ফটোগ্রাফি নিয়ে আমার পথচলা বহুদিনের। দিন-মাস-বছরের হিসাবটা আর নাইবা করলাম। কারণ এই পথচলাটা ‘ধারাবাহিক’ নয়। মাঝে মাঝে কিছু ‘বিশাল’ বা ‘ছোট্ট’ বিরতী রয়েছে।
এর কারন কখনওবা ব্যাক্তিগত আবার কখনও ‘লজিস্টিক’। ফিল্ম যুগের অবসান ঘটিয়ে বাজারে যখন ডিজিটালের আনা-গোনা, তখন এই প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে নিকনের একটা পয়েন্ট & শুট কিনেছিলাম। ক্যামেরাটার প্রেমে এতই মজে গিয়েছিলাম যে, ডিজিটাল SLR কিনতেই হবে বলে মনস্থির করেছিলাম। সেই ক্যামেরাটা হারিয়ে যাবার পর প্রায় ২ বছরের একটা বিরতী ছিলো DSLR কেনার জন্যে। তারপর মুটামুটি ঝাঁপিয়েই পড়লাম, একটা ছোট্ট Nikon D40 নিয়ে। তখন ল্যান্স বলতে ছিলো কেবল ঐ ১৮-৫৫ মিমি কিট ল্যান্সটা। তারপর কিনলাম একটা ৫৫-২০০ মিমি। এভাবেই একে একে ঘরে এলো অনেকগুলো ল্যান্স। এর মধ্যেই কিনে ফেললাম একটা Nikon D80, বলতে গেলে সেই সময়ে আমার স্বপ্নের একটা ক্যামেরা ছিলো এটি। প্রিয় মানুষের হাত ধরে গিফট পেলাম একটা স্বপ্নের ল্যান্স Tokin 11-16mm f/2.8 । একদিন সাধের সেই ক্যামেরাটা গেলো নস্ট হয়ে, আবারও একটা ছোট্ট বিরতী প্রায় ৬-৭ মাসের। তখন বেশ মুষড়ে পড়েছিলাম, আর মনে হয় ক্যামেরা কিনতে পারবো না – এই ভেবে! কিন্তু নাহ, ঘর আলো করে এলো Nikon D300, স্বর্গটা হাতের মুঠোয় পেয়ে গেলাম মনে হলো। এরই মাঝে অফিসের বিশাল ব্যাস্ততা আর জীবনের নানা টানা পোড়েনে পড়ে প্রায় বছর খানেকের জন্যে আরো একটা ব্রেক! কিন্তু অনেক ভেবে দেখলাম, ফটোগ্রাফি ছেড়ে থাকাটা এক কথায় অসম্ভব আমার জন্যে। কখনই ফটোগ্রাফার ছিলাম না, হতে পারিনি আজও। কিন্তু ক্যামেরা নিয়ে ঘুরতে যাওয়া, ছবি তোলা, এগুলো নিয়ে ফটোশপে কারিকুরি করা, সচলে এগুলো পোষ্ট দেয়া – বেশ ভালো লাগে। তবে স্বপ্ন দেখি, একদিন ঠিক ঠিক ‘ফটোগ্রাফার’ হয়ে যাবো ... একদিন হবোই ... হুম!
ফটোগ্রাফি জিনিশটা আমার কাছে অন্য রকম একটা অর্থ বহন করে। আসলে প্রত্যেকটা ফ্রেম একটা গল্প, নানা আলোয় রাঙ্গানো। কোথাও জড়িয়ে আছে হাসি-কান্না, কোথাও অনেক না বলা কথা আবার কোথাও রূপকথার মতো শুধু স্বপ্ন আর স্বপ্ন! তবে আমার কাছে রূপকথার গল্প গুলো এতোই ভালো লাগে যে, আমি আমার ছবি দিয়ে ঐরকম রূপকথাই বলতে চাই। এ নিয়ে অনেক রকম করে অনেকবার লিখেছি, তাই আজ আর নয়! তবে আমি বলে যেতে চাই আমার দেখা অচেনা আলোর গল্পগুলো, আমার মতো করেই। স্বপ্নের মতো সেই অদ্ভুত আলোর গল্পই ফেরী করে বেড়াতে চাই আজীবন। আমার একটা স্বর্গ আছে! যতবার তার সামনে গিয়ে দাঁড়াই, নিজেকে যেনো খুঁজে পাই পুরোপুরি। কি এক মায়াময় আলো নিয়ে প্রতিটা মূহুর্তে পামায় পাগল করে দেয়। দিন নেই, রাত নেই, আমি অবিরল শুধু শাটার চেপে যেতেই থাকি। আজ অব্দি অনেক গ্রাম ঘুরেছি, কিন্তু আমার গ্রামের মতো এতো সুন্দর আর কোথাও দেখিনি। প্রতিটি ক্ষণ আমি পুরোপুরি অন্যভাবে অনুভব করি সেখানে। আর তাই প্রায় এক বছরের বিরতী ভেঙ্গে ছুটে গেলাম সেই স্বর্গে, নিজেকে ফিরে পেতে, বুঝে নিতে নিজের ভেতরের নিজেকে আরো একটিবার। হুম, তার সামনে গিয়ে দাঁড়ালাম, মনমুগ্ধকর আলোয় আবারো নিজের শেকড়টাকে জড়িয়ে নিলাম শক্ত করে। বেড়িয়ে এলাম, কিছুটা সময় ভেতরের ঘুমন্ত স্বত্বাকে জাগিয়ে নিতে in my world of magnets & miracles …
==========================================================================
ছবিগুলো ভোর থেকে শুরু হয়ে সন্ধ্যায় গিয়ে শেষ ...
১)
=======
২)
=======
৩)
=======
৪)
=======
৫)
=======
৬)
=======
৭)
=======
৮)
আমার ঐ যাদুমাখা গ্রামে অপার্থিব আলোর সাথে এদেরও খুঁজে পেলাম -
৯)
=======
১০)
=======
১১)
=======
১২)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Gears used - Nikon D300, Tokina 11-16mm f/2.8, Nikkor 35mm f/1.8, Nikkor Micro 105mm f/2.8
Software used - Adobe Photoshop CS 5, Nik Color Efex Pro & Photomatix Pro.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
... চলবে ...
মন্তব্য
জটিল সব ছবি !!!!
………জিপসি
ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
৪ নাম্বারের কালার দেইখা ফিদা হইছি। আপনে অমানুষ।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
মানুষ তো কোনোকালেই ছিলাম না!
আর এইসব রং-চং সব বাবা নিকনের দান ... হুম ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অপার্থিব সব রং, অদ্ভুত মায়াময় সব ছবি।
আপনার গ্রামটাতে যেতে মন চাইছে অনুপমদা, কোথায় সেটা?
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ধন্যবাদ, তবে আমার গ্রামের মায়াময় আলো ধরে রাখার মতো কিছুই নেই আমার হাতে। এ তো কেবল একটু চেষ্টা!
গ্রামের নাম টামনী, কিশোরগঞ্জ জেলায়।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আবার লেখা শুরু করতে দেখে ভালো লাগলো। নিয়মিত লেখার চেষ্টাটা চালিয়ে যা।
অনেক মিস করি দিনগুলো। কীসব উত্তাল দিনগুলো কাটিয়েছি আমরা একসাথে। দিনগুলো কখনো আর ফিরে আসবে না জানি। তোর লেখায় দিনগুলো অন্তত ফিরে আসুক, ধরা পড়ুক নতুন মাত্রায়।
হুম, নিয়মিত লেখার চেষ্টা থাকবে।
দিনগুলো আজীবন মিস করেই যাবো। না ফেরার দেশে চলে যাবার আগে পর্যন্ত মনে থাকবে, আমার আরো একটা স্বর্গ আছে, যার নাম - সিলেট। ঠিকই একদিন চলে আসবো হুট করে, দেখিস! আগের মতো ওরকম করে হয়তো আর হুল্লোড়টা হবে না, তবুও আমাকে সিলেট যেতেই হবে, শাওন!
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ওরে! কি সুন্দর সব ছবি!
----------------
স্বপ্ন হোক শক্তি
অনেক ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
দারুণ! প্রথম ছবিটা দেখে মনে হচ্ছে নীচু হয়ে উড়ে যাওয়া আকাশযান থেকে তোলা।
৮ নম্বরটা মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা। ৯ নম্বরটা যেন মুক্তার মালা!
লেখার মাধ্যমে ফটোগ্রাফির প্রতি আপনার আবেগও চমৎকারভাবে ফুটে উঠেছে।
ধন্যবাদ।
সত্যি বলতে কি, এই একটা জিনিশের প্রতি আমি একটু বেশিই আবেগী ... হা হা হা ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আই হেট ফটুগফ্রুস, আইহেটু
-----------------------------------------------------------
আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো
ঐ আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে
-----------------------------------------------------------
আই লাব হেটারয ... হু হা হা হা হা ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
খুব সাধারন ছবির বিষয় ও যে কত অসাধারন হয়ে ওঠতে পারে তা আপনার ছবি তার প্রমাণ। সবগুলো ছবির আলো অসাধারন হয়েছে, তবে ৪ আর ৭ নাম্বার ছবি দুটির আলো অন্যমাত্রার সৌন্দর্য্য নিয়ে এসেছে। ।
লেখা আর ফটোগ্রাফি চলুক, একরাশ মুগদ্ধতা নিয়ে সাথে আছি।
মাসুদ সজীব
অনেক ধন্যবাদ আপনাকে।
আমাদের এই দেশটি যে কতো অসাধারণ আমরা আসলে জানিই না। এর চেয়ে সুন্দর কোনো দেশ আছে নাকি দুনিয়ায়?
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
একটার পর একটা অসাধারণ ছবি।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
প্রতিটা ছবি অসাধারণ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অসাধারণ সব দৃশ্য ফ্রেমবন্দী করেছেন!
৯ নম্বরটা বিশেষ করে চোখে লেগে রইল।
শুভেচ্ছা
অনেক ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কিছু কওয়ার নাই ভাই । তয়, ছবিগুলা দেইখা খালি একটা কথাই মনে হয় ..... জীবনে ঘোড়ার ঘাস কাটা ছাড়া আর কিছু করি নাই । ক্যাম্নে পারেন ভাই .... ক্যাম্নে ???
- অনুপম শুভ
তাইলে তো ভাই একটা ঘোড়া কিন্নাই ফেলমু! আপনে ঘাস কাইটা দিয়েন, যাতে বুবা প্রানীটা না খায়া মরে !
অনেক ধন্যবাদ।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কোন ক্যামেরাটা দিয়ে তুলেছেন এগুলো? আপনার হাতে মোবাইলের বেসিক ক্যামেরা ধরিয়ে দিলেও মনে হয় এরকম জ্বলজ্যান্ত শিল্প তুলে যাবেন!!!
____________________________
একটু খেয়াল করলেই দেখবেন যে, লেখার একেবারে নিচে সব তথ্য দেয়া আছে। তারপরও বলি ছবিগুলো Nikon D300-এ তোলা।
আরে না রে ভাই, অতো 'বিশাল কেউ' এখনও হতে পারিনি ... হা হা হা হা ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
নতুন মন্তব্য করুন