছিলাম। আগে মন্তব্য রাখলাম। তারপর শান্ত হইয়া ছবি দেখুম।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনার লাস্ট পোস্টে ফাহিম ভায়া আর আপনার সুড়সুড়ি খুব কাজে দিসে।

যাউজ্ঞা, ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

উজানগাঁ এর ছবি

হুমমমমমমম !

কিছু ছবি নিয়ে কথা আছে। আসতাছি একটু পরে। একটা দাওয়াত আছে আমার আর বোকালবাবের। খাইয়া আসি। চোখ টিপি

অনুপম ত্রিবেদি এর ছবি

হুমমমমমমম !

হ, তোমার কথা শুনার অপেক্ষায় 'নাজীর' হয়ে থাকলাম। দাওয়াত খাউ ভালু কতা, পেটের ব্যাপারে খুউপ খিয়াল কইরা ... চোখ টিপি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ব্যাঙের ছাতা এর ছবি

আহারে! আমি ফটুক তুলতে পারিনা, খালি দেখতে পারি। আবার দেখলেও বুঝি না অনেক কিছু।
ভাইজান, আপনারে সামান্য একটু হিংসা করলাম। আর পোস্টের জন্য ধন্যবাদ। দারুন সুন্দর সব ছবি বিশেষ করে বিএমডব্লিউ'র ছবিটা !

অনুপম ত্রিবেদি এর ছবি

হে হে হে ... ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তাপস শর্মা এর ছবি
অনুপম ত্রিবেদি এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাফি এর ছবি

গুরু গুরু

টেকনিক বা হাউটু নিয়া আরেট্টু বিস্তারিত দিতে পারতেন আমাগো জন্য

১,২,৮ - hdr এর পরে কি সাদাকালো করেছেন?

৪, ১৫ এর শাটার স্পিড কত?

১১ এর মাঝে একটা উল্কাপাত ঢুকে গেছে দেখ্সেন? নেক্স্ট টাইম মিল্কিওয়ে কোপানোর ট্রাই দিতে পারেন।

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, এখন থিকা দেখা যাইতাছে হাউটু নিয়া বিয়াপক হাউকাউ করতে হপে !!!

হ, এগুলান HDR করার পর সাদাকালু বানাইছি।

৪-এর শাটার ২৫০ আর ১৫ এর শাটার ১২৫ সেকেন্ড।

জনাব, উহা একখানা দুষ্টু জোনাকী পোকার পোঙ্গার আলো ...

মিল্কিওয়ে !!! আহা, মিল্কি ভাবীর কথা মনে পড়ে !!!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাফি এর ছবি

হে হে বিনি মাগনা জোনাকী আপাও ফটোসেশন কইরা নিলো

লাবণ্যপ্রভা এর ছবি

সবগুলো ছবিই অসাধারন।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ত্রিমাত্রিক কবি এর ছবি

বস স্টার ট্র্যাক গুলার অ্যাপেরচার, এক্সপোজার টাইম, আইএসও এগুলা বলা যায়? অনেকদিন থেকে স্টার ট্র্যাক তুলব তুলব করে আজকে বারান্দায় গিয়ে f/16, 30 min এর একটা শট নিলাম। পরে দেখি পুরা সাদা হইয়া গেছে। পরে দেখি আইএসও কমাইতে ভুইলা গেছি। আইএসও ছিল ৮০০। এইটার জন্যেই কি পুরা সাদা আসছে? দেখি কালকে আরেকটা ট্রাই মারব।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাফি এর ছবি

শহরের মধ্যে পাবেন না। চরম লাইট পলু্যশান। তাই সাদা আসছে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

ওঁয়া ওঁয়া

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাফি এর ছবি

লেন্সের সামনে দুই পুরু করে ওয়েল্ডিং শিল্ডের ফিল্ম দিয়ে তুলে দেখতে পারেন। এন্ডি ফিল্টার আছে নাকি?

ত্রিমাত্রিক কবি এর ছবি

উহু নাই। এখন স্টার ট্র্যকা তোলার জন্যে নিরুদ্দেশ হতে হবে দেখছি দিনকয়েকের জন্যে।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

চরম উদাস এর ছবি

3D কবিদা, এতো ঝামেলা করতে হবে না। সহজ কাজ। MS paint এ ছবি নিয়ে একটু সাদা সাদা ফুটকি একে দিলেই হয়।

ত্রিমাত্রিক কবি এর ছবি

সেইটাই, সহজ কথা বুঝে না লোকে, খালি ত্যানা প্যাঁচায়

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

নির্জন স্বাক্ষর এর ছবি

আমার ধারনা ISO ৮০০ রাখাতে এমন সাদা হয়ে গেছে। লং শাটার বা লং এক্সপোজারের ক্ষেত্রে যত কম ISO রাখতে পারেন তত ভালো। তাছাড়া লাইট কন্ডিশনের উপরেও নির্ভর করে। লং শাটার নিয়ে আমি কিছু ট্রাই করেছিলাম, দেখতে পারেন এখানে...

http://www.sachalayatan.com/nirjon_shakhhor/35524

স্টার ট্র্যাকের ছবি কেম্নে তোলে আমাদের এই ট্যুরে এবং আগেও সুহাস ভাইয়ের একদম পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখসি (যদিও কিস্যু বুঝিনাই, খালি চাইয়া চাইয়া দেখসি)। এ ব্যাপারে সুহাস ভাই সুন্দর করে বুঝাতে পারবে। নরমাল লং শাটারের চেয়ে একটু ভিন্ন উপায়ে তুলতে হয় স্টার ট্র্যাকের ছবি। দেখলাম একটা ফ্রেমে ৩০ মিনিটে ১ টা না, ২ মিনিট করে ১৫ টার মতন ছবি তুলে সেইগুলারে এক করে দিলেই এমন শেপে আনা যায়। আরো অনেক কিছু আছে, আমি অত বুঝিনা। আশা করি সুহাস ভাই এইগুলা নিয়া লিখবে সামনে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনের সব পোস্ট পড়ছি, সুহাস ভাইএরও সব পোস্ট পড়ছি, অনেক আগেই।

এখন বাইরে প্রচন্ড ঠান্ডা, মাইনাস ফিফটিন। বাইরে খাড়াইয়া এক দেড় ঘন্টা এক্সপেরিমেন্ট করা সম্ভব না। সামারের জন্যে অপেক্ষা করতেছি।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

একবারে অনেক লম্বা টাইম নিয়া স্টার ট্রেইল তুলতে গেলে ক্যাম্রার অবস্থা ১২টা বাইজা যাইবো মিয়া। এরচেয়ে সুন্দর একটা বুদ্ধি হইলো বেশ কয়টা শট নিয়া STARTRAIL নামের একটা ফ্রি সফটওয়্যার আছে, ঐটাতে কম্বাইন করা। এইটা শুধু স্টার ট্রেইল গুলো খুব সুন্দর করে ক্যালকুলেট করে। এবার ছবি নিয়া একটু বলি –

১১ নম্বর ছবিতে ১০০ আইএসও, ২.৮ অ্যাপার্চারে ৩০ সেকেন্ডের ৬০ টা ছবিকে ঐ সফটওয়্যার দিয়া কম্বাইন করা হইছে।

আর ১২ নম্বরটাতে ১০০ আইএসও, ৪.৫ অ্যাপার্চারে ৪২৫ সেকেন্ডের ৫ টা ছবিকে কম্বাইন করা হইছে।

ছবি দুইটাই Nikon D 90 & Tokina 11-16mm f/2.8 দিয়া তোলা।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাফি এর ছবি

ওরে খাইসে। আচ্ছা এই ৬০টা ছবি কি নির্দিষ্ট সময় পর পর তুলতে হবে এমন কোন রিকয়ারমেন্ট আছে?

ত্রিমাত্রিক কবি এর ছবি

সাফি ভাই এইটা পড়লাম এখন

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

জনাব, দক্ষিন দিক মুখ কইরা খাড়ায়েন ... নইলে মজা পাইবেন না ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ত্রিমাত্রিক কবি এর ছবি

মানে উত্তর গোলার্ধে থাকলে দক্ষিণে মুখ কইরা দাঁড়াইতে হবে? ব্যাপারটা এমন?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

না মানে থুক্কু ... দক্ষিন মেরুর দিকে মুখ কইরা খাড়ায়েন, বহুত ফায়দা হপে ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনুপম ত্রিবেদি এর ছবি

@সাফি ভাই

না, একটার পর একটা তুইলা যাবেন। মাঝে টাইম নস্ট হইলে ট্রেইলের মধ্যের অংশ ফাঁকা থাকবো।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ত্রিমাত্রিক কবি এর ছবি

থ্যাঙ্কু বস

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ধুসর গোধূলি এর ছবি

আপনে মিয়া পরের বার ফটুক পোস্টের সময় প্রতিটা ফটুকের 'হাউ-টু' সাথে দিয়া দিয়েন, এইটা একটা প্লিজ। অনেকের কাজে লাগবে।

বর্ষার পানিতে নৌকা দেখে তো পুরাই নস্টালজিক হয়ে গেলাম। আমাদের বাড়ির পাশেই বর্ষার সময়ে এরকম জলা তৈরী হতো। তাতে নৌকা নিয়ে যেতাম শাপলা তোলার জন্য।

ঝিলিমিলি ফটুক দুইটা কেমনে তুললেন, এইটা জানানো তো আপনের ঈমানি দায়িত্ব।

লাইট পেইন্টিং নিয়া বোধ'য় স্বামী-উল একটা পোস্ট দিছিলো। আপনেও দিয়েন। এইসব জিনিস যতো জানা যায় ততোই ভালো।

নির্জন স্বাক্ষর এর ছবি

ধুগোদা, এই পোস্টের কথা কন?

http://www.sachalayatan.com/nirjon_shakhhor/39392

অনুপম ত্রিবেদি এর ছবি

ধুগোদা, নেক্সট টাইম মনে হয় শুধু 'হাউ টু - হাউ কাউ' ব্লগই লেখা লাগবো ...

হ, কিশোরগঞ্জে তো বর্ষায় প্রকৃতি পুরাই ঝাক্কাস হয়া থাকে। তবে এই বর্ষায় আমার গ্রামটারে খুবই মিস করছি। যাবার ঠিকমতো সুযোগ পাই নাই।

ঝিলিমিলি ফটুক দুইটার ডিটেইলস আপনার মাথার উপরেই দিয়া দিসি।

লাইট পেইন্টিং নিয়া আমার আরো কিছু কাজ করার ইচ্ছা আছে, তারপরে পোস্টাবোনে।

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনার্য সঙ্গীত এর ছবি

কী মারাত্মক তোমার ছবি! তোমারে ফাঁসি দেয়া উচিত!

কাউয়া সুনারময়নাডা আর লেখে না কেন! ওর ছবি হেতে ইয়ে করে!

যত যাই কও, তুমাগো সবাত্তে লোয়েনা ভালু!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনুপম ত্রিবেদি এর ছবি

অনুপম-অনার্য ভাই ভাই, এক রশিতে ফাঁসি চাই ...

কাউয়ার শরিল্লে ইদানিং পিনিক কইমা গেছে, তাই কিছু পুস্টায় না ...

ঐ তুই আমাত্তে লোয়েনা বেশি চিনস !!!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তাপস শর্মা এর ছবি

ছবি তোলার আরও কাহিনী শুনতে মুঞ্চায়......

অনুপম ত্রিবেদি এর ছবি

তাপসদা, আমি ঠিকমতো লিখতে জানি না, জানলে আপনারো বুঝতেন আসলে কতোটা মজা করি আমরা একেকটা ছোটো ট্যুরে গিয়ে। মাসের পর মাস অপেক্ষায় থাকি কখন একটু অবসর হবে আর একটা ট্যুর দেবো।

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

রাতঃস্মরণীয় এর ছবি

চমৎকার!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তারানা_শব্দ এর ছবি

লোয়েনা আফু রে দেখি ভয় পাইসি মন খারাপ

আর পোষ্টের কথা কিছু কইলাম না! হিংসা আর হিংসা! বড় হয়ে আমি অনুপম ত্রিবেদি হপো দেঁতো হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

অনুপম ত্রিবেদি এর ছবি

লোয়েনা আফু তো ইদানিং খালি ডর দেখায় সবাইরে !!!!

আর আমিতো বড় হবোই না !!!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

বন্দনা এর ছবি

উফফ কি ভয়ঙ্কর সুন্দর সব ছবি ।

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মুস্তাফিজ এর ছবি

রোয়েনার হাতে ঐটা কী? নাইকন কী সাদা বানানো শুরু করছে!!

...........................
Every Picture Tells a Story

অনুপম ত্রিবেদি এর ছবি

রোয়েনার হাতে ঐটা Canon 5D Mii & 70-200 f/2.8 L, যার ক্যাম্রা নাই তার সাদা-কালুয় কিবা আসে যায় !!! (এখন অবশ্য সে একটা D300 এর মালিক, মাগার তখন নিজস্ব ক্যাম্রা ছিলোনা ... )

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মুস্তাফিজ এর ছবি

আহেম

...........................
Every Picture Tells a Story

উচ্ছলা এর ছবি

আশ্চর্য্য সুন্দর প্রতিটা ছবি।
জনাবে আলীর হাতে কি জাদু আছে নাকি? হাসি

অনুপম ত্রিবেদি এর ছবি

আমার হাতে যাদু নাই, সব যাদু বাংলাদেশের প্রকৃতিতে।

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তদানিন্তন পাঁঠা এর ছবি

পৃথিবীটা আসলেই ছোট হয়ে আসছে। আর গোলতো বটেই। আমায় কি চিনতে পারেন? হাসি ফ্লিকারে কুয়াসিমাদো। ভালো আছেন আপনারা? ছবি গুলো যথারীতি ভাষায় প্রকাশের অযোগ্য রকম ভালো।

অনুপম ত্রিবেদি এর ছবি

ফ্লিকার লিংকটা দিলে ভালো হতো না?

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

todaninton patha এর ছবি

http://www.flickr.com/photos/33158743@N00/

SB -r Junnun, chinesen?

(ei pc te ovro nai.. install korao nissedh, bangreji-r jonno dukkhito)

অনুপম ত্রিবেদি এর ছবি

ইয়াল্লা, জুন্নুন ভাই ... কেমন আছেন আজকাল?

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তদানিন্তন পাঁঠা এর ছবি

ভাইজান কি চিন্না চেঁচানি মারলেন, না হুদাই? হাসি ভাবিরে আমার সালাম দিয়েন। অনেকদিন আপনাদের সাথে দেখা হয় না। আর মিয়া আমি বিয়া কইরা হইলাম ঘরকুনা আর আপ্নে সমানে ট্যুর মারেন। এইডা কি কোনও ইনসাফের কথা হইল? মন খারাপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এরকম অমানুষিক ছবি দেখে মনে হয় বাংলাদেশ অসাধারণ একটা দেশ; সৌন্দর্যে-সম্পদে ভরা একটা দেশ-- শুধু কিছু রাজনৈতিক পশুর জন্য আগাইতে পারতেছে না।

তিথীডোর এর ছবি

এরকম অমানুষিক ছবি দেখে মনে হয় বাংলাদেশ অসাধারণ একটা দেশ; সৌন্দর্যে-সম্পদে ভরা একটা দেশ-- শুধু কিছু রাজনৈতিক পশুর জন্য আগাইতে পারতেছে না।

চলুক
পোস্টে গুল্লি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনুপম ত্রিবেদি এর ছবি

আপনার কথার সাথে ১০০ ভাগ সহমত পিপিদা।

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দ্রোহী এর ছবি

শ্লার লাইফ!!!!!!!!!

কী খান আপনেরা?

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

ইয়াআআআআআআআআআআআ ... ভাত খাইইইইইই ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নির্জন স্বাক্ষর এর ছবি


বর্ষার এই ট্যুরটা চ্রম হইসিলো। অপেক্ষায় ছিলাম তোমার এই পোস্টের। এত এক্সপেরিমেন্ট মনে হয় আর কোনো ট্যুরে করিনাই। ছবি তো মোটামুটি আগেই সব দেখা, আবারো দেইখা মজা পাইলাম। এইখানে ৮ নাম্বার ছবিটা আমার খুব প্রিয়।


একটা জিনিস লেখো নাই। নৌকায় রাতের বেলা যে ঘুরলাম, এখনো চিন্তা করলে মাথা খারাপ হয়ে যায়। অবশ্য শুধুমাত্র ঐটা নিয়েই একটা আলাদা পোস্ট হতে পারে।


স্টার ট্রেইল নিয়ে একটা পোস্ট দাও।

সাফি এর ছবি

চলুক

ত্রিমাত্রিক কবি এর ছবি

স্টার ট্রেইল নিয়ে পোস্ট চাই

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি


হ, এই ট্যুরের এক্সপেরিম্যান্ট দিয়া আগামি কয়টা ট্যুরে ফাইনাল কিছু কাজ নামাইতে হইবো। তয় তোর দাদাবাড়ির সামনের রাস্তাটা লাইট পেইন্টিং-এর অপার সম্ভাবনার একটা রাস্তা। ঘটনা হইলো এই লেখাটা ফিরা আসার ২-৩দিন পরেই লেখা কিন্তু ছবি রেডি করার টাইমই পাইতাছিলাম না। এর মধ্যে আবার হামহাম আর সুনামগঞ্জ-টাঙ্গুয়া-নারায়নতলা ভ্রমনের লেখাগুলা জইমা আছে। দেখি সময় পাইলেই নামায়া দিমু। আর হ, ৮ নম্বরটা আমারও খুব পছন্দের, নৌকা থিকা ঝুইলা পইড়া এইটা তুলছিলাম।


এইটা লেখার মতো ধার আমার কী-বোর্ডে নাই। ঐদিনের ঐ অসম্ভব ফিলিংসের প্রকাশ অন্ততঃ আমি করতে পারুম না। পারলে তুই লেখ, তুই পারবি। ঠিকমতো লিখতে পারুমনা দেইখা এটার কোনো উল্লেখই করি নাই।


আরো অনেক এক্সপেরিম্যান্ট প্রয়োজন রে সুনা। হুট-হাট কোনো কাজের মানুষ যে আমি না তা তো তুই জানসই !! অপেক্ষা কর ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যুমার এর ছবি

ছবিগুলো অদ্ভুত সুন্দর!

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আশালতা এর ছবি

কোপা সামসু দেখে হেসে গড়াচ্ছিলাম, কিন্তু চার নম্বরের ছবিটা মুখের সব কথা কেড়ে নিল। কাল থেকে এই একটা ছবি দেখার জন্য কতবার যে পোষ্টটায় ঢুকলাম, কিন্তু কিছু বলতে পারিনা। অদ্ভুত সুন্দর একটা ছবি। বাকিগুলোও নিঃশ্বাস বন্ধ করে দেবার মত সুন্দর।

----------------
স্বপ্ন হোক শক্তি

অনুপম ত্রিবেদি এর ছবি

আসলেই আমরা যখন সদলবলে ছবি তুলতে ঝাপিয়ে পড়ি আশেপাশের লোকজন দেখি হাসে !!

চার নম্বর ছবিটার মতো একটা কম্পোজিশন মাথায় ছিলো অনেক আগে থেকেই, কিভাবে যেনো ঠিক ঠিক পেয়ে গেলাম।

ধন্যবাদ আপনাকে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

চরম উদাস এর ছবি

এইগুলা কি ! অ্যাঁ
ক্যামনে তুলতে হয় শিখাই দেন রেগে টং

অনুপম ত্রিবেদি এর ছবি

জনাব, এইগুলারে কয় ছবি ...

এ্যহ, শখ কতো ... ফুটেন মিয়া ... !!!

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

চরম উদাস এর ছবি

দিলেন না? মন খারাপ আমি কিন্তু ছাত্র ভালো ছিলাম। সিগন্যাল প্রসেসিং পারি, ইমেজ প্রসেসিং পারি, প্যাটার্ন রিকগনিশন পারি খালি ফুটু টাই তুলতে পারি না ইয়ে, মানে...

তারেক অণু এর ছবি

চলুক
একটা জিনিস জানা দরকার, ছবিতে ব্যাকগ্রাউন্ড ডার্ক করলেই মেঘগুলো বেশি নাটকীয় হয়ে যায়, এটা এড়ানোর কোন উপায় নাই?

অনুপম ত্রিবেদি এর ছবি

মনে হয় নাই, জনাব।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ফাহিম হাসান এর ছবি

আপনার ছবির ভক্ত আমি আগে থেকেই। নতুন করে প্রশংসা আর নাই বা করলাম হাসি

এডিটংয়ের সৃজনশীল দিকটা নিয়ে আরো দুই-চারটা কথা বললে ভাল হত, আপনার এর আগে একটা পোস্টে সম্পাদনা নিয়ে বেশ তর্ক-বিতর্ক হয়েছিল, আমার বিশ্বাস এই নিয়ে বিস্তারিত আরো আলোচনা হতে পারে। টেকনিকাল আলোচনা আমি আবার একটু বেশি ভাল পাই। অনেকেই বোঝেন না, একটা ছবিকে টেকনিকালি নিখুঁত করে তোলা বেশ শ্রমসাধ্য ব্যাপার। গোছানো ওয়ার্ক ফ্লো না থাকলে অ্যামেচার কারো পক্ষে আপনার মত রেজাল্ট পাওয়া কষ্টকর। তাই ঝুলি থেকে আরো গল্প বের করার অনুরোধ করে গেলাম।

আরেকটা কথা - আপনাদের টিমটা (নির্জনদা, আপনি আর রোয়েনাপু) সেইরকম!

অনুপম ত্রিবেদি এর ছবি

আসলে টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে লেখাটা একটু সময় সাপেক্ষ আর ধৈর্যের ব্যাপার। এগুলো একটু বেশিই গুছিয়ে লিখতে হয়। নইলে লোকজনের মধ্যে নয়কে ছয় বানানোর একটা প্রচ্ছন্ন সুড়সুড়ি কাজ করে। আপনার এই কথাটা ঠিক যে ওয়ার্ক ফ্লো টা থাকতে হবে গুছানো এবং সেই সাথে পরিকল্পিত। আমি কি করবো, কিভাবে করবো আর এর রেজাল্টই বা কেমন হবে এগুলো আগেই চিন্তা করে নিতে হয়। 'দেখিনা কি হয়' এই চিন্তা করে এডিটিং-এ বসলে দিন শেষে আর সবার মতোই 'এডিটিং একটা ফাউল জিনিশ' বলেই মনে হতে পারে।

আসলেই আমাদের টিমটা চরম জবর। তবে আপনি একজনকে চেনেন না বলে হয়তো নামটা বাদ গেছে ... আমাদের "আবীর (TMF - টপ মোস্ট ফাউল)" দেঁতো হাসি হো হো হো

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আমি শিপলু এর ছবি

বায়োস্কপ ভালো পাইলুম। হাততালি । টেকনিক্যাল দিকগুলো আরো বিষদ দিলে বেশ ভালো হত।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

এতোও সুন্দর!!! কোন মানেই হয় না!!! দেঁতো হাসি


_____________________
Give Her Freedom!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এই পোস্টটা কখন হাত ফসকে বেরিয়ে গিয়েছিলো! এত সুন্দর! এত সুন্দর! আবারও বলি তোমার করা এইচডিয়ার না দেখলে আমি এই জিনিসটাকে অপছন্দই করে যেতাম খালি!

একটা অনুরোধ করি অনুপম'দা, তোমরা যখন এরপরে সুনামগঞ্জ বা বিক্রমপুরে যাবে, আমাকে একটু সাথে নেবে? তোমাদের ছবি তোলায় ব্যাঘাত ঘটাবো না, প্রমিজ! শুধু ঐ আকাশ, ক্ষেত, পানি, নৌকা দেখবো... চুপচাপ... সত্যি!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

রিয়েল ডেমোন এর ছবি

আমার গ্রামের বাড়ি বিক্রমপুর, সত্যি বলতে বর্ষায় বিক্রমপুর নৈসর্গিক একটি স্থান। এত সুন্দর বর্ষা আমি আর কোথাও দেখনি। প্রতি বছর বর্ষায় মন খুব ছোটফট করে বিলের মাঝে ধান ক্ষেতের মাঝ দিয়ে নৌকা নিয়ে যেতে, যেখানে কিছুদূর পর পর বর্ষার ঘ্রাণ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।