এইডাই হয়, হঠাৎ চাইট উডে আর চাট্টি-বাট্টি গুলগাল কইরা রওনা দিয়া দেই। মাইনষে কয় - তারা দেহি খালি গুপুনে যায়-আসে, কাউরে লগে নেয়না, কাউর লগে ইডা লয়া কুনু কতা কয়না, এক্কেরে লেপচা লুকজান !!! আমরা এমনই, সন্ধ্যায় কতা কইতে কইতে মনে হইলো ঢাকা থাকন যাইবো না, অন্য কুথাও ঘুইরা আসিগা।
তিনজনের লাইগ্যা দুইডা আইসক্রিম লগে দুইডা বেনসন চুরুট ... কেউ আইসক্রিম খায় সুরুৎ সুরুৎ কইরা, কেউ কইশ্যা টানে চুরুট ... আবার চলে একটানা ২-৩ মিনিট দুনুমুনু ... যামু নাকি যামুনা? আমি তো এক্কেলে ঠাডা রাজি - যামুই (এই আৎকা যাওনের কতাডা কিন্তুক আমিই পাড়ছিলাম, তাই নিজের জাগাৎ থিকা সরি ক্যাম্নে???) ... আবার এট্টু পায়চারি ... শাওন অফিসে ফুন দেয়, কয় ছুটি একটা ম্যানেজ হয়া গেছে গেছে ভাব। আমিও দেই ফুন ... যাহ শালা, ছুটি মিল্লা গেলো। রোয়েনা ইট্টু তেরাবেকা করে - এতো অল্প সময়ে ক্যাম্নে সব গুছামু, কও? আমি কইলাম, ধুরযা, আমি সব ঠিক কইরা লাইতাছি। দিলাম ফুন আশুরে, হেয় তো মনে হইলো আসমান থিকা পইড়া কয় - হায় হায়, আমিও যামু ... খালি একটু টাইম দ্যাউ, সব ম্যানেজ করি। কইলাম ওকে, যথাসময়ে যুগাযুগ হইবেক।
সব কিছু গুছগাছ কইরা বাসস্ট্যান্ডে আইসা টিকিট লয়া হালকা একটু চুদুর বুদুর কইরা চাইরজন দিলাম রওনা। এই যাত্রা আমার গান শুনার ব্যাবস্থাপাতি নাই। তাই রাইতে হুদাই ঘুমাইতে হইবো ভাইবা এট্টু মন্ডা খারাপ হয়া গেলোগা। যাউগ্যা, ব্যাপার্ণা - সুপর্ণা!!! সকালে বাস থিকা নাইমা, দিলাম চেগায়া ঘুম, আহারে, শরিলডা এক্কেলে জুইৎ হয়া গেলোগা। দুপুরে রোয়েনার বিখ্যাত পানু আন্টি (শাওনের আম্মা)'র হাতের উছা রান্ধা ঠাইস্যা খায়া সিএনজিতে কইরা বাউ খাইতে খাইতে জায়গা মতোন। সন্ধ্যার দিকে হুটেলে উইঠা কড়া কইরা এসির ঠান্ডা বাউ আর আবারও চেগায়া ঘুম। এইখানে কয়া রাখি, এই ট্যুরে আমরা খালি চেগায়া ঘুমাইছি ... মু হা হা হা ... পরেরদিন ভোরে ভোরে উইঠা দেখি হালার বৃষ্টি ... ধেত্তেরিকা !!!
যাউজ্ঞা, বৃষ্টি শ্যাষ হইলে পরে পথমে রিস্কা পরে নৌকা আর তারও পরে হুন্ডাত চইড়া সে এক ঘুরা দিলাম রে ভাই, পুরাই চরম। সব কিছু দেখতে মনে হইতাছিলো এক্কেলে বেহেস্ত, খালি রোয়েনা বাদে দুই চাইরটা হুর হইলেই কেল্লা পুরাডাই ফতে হয়া যাইতো ... কিন্তুক যা দেখছি খালি দেইখাই গেছি, ছবি তোলাই হয় নাই তেমন। এতো সুন্দর আলোর সামনে খাড়াইলে আমার মতো ক্যাম্রা পাগলাও যে তাব্দা খায় হেইটা এই পরথম বুঝলাম। সুনামগঞ্জের প্রেমে আবারও পরলাম, জানি সামনে ইমুন প্রেমে আরো বহুৎবার পরতে হইবো। তয় মনে খালি একটাই খছখচানি যে মন ভইরা ছবি তুলতারি নাই।
ফিরার বেলা আমরার আলুবাব ভাইজানের বাসায় যেই উদরপূর্তিডা দিলাম গো ... হেইটা এইখানে আর কইলান্মা ... ...
১)
২)
৩)
৪)
৫)
৬) রেনুকা আপার যৌবন আসি আসি কর্ছে ...
৭) বারেক টিলায় হঠাৎ দেখা পরানপিরিয় ত্রিভূজের সাথে ...
৮)
৯)
১০)
১১) আমরা আমরা ... কি মজা গো ...
----------------------------------------------------------------------------------------------------------------
ফুটলুটঃ ভাই-বইন, বুড়া-বুড়ি ও গেদা বাচ্চা সকল, এইখানের ছবিগুলান প্রায় সবাই HDR খাওয়া ... ...
----------------------------------------------------------------------------------------------------------------
মন্তব্য
দারুন সব ছবি! এত্তো জীবন্ত যে হাত দিয়ে ধরা যাবে! ৫নং ছবিতে ওটা কি ঘোড়া না গাধা?
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
অনেক ধন্যবাদ আপনাকে। যখন তুলছিলাম তখন ছবির জন্তুটা আস্ত একটা ঘোড়াই ছিলো, এখন কী হয়েছে ঠিক বলতে পারবো না
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কিছু প্রশ্ন:
১. ছবিগুলো HDR খাওয়া মানে কি?
২. ছবিগুলো কি ক্যামেরা দিয়া তুলছেন?
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ভাইডি এইডারে কয় এইচডিআর। এডি এক পাঙ্খা জিনিস, তয় বুইঝা শুইনা ব্যবহার কত্তে হয়। আমগো ত্রিবেদি ভাই এর চেয়ে বুইঝা শুইনা খুব বেশি মানুষ এডি ব্যবহার কত্তে পারে না।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
১) HDR -এর মানেটা তো দেখলাম আমাদের তিনমাত্রা বিশিষ্ট কবি ইতোমধ্যেই দিয়ে ফেলেছেন, একটু ঘেঁটে নেবেন ঐ লিঙ্কটা।
২) ছবিগুলো সব Nikon D300 দিয়ে তোলা।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ভীষন সুন্দর। চোখ জুড়িয়ে গেল।
আর আলাদা করে বলতে গেলে ৩, ৪ ও ৯।
অনেক ধন্যবাদ ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আকাশে মেঘের পরিমাণ মনে হয় কম আছিল। মেঘ থাকলে ছবিগুলান আরো জমত। আর ছাগুটারে ভাল পাইলাম দেশে আইলে আপনেরে দিয়া আমার ক্যাম্রায় একটা ফু দেয়ায় নিয়া যামু। সাথে তবারক হিসাবে এডিটিং এর হাল্কা পাতলা টিপস দিয়েন।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ঘটনা সইত্য, জনাব। আরিট্টু মেঘা বেটা থাকলেই এক্কেরে ফাডায়ালাইতাম !!!
আগে দেশে তো আসেন ... তারপরে দেখা হপেনে ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
দেশে আইলে আমারে ইরাম একটা ফটুট্যুরে সাথে নিতে হপে কিন্তুক। আমি একদম ডিস্টাপ দিব না, খালি দেখুম।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ভাই রে ভাই,
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ওরে এ এ এ খাইছে
ত্রিভুজের ছবিটা জটিল হইছে
বহুত ধইন্যবাদ, জনাব।
আপ্নের দুস্তু তো জটিল হইবই !!!
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
হে হে হে...
রওনা হওনের আগে যে আমি আশীর্বাদ করে দিলাম সেটার কথা কও না কেন বাছাধন? আমার আশীর্বাদ ছাড়া এইরম ফটু তুলতে পারতা?
______________________________________
পথই আমার পথের আড়াল
তুমার আশীর্বাদ পায়াই তো এইবার ছবির মায়েরে বাপ হয়া গেছে, নইলে কত্তো ভালো ছবি তুলি আমি ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ত্রিভুজরে সেইরাম সোন্দর লাগতেছেরে ভাই!!!!!!!!
আপনে কী খান?
হ, আমি উত্তর দেই আর আপনে বি এস এফ-এর মতো কন যে, আপনে কেনো ফারুক খান, কেনো ভাত মাছ ডাল খান না !!!
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
৫ নাম্বারটা বাংলাদেশের মনে হচ্ছে না ঘোড়াটার জন্য। ত্রিভুজের ছবিটা জটিলস্য জটিল হইসে।
আর বাকিসবগুলার জন্য এককথায় প্রকাশ "দারুণ"
তারপরও এটা আমার বাংলাদেশ।
অনেক ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
তুইতো দেখি ভাল ফটোগফুর।
ইল্লেল্লা ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ভাইরে।।। আপনারা ম্যানেজ করেন ক্যাম্নে? ... HDR গুলি ভালা হইছে।
ভাই, ম্যানেজ কইরা ফালাই। নইলে, এই চরম ব্যাস্ততার মধ্যে হুদা মুখে বাঁইচা থাকা So Tough ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ছবিগুলা খুব সুন্দর!
ধন্যবাদ, অপ্রদা।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
সিম্পলি অমানুষিক - স্থান, তার ছবি আর ফটুরের ভাষা!
আমি ফটুরে না, তবে ফটুরেদের সাথে কয়েকবার ফটোওয়াকে গিয়েছিলাম। খুব বেশিদিন আগে না - বছর দেড়েক আগে। এই পোস্টটা দেখে-পড়ে মনে হল অনেকটা সময় পার হয়ে গেছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
জনাব বিপ্লু স্যার এই ভাষা নিয়া আবার তেব্র পতিবাদ না কইরা বসে !!!
ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
সব গুলিই জটিল।
৯ আর ১০ ছবিতে কি কারিগরি? ফিশ আই? নাকি রাস্তাটাই এমন?
ধন্যবাদ।
না, ফিশ আই না। আলট্রা ওয়াইড এঙ্গেলে প্যানোরামা কর্লে এট্টু এমনই আসে
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আহা, এরকম কয়খান ছবি তুলতে পারলে জীবন ধন্য হইত।
এত সুন্দর কালার কিভাবে আনলেন বলেন তো?
একটু টেকনিকাল জ্ঞান দিন না।
হুম, ধন্যবাদ।
Nikon-এর ইন ক্যামেরা Picture Control ব্যাবহার করে এই রকম কালার আনা হয়েছে ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কেমনে তুলে এইগুলান!!
বড় হইয়া আমিও তুলুম কইলাম।
...........................
Every Picture Tells a Story
আপনে ছুডু কালেই যা তুলতাছেন বড় হইলে তো ফাডায়ালাইবেন সব !!!
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসাধারণ সব ছবিগুলোই ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
মারাত্মক ছবি তুলছ তুমরা সুনারা
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আমরা সবাই লক্ষ্মী সুনা ... ভয় করিনা বুলেট বুমা ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
৫ নাম্বার ছবিটা রীতিমত অপার্থিব এসেছে। এক কথায় অসাধারণ।
টুইটার
অনেক ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ত্রিভুজ বানান ভুল।
ঠিক করুমনা
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসাধারন হয়েছে ছবিগুলা।
অনেক ধইন্যবাদ ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
বড় হয়ে একদিন আমিও তুলব, দেইখেন......
ডাকঘর | ছবিঘর
ইল্লেল্লা, এখনো আপনে থোত ???
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
হুম। ইয়েইয়ু পিচ্চি!
ডাকঘর | ছবিঘর
এ আমার দেশ, এ আমার সুনামগঞ্জ
সেটাই ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আহা ! কি দারুণ দেখতে!
facebook
অনেক ডিয়ার তারেকানু ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আপনাদের এত্ত গুণ এইটা কেমুন ন্যায় ?!
----------------
স্বপ্ন হোক শক্তি
মু হা হা হা
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আগামী মাসে সুনামগঞ্জ যাবার নিয়ত করেছি। টাঙ্গুয়ার হাওর দেখতে। বর্ষাকালে কিরকম চেহারা দেখি বুঝতে পারছি না।
এই মাথা খারাপ করে দেয়া ছবিগুলো কোন মাসে তুলেছেন? দূরের পাহাড়গুলো কি আসাম?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
একবার বর্ষায় গেছিলাম। কিছুক্ষণ পর দলের সবাই নৌকার পাটাতনে শুয়ে সে কী ঘুম। আহারে। কী আর করব, সাগরের খালি ঢেউ ছিলনা। কিন্তু পরিধিটা ছিলা পুরাই। যেইদিক চক্ষু যায় খালি পানি আর পানি আর পানি।
এই মে মাসে তোলা এগুলো। হ্যাঁ, ওটা আসাম ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ওইত্তেরি.....পুরাই মাথা নষ্ট
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ভাইরে, আমার বাড়ির পাশের ফডু দেইক্ষা তো পাগল অইয়া গেলাম ;-)। বহুদিন যাইনা বারিক্কাটিলা--এইবার ঈদে অবশ্যই
যামু। অসাম ফডুগ্রাফি--বসের কাছে তামিল নিতে মুঞ্ছায় ঃ)
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
এইগুলান কি???
[এইরম এ্যাডাল্ট ফুটু তুলতে মঞ্চায়!! ]
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অনবদ্য!!!
বিশেষ করে ৫ এবং ৮ মনে ধরেছে !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
অনেক ধন্যবাদ ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসম্ভব সুন্দর সব ছবি আর বর্ণনা সেইরকম
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
এইসব এইচডিয়ার করার বিস্তারিত টিউটোরিয়ালখানা ছাড়েন জলদি
ইয়া হাবিবি ... আসিতেছে ... হয়তো আর মাত্র ২-৩ দিন ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অচাম হয়েচে
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
এই ছবি গুলো কি পোস্ট এডিট করা
নতুন মন্তব্য করুন