ছবিব্লগঃ ম্যাক্রো’র সাথে একদিন ...

অনুপম ত্রিবেদি এর ছবি
লিখেছেন অনুপম ত্রিবেদি (তারিখ: সোম, ১৩/০১/২০১৪ - ৭:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বর্তমান সময়ের হটকেক হচ্ছে রাজনীতি। ফেসবুকে-ব্লগে সবাই বেশ সরব এ নিয়ে। আমি হলাম বোকা হদ্দ মানুষ, ওসব আমার মাথায় ঢুকে না। সক্কাল সক্কাল অফিস যাই, সারাদিন কামলা খাটি, এর ফাঁকে সময় পেলে ফেসবুকে ঢুঁ মেরে সবার স্ট্যাটাস পড়ি, ব্লগেও হানা দেই আর রাত করে অবসন্ন হয়ে বাড়ি ফিরে খেয়ে ঘুম।

আমার মাথায় ঢুকে না - কিভাবে মানুষ এতো গভীর ভাবে কোনোকিছু নিয়ে ভাবতে পারে, এতো সময় ব্যায় করে এতো সুন্দর বিশ্লেষণ কি করে দাঁড় করাতে পারে! তাঁরা নিশ্চয়ই অনেক জ্ঞানী, নমস্য। আমি এক নগন্য মানুষ, জ্ঞানের বিলাসিতা আমার সাজে না। মাঝে মাঝে সচলে এসে একটা বিষয়েই কচকচ করি - ফটোগ্রাফি। সেখানেও জ্ঞানী হবার বিলাসিতা আজঅব্দি পেয়ে বসেনি। তবে ইদানিং কামলা খাটার পরিমান বেড়ে যাওয়াতে ক্যামেরা নিয়ে কোথাও বেড় হওয়া হয় না। ২০১৩'র ১৫ নভেম্বর অনুপমকে সাথে নিয়ে বেড় হলাম মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে, ম্যাক্রো করার আশায়।

যেদিন শাহবাগে প্রথম উপস্থিত হয়ে সবাই কাদের মোল্লার ফাঁসির রায় চাইলো, সেই ৫ ফেব্রুয়ারী ২০১৩ তে খুব শখ করে কিনেছিলাম নিকন মাইক্রো ১০৫ মিমি, f/২.৮। কিন্তু ঐ আন্দোলন মুখর পরিবেশে মনে হয়নি কোথাও গিয়ে একটু ম্যাক্রো করে আসি, শুধু ঘরে বসিয়ে ল্যান্সটাকে অলস বানাচ্ছিলাম। কিন্তু হাত নিশপিশ তো বন্ধ হবার নয়। তাই চলেই গেলাম দুজনা মিলে। অনুপমেরও একই অবস্থা, ব্যাস্ততার চাপে কোথাও যাওয়া হয় না। তাই দুজনে আর কিছু না ভেবে চলেই গেলাম - দেখা যাক কি হয় এই ভেবে।

সবচেয়ে সমস্যার মধ্যে পড়েছিলাম একটা জিনিশ নিয়েই, বহুদিন ক্যামেরার সাথে রোম্যান্স নেই। আমি বলি এক আর সে করে আরেক! বুঝলাম, এই যন্ত্রের মনটা আবার নতুন করে বোঝা লাগবে। তো কি আর করা, সকাল থেকে (সকাল বলতে ১১টা আরকি!!!) বিকেল পর্যন্ত অনেক চেষ্টা করলাম ক্লিক করার। সে এক ভয়ানক যুদ্ধ, বন্য হাতীকে পোষ মানানোর মতো। দিন শেষে যা বুঝলাম তা হলো, 'ফুরিয়ে যাচ্ছি' - এমন একটা ধারণা মনের মধ্যে বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছিলাম। কিন্তু সেদিন পুরোপুরি বুঝলাম - ফুরিয়ে গেছি। সেটা আসলে খুব একটা ধর্তব্যের বিষয় না একটা কারণেই - দেয়ার মতো কিছুই ছিলোনা আমার কোনো কালে, ফুরোলে তাতে কি? যাই হোক, কিছু আব-জাব যা তুলেছি শেয়ার দিলাম।

১) ম্যাক্রো করতে যাবো আর মাছির ছবি তুলবো না, এইটা হয় নাকি??

২) এই চিকচিকা মাকড়শা বহুতদিন পরে দেখলাম ...

এই চান্দু মহা মজার এক চিজ। ম্যাক্রো মডেল হিসেবে এক্কেবারে ফার্স্টক্লাশ। পুরাই ঠায় দাড়ায়া পোজ মেরে গেলো বহুক্ষণ

৩)

৪)

৫)

৬)

এই পাতাগুলোর ছবি তুলেও খুব মজা পেয়েছি

৭)

৮)

৯)

ফুলটার নাম জানিনা, তবে ম্যাক্রো করতে গেলে এটা পেলেই ক্লিক মারি -

১০)

১১)

১২) সূর্যের ম্যাক্রো করার এক প্রাণান্ত প্রচেষ্টা

এক্কেবারে চলে আসার সময় দেখা হলো এই টারমিনেটরের সাথে। মনে হচ্ছিলো যে এই ব্যাটা মেটাল দিয়ে তৈরী

১৩)

১৪)

# এইবার দুটো বোনাস দিলাম। গাজিপুরে ঘুরতে গিয়ে হঠাৎ করেই এই রঙ্গীলা মাছির দেখা পেলাম, যদিও ছবি তুলে যাইনি কিন্তু ঢেকির স্বর্গে গিয়ে ধান ভানার মতো মেরে দিলাম ঠুশঠাশ ...


মন্তব্য

হাসিব এর ছবি

ছবি দেখি না। সব প্রাইভেট করা মনে হয়।

অনুপম ত্রিবেদি এর ছবি

চরি, এখন দিলাম সব উদাম কইরা। দেখেন।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শব্দ পথিক এর ছবি

সুন্দর, ১২ নং টাতে বিমোহিত। চলুক

----------------------------------------------------------------
''বিদ্রোহ দেখ নি তুমি? রক্তে কিছু পাও নি শেখার?
কত না শতাব্দী, যুগ থেকে তুমি আজো আছ দাস,
প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস!''-সুকান্ত ভট্টাচার্য

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

ক্যামনে পারেন বস, শিখান না একটু

শব্দচোর

অনুপম ত্রিবেদি এর ছবি

হা হা হা ... তাহলে তো ম্যাক্রো নিয়েও টিউটোরিয়াল দিতে হবে !

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শাব্দিক এর ছবি

মাকড়শা ভালু পাই না। বাকিগুলি মারাত্মক চলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

অনুপম ত্রিবেদি এর ছবি

ম্যাক্রো সাবজেক্ট হিসেবে মাকড়শা একাধারে খুবই বিরক্তিকর আবার খুবই মজার। আমার খুব প্রিয় সাবজেক্ট।

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কী সুন্দর!!! গুরু গুরু


_____________________
Give Her Freedom!

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

এক লহমা এর ছবি

সব কটাই সুন্দর। চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অনুপম ত্রিবেদি এর ছবি

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাক্ষী সত্যানন্দ এর ছবি

খাইছে। এত্তগুলা ফটোশপ অ্যাঁ ফটোশপাররে, থুক্কু ফটোগ্রাফাররে উত্তম জাঝা!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অনুপম ত্রিবেদি এর ছবি

হা হা হা ... হ, চাইরদিকে খালি ফটুশপ আর ফটুশপ!

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুরু। ফুরায়ে গিয়েই যেই অবস্থা!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনুপম ত্রিবেদি এর ছবি

না রে ভাই, সত্যিই ... ফুরায়ে গেছি। আর এখন ফিরে আসার চেষ্টারত আছি। দুয়া কইরেন চোখ টিপি

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ত্রিমাত্রিক কবি এর ছবি

এইচডিয়ার নিয়া আপনের টিউটোরিয়াল তো আর আইলোনা। দোয়া করছি কয়েকদিন, কাম হইল না!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আয়নামতি এর ছবি

দৃষ্টি বক্র করিয়া আপনার ম্যাক্রো দেখিলাম, এবং বলিতে বাধ্য হইলাম বাহ্! অতি চমৎকার!!

অনুপম ত্রিবেদি এর ছবি

কতো ডিগ্রি এঙ্গেলে???

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাফিনাজ আরজু এর ছবি

হাততালি হাততালি
ওরে সব ছবি। মাথায় নষ্ট।
কবি ভাইয়ের মত আমিও বললাম- গুরু। ফুরায়ে গিয়েই যেই অবস্থা !!! হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অনুপম ত্রিবেদি এর ছবি

দেঁতো হাসি ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

আপনার ক্যামেরার বর্ণনা দিয়েন, যদি কখনো কিনতে পারি!

মাসুদ সজীব

অনুপম ত্রিবেদি এর ছবি

আমার তো গরিবের ক্যাম্রা, নিকন ডি-৩০০। তবে একটা কথা - ছবি কিন্তু ক্যাম্রায় তোলে না !!!

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ছবি কিন্তু ক্যাম্রায় তোলে না !!!

চলুক লাখ কথার এক কথা

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

ছবি কিন্তু ক্যাম্রায় তোলে না

চলুক

মাসুদ সজীব

সত্যপীর এর ছবি

১৪ নাম্বারে মেটালিক টার্মিনেটর মারাত্মক লুক দিছে কিন্তু। একবারে ডেডলি!

..................................................................
#Banshibir.

অনুপম ত্রিবেদি এর ছবি

হ, এই ভদ্রলোক যে কি ভাব জানে ... পুরাই পাঙ্খা !!!

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যুধিষ্ঠির এর ছবি

অনেকদিন পরে দেখলাম প্রিয় ছবিয়ালকে! অনুপম নিজেই কিভাবে অনুপমকে সাথে নিয়ে বের হল বুঝলাম না। হাসি

দুর্দান্ত ছবি সব। ৭ নাম্বার যে ধরনের/ঘরানার ছবি, সেই ধরনটা আজকাল আমার বেশ পছন্দের।

নাইকনের ১০৫মিমি ম্যাক্রোর রিভিউ লেইখো সময় পাইলে একটা।

অনুপম ত্রিবেদি এর ছবি

হা হা হা, আসলে যার সাথে গিয়েছিলাম তার নামও অনুপম।
রিভিউ লিখুম আমি !!! এতো টেকি এখনও হইনাইক্কা।

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার এইচডিআর সিরিজ কি শেষ হয়ে গেছে?

অনুপম ত্রিবেদি এর ছবি

না, জনাব। তবে এক বছরের একটা লম্বা শীতনিদ্রায় আছে, হা হা হা।

ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

শান্ত এর ছবি

অনেক অনেক অনেক দিন পরে আপনার মারাত্নক পোস্ট পেলাম।

__________
সুপ্রিয় দেব শান্ত

অনুপম ত্রিবেদি এর ছবি

অনেক অনেক অনেক ধন্যবাদ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অতিথি লেখক এর ছবি

যাক, এতোদিন পরে হইলেও ছবিগুলা দেখতে পাইলাম !!! দেঁতো হাসি :D
আর ছবিগুলা কেমন হইছে, এইটা মনে হয় না নতুন কইরা বলা লাগবে খাইছে গুল্লি

- অনুপম

অনুপম ত্রিবেদি এর ছবি

হা হা হা ... অনেক ধন্যবাদ। আপনার গুলো নিয়েও লেখা দেন, প্লিজ।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সামুরাই এর ছবি

১৫ই নভেম্বর না ১৫ই ডিসেমবর? দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।