আবিস্কারের নেশায়

অপালা এর ছবি
লিখেছেন অপালা (তারিখ: বিষ্যুদ, ১২/০৭/২০০৭ - ৬:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগ নিয়ে এতো তাত্বিক আলো চনা হচ্ছে চারদিকে আমার মতো আম-কাঠাল তো ভয়েই শেষ। কি কইয়া কোন ফ্যাসাদে পরি।পরে কে কি কইয়া বয় তার কোনো ঠিক ঠিকানা আছে। দুই কলম লেখতে গিয়া পড়ার কালপ টা ও না হারাই।তাও প্রত্যেক দিন দুর দুর বুক ফুলায়ে এর ব্লগ ওর ব্লগ ঘুইরা বেড়াই, মাঝে মইধ্যে দুই একটা রেটিং আর মন্তব্যও ঝাইরা ফেলাই। এহন এট্রু এট্রু ভয় কমছে, মনে লয়। তয় মোর্শেদ মিয়া কথা হুইনা তো পুরা ভেবাচেকা। এমনে কইতে আছে, আমাগো বুঝি মান সম্মান নাইক্কা।পাঠক বইলা কি এতো ই ফেলনা।আমরা না থকলে লিখতা কার লাগি, এতো এতো টেকা খরচ কইরা বই বাইর করে কিয়ের লাগি, পড়নের লাগি ি তো। আমরা না হয় আনপড় মরুখ্য মানুষ, কিন্তুক পড়তে পড়তে ই তো মানুষ শিখে, এই মনে কইরা ই একটা সান্তণা খুইজা পাই। কেমন যেনো একটা বিদ্রোহী ভাব ও ঠেলা ঠেলি করে ভিতরে, বিদ্রোহী বা বিপ্লবী লিখা না বাইরলে ও তো কি হইছে, লিখতে তো পারি, তাই কি বোর্ড চালান শুরু করি, আইজকা লিখুম ই, যা আছে কপালে।এই জোসিলা মন লইয়া যেইনা লিখতে বইলাম, মনে হইলো কিয়ের যেন গন্ধ আইয়ে, বুঝতে না পাইরা এইদিক ওই দিক তাকাই, ঘটনা কি, ? আইজ কি তাইলে লিখা হইবো না!! এই গন্ধ লইয়া তো লিখবার পারি না, কত সম্মানিত পাঠক কি মনে করবো? গন্ধের উৎস খুজতে গিয়া ফ্রিজ খুইলা দেখি পেকেটের শুটকি টা নাই।

এতো ক্ষনে বুঝলাম এইটা কিয়ের গন্ধ, শালার শুটকি, কেউ রানছে মনে লয়, কিন্তুক ১৫ মিনিট হাইটা এই গন্ধ অফিসে গেল কেমনে , তা বুঝবার না পাইরা আবার ও মাথা চুলকাই,চুলকাইতে চুলকইতে মাথার জট যায় খুইল্লা,সিনামার নায়কগো মতোন সব ফকফকা হইয়া ভাসে, এট্রু আগে আমি ই না শুটকী রানলাম, এই গন্ধ ই আমার জামায় রইয়া গেছে মনে লই, ভাইবা আবিস্কারের আনন্দে মাইতা উঠলাম,আর নাক গেন্জিতে লাগায়ে দেহি, আরে হাচা ই তো, আমারে আর পায় কে!!!

এই খুশুতে টিকতে না পইরা লেইখা ই ফালাইলাম।

গুরু জনেরা কেউ কিছু মনে কইরেন না শুটকি নিয়া লিখলাম বইলা, এহন ও এইটার নামের লগে বলগ টা জোড়া আছে, ইচ্ছা করলে ই কিছু কইবার পারবেন না। বুইঝা শুইনা।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

শুটকির কাছে কৃতজ্ঞতা ।
'অপালা বিগাম ' রে শেষ পর্যন্ত লেখাইয়া ছাড়লো ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দিদি ভুল বুঝবেন না। সবার ভয় কাটানোর জন্যই লিখলাম। আপনি বুঝলেন উল্টো! :|

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অপালা এর ছবি

যা কইছেন, এহন ফ্লাডিং কইরা ফেলাই

অপালা এর ছবি

হা হা হা

আমারে ভয় দেখাইয়া যাইবা কই মিয়া, কম্বল তো তোমাগোরে ছড়বো না

হাসান মোরশেদ এর ছবি

ভাসেন এবং ভাসাইয়া নেন ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অপালা এর ছবি

আইজা রাইতে ই হইবো

শামীম এর ছবি

শুটকিতো ফাটায়ালাইছে .... .... সাবলীল লেখা চলুক
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

রেজওয়ান এর ছবি

শুইতে যামু রাইত তিনটা বাজে। ওমা এইখানে দেখি শুটকির গন্ধ!

কতদিন শুটকি খাইনা। পোড়ার দেশে শুটকি পাওয়া ভার। এখন আপনেই কন আমি কি করি। খিদাটা আবার চাগার দিয়া উঠল।

ps: পোষ্ট জব্বর হইছে।
------------------------------------
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

হযবরল এর ছবি

জোশ থাকতেই লিখে ফেলেন। জোশ নষ্ট করা উচিত না।

সৌরভ এর ছবি

যে কোন খাবারের নাম লেখায় থাকলে, আমি সেই লেখাকে ফালতু রেটিং করতে চাই। কারণ, আমার পেটে ইন্দুরে বুকডন দেয় সবসময়, আর খাবারের নাম শোনার পর সেই ইন্দুর গুলান সাম্বা নৃত্য শুরু করে।

আহহারে, কতোদিন শুঁটকি খাইনা।
পুঁটি, ভেটকি, শোল এর শুঁটকি। আমাদের বাড়িতে রানতো।
জয় বাবা শুঁটকিরাম।

(এক বিপ্লব দিসি, এক বিপ্লব = ৫)


আবার লিখবো হয়তো কোন দিন

অপালা এর ছবি

সবাইরে শুটকির দাওয়াত।

আমি খাই আপনারা চিন্টা করেন কবে রানবেন আর খাইবেন।

মাশীদ এর ছবি

আমারেও নিয়েন সাথে অপালাদি।
শুঁটকি খেতে বড় মন চায়।
ব্লগবিষয়ক তাত্বিক আলোচনায় আমিও ডরাই মাঝেমাঝেই।
এরম লেখা দেখে শান্তি পাই। পড়ে বুঝি আর কি! বাকি সব তো মাথার উপরে দিয়ে যায়।
চালিয়ে যান দিদি। আমরা পাঠক/ফিলাররা আছি সাথে।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

অমিত আহমেদ এর ছবি

হাঃ হাঃ হাঃ
হাসলাম লেখাটা পড়ে... খাসা হয়েছে হাসি

(শুটকি আম্মা রান্না করে খাওয়ায় দেশে গেলে। এই ডিসেম্বরে খায়ালামু)


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

সুমন চৌধুরী এর ছবি

হুম..শুটকি....কাসেলে নাই...ফ্রাঙ্কফুর্ট যাইতে হইবো...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

কারুবাসনা এর ছবি

আমি শুটকি রসিক নই। তবু শুটকি লেখাটা উপভোগ করলাম।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

দ্রোহী এর ছবি

হায়রে, কতদিন শুটকি খাইনা!!!

__________
কি মাঝি? ডরাইলা?

অপ বাক এর ছবি

গন্ধ একেবারের গান্ধা করে ফেললা জায়গাটা।

অপালা এর ছবি

বেশি নাক উচা!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।